কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
২৬. শিকারের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৩২১১
আন্তর্জাতিক নং: ৩২১১
শিকারের অধ্যায়
ধনুকের শিকার
৩২১১। আবু উমাইর, ঈসা ইবন মুহাম্মাদ নাহহাস ও ঈসা ইবন ইউনুস রমলী (রাহঃ)...... আবু সা'লাবা খুশানী (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেনঃ তোমার ধনুকের সাহায্যে ধৃত শিকার খাও।
كتاب الصيد
بَاب صَيْدِ الْقَوْسِ
حَدَّثَنَا أَبُو عُمَيْرٍ، عِيسَى بْنُ مُحَمَّدٍ النَّحَّاسُ وَعِيسَى بْنُ يُونُسَ الرَّمْلِيُّ قَالاَ حَدَّثَنَا ضَمْرَةُ بْنُ رَبِيعَةَ، عَنِ الأَوْزَاعِيِّ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي ثَعْلَبَةَ الْخُشَنِيِّ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " كُلْ مَا رَدَّتْ عَلَيْكَ قَوْسُكَ " .
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৩২১২
আন্তর্জাতিক নং: ৩২১২
শিকারের অধ্যায়
ধনুকের শিকার
৩২১২। আলী ইব্ন মুনযির (রাহঃ)...... আদী ইবন হাতিম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম–ইয়া রাসূলাল্লাহ! আমরা তীরন্দাজ লোক। তিনি বললেনঃ তুমি যখন তীর নিক্ষেপ কর এবং তা বিদ্ধ হয় তা খাও, যা তুমি বিদ্ধ করেছ।
كتاب الصيد
بَاب صَيْدِ الْقَوْسِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا مُجَالِدُ بْنُ سَعِيدٍ، عَنْ عَامِرٍ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّا قَوْمٌ نَرْمِي . قَالَ " إِذَا رَمَيْتَ وَخَزَقْتَ فَكُلْ مَا خَزَقْتَ " .
তাহকীক:
বর্ণনাকারী: