আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

كتاب الموطأ للإمام مالك

২০. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৭৭২
হজ্ব - উমরার অধ্যায়
২৩. মুহরিম ব্যক্তির সিঙ্গা লাগানো
রেওয়ায়ত ৭৭. সুলায়মান ইবনে ইয়াসার (রাহঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ইহরাম অবস্থায় মাথায় সিঙ্গা লাগাইয়াছেন এবং সেইদিন তিনি মক্কাগামী পথের উপর উপস্থিত ‘লাহয়াই জমল’ নামক স্থানে ছিলেন।
كتاب الحج
بَاب حِجَامَةِ الْمُحْرِمِ
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ احْتَجَمَ وَهُوَ مُحْرِمٌ فَوْقَ رَأْسِهِ وَهُوَ يَوْمَئِذٍ بِلَحْيَيْ جَمَلٍ مَكَانٌ بِطَرِيقِ مَكَّةَ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৭৩
হজ্ব - উমরার অধ্যায়
২৩. মুহরিম ব্যক্তির সিঙ্গা লাগানো
রেওয়ায়ত ৭৮. নাফি (রাহঃ) বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) বলতেনঃ বাধ্য না হইলে মুহরিমের জন্য সিঙ্গা লাগানো উচিত নহে। মালিক (রাহঃ)-ও অনুরূপ মত ব্যক্ত করিয়াছেন।
كتاب الحج
بَاب حِجَامَةِ الْمُحْرِمِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّهُ كَانَ يَقُولُ لَا يَحْتَجِمُ الْمُحْرِمُ إِلَّا مِمَّا لَا بُدَّ لَهُ مِنْهُ قَالَ مَالِك لَا يَحْتَجِمُ الْمُحْرِمُ إِلَّا مِنْ ضَرُورَةٍ
tahqiq

তাহকীক:

rabi
বর্ণনাকারী: