আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
الشمائل المحمدية للإمام الترمذي
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১১১
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ (ﷺ) -এর যুদ্ধের পোশাকের বিবরণ
১১১।ইবন আবু উমর (রাহঃ)... সায়্যিব ইবন ইয়াযীদ (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন : উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ (ﷺ) -এর দেহ মুবারকে দু’টি লৌহবর্ম ছিল। ঐ দু’টির একটিকে অপরটির উপরে পরিধান করেছিলেন।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ، عَنْ يَزِيدَ بْنِ خُصَيْفَةَ ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ عَلَيْهِ يَوْمَ أُحُدٍ دِرْعَانِ  ، قَدْ ظَاهَرَ بَيْنَهُمَا.

তাহকীক:

বর্ণনাকারী: