কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

كتاب السنن للإمام ابن ماجة

৩০. পোশাক-পরিচ্ছদের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩৫৬৬
আন্তর্জাতিক নং: ৩৫৬৬
পোশাক-পরিচ্ছদের অধ্যায়
সাদা পোশাক পরিধান করা
৩৫৬৬। মুহাম্মাদ ইব্‌ন সাব্বাহ (রাহঃ)......ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের জন্য উত্তম পোশাক হলো সাদা পোশাক। সুতরাং সাদা কাপড় পর এবং তাতে তোমাদের মৃতদের কাফন দাও।
كتاب اللباس
بَاب الْبَيَاضِ مِنْ الثِّيَابِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ الْمَكِّيُّ، عَنِ ابْنِ خُثَيْمٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ خَيْرُ ثِيَابِكُمُ الْبَيَاضُ فَالْبَسُوهَا وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ ‏"‏ ‏.‏
হাদীস নং: ৩৫৬৭
আন্তর্জাতিক নং: ৩৫৬৭
পোশাক-পরিচ্ছদের অধ্যায়
সাদা পোশাক পরিধান করা
৩৫৬৭। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)....... সামুরাহ ইব্‌ন জুনদাব (রাযিঃ) থেকি বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সাদা পোশাক পরিধান করবে কেননা তা অধিক পবিত্র ও উত্তম।
كتاب اللباس
بَاب الْبَيَاضِ مِنْ الثِّيَابِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ مَيْمُونِ بْنِ أَبِي شَبِيبٍ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ الْبَسُوا ثِيَابَ الْبَيَاضِ فَإِنَّهَا أَطْهَرُ وَأَطْيَبُ ‏"‏ ‏.‏
হাদীস নং: ৩৫৬৮
আন্তর্জাতিক নং: ৩৫৬৮
পোশাক-পরিচ্ছদের অধ্যায়
সাদা পোশাক পরিধান করা
৩৫৬৮। মুহাম্মাদ ইবন হাসসান আযরাক (রাযিঃ)...... আবুদ্দারদা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা তোমাদের কবরে এবং তোমাদের মসজিদে আল্লাহর সাথে সাদা পোশাক সাক্ষাৎ করাই উত্তম।
كتاب اللباس
بَاب الْبَيَاضِ مِنْ الثِّيَابِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَسَّانَ الأَزْرَقُ، حَدَّثَنَا عَبْدُ الْمَجِيدِ بْنُ أَبِي رَوَّادٍ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ سَالِمٍ، عَنْ صَفْوَانَ بْنِ عَمْرٍو، عَنْ شُرَيْحِ بْنِ عُبَيْدٍ الْحَضْرَمِيِّ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِنَّ أَحْسَنَ مَا زُرْتُمُ اللَّهَ بِهِ فِي قُبُورِكُمْ وَمَسَاجِدِكُمُ الْبَيَاضُ ‏"‏ ‏.‏