কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
৩০. পোশাক-পরিচ্ছদের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
হাদীস নং: ৩৫৮০
আন্তর্জাতিক নং: ৩৫৮০
পোশাক-পরিচ্ছদের অধ্যায়
স্ত্রীলোকের পোশাকের আঁচলের দৈর্ঘ্য
৩৫৮০। আবু বাকর (রাহঃ).....উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞাসা করা হলোঃ নারী তার পোশাকের আঁচল কি পরিমাণ ঝুলিয়ে পরতে পারে? তিনি বললেনঃ এক বিঘত পরিমাণ। আমি বললামঃ তাহলে তো তার (পো) নিরাবরন থাকবে। তিনি বললেনঃ তাহালে এক হাত এর চাইতে অধিক নয়।
كتاب اللباس
بَاب ذَيْلِ الْمَرْأَةِ كَمْ يَكُونُ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ سُئِلَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَمْ تَجُرُّ الْمَرْأَةُ مِنْ ذَيْلِهَا قَالَ " شِبْرًا " . قُلْتُ إِذًا يَنْكَشِفَ عَنْهَا . قَالَ ذِرَاعٌ لاَ تَزِيدُ عَلَيْهِ " .
তাহকীক:
হাদীস নং: ৩৫৮১
আন্তর্জাতিক নং: ৩৫৮১
পোশাক-পরিচ্ছদের অধ্যায়
স্ত্রীলোকের পোশাকের আঁচলের দৈর্ঘ্য
৩৫৮১। আবু বাকর (রাহঃ)......ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) সহধর্মীনিদের এক হাত লম্বা আঁচলের অনুমতি দেওয়া হয়েছিল। পরে নারীরা আমাদের কাছে আসতো, আর আমরা তাদেরকে কাঠি দ্বারা এক হাত পরিমাণ মেপে দিতাম।
كتاب اللباس
بَاب ذَيْلِ الْمَرْأَةِ كَمْ يَكُونُ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ سُفْيَانَ، عَنْ زَيْدٍ الْعَمِّيِّ، عَنْ أَبِي الصِّدِّيقِ النَّاجِيِّ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ أَزْوَاجَ النَّبِيِّ، ـ صلى الله عليه وسلم ـ رُخِّصَ لَهُنَّ فِي الذَّيْلِ ذِرَاعًا فَكُنَّ يَأْتِيَنَّا فَنَذْرَعُ لَهُنَّ بِالْقَصَبِ ذِرَاعًا .
হাদীস নং: ৩৫৮২
আন্তর্জাতিক নং: ৩৫৮২
পোশাক-পরিচ্ছদের অধ্যায়
স্ত্রীলোকের পোশাকের আঁচলের দৈর্ঘ্য
৩৫৮২। আবু বাকর ইব্ন আবু শায়বা (রাহঃ)......আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) ফাতিমা কিংবা উম্মে সালামা (রাযিঃ)-কে বলেছেন, তোমার আঁচল এক হাত পরিমাণ হবে।
كتاب اللباس
بَاب ذَيْلِ الْمَرْأَةِ كَمْ يَكُونُ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي الْمُهَزِّمِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، . أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ لِفَاطِمَةَ أَوْ لأُمِّ سَلَمَةَ " ذَيْلُكِ ذِرَاعٌ " .
তাহকীক:
হাদীস নং: ৩৫৮৩
আন্তর্জাতিক নং: ৩৫৮৩
পোশাক-পরিচ্ছদের অধ্যায়
স্ত্রীলোকের পোশাকের আঁচলের দৈর্ঘ্য
৩৫৮৩। আবু বাকর ইবন আবু শায়রা (রাহঃ).....আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) নারীদের আঁচল সম্পর্কে এক বিঘত পরিমাণের কথা বলেছিলেন। আয়েশা (রাযিঃ) বলেলেনঃ তাহলে তো তাদের পায়ের নলা বেরিয়ে যাবে। তিনি বললেনঃ তবে এক হাত পরিমাণ।
كتاب اللباس
بَاب ذَيْلِ الْمَرْأَةِ كَمْ يَكُونُ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا حَبِيبٌ الْمُعَلِّمُ، عَنْ أَبِي الْمُهَزِّمِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ فِي ذُيُولِ النِّسَاءِ " شِبْرًا " . فَقَالَتْ عَائِشَةُ إِذًا تَخْرُجَ سُوقُهُنَّ . قَالَ " فَذِرَاعٌ " .
তাহকীক: