শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
شرح معاني الآثار المختلفة المروية عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام
২. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ২৭২৫
নামাযের অধ্যায়
উরু সতরের অন্তর্ভুক্ত কি না?
২৭২৫। ফাহাদ (রাহঃ).... মুহাম্মাদ ইব্ন জাহশ (রাযিঃ) থেকে বর্ননা করেন যে, তিনি বলেছেন, আমি বাজারে নবী করীম (ﷺ) এর সাথে হ্যাঁটছিলাম। এক পর্যায়ে তিনি মা’মার (রাযিঃ)-এর কাছ দিয়ে অতিক্রম করছিলেন। যিনি নিজ দরজার কাছে উরু উন্মুক্ত অবস্থায় বসেছিলেন। এতে রাসুলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমরা উরু ঢেকে রাখ। তুমি কি অবহিত নও যে, তা সতরের অন্তর্ভুক্ত?
كتاب الصلاة
2725 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا الْحِمَّانِيُّ، قَالَ: ثنا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ، وَعَبْدُ الْعَزِيزِ , قَالَ: ثنا ابْنُ أَبِي حَازِمٍ، عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي كَثِيرٍ، مَوْلَى مُحَمَّدِ بْنِ عَبْدِ اللهِ , عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللهِ بْنِ جَحْشٍ، قَالَ: كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمْشِي فِي السُّوقِ , فَمَرَّ بِمَعْمَرٍ جَالِسًا عَلَى بَابِهِ , مَكْشُوفَةً فَخِذُهُ , فَقَالَ: «خَمِّرْ فَخِذَكَ , أَمَا عَلِمْتَ أَنَّهَا مِنَ الْعَوْرَةِ»
তাহকীক: