আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
الشمائل المحمدية للإمام الترمذي
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
হাদীস নং: ৩২৩
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্ -এর ক্রন্দনের বিবরণ
৩২৩। মাহমুদ ইবন গায়লান (রাহঃ).... 'আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে বললেন, আমাকে কুরআন পাঠ করে শুনাও। আমি বললাম, আমি কি আপনাকে তা পাঠ করে শুনাব, যা আপনার উপর নাযিল হয়েছে! তিনি বললেন, আমি তা অপরের কাছ থেকে শুনতে পসন্দ করি। অতঃপর আমি সূরা নিসার ( وَجِئِنَا بِكَ عَلَى هَؤُلاَءِ شَهِيدًا) পর্যন্ত পাঠ করলাম। 'আব্দুল্লাহ ইবন মাসউদ বলেন, আমি দেখতে পেলাম, রাসূলুল্লাহ্ (ﷺ) -এর চক্ষুদ্বয় থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ قَالَ : حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ ، عَنِ الأَعْمَشِ ، عَنِ إِبْرَاهِيمَ ، عَنْ عُبَيْدَةَ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ : قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : اقْرَأْ عَلَيَّ فَقُلْتُ : يَا رَسُولَ اللَّهِ ، أَقَرَأُ عَلَيْكَ وَعَلَيْكَ أُنْزِلَ قَالَ : إِنِّي أُحِبُّ أَنْ أَسْمَعَهُ مِنْ غَيْرِي ، فَقَرَأْتُ سُورَةَ النِّسَاءِ ، حَتَّى بَلَغْتُ { وَجِئِنَا بِكَ عَلَى هَؤُلاَءِ شَهِيدًا } [النساء : ] قَالَ : فَرَأَيْتُ عَيْنَيْ رَسُولِ اللَّهِ تَهْمِلاَنِ.
হাদীস নং: ৩২৪
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্ -এর ক্রন্দনের বিবরণ
৩২৪। কুতায়বা (রাহঃ)... 'আব্দুল্লাহ ইবন 'আমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) -এর যুগে একবার সূর্য গ্রহণ হয়। রাসূলুল্লাহ্ (ﷺ) তখন সালাতে দণ্ডায়মান হন। এতে তিনি এত বিলম্ব করলেন যে, মনে হচ্ছিল, তিনি যেন রুকূতে যাবেন না যখন রুকূতে গেলেন, তখন মনে হচ্ছিল, তিনি যেন আর মাথা তুলবেন না। তারপর মাথা উঠালেন। মনে হচ্ছিল, তিনি যেন সিজদায় যাবেন না। তারপর সিজদায় গেলেন। তখন মনে হচ্ছিল, তিনি আর মাথা উঠাবেন না। তারপর মাথা উঠালেন। তখন মনে হচ্ছিল, তিনি হয়ত আর সিজদায় যাবেন না। তারপর সিজদায় গেলেন। মনে হচ্ছিল, তিনি হয়ত আর মাথা উঠাবেন না। তিনি দীর্ঘশ্বাস ফেলছিলেন আর ক্রন্দন করছিলেন। সেই সঙ্গে তিনি দু'আ করছিলেন, হে আমার রব! তুমি কি প্রতিশ্রুতি দাওনি, এই মর্মে যে, আমার উপস্থিতিতে তুমি আমার উম্মতকে শাস্তি দেবে না? হে আমার প্রভু! তুমি কি ওয়াদা কর নাই যে, ক্ষমা প্রার্থনা অবস্থায় তুমি আমার উম্মতকে আযাব দেবে না? আমরা তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। রাসূলুল্লাহ্ (ﷺ) যখন দুই রাক'আত সালাত শেষ করলেন, তখন সূর্যও ভেরিয়ে আসল। অতঃপর তিনি কিছু বলার জন্য দাঁড়ালেন এবং আল্লাহর হাম্দ ও ছানার পর বললেন, চন্দ্র ও সূর্য আল্লাহ্ তা'আলার দু'টি নিদর্শন। কারো জন্ম বা মৃত্যুর সঙ্গে চন্দ্র বা সূর্য গ্রহণের কোন সম্পর্ক নেই। যখন চন্দ্র বা সূর্য গ্রহণ হয়, তখন আল্লাহর যিকর-এ লিপ্ত থেকো।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ : حَدَّثَنَا جَرِيرٌ ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ ، عَنْ أَبِيهِ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ : انْكسفَتِ الشَّمْسُ يَوْمًا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي ، حَتَّى لَمْ يَكَدْ يَرْكَعُ ثُمَّ رَكَعَ ، فَلَمْ يَكَدْ يَرْفَعُ رَأْسَهُ ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ ، فَلَمْ يَكَدْ أَنْ يَسْجُدَ ، ثُمَّ سَجَدَ فَلَمْ يَكَدْ أَنْ يَرْفَعَ رَأْسَهُ ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ ، فَلَمْ يَكَدْ أَنْ يَسْجُدَ ، ثُمَّ سَجَدَ فَلَمْ يَكَدْ أَنْ يَرْفَعَ رَأْسَهُ ، فَجَعَلَ يَنْفُخُ وَيَبْكِي ، وَيَقُولُ : رَبِّ أَلَمْ تَعِدْنِي أَنْ لاَ تُعَذِّبَهُمْ وَأَنَا فِيهِمْ ؟ رَبِّ أَلَمْ تَعِدْنِي أَنْ لاَ تُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ ؟ وَنَحْنُ نَسْتَغْفِرُكَ . فَلَمَّا صَلَّى رَكْعَتَيْنِ انْجَلَتِ الشَّمْسُ ، فَقَامَ فَحَمِدَ اللَّهَ تَعَالَى وَأَثْنَى عَلَيْهِ ، ثُمَّ قَالَ : إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ لاَ يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلاَ لِحَيَاتِهِ ، فَإِذَا انْكَسَفَا فَافْزَعُوا إِلَى ذِكْرِ اللَّهِ تَعَالَى.

