কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
৩০. পোশাক-পরিচ্ছদের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
হাদীস নং: ৩৬০৯
আন্তর্জাতিক নং: ৩৬০৯
পোশাক-পরিচ্ছদের অধ্যায়
মৃত পশুর চামড়া শোধন করে ব্যবহার করা
৩৬০৯। আবু বকর (রাহঃ)...... ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে কোন চামড়া শোধন করে নিলেই তা পবিত্র হয়ে যায়।
كتاب اللباس
بَاب لِبْسِ جُلُودِ الْمَيْتَةِ إِذَا دُبِغَتْ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ وَعْلَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ " أَيُّمَا إِهَابٍ دُبِغَ فَقَدْ طَهُرَ " .
তাহকীক:
হাদীস নং: ৩৬১০
আন্তর্জাতিক নং: ৩৬১০
পোশাক-পরিচ্ছদের অধ্যায়
মৃত পশুর চামড়া শোধন করে ব্যবহার করা
৩৬১০। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)...... মাইমুনা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তাঁর আযাদকৃত দাসীর একটি মৃত বকরীর পাশ দিয়ে নবী (ﷺ) যাচ্ছিলেন, বকরীটা তাকে সাদাকার মাল থেকে দেয়া হয়েছিলো। তিনি বললেনঃ এরা এর চামড়া কেন নিলো না, তারা এটা শোধন করে উপকৃত হতে পারতো? তারা (সঙ্গীরা) বললো; ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! এটাতো মৃত। তিনি বললেনঃ মৃত তো খাওয়া হারাম।
كتاب اللباس
بَاب لِبْسِ جُلُودِ الْمَيْتَةِ إِذَا دُبِغَتْ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ، أَنَّ شَاةً، لِمَوْلاَةِ مَيْمُونَةَ مَرَّ بِهَا - يَعْنِي النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ - قَدْ أُعْطِيَتْهَا مِنَ الصَّدَقَةِ مَيْتَةً فَقَالَ " هَلاَّ أَخَذُوا إِهَابَهَا فَدَبَغُوهُ فَانْتَفَعُوا بِهِ " . فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا مَيْتَةٌ . قَالَ " إِنَّمَا حَرُمَ أَكْلُهَا " .
তাহকীক:
হাদীস নং: ৩৬১১
আন্তর্জাতিক নং: ৩৬১১
পোশাক-পরিচ্ছদের অধ্যায়
মৃত পশুর চামড়া শোধন করে ব্যবহার করা
৩৬১১। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)...... সালমান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উম্মুল মু'মিনীনদের কারো একটি বকরী ছিল, সেটা মরে গেল, রাসূলুল্লাহ (ﷺ) সেটার পাশ দিয়ে যাওয়ার সময় বললেনঃ এই বকরীর মালিকরা তার চামড়াটা কাজে লাগালে তাদের কি কোন ক্ষতি হতো?
كتاب اللباس
بَاب لِبْسِ جُلُودِ الْمَيْتَةِ إِذَا دُبِغَتْ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ، عَنْ لَيْثٍ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ سَلْمَانَ، قَالَ كَانَ لِبَعْضِ أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ شَاةٌ فَمَاتَتْ فَمَرَّ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَلَيْهَا فَقَالَ " مَا ضَرَّ أَهْلَ هَذِهِ لَوِ انْتَفَعُوا بِإِهَابِهَا " .
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৩৬১২
আন্তর্জাতিক নং: ৩৬১২
পোশাক-পরিচ্ছদের অধ্যায়
মৃত পশুর চামড়া শোধন করে ব্যবহার করা
৩৬১২। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)..... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) মৃতপশুর চামড়া শোধন করে তা দিয়ে উপকৃত হতে নির্দেশ দিয়েছেন।
كتاب اللباس
بَاب لِبْسِ جُلُودِ الْمَيْتَةِ إِذَا دُبِغَتْ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ يَزِيدَ بْنِ قُسَيْطٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أُمِّهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ أَمَرَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنْ يُسْتَمْتَعَ بِجُلُودِ الْمَيْتَةِ إِذَا دُبِغَتْ .
তাহকীক: