কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

كتاب السنن للإمام ابن ماجة

২৪. কুরবানীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩১৫৫
আন্তর্জাতিক নং: ৩১৫৫
কুরবানীর অধ্যায়
স্বহস্তে কুরবানীর পশু যবাহ করা উত্তম
৩১৫৫। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ)...... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে স্বহস্তে কুরবানী করতে দেখেছি। পশুর পাঁজরের উপর পা দিয়ে চেপে ধরে।
كتاب الأضاحي
بَاب مَنْ ذَبَحَ أُضْحِيَّتَهُ بِيَدِهِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، سَمِعْتُ قَتَادَةَ، يُحَدِّثُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَذْبَحُ أُضْحِيَّتَهُ بِيَدِهِ وَاضِعًا قَدَمَهُ عَلَى صِفَاحِهَا ‏.‏
হাদীস নং: ৩১৫৬
আন্তর্জাতিক নং: ৩১৫৬
কুরবানীর অধ্যায়
স্বহস্তে কুরবানীর পশু যবাহ করা উত্তম
৩১৫৬। হিশাম ইব্‌ন আম্মার (রাহঃ)....... রাসূলুল্লাহ (ﷺ) -এর মুয়াযযিন আম্মার ইবন সাদ (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) যুরাইক গোত্রের রাস্তার পাশে একটি চাকু দিয়ে নিজের কুরবানীর পশু গলার কাছ দিয়ে স্বহস্তে যবাহ করেছেন।
كتاب الأضاحي
بَاب مَنْ ذَبَحَ أُضْحِيَّتَهُ بِيَدِهِ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَعْدِ بْنِ عَمَّارِ بْنِ سَعْدٍ، مُؤَذِّنِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ حَدَّثَنِي أَبِي عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ذَبَحَ أُضْحِيَّتَهُ عِنْدَ طَرَفِ الزُّقَاقِ طَرِيقِ بَنِي زُرَيْقٍ بِيَدِهِ بِشَفْرَةٍ ‏.‏
tahqiq

তাহকীক:

rabi
বর্ণনাকারী: