কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
২১. ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
হাদীস নং: ২৬৯৫
আন্তর্জাতিক নং: ২৬৯৫
 ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়
রাসূলুল্লাহ্ কি ওয়াসিয়্যাত করেছিলেন?
২৬৯৫। মুহাম্মাদ ইবন 'আব্দুল্লাহ্ ইবন নুমায়র, আবু বকর ইবন আবু শায়বা ও আলী ইবন মুহাম্মাদ (রাহঃ).... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) রেখে যাননি কোন দীনার না কোন দিরহাম না বকরী আর না কোন উট। আর তিনি ওয়াসিয়্যাতও করেন কোন জিনিসের।
كتاب الوصايا و الفرائض
بَاب هَلْ أَوْصَى رَسُولُ اللهِ ﷺ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي وَأَبُو مُعَاوِيَةَ ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، - قَالَ أَبُو بَكْرٍ وَعَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ - عَنِ الأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ مَا تَرَكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم دِينَارًا وَلاَ دِرْهَمًا وَلاَ شَاةً وَلاَ بَعِيرًا وَلاَ أَوْصَى بِشَىْءٍ .
হাদীস নং: ২৬৯৬
আন্তর্জাতিক নং: ২৬৯৬
 ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়
রাসূলুল্লাহ্ কি ওয়াসিয়্যাত করেছিলেন?
২৬৯৬। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ).... তালহা ইবন মুসারিফ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি আব্দুল্লাহ্ ইবন আবু আওফা (রাযিঃ)-কে বললামঃ রাসূলুল্লাহ্ (ﷺ) কি কোন জিনিসের ওসিয়্যাত করেছিলেন? তিনি বললেনঃ না। আমি বললামঃ তাহলে মুসলিমদেরকে কিভাবে ওসিয়্যাতের হুকুম দিলেন? তিনি বললেনঃ আল্লাহর কিতাবের ওসিয়্যাত করেছেন তিনি। তালহা ইবন মুসারিরফ বলেনঃ হুযায়ল ইবন শুরাহবীল বলেছেনঃ আবু বকর (রাযিঃ) কি রাসূল (ﷺ) এর ওসিয়্যাতকৃত ব্যক্তির উপর খিলাফাত করতে পারতেন? আবু বকর (রাযিঃ) এর অবস্থা তো এই ছিল যে, তিনি যদি রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে কোন হুকুম পেতেন তাহলে (অনুগত উটের ন্যায়) নিজের নাকে তার লাগাম পরে নিতেন।
كتاب الوصايا و الفرائض
بَاب هَلْ أَوْصَى رَسُولُ اللهِ ﷺ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ مَالِكِ بْنِ مِغْوَلٍ، عَنْ طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ، قَالَ قُلْتُ لِعَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى أَوْصَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِشَىْءٍ قَالَ لاَ . قُلْتُ فَكَيْفَ أَمَرَ الْمُسْلِمِينَ بِالْوَصِيَّةِ قَالَ أَوْصَى بِكِتَابِ اللَّهِ .
قَالَ مَالِكٌ وَقَالَ طَلْحَةُ بْنُ مُصَرِّفٍ قَالَ الْهُزَيْلُ بْنُ شُرَحْبِيلَ أَبُو بَكْرٍ كَانَ يَتَأَمَّرُ عَلَى وَصِيِّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَدَّ أَبُو بَكْرٍ أَنَّهُ وَجَدَ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَهْدًا فَخَزَمَ أَنْفَهُ بِخِزَامٍ .
قَالَ مَالِكٌ وَقَالَ طَلْحَةُ بْنُ مُصَرِّفٍ قَالَ الْهُزَيْلُ بْنُ شُرَحْبِيلَ أَبُو بَكْرٍ كَانَ يَتَأَمَّرُ عَلَى وَصِيِّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَدَّ أَبُو بَكْرٍ أَنَّهُ وَجَدَ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَهْدًا فَخَزَمَ أَنْفَهُ بِخِزَامٍ .

তাহকীক:
হাদীস নং: ২৬৯৭
আন্তর্জাতিক নং: ২৬৯৭
 ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়
রাসূলুল্লাহ্ কি ওয়াসিয়্যাত করেছিলেন?
২৬৯৭। আহমাদ ইবন মিক্দাম (রাহঃ)....আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর যখন ওফাত নিকটবর্তী হয়েছিল এবং তাঁর শ্বাস আটকে যাচ্ছিল, তখন তার সাধারণ ওয়াসিয়্যাত এই ছিল যে, সালাত এবং তোমাদের দাস-দাসীর প্রতি খেয়াল রাখবে।
كتاب الوصايا و الفرائض
بَاب هَلْ أَوْصَى رَسُولُ اللهِ ﷺ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، سَمِعْتُ أَبِي يُحَدِّثُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَتْ عَامَّةُ وَصِيَّةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ حَضَرَتْهُ الْوَفَاةُ وَهُوَ يُغَرْغِرُ بِنَفْسِهِ  " الصَّلاَةَ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ " .

তাহকীক:
হাদীস নং: ২৬৯৮
আন্তর্জাতিক নং: ২৬৯৮
 ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়
রাসূলুল্লাহ্ কি ওয়াসিয়্যাত করেছিলেন?
২৬৯৮। সাহাল ইবন আবু সাহল (রাহঃ)....'আলী ইবন আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন ঃ (শরয়ী-আহকাম সম্পর্কে) রাসূলুল্লাহ্  (ﷺ)-এর শেষ কথা ছিলঃ সালাত এবং তোমাদের দাস-দাসীর (প্রতি খেয়াল রাখবে)।
كتاب الوصايا و الفرائض
بَاب هَلْ أَوْصَى رَسُولُ اللهِ ﷺ
حَدَّثَنَا سَهْلُ بْنُ أَبِي سَهْلٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ مُغِيرَةَ، عَنْ أُمِّ مُوسَى، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ كَانَ آخِرُ كَلاَمِ النَّبِيِّ صلى الله عليه وسلم  " الصَّلاَةَ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ " .

তাহকীক:

