আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

كتاب الموطأ للإمام مالك

৪৯. রাসূলুল্লাহ ﷺ এর হুলিয়া মুবারক - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৭৪২
রাসূলুল্লাহ ﷺ এর হুলিয়া মুবারক
১২. আংটি পরিধান প্রসঙ্গে
রেওয়ায়ত ৩৭. আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) স্বর্ণের একটি আংটি পরিধান করিতেন। একদা তিনি দাঁড়াইয়া উক্ত আংটি ফেলিয়া দিলেন এবং বলিলেন, আর কখনও ইহা পরিধান করিব না। (ইহা দেখিয়া) অন্যান্য সকলেই নিজ নিজ আংটি খুলিয়া ফেলিলেন।*
كتاب صفة النبي صلى الله عليه وسلم
مَا جَاءَ فِي لُبْسِ الْخَاتَمِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَلْبَسُ خَاتَمًا مِنْ ذَهَبٍ ثُمَّ قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَبَذَهُ وَقَالَ لَا أَلْبَسُهُ أَبَدًا قَالَ فَنَبَذَ النَّاسُ خَوَاتِيمِهِمْ
হাদীস নং: ১৭৪৩
রাসূলুল্লাহ ﷺ এর হুলিয়া মুবারক
১২. আংটি পরিধান প্রসঙ্গে
রেওয়ায়ত ৩৮. সাদ্‌কা ইবনে ইয়াসার (রাহঃ) বলেন, আমি সাঈদ ইবনে মুসায়্যাব (রাহঃ)-এর কাছে আংটি পরিধান করার বৈধতা সম্বন্ধে জিজ্ঞাসা করিলাম। তিনি বলিলেন, পরিধান কর এবং লোকজনকে জানাইয়া দাও যে, আমি তোমাকে আংটি পরিধান করার পক্ষে ফতওয়া দিয়াছি।
كتاب صفة النبي صلى الله عليه وسلم
مَا جَاءَ فِي لُبْسِ الْخَاتَمِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ صَدَقَةَ بْنِ يَسَارٍ أَنَّهُ قَالَ سَأَلْتُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ عَنْ لُبْسِ الْخَاتَمِ فَقَالَ الْبَسْهُ وَأَخْبِرْ النَّاسَ أَنِّي أَفْتَيْتُكَ بِذَلِكَ
tahqiq

তাহকীক: