শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
شرح معاني الآثار المختلفة المروية عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام
২. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
হাদীস নং: ৮৪০
নামাযের অধ্যায়
৩- মুয়াযযিন কর্তৃক ফজরের আযানে الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ (ঘুমের চাইতে সালাত উত্তম) বলা
৮৪০। ইমাম আবু জা’ফর তাহাবী (রাহঃ) বলেনঃ এক দল আলিম ফজরের আযানে الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ বলা মাকরূহ বলেছেন। তাঁরা এ বিষয়ে আব্দুল্লাহ ইব্ন যাযদ (রাযিঃ)-এর আযান সম্পর্কীয় সেই হাদীস দ্বারা প্রমাণ পেশ করেছেন, যাতে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নির্দেশ তিনি বিলাল (রাযিঃ)-কে আযান শিহ্মা দিয়েছেন। পহ্মান্তরে এ বিষয়ে অপরাপর আলিমগণ তাদের বিরোধিতা করেছেন এবং তাঁরা বলেছেন, ফজরের আযানে حي على الفلاح -এর পরে ওই বাক্যটি বলা মুস্তাহাব। এ বিষয়ে তাঁদের প্রমাণ হলো যে, যদিও আব্দুল্লাহ্ ইব্ন যায়দ (রাযিঃ)-এর হাদীসে এই কথাটি নেই, কিন্তু পরবর্তীতে রাসূলুল্লাহ্ (ﷺ) এই বাক্যটি আবু মাহযূরা (রাযিঃ)-কে শিহ্মা দিয়েছেন এবং ফজরের আযানে তা অন্তর্ভুক্ত করার জন্য তাঁকে নির্দেশ দিয়েছেন।
৭৭৩. আলী ইব্ন মা‘বাদ (রাহঃ)..... আবু মাহযূরা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, নবী (ﷺ) তাঁকে ফজরের প্রথম আযানে الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ (বাক্য দুইবার বলা) শিহ্মা দিয়েছেন।
৭৭৩. আলী ইব্ন মা‘বাদ (রাহঃ)..... আবু মাহযূরা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, নবী (ﷺ) তাঁকে ফজরের প্রথম আযানে الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ (বাক্য দুইবার বলা) শিহ্মা দিয়েছেন।
كتاب الصلاة
بَابُ قَوْلِ الْمُؤَذِّنِ فِي أَذَانِ الصُّبْحِ الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ
قَالَ أَبُو جَعْفَرٍ: كَرِهَ قَوْمٌ أَنْ يُقَالَ: فِي أَذَانِ الصُّبْحِ الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِحَدِيثِ عَبْدِ اللهِ بْنِ زَيْدٍ فِي الْأَذَانِ الَّذِي أَمَرَهُ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَعْلِيمَهُ إِيَّاهُ بِلَالًا «فَأَمَرَ بِلَالًا بِالتَّأْذِينِ» وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ , فَاسْتَحَبُّوا أَنْ يُقَالَ ذَلِكَ فِي التَّأْذِينِ لِلصُّبْحِ بَعْدَ الْفَلَاحِ. وَكَانَ مِنَ الْحُجَّةِ لَهُمْ فِي ذَلِكَ أَنَّهُ وَإِنْ لَمْ يَكُنْ ذَلِكَ فِي حَدِيثِ عَبْدِ اللهِ بْنِ زَيْدٍ , فَقَدْ عَلَّمَهُ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبَا مَحْذُورَةَ بَعْدَ ذَلِكَ وَأَمَرَهُ أَنْ يَجْعَلَهُ فِي الْأَذَانِ لِلصُّبْحِ
840 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ قَالَ: ثنا رَوْحُ بْنُ عُبَادَةَ , قَالَ: ثنا ابْنُ جُرَيْجٍ قَالَ: أَخْبَرَنِي عُثْمَانُ بْنُ السَّائِبِ عَنْ أُمِّ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي مَحْذُورَةَ , عَنْ أَبِي مَحْذُورَةَ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَّمَهُ فِي الْأَذَانِ الْأَوَّلِ مِنَ الصُّبْحِ الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ , الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ»
840 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ قَالَ: ثنا رَوْحُ بْنُ عُبَادَةَ , قَالَ: ثنا ابْنُ جُرَيْجٍ قَالَ: أَخْبَرَنِي عُثْمَانُ بْنُ السَّائِبِ عَنْ أُمِّ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي مَحْذُورَةَ , عَنْ أَبِي مَحْذُورَةَ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَّمَهُ فِي الْأَذَانِ الْأَوَّلِ مِنَ الصُّبْحِ الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ , الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ»
তাহকীক:
হাদীস নং: ৮৪১
নামাযের অধ্যায়
মুয়াযযিন কর্তৃক ফজরের আযানে الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ (ঘুমের চাইতে সালাত উত্তম) বলা
৮৪১। আলী (রাহঃ)..... আব্দুল আযীয ইব্ন রুফায় (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি আবু মাহযূরা (রাযিঃ)-কে বলতে শুনেছিঃ আমি কিশোর ছিলাম। রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে বললেনঃ الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ - الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ বাক্য দুইবার বল।
আবু জা’ফর তাহাবী (রাহঃ) বলেনঃ যখন রাসূলুল্লাহ্ (ﷺ) এই বাক্যগুলো আবু মাহযূরা (রাযিঃ)-কে শিহ্মা দিয়েছেন, তাহলে উক্ত বাক্য আব্দুল্লাহ্ ইব্ন যায়দ (রাযিঃ)-এর হাদীসে বিষয়বস্তু অতিরিক্ত হবে এবং এর ব্যবহার (আমল) আবশ্যিক হবে। আর রাসূলুল্লাহ্ (ﷺ)-এর ইন্তিকালের পরে তাঁর সাহাবাগণও তা ব্যবহার করেছেন।
আবু জা’ফর তাহাবী (রাহঃ) বলেনঃ যখন রাসূলুল্লাহ্ (ﷺ) এই বাক্যগুলো আবু মাহযূরা (রাযিঃ)-কে শিহ্মা দিয়েছেন, তাহলে উক্ত বাক্য আব্দুল্লাহ্ ইব্ন যায়দ (রাযিঃ)-এর হাদীসে বিষয়বস্তু অতিরিক্ত হবে এবং এর ব্যবহার (আমল) আবশ্যিক হবে। আর রাসূলুল্লাহ্ (ﷺ)-এর ইন্তিকালের পরে তাঁর সাহাবাগণও তা ব্যবহার করেছেন।
كتاب الصلاة
841 - حَدَّثَنَا عَلِيٌّ، قَالَ: ثنا الْهَيْثَمُ بْنُ خَالِدِ بْنِ يَزِيدَ، قَالَ: ثنا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ، قَالَ: سَمِعْتُ أَبَا مَحْذُورَةَ، قَالَ: كُنْتُ غُلَامًا صَبِيًّا فَقَالَ لِي رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قُلِ الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ , الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ» قَالَ أَبُو جَعْفَرٍ: فَلَمَّا عَلَّمَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَلِكَ أَبَا مَحْذُورَةَ كَانَ ذَلِكَ زِيَادَةً عَلَى مَا فِي حَدِيثِ عَبْدِ اللهِ بْنِ زَيْدٍ , وَوَجَبَ اسْتِعْمَالُهَا. وَقَدِ اسْتَعْمَلَ ذَلِكَ أَصْحَابُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ بَعْدِهِ
তাহকীক:
হাদীস নং: ৮৪২
নামাযের অধ্যায়
মুয়াযযিন কর্তৃক ফজরের আযানে الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ (ঘুমের চাইতে সালাত উত্তম) বলা
৮৪২। আলী ইব্ন শায়বা (রাহঃ)..... ইব্ন উমার (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে। তিনি বলেন, প্রতম আযানে حي على الفلاح -এর পরে الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ - الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ বাক্য (দুইবার বলার প্রচলন) ছিল।
كتاب الصلاة
842 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ، قَالَ: ثنا أَبُو نُعَيْمٍ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: «كَانَ فِي الْأَذَانِ الْأَوَّلِ بَعْدَ الْفَلَاحِ الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ , الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ»
তাহকীক:
হাদীস নং: ৮৪৩
আন্তর্জাতিক নং: ৮৪৪
নামাযের অধ্যায়
মুয়াযযিন কর্তৃক ফজরের আযানে الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ (ঘুমের চাইতে সালাত উত্তম) বলা
৮৪৩-৮৪৪। আলী ইব্ন শায়বা (রাহঃ) ও ইব্ন আবী দাউদ (রাহঃ)..... আনাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, ফজরের সালাতের ‘তাছবীব’ (আযানের পর পুনরাহবান) হল যে, মুয়াযযিন حي على الفلاح -এর পরে الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ দুইবার বলবে।
বস্তুত এই ইব্ন উমার (রাযিঃ) ও আনাস (রাযিঃ) উভয়েই ওই বাক্য সম্পর্কে খবর দিচ্ছেন যে, মুয়াযযিন ফজরের আযানে ওই বাক্যসহ আযান দিতেন। এতে আমরা যা উল্লেখ করেছি তা সাব্যস্ত হল। আর ইমাম আবু হানীফা (রাহঃ), ইমাম আবু ইউসুফ (রাহঃ) ও ইমাম মুহাম্মাদ (রাহঃ)-এর এটাই অভিমত।
বস্তুত এই ইব্ন উমার (রাযিঃ) ও আনাস (রাযিঃ) উভয়েই ওই বাক্য সম্পর্কে খবর দিচ্ছেন যে, মুয়াযযিন ফজরের আযানে ওই বাক্যসহ আযান দিতেন। এতে আমরা যা উল্লেখ করেছি তা সাব্যস্ত হল। আর ইমাম আবু হানীফা (রাহঃ), ইমাম আবু ইউসুফ (রাহঃ) ও ইমাম মুহাম্মাদ (রাহঃ)-এর এটাই অভিমত।
كتاب الصلاة
843 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ، قَالَ: ثنا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ: أنا هُشَيْمٌ، ح.
844 - وَحَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا عَمْرُو بْنُ عَوْنٍ، قَالَ: أنا هُشَيْمٌ، عَنْ أَبِي عَوْنٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَنَسٍ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: " كَانَ التَّثْوِيبُ فِي صَلَاةِ الْغَدَاةِ إِذَا قَالَ: الْمُؤَذِّنُ حَيَّ عَلَى الْفَلَاحِ قَالَ: الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ مَرَّتَيْنِ " فَهَذَا ابْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا وَأَنَسٌ رَضِيَ اللهُ عَنْهُ يُخْبِرُ أَنَّ ذَلِكَ مِمَّا كَانَ الْمُؤَذِّنُ يُؤَذِّنُ بِهِ فِي أَذَانِ الصُّبْحِ. فَثَبَتَ بِذَلِكَ مَا ذَكَرْنَا , وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ , وَأَبِي يُوسُفَ , وَمُحَمَّدٍ رَحِمَهُمُ اللهُ تَعَالَى
844 - وَحَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا عَمْرُو بْنُ عَوْنٍ، قَالَ: أنا هُشَيْمٌ، عَنْ أَبِي عَوْنٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَنَسٍ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: " كَانَ التَّثْوِيبُ فِي صَلَاةِ الْغَدَاةِ إِذَا قَالَ: الْمُؤَذِّنُ حَيَّ عَلَى الْفَلَاحِ قَالَ: الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ مَرَّتَيْنِ " فَهَذَا ابْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا وَأَنَسٌ رَضِيَ اللهُ عَنْهُ يُخْبِرُ أَنَّ ذَلِكَ مِمَّا كَانَ الْمُؤَذِّنُ يُؤَذِّنُ بِهِ فِي أَذَانِ الصُّبْحِ. فَثَبَتَ بِذَلِكَ مَا ذَكَرْنَا , وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ , وَأَبِي يُوسُفَ , وَمُحَمَّدٍ رَحِمَهُمُ اللهُ تَعَالَى
তাহকীক: