আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

الشمائل المحمدية للإمام الترمذي

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৪০৭
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসুলুল্লাহ্ -কে স্বপ্নে দেখার বিবরণ
৪০৭। মুহাম্মাদ ইবন বাশ্শার ও মুহাম্মাদ ইবনুল মুছান্না (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, যে আমাকে স্বপ্নে দেখে সে যেন যথার্থই আমাকে দেখে। কেননা শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ، قَالاَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ، قَالَ : حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ أَبِي حُصَينٍ ، عَنْ أَبِي صَالِحٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ رَآنِي فِي الْمَنَامِ فَقَدْ رَآنِي فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَتَصَوَّرُ أَوْ قَالَ : لاَ يَتَشَبَّهُ بِي.
হাদীস নং: ৪০৮
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসুলুল্লাহ্ -কে স্বপ্নে দেখার বিবরণ
৪০৮। কুতায়বা (রাযিঃ)... আবু মালিক আল-আশজা'ঈ তার পিতা থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, যে আমাকে স্বপ্নে দেখে সে যথার্থ আমাকেই দেখে।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا قُتَيْبَةُ ، قَالَ : حَدَّثَنَا خَلَفُ بْنُ خَلِيفَةَ ، عَنْ أَبِي مَالِكٍ الأَشْجَعِيِّ ، عَنْ أَبِيهِ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ رَآنِي فِي الْمَنَامِ فَقَدْ رَآنِي.
قَالَ أَبُو عِيسَى : وَأَبُو مَالِكٍ هَذَا هُوَ : سَعْدُ بْنُ طَارِقِ بْنِ أَشْيَمَ ، وَطَارِقُ بْنُ أَشْيَمَ هُوَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
وَقَدْ رَوَى عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحَادِيثَ سَمِعْتُ عَلِيَّ بْنَ حُجْرٍ يَقُولُ : قَالَ خَلَفُ بْنُ خَلِيفَةَ : رَأَيْتُ عَمْرَو بْنَ حُرَيْثٍ صَاحِبَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا غُلاَمٌ صَغِيرٌ.
হাদীস নং: ৪০৯
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসুলুল্লাহ্ -কে স্বপ্নে দেখার বিবরণ
৪০৯। কুতায়বা (রাহঃ)... আসিম ইবন কুলায়ব তাঁর পিতা থেকে বর্ণনা করেন যে, তিনি আবু হুরায়রা (রাযিঃ)-কে বলতে শুনেছেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, যে আমাকে স্বপ্নে দেখে সে আমাকেই দেখে । কেননা শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না ।

কুলায়ব বলেন, আমি এই হাদীসটি ইবন আব্বাসের নিকট বললাম। আমি এও বললাম, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে স্বপ্নে দেখেছি। তখন আমার হাসান ইবন 'আলী-এর কথা মনে হলো। আমি ইবন 'আব্বাসকে বললাম, হাসান (রাযিঃ)-এর চেহারার সঙ্গে রাসূলুল্লাহ্ (ﷺ) -এর অনেকটা সাদৃশ্য দেখলাম । ইবন 'আব্বাস বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) -এর চেহারার সঙ্গে হাসান (রাযিঃ)-এর চেহারার সাদৃশ্য ছিল ।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا قُتَيْبَةُ هُوَ ابْنُ سَعِيدٍ ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ قَالَ : حَدَّثَنِي أَبِي ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ رَآنِي فِي الْمَنَامِ فَقَدْ رَآنِي فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَتَمَثَّلُنِي قَالَ أَبِي : فَحَدَّثْتُ بِهِ ابْنَ عَبَّاسٍ ، فَقُلْتُ : قَدْ رَأَيْتُهُ ، فَذَكَرْتُ الْحَسَنَ بْنَ عَلِيٍّ فَقُلْتُ : شَبَّهْتُهُ بِهِ ، فَقَالَ ابْنُ عَبَّاسٍ : إِنَّهُ كَانَ يُشْبِهُهُ.
হাদীস নং: ৪১০
আন্তর্জাতিক নং: ৪১১
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসুলুল্লাহ্ -কে স্বপ্নে দেখার বিবরণ
৪১০। মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ)... য়াযীদ আল-ফারসী থেকে বর্ণনা করেন যে, য়াযীদ, যিনি কুরআন লিখতেন, তিনি বলেন, আমি একবার রাসূলুল্লাহ্ (ﷺ) কে স্বপ্নে দেখলাম। ইবন আব্বাস (রাযিঃ) তখনও জীবিত ছিলেন। আমি ইবন 'আব্বাস (রাযিঃ)-কে বললাম, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) কে স্বপ্নে দেখেছি। ইবন 'আব্বাস (রাযিঃ) বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলতেন, শয়তান আমার আকৃতি ধারণে সক্ষম নয় । যে আমাকে স্বপ্নে দেখে, সে প্রকৃতপক্ষে আমাকেই দেখে। (ইবন আব্বাস বললেন), তুমি তাঁর কিছু বিবরণ দিতে পার, যাঁকে স্বপ্নে দেখেছ? আমি বললাম, হ্যাঁ। তাঁর দেহাকৃতি মধ্যম আকারের, গায়ের রং গৌর, তাতে সাদার ভাগ বেশী। সুরমা মাখা চোখ, প্রফুল্ল মুখ, সুঢৌল উজ্জ্বল চেহারা, মুখভরা দাড়ি ও প্রশস্ত বুক। 'আওফ বলেন, এই বিবরণের সাথে আর কি কি বলেছিলেন, তা আমার স্মরণে আসছে না। ইবন আব্বাস (রাযিঃ) বললেন, তুমি যদি জাগ্রত অবস্থায় তাঁকে দেখতে, তাহলেও এর চাইতে বেশী বলতে সক্ষম হতে না।

আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন, য়াযীদ আল-ফারসী ছিলেন য়াযীদ ইবন হুরমুখ, যিনি য়াযীদ আর-রাকাশীর অগ্রজ ছিলেন। য়াযীদ আল-ফারসী ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে অনেক হাদীছ বর্ণনা করেছেন। কিন্তু য়াযীদ আর-রাকাশী ইবন 'আব্বাসকে পাননি। তিনি আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে হাদীছ বর্ণনা করেছেন। তাঁরা উভয়েই বসরার অধিবাসী ছিলেন। 'আওফ ইবন আবু জামিলা হলেন আওফ আল-আ'রাবী

আবু দাউদ সুলায়মান ইবন সালাম বালখী (রাহঃ)... নাযর ইবন শুমায়ল (রাহঃ) বলেন যে, আউফ আল-আ'রাবী বলেছেন, আমি কাতাদার চাইতে বড়।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ، قَالَ : حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ ، وَمُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ، قَالاَ : حَدَّثَنَا عَوْفُ بْنُ أَبِي جَمِيلَةَ ، عَنْ يَزِيدَ الْفَارِسِيِّ - وَكَانَ يَكْتُبُ الْمَصَاحِفَ - قَالَ : رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَنَامِ زَمَنَ ابْنِ عَبَّاسٍ قَالَ : فَقُلْتُ لِابْنِ عَبَّاسٍ : إِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي النَّوْمِ ، فَقَالَ ابْنُ عَبَّاسٍ : إِنَّ رَسُولَ اللَّهِ كَانَ يَقُولُ : إِنَّ الشَّيْطَانَ لاَ يَسْتَطِيعُ أَنْ يَتَشَبَّهَ بِي ، فَمَنْ رَآنِي فِي النَّوْمِ فَقَدْ رَآنِي ، هَلْ تَسْتَطِيعُ أَنْ تَنْعَتَ هَذَا الرَّجُلَ الَّذِي رَأَيْتَهُ فِي النَّوْمِ ؟ قَالَ : نَعَمْ ، أَنْعَتُ لَكَ رَجُلاً بَيْنَ الرَّجُلَيْنِ ، جِسْمُهُ وَلَحْمُهُ أَسْمَرُ إِلَى الْبَيَاضِ ، أَكْحَلُ الْعَيْنَيْنِ ، حَسَنُ الضَّحِكِ ، جَمِيلُ دَوَائِرِ الْوَجْهِ ، مَلَأَتْ لِحْيَتُهُ مَا بَيْنَ هَذِهِ إِلَى هَذِهِ ، قَدْ مَلَأَتْ نَحْرَهُ - قَالَ عَوْفٌ : وَلاَ أَدْرِي مَا كَانَ مَعَ هَذَا النَّعْتِ - فَقَالَ ابْنُ عَبَّاسٍ : لَوْ رَأَيْتَهُ فِي الْيَقَظَةِ مَا اسْتَطَعْتَ أَنْ تَنْعَتَهُ فَوْقَ هَذَا قَالَ أَبُو عِيسَى : وَيَزِيدُ الْفَارِسِيُّ هُوَ : يَزِيدُ بْنُ هُرْمُزَ ، وَهُوَ أَقْدَمُ مِنْ يَزِيدَ الرَّقَاشِيِّ ، وَرَوَى يَزِيدُ الْفَارِسِيُّ ، عَنِ ابْنِ عَبَّاسٍ أَحَادِيثَ ، وَيَزِيدُ الرَّقَاشِيُّ لَمْ يُدْرِكِ ابْنَ عَبَّاسٍ ، وَهُوَ يَزِيدُ بْنُ أَبَانَ الرَّقَاشِيُّ ، وَهُوَ يَرْوِي عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، وَيَزِيدُ الْفَارِسِيُّ ، وَيَزِيدُ الرَّقَاشِيُّ كِلاَهُمَا مِنْ أَهْلِ الْبَصْرَةِ ، وَعَوْفُ بْنُ أَبِي جَمِيلَةَ هُوَ : عَوْفٌ الأَعْرَابِيُّ.
حَدَّثَنَا أَبُو دَاوُدَ سُلَيْمَانُ بْنُ سَلْمٍ الْبَلْخِيُّ ، قَالَ : حَدَّثَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ قَالَ : قَالَ عَوْفٌ الأَعْرَابِيُّ : أَنَا أَكْبَرُ مِنْ قَتَادَةَ.
হাদীস নং: ৪১২
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসুলুল্লাহ্ -কে স্বপ্নে দেখার বিবরণ
৪১২। 'আব্দুল্লাহ ইবন আবু যিয়াদ (রাহঃ)... ইবন শিহাব যুহরী তাঁর চাচা থেকে বর্ণনা করেন যে, আবু সালামা বলেছেন রাসূলুল্লাহ্ বলেছেনঃ যে আমাকে স্বপ্নে দেখে, সে সত্য সত্যই আমাকে দেখে।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي زِيَادٍ ، قَالَ : حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ ، قَالَ : حَدَّثَنَا ابْنُ أَخِي ابْنِ شِهَابٍ الزُّهْرِيُّ ، عَنْ عَمِّهِ قَالَ : قَالَ أَبُو سَلَمَةَ : قَالَ أَبُو قَتَادَةَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ رَآنِي - يَعْنِي فِي النَّوْمِ - فَقَدْ رَأَى الْحَقَّ.