আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
الشمائل المحمدية للإمام الترمذي
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ১০৬
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ (ﷺ) -এর তরবারীর বিবরণ
১০৬। মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ)... সাঈদ ইবন আবুল হাসান (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ)-এর তরবারীর বাটের অগ্রভাগ রৌপ্য নির্মিত ছিল।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ : حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ قَالَ : حَدَّثَنِي أَبِي ، عَنْ قَتَادَةَ ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي الْحَسَنِ قَالَ : كَانَتْ قَبِيعَةُ سَيْفِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ فِضَّةٍ.

তাহকীক:

বর্ণনাকারী:
হাদীস নং: ১০৭
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ (ﷺ) -এর তরবারীর বিবরণ
১০৭।আবু জা’ফর মুহাম্মাদ ইবন সুদরান বসরী (রাহঃ)... হুদ যিনি ’আব্দুল্লাহ ইবন সাঈদের পুত্র তিনি তার পিতামহ হতে বর্ণনা করেন। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যখন ফতহে মক্কার দিন মক্কা শরীফে প্রবেশ করেন তখন তাঁর হাত মুবারকে বাটে স্বর্ণ-রৌপ্য খচিত তরবারী শোভা পাচ্ছিল । সনদে বর্ণিত রাবী তালিব (রাহঃ) বলেন, আমি আমার শায়খের নিকট জিজ্ঞাসা করলাম, রৌপ্য কোন্ অংশে ছিল? তিনি বললেন, তরবারীর বাটের অগ্রভাগে।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ صُدْرَانَ الْبَصْرِيُّ قَالَ : حَدَّثَنَا طَالِبُ بْنُ حُجَيْرٍ ، عَنْ هُودٍ وَهُوَ ابْنُ عَبْدِ اللَّهِ بْنِ سَعْدٍ ، عَنْ جَدِّهِ -مَزْبُدة- قَالَ : دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكَّةَ يَوْمَ الْفَتْحِ وَعَلَى سَيْفِهِ ذَهَبٌ وَفِضَّةٌ.
قَالَ طَالِبٌ : فَسَأَلْتُهُ عَنِ الْفِضَّةِ فَقَالَ : كَانَتْ قَبِيعَةُ السَّيْفِ فِضَّةً.
قَالَ طَالِبٌ : فَسَأَلْتُهُ عَنِ الْفِضَّةِ فَقَالَ : كَانَتْ قَبِيعَةُ السَّيْفِ فِضَّةً.

তাহকীক:
হাদীস নং: ১০৮
আন্তর্জাতিক নং: ১০৯
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ (ﷺ) -এর তরবারীর বিবরণ
১০৮-১০৯।মুহাম্মাদ ইবন শুজা’ বাগদাদী (রাহঃ)... ইবন সীরীন (রাহঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমার তরবারীটি সামুরা ইবন জুনদুবের তরবারীর ন্যায় তৈরী করেছি। সামুরা (রাযিঃ) বলতেন যে, তিনি তাঁর তরবারীটি রাসূলুল্লাহ (ﷺ) -এর তরবারীর ন্যায় তৈরী করেছিলেন। আর রাসূলুল্লাহ (ﷺ) -এর তরবারীটি বানূ হানীফ গোত্রের তরবারীর ন্যায় ছিল।
উকবা ইবন মুকারম বসরী (রাহঃ)... উসমান ইবন সা’দ (রাযিঃ) হতে পূর্বোক্ত হাদীসটির সনদে অনুরূপ বর্ণিত।
উকবা ইবন মুকারম বসরী (রাহঃ)... উসমান ইবন সা’দ (রাযিঃ) হতে পূর্বোক্ত হাদীসটির সনদে অনুরূপ বর্ণিত।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ شُجَاعٍ الْبَغْدَادِيُّ قَالَ : حَدَّثَنَا أَبُو عُبَيْدَةَ الْحَدَّادُ ، عَنْ عُثْمَانَ بْنِ سَعْدٍ ، عَنِ ابْنِ سِيرِينَ قَالَ : صَنَعْتُ سَيْفِي عَلَى سَيْفِ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ ، وَزَعَمَ سَمُرَةُ أَنَّهُ صَنَعَ سَيْفَهُ عَلَى سَيْفِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ حَنَفِيًّا.
حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ الْبَصْرِيُّ قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ ، عَنْ عُثْمَانَ بْنِ سَعْدٍ ، بِهَذَا الإِسْنَادِ نَحْوِهِ.
حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ الْبَصْرِيُّ قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ ، عَنْ عُثْمَانَ بْنِ سَعْدٍ ، بِهَذَا الإِسْنَادِ نَحْوِهِ.

তাহকীক: