আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
الشمائل المحمدية للإمام الترمذي
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২০ টি
হাদীস নং: ১৫২
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্ -এর সালুন-তরকারীর বর্ণনা
১৫২।কুতায়বা (রাহঃ)... সিমাক ইবন হারব (রাহঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমি নূমান ইবন বাশীর (রাযিঃ)-কে বলতে শুনেছি। তিনি বলেছেনঃ তোমরা কি পানাহারের ব্যাপারে যা ইচ্ছা তা গ্রহণ কর ? (অর্থাৎ নিশ্চয়ই গ্রহণ করছ)। অথচ আমি দেখেছি তোমাদের নবী (ﷺ) তৃপ্তি সহকারে উদর পূর্তি করে সাধারণ খেজুরও খেতে পাননি।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ : حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ قَالَ : سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ يَقُولُ : أَلَسْتُمْ فِي طَعَامٍ وَشَرَابٍ مَا شِئِتُمْ ؟ لَقَدْ رَأَيْتُ نَبِيَّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَا يَجِدُ مِنَ الدَّقَلِ مَا يَمْلَأُ بَطْنَهُ.

তাহকীক:
হাদীস নং: ১৫৩
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্ -এর সালুন-তরকারীর বর্ণনা
১৫৩। ’আব্দা ইবন ’আব্দুল্লাহ খুযাঈ (রাহঃ)... জাবির ইবন ’আব্দুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ বলেছেন, সিরকা কতই না চমৎকার সালুন!
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ الْخُزَاعِيُّ قَالَ : حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ ، عَنْ سُفْيَانَ ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : نِعْمَ الإِدَامُ أَوِ الْأُدْمُ : الْخَلُّ.
হাদীস নং: ১৫৪
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্ -এর সালুন-তরকারীর বর্ণনা
১৫৪।হান্নাদ (রাহঃ)... যাহদাম জারমী (রাহঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমরা একবার আবু মুসা আশ’আরী (রাযিঃ)-এর কাছে গেলাম। তখন তাঁর কাছে ভূনা মুরগীর গোশত আনা হলো। উপস্থিত লোকদের একজন চলে যেতে উদ্যত হলো। তিনি আবু মুসা আশআরী (রাযিঃ)। তাঁকে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলেন। সে বলল, আমি এক (মুরগীকে) নাপাক খেতে দেখে এ মর্মে কসম করেছি যে, আমি আর কখনো মুরগীর গোশত খাব না। তিনি বললেনঃ কাছে এসো (এবং নির্দ্বিধায় খাও)। কেননা আমি এ ব্যাপারে নিশ্চিত যে, রাসূলুল্লাহ্-কে আমি মুরগীর গোশত খেতে দেখেছি।।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا هَنَّادٌ قَالَ : حَدَّثَنَا وَكِيعٌ ، عَنْ سُفْيَانَ ، عَنْ أَيُّوبَ ، عَنْ أَبِي قِلاَبَةَ ، عَنْ زَهْدَمٍ الْجَرْمِيِّ قَالَ : كُنَّا عِنْدَ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ ، فَأُتِيَ بِلَحْمِ دَجَاجٍ فَتَنَحَّى رَجُلٌ مِنَ الْقَوْمِ فَقَالَ : مَا لَكَ ؟ فَقَالَ : إِنِّي رَأَيْتُهَا تَأْكُلُ شَيْئًا فَحَلَفْتُ أَنْ لاَ آكُلَهَا قَالَ : ادْنُ فَإِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُ لَحْمَ دَجَاجٍ.

তাহকীক:

বর্ণনাকারী:
হাদীস নং: ১৫৫
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্ -এর সালুন-তরকারীর বর্ণনা
১৫৫। ফযল ইবন সাহল আ’রাজ বাগদাদী (রাহঃ)... ইবরাহীম ইবন উমর ইবন সাফীনা (রাহঃ) তিনি তাঁর পিতা ও দাদা সূত্রে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ -এর সাথে হুবারার (মেটে রংের এক প্রকার বন্য পাখি) গোশত খেয়েছি।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا الْفَضْلُ بْنُ سَهْلٍ الأَعْرَجُ الْبَغْدَادِيُّ قَالَ : حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مَهْدِيٍّ ، عَنِ إِبْرَاهِيمَ بْنِ عُمَرَ بْنِ سَفِينَةَ ، عَنْ أَبِيهِ ، عَنْ جَدِّهِ قَالَ : أَكَلْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَحْمَ حُبَارَى.
وفي الحديث دلالة على حل أكل الدجاج وأنه من الطيبات.
وفي الحديث دلالة على حل أكل الدجاج وأنه من الطيبات.

তাহকীক:

বর্ণনাকারী:
হাদীস নং: ১৫৬
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্ -এর সালুন-তরকারীর বর্ণনা
১৫৬।আলী ইবন হুজুর (রাহঃ)... যাহদাম জারমী (রাহঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমরা আবু মুসা (রাযিঃ)-এর নিকট ছিলাম। তিনি বলেন, তাঁর নিকট খাবার পরিবেশন করা হলো এবং তাঁর সেই খাবারে মুরগীর গোশত ছিল। সেখানে তায়মুল্লাহ গোত্রের লাল রংের এক ব্যক্তি ছিল। তাকে দেখে মনে হচ্ছিল, সে যেন একজন গোলাম। তিনি (রাবী) বলেন, ঐ লোকটি খেতে এলো না। তখন আবু মুসা (রাযিঃ) তাঁকে বললেন : খেতে এসো। কেননা আমি রাসূলুল্লাহ্-কে তার (মুরগীর) গোশত খেতে দেখেছি। সে বলল, একে ময়লা কিছু খেতে দেখেছি। সে কারণে আমার ঘৃণা জন্মেছে। তাই আমি শপথ করেছি যে, কস্মিনকালেও তা খাব না।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ : حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ، عَنْ أَيُّوبَ ، عَنِ الْقَاسِمِ التَّمِيمِيِّ ، عَنْ زَهْدَمٍ الْجَرْمِيِّ قَالَ : كُنَّا عِنْدَ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ قَالَ : فَقَدَّمَ طَعَامَهُ وَقَدَّمَ فِي طَعَامِهِ لَحْمَ دَجَاجٍ وَفِي الْقَوْمِ رَجُلٌ مِنْ بَنِي تَيْمِ اللَّهِ أَحْمَرُ كَأَنَّهُ مَوْلًى قَالَ : فَلَمْ يَدْنُ فَقَالَ لَهُ أَبُو مُوسَى : ادْنُ  ، فَإِنِّي قَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكَلَ مِنْهُ ، فَقَالَ : إِنِّي رَأَيْتُهُ يَأْكُلُ شَيْئًا فَقَذِرْتُهُ فَحَلَفْتُ أَنْ لاَ أَطْعَمَهُ أَبَدًا.

তাহকীক:

বর্ণনাকারী:
হাদীস নং: ১৫৭
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্ -এর সালুন-তরকারীর বর্ণনা
১৫৭।মাহমুদ ইবন গায়লান (রাহঃ)... আবু উসায়দ (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ বলেছেন, তোমরা যায়তুন তৈল খাও এবং তা মালিশ কর। কেননা তা বরকতময় বৃক্ষ হতে উৎপন্ন।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ قَالَ : حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ ، وَأَبُو نُعَيْمٍ ، قَالاَ : حَدَّثَنَا سُفْيَانُ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عِيسَى ، عَنْ رَجُلٍ مِنْ أَهْلِ الشَّامِ يُقَالُ : لَهُ عَطَاءٌ ، عَنْ أَبِي أَسِيدٍ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : كُلُوا الزَّيْتَ وَادَّهِنُوا بِهِ ؛ فَإِنَّهُ مِنْ شَجَرَةٍ مُبَارَكَةٍ.

তাহকীক:
হাদীস নং: ১৫৮
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্ -এর সালুন-তরকারীর বর্ণনা
১৫৮।ইয়াহ্ইয়া ইবন মুসা (রাহঃ)... উমর ইবনুল খাত্তাব (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, তোমরা যায়তুন তৈল খাও এবং তা মালিশ কর। কেননা তা বরকতময় বৃক্ষ হতে উৎপন্ন হয়েছে।
আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন, এ হাদীসের সনদে উল্লিখিত আব্দুর রাযযাক থেকে ‘ইযতিরাব’ পাওয়া যায়। কারণ কখনো তিনি এ হাদীসখানা ’মুত্তাসিল’ সনদে আবার কখনো ’মুরসাল’ সনদে বর্ণনা করেছেন।
আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন, এ হাদীসের সনদে উল্লিখিত আব্দুর রাযযাক থেকে ‘ইযতিরাব’ পাওয়া যায়। কারণ কখনো তিনি এ হাদীসখানা ’মুত্তাসিল’ সনদে আবার কখনো ’মুরসাল’ সনদে বর্ণনা করেছেন।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى قَالَ : حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ : حَدَّثَنَا مَعْمَرٌ ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ ، عَنْ أَبِيهِ ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : كُلُوا الزَّيْتَ وَادَّهِنُوا بِهِ ؛ فَإِنَّهُ مِنْ شَجَرَةٍ مُبَارَكَةٍ.
قَالَ أَبُو عِيسَى : وَ عَبْدُ الرَّزَّاقِ كَانَ يَضْطَرِبُ فِي هَذَا الْحَدِيثِ فَرُبَّمَا أَسْنَدَهُ ، وَرُبَّمَا أَرْسَلَهُ.
قَالَ أَبُو عِيسَى : وَ عَبْدُ الرَّزَّاقِ كَانَ يَضْطَرِبُ فِي هَذَا الْحَدِيثِ فَرُبَّمَا أَسْنَدَهُ ، وَرُبَّمَا أَرْسَلَهُ.

তাহকীক:
হাদীস নং: ১৫৯
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্ -এর সালুন-তরকারীর বর্ণনা
১৫৯।আবু দাউদ সুলায়মান ইবন মা’বাদ মারূযী সিন্জী (রাহঃ)... যায়দ ইবন আসলাম (রাহঃ)-এর পিতা নবী (ﷺ) হতে অনুরূপ বর্ণিত। এই সনদে তিনি আব্দুর রাযযাক (রাহঃ)... উমর (রাযিঃ) হতে’ কথাটি উল্লেখ করেননি।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا السِّنْجِيُّ وَهُوَ أَبُو دَاوُدَ سُلَيْمَانُ بْنُ مَعْبَدٍ السِّنْجِيُّ قَالَ : حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ ، عَنْ مَعْمَرٍ ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ ، عَنْ أَبِيهِ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنْ عُمَرَ.

তাহকীক:

বর্ণনাকারী:
হাদীস নং: ১৬০
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্ -এর সালুন-তরকারীর বর্ণনা
১৬০।মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ)..... আনাস ইবন মালিক (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী লাউ খুবই পসন্দ করতেন। একবার তাঁর সম্মুখে খানা পরিবেশন করা হলো অথবা তিনি কোন দাওয়াতে গিয়েছিলেন (রাবীর সন্দেহ)। আমার যেহেতু জানা ছিল যে, তিনি লাউ খুব পসন্দ করেন, তাই সালুনের মধ্য থেকে বেছে বেছে তাঁর সামনে লাউ পেশ করলাম।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ، قَالاَ : حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ قَتَادَةَ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ : كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعْجِبُهُ الدُّبَّاءُ فَأُتِيَ بِطَعَامٍ ، أَوْ دُعِيَ لَهُ فَجَعَلْتُ أَتَتَبَّعُهُ فَأَضَعُهُ بَيْنَ يَدَيْهِ لِمَا أَعْلَمُ أَنَّهُ يُحِبُّهُ.

তাহকীক:
হাদীস নং: ১৬১
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্ -এর সালুন-তরকারীর বর্ণনা
১৬১।কুতায়বা ইবন সাঈদ (র.)..... হাকীম ইবন জাবির (রাহঃ) তাঁর পিতা সূত্রে বর্ণিত, তিনি বলেনঃ আমি একবার নবী (ﷺ) -এর কাছে গিয়ে দেখলাম যে, লাউ কেটে টুকরা টুকরা করা হচ্ছে। আমি আরয করলাম, এর দ্বারা কি হবে? তিনি বললেনঃ এর দ্বারা আমরা আমাদের খানা বৃদ্ধি করব। 
ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন, এ জাবির হলো জাবির ইবন তারিক এবং তাঁকে ইবন আবু তারিকও বলা হয়। তিনি রাসূলুল্লাহ্ -এর একজন সাহাবী। এই একটি হাদীস ব্যতীত তাঁর অন্য কোন রিওয়ায়াত আছে বলে জানা যায়নি। আর আবু খালিদ এর নাম হলো সা’দ।
ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন, এ জাবির হলো জাবির ইবন তারিক এবং তাঁকে ইবন আবু তারিকও বলা হয়। তিনি রাসূলুল্লাহ্ -এর একজন সাহাবী। এই একটি হাদীস ব্যতীত তাঁর অন্য কোন রিওয়ায়াত আছে বলে জানা যায়নি। আর আবু খালিদ এর নাম হলো সা’দ।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ : حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ ، عَنْ إِسْمَاعِيلَ بْنُ أَبِي خَالِدٍ ، عَنْ حَكِيمِ بْنِ جَابِرٍ ، عَنْ أَبِيهِ قَالَ : دَخَلْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَيْتُ عِنْدَهُ دُبَّاءً يُقَطَّعُ فَقُلْتُ : مَا هَذَا ؟ قَالَ : نُكَثِّرُ بِهِ طَعَامَنَا.
قَالَ أَبُو عِيسَى : وَجَابِرٌ هُوَ جَابِرُ بْنُ طَارِقٍ وَيُقَالُ : ابْنُ أَبِي طَارِقٍ ، وَهُوَ رَجُلٌ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلاَ نَعْرِفُ لَهُ إِلاَ هَذَا الْحَدِيثَ الْوَاحِدَ ، وَأَبُو خَالِدٍ اسْمُهُ : سَعْدٌ.
قَالَ أَبُو عِيسَى : وَجَابِرٌ هُوَ جَابِرُ بْنُ طَارِقٍ وَيُقَالُ : ابْنُ أَبِي طَارِقٍ ، وَهُوَ رَجُلٌ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلاَ نَعْرِفُ لَهُ إِلاَ هَذَا الْحَدِيثَ الْوَاحِدَ ، وَأَبُو خَالِدٍ اسْمُهُ : سَعْدٌ.

তাহকীক:

বর্ণনাকারী:
হাদীস নং: ১৬২
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্ -এর সালুন-তরকারীর বর্ণনা
১৬২।কুতায়বা ইবন সাঈদ (রাহঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একবার এক দর্জী খানা তৈরী করে রাসূলুল্লাহ্ -কে দাওয়াত দেয়। আনাস (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ -এর সাথে আমিও ঐ দাওয়াতে গিয়েছিলাম। দর্জী লোকটি রাসূলুল্লাহ্ -এর সামনে যবের রুটি ও শুরবা পরিবেশন করলো। ঐ ঝোলের মধ্যে লাউ ও লোনা শুকনা গোশত ছিল। আনাস (রাযিঃ) বলেন, আমি নবী-কে তরকারির বাটির এধার থেকে ওধার লাউয়ের টুকরা খোঁজ করতে দেখেছি। আর সে দিন থেকে আমি লাউ খুব পসন্দ করে আসছি।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ ، عَنِ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ : إِنَّ خَيَّاطًا دَعَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِطَعَامٍ صَنَعَهُ ، قَالَ أَنَسٌ : فَذَهَبْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى ذَلِكَ الطَّعَامِ فَقَرَّبَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خُبْزًا مِنْ شَعِيرٍ ، وَمَرَقًا فِيهِ دُبَّاءٌ وَقَدِيدٌ  ، قَالَ أَنَسُ : فَرَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَتَبَّعُ الدُّبَّاءَ حَوَالَيِ الْقَصْعَةِ فَلَمْ أَزَلْ أُحِبُّ الدُّبَّاءَ مِنْ يَوْمِئِذٍ.

তাহকীক:
হাদীস নং: ১৬৩
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্ -এর সালুন-তরকারীর বর্ণনা
১৬৩। আহমদ ইবন ইবরাহীম দাওরাকী, সালমা ইবন শাবীব ও মাহমুদ ইবন গায়লান (রাহঃ)... 'আয়িশা (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ্ (ﷺ) মিষ্টি দ্রব্য ও মধু অধিক পছন্দ করতেন।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ ، وَسَلَمَةُ بْنُ شَبِيبٍ ، وَمَحْمُودُ بْنُ غَيْلاَنَ ، قَالُوا : حَدَّثَنَا أَبُو أُسَامَةَ ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ ، عَنْ أَبِيهِ ، عَنْ عَائِشَةَ قَالَتْ : كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّ الْحَلْوَاءَ وَالْعَسَلَ.

তাহকীক:
হাদীস নং: ১৬৪
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্ -এর সালুন-তরকারীর বর্ণনা
১৬৪। হাসান ইবন মুহাম্মাদ যা'ফরানী (রাহঃ)... 'আতা ইবন ইয়াসার (রাহঃ) হতে বর্ণিত যে, উম্মে সালামা (রাযিঃ) তাঁর নিকট রিওয়ায়াত করেন যে, তিনি একবার বকরীর পাঁজরের ভূনা গোশত রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সামনে পরিবেশন করেন। তিনি তা থেকে খেলেন এবং উযূ না করেই সালাতে দাঁড়িয়ে গেলেন।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ الزَّعْفَرَانِيُّ قَالَ : حَدَّثَنَا الْحَجَّاجُ بْنُ مُحَمَّدٍ قَالَ : قَالَ ابْنُ جُرَيْجٍ : أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ يُوسُفَ ، أَنَّ عَطَاءَ بْنَ يَسَارٍ ، أَخْبَرَهُ أَنَّ أُمَّ سَلَمَةَ ، أَخْبَرَتْهُ أَنَّهَا قَرَّبَتْ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَنْبًا مَشْوِيًّا فَأَكَلَ مِنْهُ ، ثُمَّ قَامَ إِلَى الصَّلاَةِ وَمَا تَوَضَّأَ.

তাহকীক:
হাদীস নং: ১৬৫
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্ -এর সালুন-তরকারীর বর্ণনা
১৬৫। কুতায়বা (রাহঃ)...... আব্দুল্লাহ ইবন হারিছ (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে মসজিদে ভূনা গোশত খেয়েছি।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ : حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ ، عَنْ سُلَيْمَانَ بْنِ زِيَادٍ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ قَالَ : أَكَلْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شِوَاءً فِي الْمَسْجِدِ.