তাহকীক:
হাদীস নং: ৩২৫
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্ -এর ক্রন্দনের বিবরণ
৩২৫। মাহমুদ ইবন গায়লান (রাহঃ)... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) -এর এক কন্যা মরণাপন্ন ছিলেন। তিনি তাকে কোলে তুলে সামনে রাখলেন। তারপর রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সামনেই সে মৃত্যুবরণ করল। এতে উম্মে আয়মান (রাযিঃ) চিৎকার করে কাঁদতে লাগলেন। রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁকে বললেন, আল্লাহর রাসূলের সামনেই তুমি ক্রন্দন করছ? উম্মে আয়মান বললেন, আমি আপনাকেও অশ্রুসিক্ত দেখতে পাচ্ছি নয় কি? রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, আমি যে কান্না কাঁদছি, তা নিষেধ নয়, তা আল্লাহর রহমত। অতঃপর তিনি বললেন, একজন মু'মিন সর্বাবস্থায়ই মঙ্গলজনক অবস্থায় থাকে। এমন কি তার জীবন নিয়ে যাওয়ার সময়ও সে আল্লাহর প্রশংসা করে।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ قَالَ : حَدَّثَنَا أَبُو أَحْمَدَ قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ ، عَنْ عِكْرِمَةَ ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ابْنَةً لَهُ تَقْضِي فَاحْتَضَنَهَا فَوَضَعَهَا بَيْنَ يَدَيْهِ فَمَاتَتْ وَهِيَ بَيْنَ يَدَيْهِ وَصَاحَتْ أُمُّ أَيْمَنَ فَقَالَ - يَعْنِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : أَتَبْكِينَ عِنْدَ رَسُولِ اللَّهِ ؟ فَقَالَتْ : أَلَسْتُ أَرَاكَ تَبْكِي ؟ قَالَ : إِنِّي لَسْتُ أَبْكِي ، إِنَّمَا هِيَ رَحْمَةٌ ، إِنَّ الْمُؤْمِنَ بِكُلِّ خَيْرٍ عَلَى كُلِّ حَالٍ ، إِنَّ نَفْسَهُ تُنْزَعُ مِنْ بَيْنِ جَنْبَيْهِ ، وَهُوَ يَحْمَدُ اللَّهَ عَزَّ وَجَلَّ.

তাহকীক:
হাদীস নং: ৩২৬
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্ -এর ক্রন্দনের বিবরণ
৩২৬। মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ)... 'আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, উসমান ইবন মাজউন (রাযিঃ) মারা গেলে রাসূলুল্লাহ্ (ﷺ) তার কপালে চুম্বন দিলেন। তিনি কাঁদছিলেন অথবা বলেন, তাঁর চোখ থেকে অশ্রু পড়ছিল।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ : حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ ، عَنْ عَاصِمِ بْنِ عُبَيْدِ اللَّهِ ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ ، عَنْ عَائِشَةَ : أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبَّلَ عُثْمَانَ بْنَ مَظْعُونٍ وَهُوَ مَيِّتٌ وَهُوَ يَبْكِي أَوْ قَالَ : عَيْنَاهُ تَهْرَاقَانِ.

তাহকীক:
হাদীস নং: ৩২৭
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্ -এর ক্রন্দনের বিবরণ
৩২৭। ইসহাক ইবন মনসুর (রাহঃ)... আনাস ইবন মালিক থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর কন্যার কবরের পার্শ্বে উপস্থিত হন। তিনি সেখানে বসেন। আমি দেখতে পেলাম, তাঁর চোখ থেকে অশ্রু বেরোচ্ছে। অতঃপর রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে, যে আজ রাতে স্ত্রী সহবাসে যায় নি? আবু তালহা (রাযিঃ) বললেন, আমি। রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁকে বললেন, তুমি কবরে অবতরণ কর। অতঃপর রাসূলুল্লাহ্ (ﷺ) -এর নির্দেশে আবু তালহা কবরে অবতরণ করলেন।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ قَالَ : أَخْبَرَنَا أَبُو عَامِرٍ قَالَ : حَدَّثَنَا فُلَيْحٌ وَهُوَ ابْنُ سُلَيْمَانَ ، عَنْ هِلاَلِ بْنِ عَلِيٍّ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ : شَهِدْنَا ابْنَةً لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَسُولُ اللَّهِ جَالِسٌ عَلَى الْقَبْرِ فَرَأَيْتُ عَيْيَنْهِ تَدمَعَانِ ، فَقَالَ : أَفِيكُمْ رَجُلٌ لَمْ يُقَارِفِ اللَّيْلَةَ ؟ قَالَ أَبُو طَلْحَةَ : أَنَا قَالَ : انْزِلْ فَنَزَلَ فِي قَبْرِهَا.

তাহকীক:

