কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

كتاب السنن للإمام ابن ماجة

৩০. পোশাক-পরিচ্ছদের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩৬২১
আন্তর্জাতিক নং: ৩৬২১
পোশাক-পরিচ্ছদের অধ্যায়
মেহদীর খেযাব প্রসঙ্গে
৩৬২১। আবু বাকর (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ ইয়াহুদী ও নাসারারা খেযাব ব্যবহার করে না, সুতরাং তোমরা তাদের বিপরীত কর।
كتاب اللباس
بَاب الْخِضَابِ بِالْحِنَّاءِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، سَمِعَ أَبَا سَلَمَةَ، وَسُلَيْمَانَ بْنَ يَسَارٍ، يُخْبِرَانِ عَنْ أَبِي هُرَيْرَةَ، يَبْلُغُ بِهِ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِنَّ الْيَهُودَ وَالنَّصَارَى لاَ يَصْبُغُونَ فَخَالِفُوهُمْ ‏"‏ ‏.‏
হাদীস নং: ৩৬২২
আন্তর্জাতিক নং: ৩৬২২
পোশাক-পরিচ্ছদের অধ্যায়
মেহদীর খেযাব প্রসঙ্গে
৩৬২২। আবু বাকর (রাহঃ)...... আবু যর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে সব জিনিস দিয়ে তোমরা বার্ধক্য ঢাকতে পার, তার মাঝে মেহদীও নীল হলো সর্বোত্তম।
كتاب اللباس
بَاب الْخِضَابِ بِالْحِنَّاءِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنِ الأَجْلَحِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِي الأَسْوَدِ الدِّيلِيِّ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِنَّ أَحْسَنَ مَا غَيَّرْتُمْ بِهِ الشَّيْبَ الْحِنَّاءُ وَالْكَتَمُ ‏"‏ ‏.‏
হাদীস নং: ৩৬২৩
আন্তর্জাতিক নং: ৩৬২৩
পোশাক-পরিচ্ছদের অধ্যায়
মেহদীর খেযাব প্রসঙ্গে
৩৬২৩। আবু বাকর (রাহঃ)...... উসমান ইবন মাওয়াহব (রাহঃ) তিনি বলেন, (একদা) আমি উম্মে সালামা (রাযিঃ) এর কাছে গেলামঃ রাবী বলেনঃ তখন তিনি আমার সামনে রাসূলুল্লাহ (ﷺ)-এর চুলগুলির একটি চুল বের করলেন, যা মেহেদী ও নীল পাতা দ্বারা রঞ্জিত ছিল।
كتاب اللباس
بَاب الْخِضَابِ بِالْحِنَّاءِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سَلاَّمُ بْنُ أَبِي مُطِيعٍ، عَنْ عُثْمَانَ بْنِ مَوْهَبٍ، قَالَ دَخَلْتُ عَلَى أُمِّ سَلَمَةَ ‏.‏ قَالَ فَأَخْرَجَتْ إِلَىَّ شَعَرًا مِنْ شَعَرِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مَخْضُوبًا بِالْحِنَّاءِ وَالْكَتَمِ ‏.‏