কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
২৬. শিকারের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৩২৪৮
আন্তর্জাতিক নং: ৩২৪৮
শিকারের অধ্যায়
কাক সম্পর্কে
৩২৪৮। আহমাদ ইব্ন আযহার নিসাপুরী (রাহঃ)....... ইব্ন উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ কে কাক খায়? অথচ রাসূলুল্লাহ্ (ﷺ) তার নাম রেখেছেন 'ফাসিক' (নিকৃষ্ট প্রাণী)। আল্লাহর কসম! তা পবিত্র প্রাণীর অন্তর্ভুক্ত নয় ।
كتاب الصيد
بَاب الْغُرَابِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الأَزْهَرِ النَّيْسَابُورِيُّ، حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ جَمِيلٍ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ مَنْ يَأْكُلُ الْغُرَابَ وَقَدْ سَمَّاهُ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " فَاسِقًا " . وَاللَّهِ مَا هُوَ مِنَ الطَّيِّبَاتِ .
তাহকীক:
হাদীস নং: ৩২৪৯
আন্তর্জাতিক নং: ৩২৪৯
শিকারের অধ্যায়
কাক সম্পর্কে
৩২৪৯। মুহাম্মাদ ইব্ন বাশশার (রাহঃ)..... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেনঃ সাপ ক্ষতিকর প্রাণী, বিছা ক্ষতিকর প্রাণী, ইঁদুর ক্ষতিকর প্রাণী এবং কাক ক্ষতিকর প্রাণী।
কাসিমের নিকট জিজ্ঞাসা করা হল, কাক খাওয়া যায় কি ? তিনি পাল্টা প্রশ্ন করেন, কাক কে খায়, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর এই কথার পর যে, 'তা ফাসিক'?
কাসিমের নিকট জিজ্ঞাসা করা হল, কাক খাওয়া যায় কি ? তিনি পাল্টা প্রশ্ন করেন, কাক কে খায়, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর এই কথার পর যে, 'তা ফাসিক'?
كتاب الصيد
بَاب الْغُرَابِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا الأَنْصَارِيُّ، حَدَّثَنَا الْمَسْعُودِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ بْنِ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " الْحَيَّةُ فَاسِقَةٌ وَالْعَقْرَبُ فَاسِقَةٌ وَالْفَأْرَةُ فَاسِقَةٌ وَالْغُرَابُ فَاسِقٌ " . فَقِيلَ لِلْقَاسِمِ أَيُؤْكَلُ الْغُرَابُ قَالَ مَنْ يَأْكُلُهُ بَعْدَ قَوْلِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " فَاسِقٌ " .
তাহকীক: