আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

الشمائل المحمدية للإمام الترمذي

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৯৭
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
নবী (ﷺ) ডান হাতে আংটি পরিধান করতেন
৯৭।আহমাদ ইবন মানী’ (রাহঃ)... হাম্মাদ ইবন সালামা (রাহঃ) হতে বর্ণিত, তিনি বলেন : আমি ইবন আবু রাফি’কে ডান হাতে আংটি পরিধান করতে দেখে কারণ জিজ্ঞাসা করলাম। জবাবে তিনি বললেন, আমি আব্দুল্লাহ ইবন জা’ফরকে ডান হাতে আংটি পরিধান করতে দেখেছি। আর আব্দুল্লাহ ইবন জা’ফর (রাযিঃ) বলেন, তিনি রাসূলুল্লাহ (ﷺ) -কে ডান হাতে আংটি পরিধান করতে দেখেছেন।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ : حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ قَالَ : رَأَيْتُ ابْنَ أَبِي رَافِعٍ ، يَتَخَتَّمُ فِي يَمِينِهِ فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ فَقَالَ : رَأَيْتُ عَبْدَ اللَّهِ بْنَ جَعْفَرٍ يَتَخَتَّمُ فِي يَمِينِهِ ، وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَخَتَّمُ فِي يَمِينِهِ.
হাদীস নং: ৯৮
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
নবী (ﷺ) ডান হাতে আংটি পরিধান করতেন
৯৮।মুসা ইবন ইয়াহইয়া (রাহঃ)... আব্দুল্লাহ ইবন জাফর (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) তাঁর ডান হাতে আংটি পরিধান করতেন।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى قَالَ : حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ قَالَ : حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْفَضْلِ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ : أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَخَتَّمُ فِي يَمِينِهِ.
হাদীস নং: ৯৯
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
নবী (ﷺ) ডান হাতে আংটি পরিধান করতেন
৯৯।আবুল খাত্তাব যিয়াদ ইবন ইয়াহইয়া (রাহঃ)... জাবির ইবন ’আব্দুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) তাঁর ডান হাতে আংটি পরিধান করতেন।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا أَبُو الْخَطَّابِ زِيَادُ بْنُ يَحْيَى قَالَ : حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَيْمُونٍ ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ : أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَخَتَّمُ فِي يَمِينِهِ.
হাদীস নং: ১০০
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
নবী (ﷺ) ডান হাতে আংটি পরিধান করতেন
১০০।মুহাম্মাদ ইবন হুমায়দ রাযী (রাহঃ)...সালত ইবন ’আব্দুল্লাহ (রাহঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ ইবন আব্বাস (রাযিঃ) তাঁর ডান হাতে আংটি পরিধান করতেন। আমার যতদূর মনে পড়ে তিনি বলেছিলেন, রাসূলুল্লাহ (ﷺ) ডান হাতে আংটি পরিধান করতেন।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ الرَّازِيُّ قَالَ : حَدَّثَنَا جَرِيرٌ ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ ، عَنِ الصَّلتِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ : كَانَ ابْنُ عَبَّاسٍ ، يَتَخَتَّمُ فِي يَمِينِهِ وَلاَ إِخَالُهُ إِلَّا قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَخَتَّمُ فِي يَمِينِهِ.
হাদীস নং: ১০১
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
নবী (ﷺ) ডান হাতে আংটি পরিধান করতেন
১০১।ইবন আবু উমর (রাহঃ)... ইবন উমর (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) একটি রৌপ্যের আংটি তৈরী করান যার পাথর স্থাপিত দিকটি তাঁর হাতের তালুর দিকে সন্নিহিত করে রাখেন। ঐ আংটিতে তিনি ‘মুহাম্মাদুর রাসূলুল্লাহ (ﷺ)’ অংকিত করান। তবে অন্য কারোও তা অংকিত করার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। ঐ আংটিটি মু’আইকীবের হাত হতে আরীস কূপে পড়ে যায়।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ ، عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ : أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اتَّخَذَ خَاتَمًا مِنْ فِضَّةٍ ، وَجَعَلَ فَصَّهُ مِمَّا يَلِي كَفَّهُ ، وَنَقَشَ فِيهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ، وَنَهَى أَنْ يَنْقُشَ أَحَدٌ عَلَيْهِ وَهُوَ الَّذِي سَقَطَ مِنْ مُعَيْقِيبٍ فِي بِئْرِ أَرِيسٍ.
হাদীস নং: ১০২
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
নবী (ﷺ) ডান হাতে আংটি পরিধান করতেন
১০২।কুতায়বা ইবন সাঈদ (রাহঃ)... জা’ফর ইবন মুহাম্মাদ (রাহঃ) হতে বর্ণিত। তিনি তাঁর পিতার সূত্রে রিওয়ায়াত করেন যে, ইমাম হাসান (রাযিঃ) ও ইমাম হুসাইন (রাযিঃ) বাম হাতে আংটি পরিধান করতেন।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ : حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ ، عَنْ أَبِيهِ قَالَ : كَانَ الْحَسَنُ وَالْحُسَيْنُ يَتَخَتَّمَانِ فِي يَسَارِهِمَا.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০৩
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
নবী (ﷺ) ডান হাতে আংটি পরিধান করতেন
১০৩। আব্দুল্লাহ ইবন আব্দুর রহমান (রাহঃ)..... আনাস ইবন মালিক (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) তাঁর ডান হাতে আংটি পরিধান করতেন।

ইমাম আবু ঈসা, তিরমিযী (রাহঃ) বলেন, এই হাদীসটি গারীব। কেননা সাঈদ ইবন আরুবা, কাতাদা সূত্রে, তিনি আনাস ইবন মালিক হতে এই মর্মে যে হাদীসটি বর্ণনা করেন তা কেবল সাঈদ ইবন আরুবা রিওয়ায়েত করেন। তিনি ব্যতীত কাতাদা (রাযিঃ)-এর কোন কোন শাগরিদ কাতাদা হতে, তিনি আনাস (রাযিঃ) সূত্রে রিওয়ায়েত করেন যে, নবী (ﷺ) তাঁর বাম হাতে আংটি পরিধান করতেন। কিন্তু ঐ হাদীসটি সহীহ নয়।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى وَهُوَ ابْنُ الطَّبَّاعِ قَالَ : حَدَّثَنَا عَبَّادُ بْنُ الْعَوَّامِ ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ ، عَنْ قَتَادَةَ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ : أَنَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَخَتَّمُ فِي يَمِينِهِ
وَقَالَ أَبُو عِيسَى : هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ مِنْ حَدِيثِ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ ، عَنْ قَتَادَةَ ، عَنْ أَنَسٍ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَ هَذَا إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ.
وَرَوَى بَعْضُ أَصْحَابِ قَتَادَةَ ، عَنْ قَتَادَةَ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ يَتَخَتَّمُ فِي يَسَارِهِ وَهُوَ حَدِيثٌ لاَ يَصِحُّ أَيْضًا.
হাদীস নং: ১০৪
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
নবী (ﷺ) ডান হাতে আংটি পরিধান করতেন
১০৪। মুহাম্মাদ ইবন উবায়দুল্লাহ মুহারিবী (রাহঃ)... ইবন উমর (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) একটি স্বর্ণের আংটি তৈরী করান। তিনি তা ডান হাতে পরিধান করতেন। সাহাবায়ে কিরাম (রাযিঃ) তাঁর দেখাদেখি স্বর্ণের আংটি তৈরী করান। এক পর্যায়ে তিনি স্বর্ণের আংটিটি দূরে ছুঁড়ে মারেন এবং বলেনঃ আমি কখনো তা পরিধান করব না। সাহাবায়ে কিরাম (রাযিঃ)-ও তাঁদের আংটি ছুঁড়ে মারলেন।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ الْمُحَارِبِيُّ قَالَ : حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ : اتَّخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمًا مِنْ ذَهَبٍ ، فَكَانَ يَلْبَسُهُ فِي يَمِينِهِ ، فَاتَّخَذَ النَّاسُ خَوَاتِيمَ مِنْ ذَهَبٍ فَطَرَحَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ : لاَ أَلْبَسُهُ أَبدًا فَطَرَحَ النَّاسُ خَوَاتِيمَهُمْ.