আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

الشمائل المحمدية للإمام الترمذي

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)
ইমাম আবু ইসা মুহাম্মাদ ইবন ইসা ইবন সাওরা’ তিরমিযী রহঃ বলেনঃ
পরিচ্ছেদ : রাসূলুল্লাহ (ﷺ) এর হুলিয়া মুবারক (দৈহিক গঠন)
১। আবু রাজা কুতায়বা ইবন সাঈদ (রাহঃ)... আনাস ইবন মালিক (রা.) থেকে বর্ণিত, তিনি (আবু আব্দুর রহমান) তাকে (হযরত আনাস রা.) বলতে শুনেছেন যে, তিনি বলেছেন: রাসূলূল্লাহﷺ সুদীর্ঘ দেহধারী ছিলেন না এবং বেঁটেও ছিলেন না। তিনি ধবধবে সাদা কিংবা বাদামী বর্ণের ছিলেন না। তাঁর কেশ মুবারক একেবারে কোঁকড়ানো ছিল না, একেবারে সোজাও ছিল না। চল্লিশ বছর বয়সে আল্লাহ তাআলা তাঁকে নবুওয়াত দান করেন। এরপর মক্কা মুকাররমায় দশ বছর এবং মদীনায় মুনাওয়ারায় দশ বছর অবস্থান করেন। আল্লাহ্ তাআলা ষাট বছর বয়সে তাঁকে ওফাত দান করেন। ওফাতকালে তাঁর কেশ ও দাড়ি মুবারকের বিশটি চুলও সাদা ছিল না।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
بسم الله الرحمن الرحيم
الحمد لله وسلام على عباده الذين اصطفى
قال الشيخ الحافظ أبو عيسى محمد بن عيسى بن سورة الترمذي:
بَابُ مَا جَاءَ فِي خَلْقِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدَّثَنَا أَبُو رَجَاءٍ قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ سَمِعَهُ يَقُولُ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْسَ بِالطَّوِيلِ الْبَائِنِ، وَلَا بِالْقَصِيرِ، وَلَا بِالْأَبْيَضِ الْأَمْهَقِ، وَلَا بِالْآدَمِ، وَلَا بِالْجَعْدِ الْقَطَطِ، وَلَا بِالسَّبْطِ، بَعَثَهُ اللَّهُ تَعَالَى عَلَى رَأْسِ أَرْبَعِينَ سَنَةً، فَأَقَامَ بِمَكَّةَ عَشْرَ سِنِينَ، وَبِالْمَدِينَةِ عَشْرَ سِنِينَ، وَتَوَفَّاهُ اللَّهُ تَعَالَى عَلَى رَأْسِ سِتِّينَ سَنَةً، وَلَيْسَ فِي رَأْسِهِ وَلِحْيَتِهِ عِشْرُونَ شَعْرَةً بَيْضَاءَ»