শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

شرح معاني الآثار المختلفة المروية عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام

১. পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১১৭
আন্তর্জাতিক নং: ১১৮
পবিত্রতা অর্জনের অধ্যায়
৬- নামাযের জন্য ওযুতে প্রতি অঙ্গ একবার একবার এবং তিন তিন বার ধৌত করা।
১১৭.হুসাইন ইব্ন নসর (রাহঃ) …… আলী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি প্রতিটি অঙ্গ তিনবার করে ধুয়ে উযূ করেছেন। তারপর বলেছেনঃ এটা হচ্ছে, রাসূলুল্লাহ্ ﷺ -এর উযূ।
১১৮.হুসাইন (রাহঃ) …… আলী (রাযিঃ) -এর বরাতে নবী ﷺ থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
كتاب الطهارة
بَابُ الْوُضُوءِ لِلصَّلَاةِ مَرَّةً مَرَّةً وَثَلَاثًا ثَلَاثًا
117 - حَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ، قَالَ: ثنا الْفِرْيَابِيُّ، قَالَ: ثنا زَائِدَةُ بْنُ قُدَامَةَ، قَالَ: ثنا عَلْقَمَةُ بْنُ خَالِدٍ أَوْ خَالِدُ بْنُ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ خَيْرٍ، عَنْ عَلِيٍّ، رَضِيَ اللهُ عَنْهُ أَنَّهُ تَوَضَّأَ ثَلَاثًا، ثُمَّ قَالَ: «هَذَا طَهُورُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ» .

118 - حَدَّثَنَا حُسَيْنٌ، قَالَ: ثنا الْفِرْيَابِيُّ، قَالَ: ثنا إِسْرَائِيلُ، قَالَ: ثنا أَبُو إِسْحَاقَ، عَنْ أَبِي حَيَّةَ الْوَادِعِيِّ، عَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১১৯
আন্তর্জাতিক নং: ১২০
পবিত্রতা অর্জনের অধ্যায়
নামাযের জন্য ওযুতে প্রতি অঙ্গ একবার একবার এবং তিন তিন বার ধৌত করা।
১১৯.ইব্ন আবী দাউদ (রাহঃ) …… শাকীক (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন আমি আলী (রাযিঃ) এবং উসমান (রাযিঃ)-কে দেখেছি, তাঁরা প্রতিটি অঙ্গ তিনবার করে ধুয়ে উযূ করেছেন এবং তাঁরা বলেছেনঃ অনুরূপভাবে রাসূলুল্লাহ্ ﷺ উযূ করেছেন।
১২০. আহমদ ইব্ন ইয়াহইয়া সাওরী (রাহঃ) …… ইব্ন ছাওবান (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
كتاب الطهارة
باب الوضوء للصلاة مرة مرة وثلاثا ثلاثا
119 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا عَلِيُّ بْنُ الْجَعْدِ، قَالَ: أنا ابْنُ ثَوْبَانَ، عَنْ عَبْدَةَ بْنِ أَبِي لُبَابَةَ، عَنْ شَقِيقٍ، قَالَ: " رَأَيْتُ عَلِيًّا وَعُثْمَانَ تَوَضَّآ ثَلَاثًا ثَلَاثًا , وَقَالَا: «هَكَذَا كَانَ يَتَوَضَّأُ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ» .
120 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى الصُّورِيُّ، قَالَ: ثنا الْهَيْثَمُ بْنُ جَمِيلٍ، قَالَ: ثنا ابْنُ ثَوْبَانَ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১২১
পবিত্রতা অর্জনের অধ্যায়
নামাযের জন্য ওযুতে প্রতি অঙ্গ একবার একবার এবং তিন তিন বার ধৌত করা।
১২১.ইব্ন মারযূক (রাহঃ) …… উসমান ইব্ন আফফান (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি প্রতিটি
অঙ্গ তিনবার করে ধুয়ে উযূ করেছেন এবং বলেছেনঃ আমি রাসূলুল্লাহ্ ﷺﷺ-কে অনুরূপ উযূ করতে দেখেছি।
كتاب الطهارة
باب الوضوء للصلاة مرة مرة وثلاثا ثلاثا
121 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا عُبَيْدُ اللهِ بْنُ عَبْدِ الْمَجِيدِ الْحَنَفِيُّ، قَالَ: ثنا إِسْحَاقُ بْنُ يَحْيَى، عَنْ مُعَاوِيَةَ بْنِ عَبْدِ اللهِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ جَعْفَرٍ، عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ، أَنَّهُ تَوَضَّأَ ثَلَاثًا ثَلَاثًا، وَقَالَ: «رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ هَكَذَا»
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১২২
পবিত্রতা অর্জনের অধ্যায়
নামাযের জন্য ওযুতে প্রতি অঙ্গ একবার একবার এবং তিন তিন বার ধৌত করা।
১২২.ইব্ন আবী দাউদ (রাহঃ)....... আবু উমামা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, নবী ﷺ প্রতিটি অঙ্গ তিনবার করে ধুয়ে উযূ করেছেন।
বস্তুত এই সমস্ত হাদীস দ্বারা সাব্যস্ত হয় যে, রাসূলুল্লাহ্ ﷺ এ অঙ্গগুলােকে তিনবার করে ধুয়ে উযূ করেছেন। তাঁর থেকে এটিও বর্ণিত আছে যে, তিনি প্রতিটি অঙ্গ একবার করে ধুয়ে উযূ করেছেন।
كتاب الطهارة
باب الوضوء للصلاة مرة مرة وثلاثا ثلاثا
122 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ، قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ سُبَيْعٍ، عَنْ أَبِي أُمَامَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «تَوَضَّأَ ثَلَاثًا ثَلَاثًا» . فَفِي هَذِهِ الْآثَارِ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ ثَلَاثًا ثَلَاثًا , وَقَدْ رُوِيَ عَنْهُ أَنَّهُ تَوَضَّأَ مَرَّةً مَرَّةً
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১২৩
পবিত্রতা অর্জনের অধ্যায়
নামাযের জন্য ওযুতে প্রতি অঙ্গ একবার একবার এবং তিন তিন বার ধৌত করা।
১২৩.রবী' ইব্ন সুলায়মানুল মুয়াযযিন (রাহঃ)....... উমার ইব্ন খাত্তাব (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন : আমি রাসূলুল্লাহ্ ﷺ-কে প্রতিটি অঙ্গ একবার করে ধুয়ে উযূ করতে দেখেছি।
كتاب الطهارة
باب الوضوء للصلاة مرة مرة وثلاثا ثلاثا
123 - حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا أَسَدٌ، قَالَ: ثنا ابْنُ لَهِيعَةَ، قَالَ: ثنا الضَّحَّاكُ بْنُ شُرَحْبِيلَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ مَرَّةً مَرَّةً»
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১২৪
পবিত্রতা অর্জনের অধ্যায়
নামাযের জন্য ওযুতে প্রতি অঙ্গ একবার একবার এবং তিন তিন বার ধৌত করা।
১২৪.ইব্ন মারযূক (রাহঃ)... ইব্‌ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি কি তােমাদেরকে রাসূলুল্লাহ্ ﷺ। কর্তৃক প্রতিটি অঙ্গ একবার করে ধুয়ে উযূ করার ব্যাপারে বলব না ? অথবা বলেছেন, তিনি একবার করে ধুয়ে উযূ করেছেন।
كتاب الطهارة
باب الوضوء للصلاة مرة مرة وثلاثا ثلاثا
124 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو عَاصِمٍ، عَنْ سُفْيَانَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: " أَلَا أُنَبِّئُكُمْ بِوُضُوءِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ مَرَّةً مَرَّةً. أَوْ قَالَ: تَوَضَّأَ مَرَّةً مَرَّةً "
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১২৫
আন্তর্জাতিক নং: ১২৬
পবিত্রতা অর্জনের অধ্যায়
নামাযের জন্য ওযুতে প্রতি অঙ্গ একবার একবার এবং তিন তিন বার ধৌত করা।
১২৫.ইব্ন আবী দাউদ (রাহঃ)...... আব্দুল্লাহ্ ইব্ন উমার (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ রাসূলুল্লাহ্ ﷺ প্রতিটি অঙ্গ একবার করে ধুয়ে উযূ করেছেন।
১২৬.ইব্ন আবী দাউদ (রাহঃ)....... আবু নাজীহ (রাহঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন।
كتاب الطهارة
125 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا يَحْيَى بْنُ صَالِحٍ الْوُحَاظِيُّ، قَالَ: ثنا عُبَيْدُ اللهِ بْنُ عَمْرٍو، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، قَالَ: «تَوَضَّأَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّةً مَرَّةً» .
126 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا عُبَيْدُ اللهِ، عَنِ الْحَسَنِ بْنِ عُمَارَةَ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، ثُمَّ ذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১২৭
পবিত্রতা অর্জনের অধ্যায়
নামাযের জন্য ওযুতে প্রতি অঙ্গ একবার একবার এবং তিন তিন বার ধৌত করা।
১২৭. মুহাম্মাদ ইব্ন খুযায়মা (রাহঃ) ও ইব্ন আবী দাউদ (রাহঃ) ……… আব্দুল্লাহ্ ইব্ন উবাইদুল্লাহ ইব্ন আবী রাফি (রাহঃ) তাঁর পিতা-পিতামহ সূত্রে বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহ্ ﷺ - কে দেখেছি, তিনি প্রতিটি অঙ্গ তিনবার করে ধুয়ে উযূ করেছেন এবং তাঁকে দেখেছি একবার করে গােসল করেছেন।
ব্যাখ্যা।
আমরা রাসূলুল্লাহ্ ﷺ থেকে যা কিছু উল্লেখ করেছি এতে সাব্যস্ত হয়েছে যে, তিনি প্রতিটি অঙ্গ একবার করে ধুয়েও উযূ করেছেন। এতে প্রমাণিত হল যে, তাঁর উযূতে তিনবার করে ধােয়ার ব্যাপারে যা বর্ণিত আছে তা ছিল ফযীলত তথা অতিরিক্ত ছওয়াব লাভের উদ্দেশ্যে, ফরয আদায়ের জন্য নয়।
كتاب الطهارة
باب الوضوء للصلاة مرة مرة وثلاثا ثلاثا
127 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، وَابْنُ أَبِي دَاوُدَ، قَالَا: ثنا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ الْوَاسِطِيُّ، قَالَ: ثنا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُبَيْدِ اللهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ ثَلَاثًا ثَلَاثًا , وَرَأَيْتُهُ غَسَلَ مَرَّةً مَرَّةً» . فَثَبَتَ بِمَا ذَكَرْنَا عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ تَوَضَّأَ مَرَّةً مَرَّةً، فَثَبَتَ بِذَلِكَ أَنَّ مَا كَانَ مِنْهُ مِنْ وُضُوئِهِ ثَلَاثًا ثَلَاثًا إِنَّمَا هُوَ لِإِصَابَةِ الْفَضْلِ لَا الْفَرْضِ
tahqiq

তাহকীক: