আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
كتاب الموطأ للإمام مالك
২০. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
হাদীস নং: ৭৫৩
 হজ্ব - উমরার অধ্যায়
১৭. হজ্জের মাসসমূহে উমরা করা
রেওয়ায়ত ৫৮. মালিক (রাহঃ) বলেন, তাহার নিকট রেওয়ায়ত পৌছিয়াছে যে, রাসূলুল্লাহ (ﷺ) তিনবার উমরা করিয়াছেন, একবার হুদায়বিয়ার বৎসর, আরেকবার উমরাতুল কাযা, আরেকবার উমরা-ই-জি’ইররানা।
كتاب الحج
بَاب الْعُمْرَةِ فِي أَشْهُرِ الْحَجِّ 
 حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اعْتَمَرَ ثَلَاثًا عَامَ الْحُدَيْبِيَةِ وَعَامَ الْقَضِيَّةِ وَعَامَ الْجِعِرَّانَةِ 

তাহকীক:

বর্ণনাকারী:
হাদীস নং: ৭৫৪
 হজ্ব - উমরার অধ্যায়
১৭. হজ্জের মাসসমূহে উমরা করা
রেওয়ায়ত ৫৯. হিশাম ইবনে উরওয়াহ্ (রাহঃ) তাহার পিতা হইতে বর্ণনা করেনঃ রাসূলুল্লাহ (ﷺ) তিনবার উমরা করিয়াছেন। এক উমরা শাওয়ালে আর দুই উমরা যুলক্বদে।
كتاب الحج
بَاب الْعُمْرَةِ فِي أَشْهُرِ الْحَجِّ 
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَعْتَمِرْ إِلَّا ثَلَاثًا إِحْدَاهُنَّ فِي شَوَّالٍ وَاثْنَتَيْنِ فِي ذِي الْقَعْدَةِ 

তাহকীক:

বর্ণনাকারী:
হাদীস নং: ৭৫৫
 হজ্ব - উমরার অধ্যায়
১৭. হজ্জের মাসসমূহে উমরা করা
রেওয়ায়ত ৬০. আব্দুর রহমান ইবনে হারমালা আসলামী (রাহঃ) বর্ণনা করেন, এক ব্যক্তি সাঈদ ইবনে মুসায়্যাব (রাহঃ)-কে জিজ্ঞাসা করিলঃ হজ্জের পূর্বে উমরা আদায় করা যায় কি? তিনি বলিলেনঃ হ্যাঁ, রাসূলুল্লাহ (ﷺ)-ও হজ্জের পূর্বে উমরা করিয়াছিলেন।
كتاب الحج
بَاب الْعُمْرَةِ فِي أَشْهُرِ الْحَجِّ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَرْمَلَةَ الْأَسْلَمِيِّ أَنَّ رَجُلًا سَأَلَ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ فَقَالَ أَعْتَمِرُ قَبْلَ أَنْ أَحُجَّ فَقَالَ سَعِيدٌ نَعَمْ قَدْ اعْتَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْلَ أَنْ يَحُجَّ

তাহকীক:

বর্ণনাকারী:
হাদীস নং: ৭৫৬
 হজ্ব - উমরার অধ্যায়
১৭. হজ্জের মাসসমূহে উমরা করা
রেওয়ায়ত ৬১. সাঈদ ইবনে মুসায়্যাব (রাহঃ) বর্ণনা করেন- উমর ইবনে আবু সালামা (রাহঃ) উমর ইবনে খাত্তাব (রাযিঃ)-এর নিকট শাওয়াল মাসে উমরা করার অনুমতি চাহিলে তিনি অনুমতি দেন। অতঃপর তিনি উমরা আদায় করিয়া হজ্জ না করিয়া বাড়ি ফিরিয়া আসেন।
كتاب الحج
بَاب الْعُمْرَةِ فِي أَشْهُرِ الْحَجِّ 
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ أَنَّ عُمَرَ بْنَ أَبِي سَلَمَةَ اسْتَأْذَنَ عُمَرَ بْنَ الْخَطَّابِ أَنْ يَعْتَمِرَ فِي شَوَّالٍ فَأَذِنَ لَهُ فَاعْتَمَرَ ثُمَّ قَفَلَ إِلَى أَهْلِهِ وَلَمْ يَحُجَّ 

তাহকীক:

বর্ণনাকারী: