কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
৩০. পোশাক-পরিচ্ছদের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৩৫৭৬
আন্তর্জাতিক নং: ৩৫৭৬
পোশাক-পরিচ্ছদের অধ্যায়
জামার দৈর্ঘ্যতা প্রসঙ্গে
৩৫৭৬। আবু বাকর ইব্ন আবু শায়বা (রাহঃ).......সালেমের পিতা সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত তিনি বলেন, লুঙ্গী, জামা, ও পাগড়ী ঝুলিয়ে পরা যেতে পারে। যে ব্যক্তি অহংকার বশত; কোন কিছু ঝুলিয়ে পরে কিয়ামতের দিন আল্লাহ তাঁর দিকে ফিরেও তাকাবেন না,
বারী আবু বাকর (রাযিঃ) বলেন হাদীসটি সনদের দিক দিয়ে গরীব।
বারী আবু বাকর (রাযিঃ) বলেন হাদীসটি সনদের দিক দিয়ে গরীব।
كتاب اللباس
بَاب طُولِ الْقَمِيصِ كَمْ هُوَ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنِ ابْنِ أَبِي رَوَّادٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " الإِسْبَالُ فِي الإِزَارِ وَالْقَمِيصِ وَالْعِمَامَةِ مَنْ جَرَّ شَيْئًا خُيَلاَءَ لَمْ يَنْظُرِ اللَّهُ إِلَيْهِ يَوْمَ الْقِيَامَةِ " . قَالَ أَبُو بَكْرٍ مَا أَغْرَبَهُ .