কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
২৯. রোগব্যধি ও চিকিৎসা অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৩৫৩৩
আন্তর্জাতিক নং: ৩৫৩৩
রোগব্যধি ও চিকিৎসা অধ্যায়
কুরআন দ্বারা শিফা চাওয়া
৩৫৩৩। মুহাম্মাদ ইবন উবায়দ ইবন উতবা ইবন আব্দুর রহমান কিন্দী (রাহঃ)...... আলী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ উত্তম চিকিৎসা হলো কুরআন।
كتاب الطب
بَابُ الإِسْتِفْشَاءِ بِالْقُرْآنِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَيْدِ بْنِ عُتْبَةَ بْنِ عَبْدِ الرَّحْمن الْكِنْدِيُّ حَدَّثَنَا عَلِيُّ ابْنُ ثَابِتٍ حَدَّثَنَا مُعَاذُ بْنُ سُلَيْمَانَ عَنْ أَبِيْ إِسْحَاقَ عَنْ الْحَارِثِ عَنْ عَلِيٍّ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ خَيْرُ الدُّعَاءِ الْقُرْآنُ
তাহকীক: