কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
২৯. রোগব্যধি ও চিকিৎসা অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৩৪৪০
আন্তর্জাতিক নং: ৩৪৪০
রোগব্যধি ও চিকিৎসা অধ্যায়
রুগীর কিছু (খোত) ইচ্ছা হলে
৩৪৪০। হাসান ইব্ন আলী খাললাল (রাহঃ)...... ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) একজন (অসুস্থ) লোককে দেখতে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেনঃ তোমার কী (খেতে) ইচ্ছা করছে? তখন সে বললোঃ আমার গমের রুটি খেতে ইচ্ছা করছে, তখন নবী (ﷺ) বললেনঃ যার কাছে গমের রুটি আছে সে যেন তার ভাইয়ের কাছে তা পাঠিয়ে দেয়। অতঃপর নবী (ﷺ) বললেনঃ তোমাদের কোন রুগী যখন কিছু খেতে ইচ্ছা করবে তখন সে যেন তাকে তা খেতে দেয়।
كتاب الطب
بَاب الْمَرِيضِ يَشْتَهِي الشَّيْءَ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا صَفْوَانُ بْنُ هُبَيْرَةَ، حَدَّثَنَا أَبُو مَكِينٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ عَادَ رَجُلاً فَقَالَ لَهُ " مَا تَشْتَهِي " . فَقَالَ أَشْتَهِي خُبْزَ بُرٍّ . فَقَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ " مَنْ كَانَ عِنْدَهُ خُبْزُ بُرٍّ فَلْيَبْعَثْ إِلَى أَخِيهِ " . ثُمَّ قَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ " إِذَا اشْتَهَى مَرِيضُ أَحَدِكُمْ شَيْئًا فَلْيُطْعِمْهُ " .
তাহকীক:
হাদীস নং: ৩৪৪১
আন্তর্জাতিক নং: ৩৪৪১
রোগব্যধি ও চিকিৎসা অধ্যায়
রুগীর কিছু (খোত) ইচ্ছা হলে
৩৪৪১। সুফিয়ান ইব্ন ওয়াকী (রাহঃ)...... আনাস ইব্ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ নবী (ﷺ) একজন অসুস্থ ব্যক্তির সেবার জন্য তার কাছে উপস্থিত হয়ে বললেনঃ তুমি কি কিছু (খেতে) চাও ? সে বললোঃ আমি কেক খেতে চাই, তিনি বললেনঃ হ্যাঁ। তখন তারা তার জন্য তা চেয়ে নেয়।
كتاب الطب
بَاب الْمَرِيضِ يَشْتَهِي الشَّيْءَ
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، حَدَّثَنَا أَبُو يَحْيَى الْحِمَّانِيُّ، عَنِ الأَعْمَشِ، عَنْ يَزِيدَ الرَّقَاشِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ دَخَلَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ عَلَى مَرِيضٍ يَعُودُهُ قَالَ " أَتَشْتَهِي شَيْئًا أَتَشْتَهِي كَعْكًا " . قَالَ نَعَمْ . فَطَلَبُوا لَهُ .
তাহকীক: