কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

كتاب السنن للإمام ابن ماجة

৩১. আদব - শিষ্টাচারের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩৬৫৭
আন্তর্জাতিক নং: ৩৬৫৭
আদব - শিষ্টাচারের অধ্যায়
মাতাপিতার সাথে সদাচরণ
৩৬৫৭। আবু বাক্‌র ইবন আবু শায়বা (রাহঃ) ….. আবু সালমা সুলামী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ মানুষকে তার মায়ের সাথে সদাচরণের অসিয়্যত করছি, মানুষকে তার মায়ের সাথে সদাচরণের অসিয়্যত করছি। মানুষকে তার মায়ের সাথে সদাচরণের অসিয়্যত করছি। (এরূপ তিন বার বলেন।) মানুষকে তার বাপের সাথে সদাচরণের অসিয়্যত করছি। মানুষকে তার আয়ত্তাধীন গোলামের সাথে সদাচরণের অসিয়্যত করছি, যদিও সে কষ্টদায়ক আচরণ করে।
كتاب الأدب
بَاب بِرِّ الْوَالِدَيْنِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا شَرِيكُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ مَنْصُورٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَلِيٍّ، عَنِ ابْنِ سَلاَمَةَ السُّلَمِيِّ، قَالَ قَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ أُوصِي امْرَأً بِأُمِّهِ أُوصِي امْرَأً بِأُمِّهِ أُوصِي امْرَأً بِأُمِّهِ - ثَلاَثًا - أُوصِي امْرَأً بِأَبِيهِ أُوصِي امْرَءًا بِمَوْلاَهُ الَّذِي يَلِيهِ وَإِنْ كَانَ عَلَيْهِ مِنْهُ أَذًى يُؤْذِيهِ ‏"‏ ‏.‏
tahqiq

তাহকীক:

rabi
বর্ণনাকারী:
হাদীস নং: ৩৬৫৮
আন্তর্জাতিক নং: ৩৬৫৮
আদব - শিষ্টাচারের অধ্যায়
মাতাপিতার সাথে সদাচরণ
৩৬৫৮। আবু বাকর মুহাম্মাদ ইবন মায়মুন মক্কী (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! কার সাথে সদাচরণ করবো? তিনি বললেনঃ তোমার মায়ের সাথে সদাচরণ করবো? তারা বললোঃ অতঃপর কার সাথে? তিনি বললেনঃ তোমার মায়ের সাথে। তারা বললেন অতঃপর কার সাথে? তিনি বললেনঃ তোমার মায়ের সাথে, তারা বললেনঃ অতঃপর কার সাথে? তিনি বললেন, তোমার বাপের সাথে, তারা বললেনঃ অতঃপর কার সাথে? তিনি বললেনঃ অতঃপর পর্যায়েক্রমে নিকটবর্তীদের সাথে।
كتاب الأدب
بَاب بِرِّ الْوَالِدَيْنِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، مُحَمَّدُ بْنُ مَيْمُونٍ الْمَكِّيُّ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ مَنْ أَبَرُّ قَالَ ‏"‏ أُمَّكَ ‏"‏ ‏.‏ قَالَ ثُمَّ مَنْ قَالَ ‏"‏ أُمَّكَ ‏"‏ ‏.‏ قَالَ ثُمَّ مَنْ قَالَ ‏"‏ أَبَاكَ ‏"‏ ‏.‏ قَالَ ثُمَّ مَنْ قَالَ ‏"‏ الأَدْنَى فَالأَدْنَى ‏"‏ ‏.‏
হাদীস নং: ৩৬৫৯
আন্তর্জাতিক নং: ৩৬৫৯
আদব - শিষ্টাচারের অধ্যায়
মাতাপিতার সাথে সদাচরণ
৩৬৫৯। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ) ....... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন সন্তান তার পিতার হক আদায় করতে পারবে না, তবে যদি সে তাকে কারো দাস রূপে দেখতে পায়, তখন সে তাকে খরিদ করে আযাদ করে দেয়।
كتاب الأدب
بَاب بِرِّ الْوَالِدَيْنِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ يَجْزِي وَلَدٌ وَالِدَهُ إِلاَّ أَنْ يَجِدَهُ مَمْلُوكًا فَيَشْتَرِيَهُ فَيُعْتِقَهُ ‏"‏ ‏.‏
হাদীস নং: ৩৬৬০
আন্তর্জাতিক নং: ৩৬৬০
আদব - শিষ্টাচারের অধ্যায়
মাতাপিতার সাথে সদাচরণ
৩৬৬০। আবু বাকর ইব্‌ন আবু শায়বা (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেছেনঃ কিনতার হলো বার হাজার উকিয়ার সমান। আর একেক উকিয়া হলো আসমান যমিনের মাঝে যা কিছু আছে তার চাইতে উত্তম। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ অবশ্যই মানুষের মর্যাদা জান্নাতে বুলন্দ করা হবে, তখন বলবেঃ এটা কিভাবে হলো? তখন তাকে জানানো হবেঃ তোমার জন্য তোমার সন্তানের ইস্তিগফারের কারণে।
كتاب الأدب
بَاب بِرِّ الْوَالِدَيْنِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ عَنْ عَاصِمٍ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ الْقِنْطَارُ اثْنَا عَشَرَ أَلْفَ أُوقِيَّةٍ كُلُّ أُوقِيَّةٍ خَيْرٌ مِمَّا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ وَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِنَّ الرَّجُلَ لَتُرْفَعُ دَرَجَتُهُ فِي الْجَنَّةِ فَيَقُولُ أَنَّى هَذَا فَيُقَالُ بِاسْتِغْفَارِ وَلَدِكَ لَكَ
হাদীস নং: ৩৬৬১
আন্তর্জাতিক নং: ৩৬৬১
আদব - শিষ্টাচারের অধ্যায়
মাতাপিতার সাথে সদাচরণ
৩৬৬১। হিশাম ইব্‌ন আম্মার (রাহঃ)...... মিকদাম ইব্‌ন মাদীকারব (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহু (ﷺ) বলেছেন, আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়েদের সাথে (সদাচরণের) নির্দেশ দিচ্ছেন। (একথা তিনি তিনবার বললেন।) নিশ্চয় আল্লাহ তোমাদেরকে তোমাদের বাপদের সাথে (সদাচরণের) নির্দেশ দিচ্ছেন, আল্লাহ তোমাদেরকে পর্যায়ক্রমে নিকটবর্তী।
كتاب الأدب
بَاب بِرِّ الْوَالِدَيْنِ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ بَحِيرِ بْنِ سَعْدٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِيكَرِبَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِنَّ اللَّهَ يُوصِيكُمْ بِأُمَّهَاتِكُمْ - ثَلاَثًا - إِنَّ اللَّهَ يُوصِيكُمْ بِآبَائِكُمْ إِنَّ اللَّهَ يُوصِيكُمْ بِالأَقْرَبِ فَالأَقْرَبِ ‏"‏ ‏.‏
হাদীস নং: ৩৬৬২
আন্তর্জাতিক নং: ৩৬৬২
আদব - শিষ্টাচারের অধ্যায়
মাতাপিতার সাথে সদাচরণ
৩৬৬২। হিশাম ইব্‌ন আম্মার (রাহঃ) ….. আবু উমামাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, জনৈক ব্যক্তি বললোঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ) ! সন্তানের উপর মাতা পিতার হক কী? তিনি বললেনঃ তারা তোমার জান্নাত এবং তোমার জাহান্নাম।
كتاب الأدب
بَاب بِرِّ الْوَالِدَيْنِ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا صَدَقَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي الْعَاتِكَةِ، عَنْ عَلِيِّ بْنِ يَزِيدَ، عَنِ الْقَاسِمِ، عَنْ أَبِي أُمَامَةَ، أَنَّ رَجُلاً، قَالَ يَا رَسُولَ اللَّهِ مَا حَقُّ الْوَالِدَيْنِ عَلَى وَلَدِهِمَا قَالَ ‏ "‏ هُمَا جَنَّتُكَ وَنَارُكَ ‏"‏ ‏.‏
tahqiq

তাহকীক:

rabi
বর্ণনাকারী:
হাদীস নং: ৩৬৬৩
আন্তর্জাতিক নং: ৩৬৬৩
আদব - শিষ্টাচারের অধ্যায়
মাতাপিতার সাথে সদাচরণ
৩৬৬৩। মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ) ….. আবু দারদা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি নবী (ﷺ) কে বলতে শুনেছেনঃ বাপ হলো জান্নাতের প্রশস্ততম দরজা, তুমি সে দরজা নষ্টও করতে পার। অথবা হিফাযত করতে পার।
كتاب الأدب
بَاب بِرِّ الْوَالِدَيْنِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَطَاءٍ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، سَمِعَ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ الْوَالِدُ أَوْسَطُ أَبْوَابِ الْجَنَّةِ فَأَضِعْ ذَلِكَ الْبَابَ أَوِ احْفَظْهُ ‏"‏ ‏.‏