আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
كتاب الموطأ للإمام مالك
৪৯. রাসূলুল্লাহ ﷺ এর হুলিয়া মুবারক - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
হাদীস নং: ১৭১৮
রাসূলুল্লাহ ﷺ এর হুলিয়া মুবারক
৮. দাঁড়াইয়া পান করা প্রসঙ্গ
রেওয়ায়ত ১৩. মালিক (রাহঃ) সংবাদ পাইয়াছেন যে, উমর ইবনে খাত্তাব (রাযিঃ), আলী ইবনে আবী তালিব (রাযিঃ) ও উসমান ইবনে আফফান (রাযিঃ) দাঁড়াইয়া পানি পান করিতেন।
كتاب صفة النبي صلى الله عليه وسلم
مَا جَاءَ فِي شُرْبِ الرَّجُلِ وَهُوَ قَائِمٌ
حَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ وَعَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ وَعُثْمَانَ بْنَ عَفَّانَ كَانُوا يَشْرَبُونَ قِيَامًا
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ১৭১৯
রাসূলুল্লাহ ﷺ এর হুলিয়া মুবারক
৮. দাঁড়াইয়া পান করা প্রসঙ্গ
রেওয়ায়ত ১৪. ইবনে শিহাব (রাহঃ)-এর বর্ণনা হইল যে, উম্মুল মু’মিনীন আয়েশা (রাযিঃ) ও সা’দ ইবনে আবী ওয়াক্কাস (রাযিঃ) দাঁড়াইয়া পানি পান করাকে খারাপ মনে করিতেন না।
كتاب صفة النبي صلى الله عليه وسلم
مَا جَاءَ فِي شُرْبِ الرَّجُلِ وَهُوَ قَائِمٌ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ أَنَّ عَائِشَةَ أُمَّ الْمُؤْمِنِينَ وَسَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ كَانَا لَا يَرَيَانِ بِشُرْبِ الْإِنْسَانِ وَهُوَ قَائِمٌ بَأْسًا
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ১৭২০
রাসূলুল্লাহ ﷺ এর হুলিয়া মুবারক
৮. দাঁড়াইয়া পান করা প্রসঙ্গ
রেওয়ায়ত ১৫. আবু জাফর কারী (রাহঃ) বলিয়াছেন যে, তিনি আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ)-কে দাঁড়াইয়া পানি পান করিতে দেখিয়াছেন।
كتاب صفة النبي صلى الله عليه وسلم
مَا جَاءَ فِي شُرْبِ الرَّجُلِ وَهُوَ قَائِمٌ
وَحَدَّثَنِي مَالِك عَنْ أَبِي جَعْفَرٍ الْقَارِئِ أَنَّهُ قَالَ رَأَيْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ يَشْرَبُ قَائِمًا
তাহকীক:
হাদীস নং: ১৭২১
রাসূলুল্লাহ ﷺ এর হুলিয়া মুবারক
৮. দাঁড়াইয়া পান করা প্রসঙ্গ
রেওয়ায়ত ১৬. আমির ইবনে আব্দুল্লাহ ইবনে যুবাইর (রাযিঃ) বর্ণনা করেন যে, তাহার পিতা দাঁড়াইয়া পানি পান করিতেন।
كتاب صفة النبي صلى الله عليه وسلم
مَا جَاءَ فِي شُرْبِ الرَّجُلِ وَهُوَ قَائِمٌ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ عَنْ أَبِيهِ أَنَّهُ كَانَ يَشْرَبُ قَائِمًا
তাহকীক:
বর্ণনাকারী: