আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

كتاب الموطأ للإمام مالك

২০. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৬৯৬
হজ্ব - উমরার অধ্যায়
১. ইহরামকালীন গোসল
রেওয়ায়ত ১. আসমা বিনতে উমাইস (রাযিঃ) বলেন, বায়দা নামক স্থানে মুহাম্মাদ ইবনে আবু বকর (রাযিঃ)-এর জন্ম হয়। আবু বকর সিদ্দীক (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) কে এই সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি বলিলেনঃ আসমাকে বলিয়া দিন সে যেন গোসল করিয়া ইহরাম বাধিয়া নেয়।
كتاب الحج
بَاب الْغُسْلِ لِلْإِهْلَالِ
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ عَنْ أَبِيهِ عَنْ أَسْمَاءَ بِنْتِ عُمَيْسٍ أَنَّهَا وَلَدَتْ مُحَمَّدَ بْنَ أَبِي بَكْرٍ بِالْبَيْدَاءِ فَذَكَرَ ذَلِكَ أَبُو بَكْرٍ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مُرْهَا فَلْتَغْتَسِلْ ثُمَّ لِتُهِلَّ
হাদীস নং: ৬৯৭
হজ্ব - উমরার অধ্যায়
১. ইহরামকালীন গোসল
রেওয়ায়ত ২. সাঈদ ইবনে মুসায়্যাব (রাহঃ) বর্ণনা করেন, যুল-হুলায়ফা নামক স্থানে আসমা বিনতে উমাইসের গর্ভে আবু বকর (রাযিঃ)-এর পুত্র মুহাম্মাদের জন্ম হয়। আবু বকর (রাযিঃ) তখন আসমাকে গোসল করিয়া ইহরাম বাধিয়া নিতে নির্দেশ দেন।*

* আসমা বিনত উমাইস (রাঃ) হযরত আবু বকর (রাঃ)-এর স্ত্রী ছিলেন। তাহার গর্ভে হযরত আবু বকর (রাযিঃ)-এর পুত্র মুহাম্মাদের জন্ম হয়। তখন তাহারা হজ্জের উদ্দেশ্যে মক্কার দিকে রওয়ানা হইয়াছিলেন। অন্য এক বর্ণনায় দেখা যায় যুল-হুলায়ফা নামক স্থানে উক্ত ঘটনাটি ঘটিয়াছিল। উভয় স্থানই মদীনার নিকটবর্তী। এই হাদীসটি দ্বারা বোঝা যায় ঋতুমতী ও নিফাসওয়ালী মহিলাগণ ইহরাম বাধিতে পারেন।
كتاب الحج
بَاب الْغُسْلِ لِلْإِهْلَالِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ أَنَّ أَسْمَاءَ بِنْتَ عُمَيْسٍ وَلَدَتْ مُحَمَّدَ بْنَ أَبِي بَكْرٍ بِذِي الْحُلَيْفَةِ فَأَمَرَهَا أَبُو بَكْرٍ أَنْ تَغْتَسِلَ ثُمَّ تُهِلَّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৯৮
হজ্ব - উমরার অধ্যায়
১. ইহরামকালীন গোসল
রেওয়ায়ত ৩. নাফি’ (রাহঃ) বর্ণনা করেন- আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) ইহরাম বাঁধার উদ্দেশ্যে গোসল করিতেন। মক্কায় প্রবেশের পূর্বে এবং যিলহজ্জ মাসের নবম তারিখে আরাফাতে অবস্থানের জন্যও তিনি গোসল করতেন।
كتاب الحج
بَاب الْغُسْلِ لِلْإِهْلَالِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ يَغْتَسِلُ لِإِحْرَامِهِ قَبْلَ أَنْ يُحْرِمَ وَلِدُخُولِهِ مَكَّةَ وَلِوُقُوفِهِ عَشِيَّةَ عَرَفَةَ
tahqiq

তাহকীক:

rabi
বর্ণনাকারী: