কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
৩১. আদব - শিষ্টাচারের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ৩৭২৩
আন্তর্জাতিক নং: ৩৭২৩
আদব - শিষ্টাচারের অধ্যায়
উপুড়ে হয়ে শোয়া নিষিদ্ধ
৩৭২৩। মুহাম্মাদ ইবন সাববাহ (রাহঃ) ....... তিখফা গিফারী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ (ﷺ) আমাকে তার পা দিয়ে খোঁচা দিয়ে বললেনঃ তোমার এ ধরনের শোওয়া কিরূপ! এধরনের শোওয়া তো আল্লাহ অপছন্দ করেন, কিংবা (রাবীর সন্দেহ) তা ঘৃণা করেন।
كتاب الأدب
بَاب النَّهْيِ عَنْ الِاضْطِجَاعِ عَلَى الْوَجْهِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنِ الأَوْزَاعِيِّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ قَيْسِ بْنِ طِخْفَةَ الْغِفَارِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ أَصَابَنِي رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ نَائِمًا فِي الْمَسْجِدِ عَلَى بَطْنِي فَرَكَضَنِي بِرِجْلِهِ وَقَالَ " مَا لَكَ وَلِهَذَا النَّوْمِ هَذِهِ نَوْمَةٌ يَكْرَهُهَا اللَّهُ أَوْ يُبْغِضُهَا اللَّهُ " .
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৩৭২৪
আন্তর্জাতিক নং: ৩৭২৪
আদব - শিষ্টাচারের অধ্যায়
উপুড়ে হয়ে শোয়া নিষিদ্ধ
৩৭২৪। ইয়াকূব ইব্ন হুমায়দ ইবন কাসিব (রাহঃ) ...... আবু যর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজী (ﷺ) আমার পাশ দিয়ে গেলেন, তখন আমি উঁপুড় হয়ে শায়িত ছিলাম, তিনি আমাকে তাঁর পা দ্বারা খোঁচা দিয়ে বললেনঃ হে জুনাইদিব! এটা তো জাহান্নামীদের শোওয়ার ধরণ।
كتاب الأدب
بَاب النَّهْيِ عَنْ الِاضْطِجَاعِ عَلَى الْوَجْهِ
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ طِخْفَةَ الْغِفَارِيِّ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ مَرَّ بِيَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ وَأَنَا مُضْطَجِعٌ عَلَى بَطْنِي فَرَكَضَنِي بِرِجْلِهِ وَقَالَ " يَا جُنَيْدِبُ إِنَّمَا هَذِهِ ضِجْعَةُ أَهْلِ النَّارِ " .
হাদীস নং: ৩৭২৫
আন্তর্জাতিক নং: ৩৭২৫
আদব - শিষ্টাচারের অধ্যায়
উপুড়ে হয়ে শোয়া নিষিদ্ধ
৩৭২৫। ইয়াকূব ইব্ন হুমায়দ ইবন কাসিব (রাহঃ) ...... আবু উমামাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) মসজিদে উপুড় হয়ে শায়িত জনৈক ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি তাকে তার পা দ্বারা খোঁচা দিয়ে বললেনঃ দাঁড়াও অথবা (রাবীর সন্দেহ) বসো, কেননা, এটা জাহান্নামীদের শোওয়া।
كتاب الأدب
بَاب النَّهْيِ عَنْ الِاضْطِجَاعِ عَلَى الْوَجْهِ
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، حَدَّثَنَا سَلَمَةُ بْنُ رَجَاءٍ، عَنِ الْوَلِيدِ بْنِ جَمِيلٍ الدِّمَشْقِيِّ، أَنَّهُ سَمِعَ الْقَاسِمَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ، يُحَدِّثُ عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ مَرَّ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ عَلَى رَجُلٍ نَائِمٍ فِي الْمَسْجِدِ مُنْبَطِحٍ عَلَى وَجْهِهِ فَضَرَبَهُ بِرِجْلِهِ وَقَالَ " قُمْ وَاقْعُدْ فَإِنَّهَا نَوْمَةٌ جَهَنَّمِيَّةٌ " .
তাহকীক:
বর্ণনাকারী: