কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
৩০. পোশাক-পরিচ্ছদের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ৩৬৩৯
আন্তর্জাতিক নং: ৩৬৩৯
পোশাক-পরিচ্ছদের অধ্যায়
আংটিতে খোদাই করা
৩৬৩৯। আবু বাকর ইবন আবু শায়বা (রাযিঃ)........ ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) রূপার একট আংটি নিলেন, পরে তাতে مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ খোদাই করালেন। তারপর তিনি বললেনঃ আমার এ আংটির নশার মত নক্শা যেন অন্য কেউ না করে।
كتاب اللباس
بَاب نَقْشِ الْخَاتَمِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ اتَّخَذَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ خَاتَمًا مِنْ وَرِقٍ ثُمَّ نَقَشَ فِيهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ فَقَالَ " لاَ يَنْقُشْ أَحَدٌ عَلَى نَقْشِ خَاتَمِي هَذَا " .
তাহকীক:
হাদীস নং: ৩৬৪০
আন্তর্জাতিক নং: ৩৬৪০
পোশাক-পরিচ্ছদের অধ্যায়
আংটিতে খোদাই করা
৩৬৪০। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)........ আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একটি আংটি তৈরী করালেন তারপর বললেনঃ আমি একটি আংটি তৈরী করিয়েছি এবং তাতে কিছু নক্শা করিয়েছি। সুতরাং এর অনুরূপ নক্শা কেউ যেন না করে।
كتاب اللباس
بَاب نَقْشِ الْخَاتَمِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ اصْطَنَعَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ خَاتَمًا فَقَالَ " إِنَّا قَدِ اصْطَنَعْنَا خَاتَمًا وَنَقَشْنَا فِيهِ نَقْشًا فَلاَ يَنْقُشَنَّ عَلَيْهِ أَحَدٌ " .
তাহকীক:
হাদীস নং: ৩৬৪১
আন্তর্জাতিক নং: ৩৬৪১
পোশাক-পরিচ্ছদের অধ্যায়
আংটিতে খোদাই করা
৩৬৪১। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ) ….. আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) রূপার একটি আংটি গ্রহণ করেছিলেন। তাকে একটি হাবশী দেশীয় পাথর ছিল, আর তাতে مُحَمَّدٌ رَسُولُ اللَّهِه নকশা করা ছিল।
كتاب اللباس
بَاب نَقْشِ الْخَاتَمِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ اتَّخَذَ خَاتَمًا مِنْ فِضَّةٍ لَهُ فَصٌّ حَبَشِيٌّ وَنَقْشُهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ .
তাহকীক: