আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
الشمائل المحمدية للإمام الترمذي
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ২৪১
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
৩৭- কাব্যিক ছন্দে রাসূলুল্লাহ ﷺ এর কথামালা
২৪১।আলী ইবন হুজর (রাহঃ)... 'আয়িশা (রাযিঃ) সূত্রে বর্ণিত যে, তিনি বলেনঃ নবী (ﷺ) কাব্যের ছন্দে কথাবার্তা বলেন কিনা সে ব্যাপারে তাঁকে একবার জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন, তিনি (নবী (ﷺ) ) ইবন রাওয়াহার কবিতা আবৃত্তি করতেন। আবার কখনো বলতেনঃ وَيَأْتِيكَ بِالأَخْبَارِ مَنْ لَمْ تُزَوَّدِ
তোমার কাছে এমন ব্যক্তি সংবাদ নিয়ে আসেন, যাকে তুমি মজুরী দাও না।
তোমার কাছে এমন ব্যক্তি সংবাদ নিয়ে আসেন, যাকে তুমি মজুরী দাও না।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
بَابُ مَا جَاءَ فِي صِفَةِ كَلاَمِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الشِّعْرِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ : حَدَّثَنَا شَرِيكٌ ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ : قِيلَ لَهَا : هَلْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَمَثَّلُ بِشَيْءٍ مِنَ الشِّعْرِ ؟ قَالَتْ : كَانَ يَتَمَثَّلُ بِشِعْرِ ابْنِ رَوَاحَةَ ، وَيَتَمَثَّلُ بِقَوْلِهِ :
[من أشعار طرفة بن العبد - البحر الطويل]
وَيَأْتِيكَ بِالأَخْبَارِ مَنْ لَمْ تُزَوَّدِ.
[من أشعار طرفة بن العبد - البحر الطويل]
وَيَأْتِيكَ بِالأَخْبَارِ مَنْ لَمْ تُزَوَّدِ.

তাহকীক:
