আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

الشمائل المحمدية للإمام الترمذي

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৫২
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
৩৮- রাসূলুল্লাহ্ এর রাত্রে গল্প বলা
২৫২। আল হাসান ইবন সাব্বাহ আল বাযযার (রাহঃ)... 'আয়িশা (রাযিঃ) সূত্রে বর্ণিত, তিনি বলেনঃ একবার রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর স্ত্রীদের একটি কাহিনী শোনান। তাদের একজন বললেন, এতো খুরাফার কাহিনী (অর্থাৎ খুরাফার কাহিনীর মতই বিস্ময়কর)। তিনি (নবী (ﷺ)) বললেনঃ তোমরা খুরাফা সম্পর্কে জান কি? খুৱাফা তো ওযরা গোত্রের লোক। জাহিলিয়া যুগে তাকে জিন্নে নিয়ে গিয়েছিল। সেখানে সে এক যুগ থেকে মানব সমাজে ফিরে আসে। সেখানকার বিস্ময়কর কথাগুলো সে লোকালয়ে বলে বেড়াত। তখন থেকে (কোন বিস্ময়কর ঘটনা হলেই লোকেরা বলত) এতো খুৱাফার কাহিনী।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
بَابُ مَا جَاءَ فِي كَلاَمِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي السَّمَرِ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ صَبَّاحٍ الْبَزَّارُ قَالَ : حَدَّثَنَا أَبُو النَّضْرِ قَالَ : حَدَّثَنَا أَبُو عَقِيلٍ الثَّقَفِيُّ عَبْدُ اللَّهِ بْنُ عَقِيلٍ ، عَنْ مُجَالِدٍ ، عَنِ الشَّعْبِيِّ ، عَنْ مَسْرُوقٍ ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ : حَدَّثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ نِسَاءَهُ حَدِيثًا ، فَقَالَتِ امْرَأَةٌ مِنْهُنَّ : كَأَنَّ الْحَدِيثَ حَدِيثُ خُرَافَةَ فَقَالَ : أَتَدْرُونَ مَا خُرَافَةُ ؟ إِنَّ خُرَافَةَ كَانَ رَجُلاً مِنْ عُذْرَةَ ، أَسَرَتْهُ الْجِنُّ فِي الْجَاهِلِيَّةِ فَمَكَثَ فِيهِمْ دَهْرًا ، ثُمَّ رَدُّوهُ إِلَى الإِنْسِ فَكَانَ يُحَدِّثُ النَّاسَ بِمَا رَأَى فِيهِمْ مِنَ الأَعَاجِيبِ ، فَقَالَ النَّاسُ : حَدِيثُ خُرَافَةَ.