তাহকীক:
হাদীস নং: ১৬৫
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্ -এর সালুন-তরকারীর বর্ণনা
১৬৬।মাহমুদ ইবন গায়লান (রাহঃ)... মুগীরা ইবন শু'বা (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন: আমি একবার রাতে রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সাথে মেহমান হলাম। তখন বকরীর পাঁজরের ভূনা গোশত পরিবেশন করা হলো। তারপর তিনি ছুরি দ্বারা তা কাটলেন এবং আমাকে দিলেন। তিনি বলেন, ইত্যবসরে বিলাল (রাযিঃ) তাঁকে সালাতের আহবান জানালেন। তিনি ছুরিটি ছুঁড়ে ফেললেন এবং বললেনঃ তার কি হলো- তার উভয় হাত ধূলোয় ধূসরিত হোক। তিনি (রাবী) বলেন, তাঁর গোঁফ লম্বা হয়ে গিয়েছিল। তাই তিনি তাঁকে বললেনঃ তোমার গোঁফ আমি মিসওয়াকের উপরে রেখে দেব অথবা তিনি বললেনঃ তুমি তোমার গোঁফ মিসওয়াকের উপর রেখে কেটে ফেল (অর্থাৎ রাবীর সন্দেহ থাকায় উভয় উক্তি রিওয়ায়াত করেন)।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ قَالَ : حَدَّثَنَا وَكِيعٌ قَالَ : حَدَّثَنَا مِسْعَرٌ ، عَنْ أَبِي صَخْرَةَ جَامِعِ بْنِ شَدَّادٍ ، عَنِ الْمُغِيرَةِ بْنِ عَبْدِ اللَّهِ ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ : ضِفْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ فَأُتِيَ بِجَنْبٍ مَشْوِيٍّ ، ثُمَّ أَخَذَ الشَّفْرَةَ فَجَعَلَ يَحُزُّ  ، فَحَزَّ لِي بِهَا مِنْهُ قَالَ : فَجَاءَ بِلاَلٌ يُؤْذِنُهُ بِالصَّلاَةِ فَأَلْقَى الشَّفْرَةَ فَقَالَ : مَا لَهُ تَرِبَتْ يَدَاهُ ؟ . قَالَ : وَكَانَ شَارِبُهُ قَدْ وَفَى ، فَقَالَ لَهُ : أَقُصُّهُ لَكَ عَلَى سِوَاكٍ أَوْ قُصُّهُ عَلَى سِوَاكٍ.

তাহকীক:
হাদীস নং: ১৬৭
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্ -এর সালুন-তরকারীর বর্ণনা
১৬৭।ওয়াসিল ইবন আব্দুল আ'লা (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) -এর সামনে বকরীর সামনের রান পরিবেশন করা হলো। আর তিনি তা খুবই পসন্দ করতেন। এরপর তিনি চিবিয়ে এর কিছু ভক্ষণ করলেন।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا وَاصِلُ بْنُ عَبْدِ الأَعْلَى قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ ، عَنْ أَبِي حَيَّانَ التَّيْمِيِّ ، عَنْ أَبِي زُرْعَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : أُتِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِلَحْمٍ فَرُفِعَ إِلَيْهِ الذِّرَاعُ وَكَانَتْ تُعْجِبُهُ فَنَهَسَ مِنْهَا.

তাহকীক:
হাদীস নং: ১৬৮
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্ -এর সালুন-তরকারীর বর্ণনা
১৬৮।মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ)......ইবন মাসউদ (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) বকরীর সামনের উরুর গোশত খুবই পসন্দ করতেন। তিনি (রাবী) বলেন, আর বকরীর সামনের উরুতে বিষ মিশ্রিত করা হয়েছিল। কোন ইয়াহূদী বিষ মিশিয়েছে বলে তিনি (রাবী) মনে করেন।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ : حَدَّثَنَا أَبُو دَاوُدَ ، عَنْ زُهَيْرٍ يَعْنِي ابْنَ مُحَمَّدٍ ، عَنِ أَبِي إِسْحَاقَ ، عَنْ سَعْدِ بْنِ عِيَاضٍ ، عَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ : كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعْجِبُهُ الذِّرَاعُ قَالَ : وَسُمَّ فِي الذِّرَاعِ ، وَكَانَ يَرَى أَنَّ الْيَهُودَ سَمُّوهُ.

তাহকীক:
হাদীস নং: ১৬৯
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্ -এর সালুন-তরকারীর বর্ণনা
১৬৯।মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ).... আবু উবায়দ (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমি একবার নবী (ﷺ) এর জন্য এক ডেক গোশত রান্না করলাম। উল্লেখ্য, তিনি বকরীর সামনের উরুর গোশত অধিক পসন্দ করতেন। তাই আমি তাঁকে একটি সামনের পা দিলাম। তারপর তিনি বললেন, আমাকে সামনের আরেকটি পা দাও। তখন আমি তাঁকে সামনের আরেকটি পা দিলাম। তারপর তিনি পুনরায় বললেন, আমাকে সামনের আরেকটি পা দাও। তখন আমি তাঁর কাছে আরয করলাম, ইয়া রাসূলুল্লাহ্! বকরীর সামনের পা কয়টি থাকে? তিনি বললেন, 'সেই মহান সত্তার কসম যার নিয়ন্ত্রণে জীবন, যদি তুমি চুপ থাকতে তাহলে আমি যতক্ষণ সামনের পা চাইতাম, ততক্ষণ তুমি দিতে পারতে।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ : حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ : حَدَّثَنَا أَبَانُ بْنُ يَزِيدَ ، عَنْ قَتَادَةَ ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ ، عَنْ أَبِي عُبَيْدٍ قَالَ : طَبَخْتُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قِدْرًا وَقَدْ كَانَ يُعْجِبُهُ الذِّرَاعُ فَنَاوَلْتُهُ الذِّرَاعَ ثُمَّ قَالَ : نَاوِلْنِي الذِّرَاعَ ، فَنَاوَلْتُهُ ثُمَّ قَالَ : نَاوِلْنِي الذِّرَاعَ فَقُلْتُ : يَا رَسُولَ اللَّهِ ، وَكَمْ لِلشَّاةِ مِنْ ذِرَاعٍ فَقَالَ : وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ سَكَتَّ لَنَاوَلْتَنِي الذِّرَاعَ مَا دَعَوْتُ.

তাহকীক:
হাদীস নং: ১৭০
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্ -এর সালুন-তরকারীর বর্ণনা
১৭০।হাসান ইবন মুহাম্মাদ যা ‘ফরানী (রাহঃ)... 'আয়িশা (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বকরীর সামনের রান খুব সুস্বাদু বিধায় তা পসন্দ করতেন। তবে তিনি তো প্রত্যহ গোশত খেতে পেতেন না; সামনের রানের গোশত তাড়াতাড়ি রান্না হয় বলে তিনি তা অধিক পসন্দ করতেন।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ الزَّعْفَرَانِيُّ قَالَ : حَدَّثَنَا يَحْيَى بْنُ عَبَّادٍ ، عَنْ فُلَيْحِ بْنِ سُلَيْمَانَ قَالَ : حَدَّثَنِي رَجُلٌ ، مِنْ بَنِي عَبَّادٍ يُقَالَ لَهُ : عَبْدُ الْوَهَّابِ بْنُ يَحْيَى بْنُ عَبَّادٍ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ : مَا كَانَتِ الذِّرَاعُ أَحَبَّ اللَّحْمِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَكِنَّهُ كَانَ لاَ يَجِدُ اللَّحْمَ إِلَّا غِبًّا  ، وَكَانَ يَعْجَلُ إِلَيْهَا لِأَنَّهَا أَعْجَلُهَا نُضْجًا.

তাহকীক:
হাদীস নং: ১৭১
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্ -এর সালুন-তরকারীর বর্ণনা
১৭১।মাহমুদ ইবন গায়লান (রাহঃ)... আব্দুল্লাহ ইবন জা'ফর (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি। তিনি বলেছেন, নিঃসন্দেহে সবচাইতে সুস্বাদু গোশত হচ্ছে পিঠের গোশত।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ قَالَ : حَدَّثَنَا أَبُو أَحْمَدَ قَالَ : حَدَّثَنَا مِسْعَرٌ قَالَ : سَمِعْتُ شَيْخًا ، مِنْ فَهْمٍ قَالَ : سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ جَعْفَرٍ يَقُولُ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : إِنَّ أَطْيَبَ اللَّحْمِ لَحْمُ الظَّهْرِ.

তাহকীক:
