আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

الشمائل المحمدية للإمام الترمذي

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১১৩
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ (ﷺ)-এর হেলমেট (শিরস্ত্রাণ)-এর বিবরণ
১১৩।‘ঈসা ইবন আহমদ (রাহঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ মক্কা বিজয়ের বছর রাসূলুল্লাহ (ﷺ) তাঁর পবিত্র শির মুবারকে হেলমেট পরিধান করে মক্কায় প্রবেশ করেন। তিনি (রাবী) বলেন, এরপর তিনি তা খুলে রাখেন। ইত্যবসরে এক ব্যক্তি এসে সংবাদ দিল যে, ’ইবন খাত্তাল কা’বাগৃহের গিলাফ ধরে ঝুলছে।’ তিনি বললেনঃ তোমরা তাকে হত্যা কর। ইবন শিহাব (রাহঃ) বলেন, এ মর্মে আমার কাছে হাদীছ পৌঁছেছে, ’রাসূলুল্লাহ (ﷺ) ঐ দিন ইহরাম বাঁধা অবস্থায় ছিলেন না।’
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا عِيسَى بْنُ أَحْمَدَ قَالَ : حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ قَالَ : حَدَّثَنِي مَالِكُ بْنُ أَنَسٍ ، عَنِ ابْنِ شِهَابٍ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ مَكَّةَ عَامَ الْفَتْحِ ، وَعَلَى رَأْسِهِ الْمِغْفَرُ قَالَ : فَلَمَّا نَزَعَهُ جَاءَهُ رَجُلٌ ، فَقَالَ لَهُ : ابْنُ خَطَلٍ مُتَعَلِّقٌ بِأَسْتَارِ الْكَعْبَةِ فَقَالَ : اقْتُلُوهُ.
قَالَ ابْنُ شِهَابٍ : وَبَلَغَنِي أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَكُنْ يَوْمَئِذٍ مُحْرِمًا.