আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

كتاب الموطأ للإمام مالك

২০. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৭০৯
হজ্ব - উমরার অধ্যায়
৬. ইহরাম অবস্থায় মুখমণ্ডল
রেওয়ায়ত ১৪. ফারাফিসা ইবনে উমায়র আল-হানাকী (রাহঃ) আরয নামক স্থানে উসমান ইবনে আফফান (রাযিঃ)-কে ইহরাম অবস্থায় মুখমণ্ডল আচ্ছাদিত করিতে দেখিয়াছেন।
كتاب الحج
بَاب تَخْمِيرِ الْمُحْرِمِ وَجْهَهُ
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ أَنَّهُ قَالَ أَخْبَرَنِي الْفُرَافِصَةُ بْنُ عُمَيْرٍ الْحَنَفِيُّ أَنَّهُ رَأَى عُثْمَانَ بْنَ عَفَّانَ بِالْعَرْجِ يُغَطِّي وَجْهَهُ وَهُوَ مُحْرِمٌ
হাদীস নং: ৭১০
হজ্ব - উমরার অধ্যায়
৬. ইহরাম অবস্থায় মুখমণ্ডল
রেওয়ায়ত ১৫. নাফি’ (রাহঃ) হইতে বর্ণিত- আব্দুল্লাহ্ ইবনে উমর (রাযিঃ) বলেনঃ চিবুকের উপরিভাগ মাথার হুকুমের শামিল। ইহরাম অবস্থায় উহা ঢাকা দুরন্ত নহে।
كتاب الحج
بَاب تَخْمِيرِ الْمُحْرِمِ وَجْهَهُ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ يَقُولُ مَا فَوْقَ الذَّقَنِ مِنْ الرَّأْسِ فَلَا يُخَمِّرْهُ الْمُحْرِمُ
tahqiq

তাহকীক:

rabi
বর্ণনাকারী:
হাদীস নং: ৭১১
হজ্ব - উমরার অধ্যায়
৬. ইহরাম অবস্থায় মুখমণ্ডল
রেওয়ায়ত ১৬. নাফি’ (রাহঃ) হইতে বর্ণিত, আব্দুল্লাহ্ ইবনে উমর (রাযিঃ)-এর পুত্র ওয়াকিদ ইবনে আব্দুল্লাহ্ (রাহঃ) জুহফা নামক স্থানে ইহরাম অবস্থায় ইন্তিকাল করেন। উমর ইবনে খাত্তাব (রাযিঃ) নিজে তাহাকে কাফন পরান। তিনি তখন বলিয়াছিলেনঃ আমরা ইহরাম অবস্থায় না হইলে তাহাকে সুগন্ধি লাগাইতাম। তিনি তাহার মাথা এবং মুখমণ্ডল ঢাকিয়া দিয়াছিলেন।

মালিক (রাহঃ) বলেনঃ জীবিত থাকাকালীন মানুষ শরীয়তের উপর আমল করিতে পারে। মৃত্যুর পরে মানুষের আমল বন্ধ হইয়া যায়।
كتاب الحج
بَاب تَخْمِيرِ الْمُحْرِمِ وَجْهَهُ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَفَّنَ ابْنَهُ وَاقِدَ بْنَ عَبْدِ اللَّهِ وَمَاتَ بِالْجُحْفَةِ مُحْرِمًا وَخَمَّرَ رَأْسَهُ وَوَجْهَهُ وَقَالَ لَوْلَا أَنَّا حُرُمٌ لَطَيَّبْنَاهُ
قَالَ مَالِك وَإِنَّمَا يَعْمَلُ الرَّجُلُ مَا دَامَ حَيًّا فَإِذَا مَاتَ فَقَدْ انْقَضَى الْعَمَلُ
tahqiq

তাহকীক:

rabi
বর্ণনাকারী:
হাদীস নং: ৭১২
হজ্ব - উমরার অধ্যায়
৬. ইহরাম অবস্থায় মুখমণ্ডল
রেওয়ায়ত ১৭. নাফি’ (রাহঃ) হইতে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) বলিতেনঃ ইহরাম অবস্থায় মহিলাগণ চেহারায় নেকাব ফেলিবে না বা হাতে দস্তানা পরিবে না।*

* নেকাবের কাপড় যদি মুখমণ্ডলের সঙ্গে আটিয়া না থাকিয়া পৃথক থাকে তবে নেকাব ব্যবহার করা দূরস্ত আছে।
كتاب الحج
بَاب تَخْمِيرِ الْمُحْرِمِ وَجْهَهُ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ يَقُولُ لَا تَنْتَقِبُ الْمَرْأَةُ الْمُحْرِمَةُ وَلَا تَلْبَسُ الْقُفَّازَيْنِ
tahqiq

তাহকীক:

rabi
বর্ণনাকারী:
হাদীস নং: ৭১৩
হজ্ব - উমরার অধ্যায়
৬. ইহরাম অবস্থায় মুখমণ্ডল
রেওয়ায়ত ১৮. ফাতিমা বিনতে মুনযির (রাহঃ) বলেনঃ আমরা আসমা বিনতে আবু বকর (রাযিঃ)-এর সঙ্গী ছিলাম। আমরা ইহরাম অবস্থায় মুখ ঢাকিয়া ফেলিতাম, কিন্তু তিনি আমাদের কিছুই বলিতেন না।
كتاب الحج
بَاب تَخْمِيرِ الْمُحْرِمِ وَجْهَهُ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ فَاطِمَةَ بِنْتِ الْمُنْذِرِ أَنَّهَا قَالَتْ كُنَّا نُخَمِّرُ وُجُوهَنَا وَنَحْنُ مُحْرِمَاتٌ وَنَحْنُ مَعَ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