আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
الشمائل المحمدية للإمام الترمذي
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ৪৬
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ (ﷺ) এর খিযাব লাগানো
৪৬।সুফয়ান ইবন ওয়াকী’ (রাযিঃ)... উসমান ইবন মাওয়াহব (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ (ﷺ) খিযাব ব্যবহার করতেন কি-না এ ব্যাপারে আবু হুরায়রা (রাযিঃ)-কে একবার জিজ্ঞাসা করা হল। তিনি বললেনঃ জি, হ্যাঁ।
ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন, এই হাদীসখানা উসমান ইবন আব্দুল্লাহ ইবন মাওয়াহব (রাযিঃ) থেকে আবৃ’ আওয়ানা বর্ণনা করেন। তিনি আবু হুরায়রা (রাযিঃ)-এর পরিবর্তে উম্মে সালমা (রাযিঃ) থেকে রিওয়ায়াত করেন।
ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন, এই হাদীসখানা উসমান ইবন আব্দুল্লাহ ইবন মাওয়াহব (রাযিঃ) থেকে আবৃ’ আওয়ানা বর্ণনা করেন। তিনি আবু হুরায়রা (রাযিঃ)-এর পরিবর্তে উম্মে সালমা (রাযিঃ) থেকে রিওয়ায়াত করেন।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ قَالَ : حَدَّثَنَا أَبِي ، عَنْ شَرِيكٍ ، عَنْ عُثْمَانَ بْنِ مَوْهَبٍ قَالَ : سُئِلَ أَبُو هُرَيْرَةَ : هَلْ خَضَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ؟ قَالَ : نَعَمْ.

তাহকীক:
হাদীস নং: ৪৭
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ (ﷺ) এর খিযাব লাগানো
৪৭।ইবরাহীম ইবন হারুন (রাহঃ)... বশীর ইবন খাসাসীয়া (রাযিঃ)-এর সহধমিণী জাহযামাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি রাসূলুল্লাহ (ﷺ) কে শির মুবারক পরিপাটি করতে করতে তাঁর ঘর থেকে বাইরে আসতে দেখেছি। তখন তিনি গোসল শেষ করছিলেন এবং তাঁর মাথায় মেহেদীর রং ও গন্ধ শোভা পাচ্ছিল।
ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন, হাদীসের শেষ অংশে رَدْغٌ, শব্দ ছিল, না رَدْعٌ হবে তা নিয়ে সন্দেহ পোষণ করেন (তবে উভয় শব্দের অর্থ কাছাকাছি)।
ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন, হাদীসের শেষ অংশে رَدْغٌ, শব্দ ছিল, না رَدْعٌ হবে তা নিয়ে সন্দেহ পোষণ করেন (তবে উভয় শব্দের অর্থ কাছাকাছি)।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ هَارُونَ قَالَ : أَنْبَأَنَا النَّضْرُ بْنُ زُرَارَةَ ، عَنْ أَبِي جَنَابٍ ، عَنْ إِيَادِ بْنِ لَقِيطٍ ، عَنِ الْجَهْدَمَةِ ، امْرَأَةِ بِشْرِ ابْنِ الْخَصَاصِيَّةِ ، قَالَتْ : أَنَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْرُجُ مِنْ بَيْتِهِ يَنْفُضُ رَأْسَهُ وَقَدِ اغْتَسَلَ ، وَبِرَأْسِهِ رَدْعٌ مِنْ حِنَّاءٍ أَوْ قَالَ : رَدْغٌ شَكَّ فِي هَذَا الشَّيْخُ.
قَالَ أَبُو عِيسَى : وَرَوَى أَبُو عَوَانَةَ هَذَا الْحَدِيثَ عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ ، فَقَالَ : عَنْ أُمِّ سَلَمَةَ.
قَالَ أَبُو عِيسَى : وَرَوَى أَبُو عَوَانَةَ هَذَا الْحَدِيثَ عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ ، فَقَالَ : عَنْ أُمِّ سَلَمَةَ.

তাহকীক:
হাদীস নং: ৪৮
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ (ﷺ) এর খিযাব লাগানো
৪৮। আব্দুল্লাহ ইবন আব্দুর রহমান (রাহঃ)... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ (ﷺ) -এর মাথার চুল খেযারকৃত দেখেছি। রাবী হাম্মাদ বলেন, আমাদের নিকট হাদীস বর্ণনা করেন মুহাম্মাদ ইবন আব্দুল্লাহ ইবন আকীল (রাযিঃ)। তিনি বলেন, আমি আনাস ইবন মালিক (রাযিঃ)-এর কাছে রাসূলুল্লাহ (ﷺ) -এর খেযারকৃত চুল দেখেছি।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ : حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ قَالَ : حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ قَالَ : حَدَّثَنَا حُمَيْدٌ ، عَنْ أَنَسٍ قَالَ : رَأَيْتُ شَعْرَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَخْضُوبًا.
قَالَ حَمَّادٌ : وَأَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ قَالَ : رَأَيْتُ شَعْرَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ أَنَسِ بْنِ مَالِكٍ مَخْضُوبًا.
قَالَ حَمَّادٌ : وَأَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ قَالَ : رَأَيْتُ شَعْرَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ أَنَسِ بْنِ مَالِكٍ مَخْضُوبًا.

তাহকীক:
