শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
شرح معاني الآثار المختلفة المروية عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام
৬. হজ্বের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২০ টি
হাদীস নং: ৩৬৩৯
হজ্বের অধ্যায়
৯. বিদায় হজ্জে নবী করীম (ﷺ) এর ইহরাম
৩৬৩৯। ইউনুস (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) শুধু হজ্জের ইহরাম বেঁধে ছিলেন।
كتاب مناسك الحج
بَابُ مَا كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهِ مُحْرِمًا فِي حَجَّةِ الْوَدَاعِ
3639 - حَدَّثَنَا يُونُسُ , قَالَ: أنا ابْنُ وَهْبٍ أَنَّ مَالِكًا حَدَّثَهُ , عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ , عَنْ أَبِيهِ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْرَدَ الْحَجَّ»
তাহকীক:
হাদীস নং: ৩৬৪০
হজ্বের অধ্যায়
বিদায় হজ্জে নবী করীম (ﷺ) এর ইহরাম
৩৬৪০। রবীউল মুয়াযযিন (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমরা (সফরে) বের হলাম এবং আমরা এটাকে শুধু হজ্জের জন্য বলে ধারনা করতাম।
كتاب مناسك الحج
3640 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ , قَالَ: ثنا أَسَدٌ هُوَ ابْنُ مُوسَى، قَالَ: ثنا أَبُو عَوَانَةَ , عَنْ مَنْصُورٍ , عَنْ إِبْرَاهِيمَ , عَنِ الْأَسْوَدِ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: خَرَجْنَا وَلَا نَرَى إِلَّا أَنَّهُ الْحَجُّ "
তাহকীক:
হাদীস নং: ৩৬৪১
হজ্বের অধ্যায়
বিদায় হজ্জে নবী করীম (ﷺ) এর ইহরাম
৩৬৪১। ইব্ন মারযূক (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে বিদায় হজ্জের প্রাক্কালে বের হলাম। আমাদের কেউ উমরার ইহরাম বেঁধেছিল কেউ হজ্জ ও উমরা উভয়ের ইহরাম বেঁধেছিল ,আবার কেউ শুধু হজ্জের ইহরাম বেঁধেছিল।
রাসূলুল্লাহ (ﷺ) ও শুধু হজ্জের ইহরাম বেঁধেছিলেন। সুতরাং যে শুধু উমরার ইহরাম বেঁধেছে সে ইহরাম খুলে হালাল হয়ে গিয়েছিল। কিন্তু যারা শুধু হজ্জের অথবা হজ্জ ও উমরা উভয়ের ইহরাম একত্রিত করে বেঁধেছিলেন তাঁরা ইয়াওমুন্নাহার তথা কুরবানীর দিন পর্যন্ত ইহরাম খুলেননি।
রাসূলুল্লাহ (ﷺ) ও শুধু হজ্জের ইহরাম বেঁধেছিলেন। সুতরাং যে শুধু উমরার ইহরাম বেঁধেছে সে ইহরাম খুলে হালাল হয়ে গিয়েছিল। কিন্তু যারা শুধু হজ্জের অথবা হজ্জ ও উমরা উভয়ের ইহরাম একত্রিত করে বেঁধেছিলেন তাঁরা ইয়াওমুন্নাহার তথা কুরবানীর দিন পর্যন্ত ইহরাম খুলেননি।
كتاب مناسك الحج
3641 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا بِشْرُ بْنُ عُمَرَ , قَالَ: ثنا مَالِكٌ , عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ نَوْفَلٍ , عَنْ عُرْوَةَ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: «خَرَجْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , عَامَ حَجَّةِ الْوَدَاعِ فَمِنَّا مَنْ أَهَلَّ بِعُمْرَةٍ , وَمِنَّا مَنْ أَهَلَّ بِحَجٍّ وَعُمْرَةٍ , وَمِنَّا مَنْ أَهَلَّ بِالْحَجِّ , وَأَهَلَّ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْحَجِّ فَأَمَّا مَنْ أَهَلَّ بِالْعُمْرَةِ , فَحَلَّ , وَأَمَّا مَنْ أَهَلَّ بِالْحَجِّ , أَوْ جَمَعَ بَيْنَ الْحَجِّ وَالْعُمْرَةِ , فَلَمْ يُحِلَّ , حَتَّى يَوْمِ النَّحْرِ»
তাহকীক:
হাদীস নং: ৩৬৪২
হজ্বের অধ্যায়
বিদায় হজ্জে নবী করীম (ﷺ) এর ইহরাম
৩৬৪২। ইব্ন আবী দাউদ (রাহঃ) ......... আলকামা ইব্ন আবী আলকামার মাতার বরাতে আয়িশা (রাযিঃ) থেকে রিওয়ায়াত করেছেন যে, বিদায় হজ্জের প্রাক্কালে রাসূলুল্লাহ (ﷺ) লোকদেরকে নির্দেশ দিয়ে বলেছিলেন, যে ব্যক্তি হজ্জের পূর্বে উমরা দিয়ে শুরু করতে চায়, সে তা করতে পারে। আর রাসূলুল্লাহ (ﷺ) শুধূ হজ্জের ইহরাম বেঁধেছিলেন।
كتاب مناسك الحج
3642 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا ابْنُ أَبِي مَرْيَمَ , قَالَ: أَخْبَرَنِي ابْنُ أَبِي الزِّنَادِ , قَالَ: حَدَّثَنِي عَلْقَمَةُ بْنُ أَبِي عَلْقَمَةَ , عَنْ أُمِّهِ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا " أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ النَّاسَ عَامَ حَجَّةِ الْوَدَاعِ فَقَالَ: «مَنْ أَحَبَّ أَنْ يَبْدَأَ بِالْعُمْرَةِ قَبْلَ الْحَجِّ فَلْيَفْعَلْ , وَأَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْرَدَ الْحَجَّ»
তাহকীক:
হাদীস নং: ৩৬৪৩
হজ্বের অধ্যায়
বিদায় হজ্জে নবী করীম (ﷺ) এর ইহরাম
৩৬৪৩। নসর ইব্ন মারযূক (রাহঃ) ......... আসমা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন , রাসূলুল্লাহ (ﷺ) ও সাহাবীগণ (রাযিঃ) শুধু হজ্জের ইহরাম বেঁধে এসেছিলেন।
كتاب مناسك الحج
3643 - حَدَّثَنَا نَصْرُ بْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا الْخَصِيبُ قَالَ: ثنا وُهَيْبٌ , عَنْ مَنْصُورِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ , عَنْ أُمِّهِ , عَنْ أَسْمَاءَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: «قَدِمَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابُهُ مُهَلِّينَ بِالْحَجِّ»
তাহকীক:
হাদীস নং: ৩৬৪৪
হজ্বের অধ্যায়
বিদায় হজ্জে নবী করীম (ﷺ) এর ইহরাম
৩৬৪৪। রবীউল মুয়াযযিন (রাহঃ) ......... জা’ফর ইব্ন মুহাম্মাদ এর পিতা থেকে বর্ণনা করেন যে, তিনি জাবির ইব্ন আব্দিল্লাহ (রাযিঃ) থেকে এক সুদীর্ঘ হাদীসে রিওয়ায়াত করেছেন। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) শুধু হজ্জের ইহরাম বেঁধে ছিলেন এবং লোকদেরকেও তিনি এর অতিরিক্ত কোন কিছুর নির্দেশ দেননি। আমরাও শুধু হজ্জের নিয়ত করেছিলাম। আমরা উমরার বিষয় জানতামই না।
كتاب مناسك الحج
3644 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ , قَالَ: ثنا أَسَدٌ , قَالَ: ثنا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ , قَالَ: ثنا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ , عَنْ أَبِيهِ , عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُ فِي حَدِيثِهِ الطَّوِيلِ , فَقَالَ: «فَأَهَلَّ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالتَّوْحِيدِ , وَلَمْ يَزِدْ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى النَّاسِ شَيْئًا , وَلَسْنَا نَنْوِي إِلَّا الْحَجَّ , وَلَا نَعْرِفُ الْعُمْرَةَ»
তাহকীক:
হাদীস নং: ৩৬৪৫
হজ্বের অধ্যায়
বিদায় হজ্জে নবী করীম (ﷺ) এর ইহরাম
৩৬৪৫। ইউনুস (রাহঃ) ......... জাবির (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে শুধু হজ্জের ইহরাম বেঁধে অগ্রসর হয়েছিলাম।
আবু জা’ফর (তাহাবী র ) বলে, একদল আলিম এ মত গ্রহণ করে বলেছেন, ‘কিরান’ ও ‘তামাত্তু’ অপেক্ষা হজ্জে ইফরাদ উত্তম। তাঁরা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বিদায় হজ্জের প্রাক্কালে এরই ইহরাম বেঁধেছিলেন। পক্ষান্তরে অপরাপর আলিমগণ এ বিষয়ে তাদের বিরোধিতা করে বলেছেন, ইফরাদ ও কিরান অপেক্ষা হজ্জে তামাত্তু (একই সফরে ইহরাম বাধার সময় প্রথমে উমরার নিয়ত করা এবং তা আদায় করার পর হজ্জের নিয়ত করে তা আদায় করা) উত্তম। তাঁরা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বিদায় হজ্জের সময় এরূপই করেছিলেন।
এ বিষয়ে তাঁরা নিম্মোক্ত হাদীস উল্লেখ করেছেন ঃ
আবু জা’ফর (তাহাবী র ) বলে, একদল আলিম এ মত গ্রহণ করে বলেছেন, ‘কিরান’ ও ‘তামাত্তু’ অপেক্ষা হজ্জে ইফরাদ উত্তম। তাঁরা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বিদায় হজ্জের প্রাক্কালে এরই ইহরাম বেঁধেছিলেন। পক্ষান্তরে অপরাপর আলিমগণ এ বিষয়ে তাদের বিরোধিতা করে বলেছেন, ইফরাদ ও কিরান অপেক্ষা হজ্জে তামাত্তু (একই সফরে ইহরাম বাধার সময় প্রথমে উমরার নিয়ত করা এবং তা আদায় করার পর হজ্জের নিয়ত করে তা আদায় করা) উত্তম। তাঁরা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বিদায় হজ্জের সময় এরূপই করেছিলেন।
এ বিষয়ে তাঁরা নিম্মোক্ত হাদীস উল্লেখ করেছেন ঃ
كتاب مناسك الحج
3645 - حَدَّثَنَا يُونُسُ قَالَ: ثنا ابْنُ وَهْبٍ , قَالَ: أَخْبَرَنِي اللَّيْثُ وَابْنُ لَهِيعَةَ , عَنْ أَبِي الزُّبَيْرِ , عَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «أَقْبَلْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُهَلِّينَ بِالْحَجِّ مُفْرِدًا» قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى هَذَا فَقَالُوا: الْإِفْرَادُ أَفْضَلُ مِنَ التَّمَتُّعِ وَالْقِرَانِ , وَقَالُوا: بِهِ كَانَ أَحْرَمَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّةِ الْوَدَاعِ وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ , فَقَالُوا: التَّمَتُّعُ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ أَفْضَلُ مِنَ الْإِفْرَادِ وَالْقِرَانِ , وَقَالُوا: هُوَ الَّذِي كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَهُ فِي حَجَّةِ الْوَدَاعِ
وَذَكَرُوا فِي ذَلِكَ
وَذَكَرُوا فِي ذَلِكَ
তাহকীক:
হাদীস নং: ৩৬৪৬
হজ্বের অধ্যায়
বিদায় হজ্জে নবী করীম (ﷺ) এর ইহরাম
৩৬৪৬। ইব্ন মারযূক (রাহঃ) ......... সাঈদ ইব্ন মুসাইয়্যাব (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আলী (রাযিঃ) ও উসমান (রাযিঃ) উসফান নামক স্থানে একত্রিত হয়েছিলেন। উসমান (রাযিঃ) তামাত্তু থেকে নিষেধ করতেন। এতে আলী (রাযিঃ) তাঁকে বললেন, যে কাজ রাসূলুল্লাহ (ﷺ) করেছেন আপনি তা থেকে কেন নিষেধ করছেন ? তিনি বললেন, আমাকে ছেড়ে দিন। আলী (রাযিঃ) বললেন, আমি আপনাকে ছাড়তে পারি না। এপর আলী ইব্ন আবী তালিব (রাযিঃ) (হজ্জ এবং উমরা) উভয়ের ইহরাম বেঁধেছেন।
كتاب مناسك الحج
3646 - مَا حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ قَالَ: ثنا وَهْبُ بْنُ جَرِيرٍ , قَالَ: ثنا شُعْبَةُ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ , عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ قَالَ: اجْتَمَعَ عَلِيٌّ وَعُثْمَانُ رَضِيَ اللهُ عَنْهُمَا بِعُسْفَانَ وَعُثْمَانُ رَضِيَ اللهُ عَنْهُ يَنْهَى عَنِ الْمُتْعَةِ فَقَالَ لَهُ عَلِيٌّ: مَا تُرِيدُ إِلَى أَمْرٍ قَدْ فَعَلَهُ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَنْهَى عَنْهُ؟ فَقَالَ: دَعْنَا مِنْكَ , فَقَالَ: إِنِّي لَا أَسْتَطِيعُ أَنْ أَدَعَكَ , ثُمَّ أَهَلَّ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُ بِهِمَا جَمِيعًا "
তাহকীক:
হাদীস নং: ৩৬৪৭
হজ্বের অধ্যায়
বিদায় হজ্জে নবী করীম (ﷺ) এর ইহরাম
৩৬৪৭। রবীউল মুয়াযযিন (রাহঃ) ......... সাঈদ ইব্ন মুসাইয়্যাব (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, উসমান (রাযিঃ) হজ্জ পালন করেছেন। আলী (রাযিঃ) তাঁকে বললেন, আপনি কি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেননি, উপকৃত হও (হজ্জ ও উমরা একসঙ্গে আদায় কর) তিনি বললেন, হ্যাঁ।
كتاب مناسك الحج
3647 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ قَالَ: ثنا أَسَدٌ , قَالَ: ثنا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ , عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَرْمَلَةَ , عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ قَالَ: " حَجَّ عُثْمَانُ رَضِيَ اللهُ عَنْهُ فَقَالَ لَهُ عَلِيٌّ رَضِيَ اللهُ عَنْهُ أَلَمْ تَسْمَعْ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَمَتَّعَ؟ قَالَ: «بَلَى»
তাহকীক:
হাদীস নং: ৩৬৪৮
আন্তর্জাতিক নং: ৩৬৪৯
হজ্বের অধ্যায়
বিদায় হজ্জে নবী করীম (ﷺ) এর ইহরাম
৩৬৪৮-৪৯। ইউনুস (রাহঃ) ......... মুহাম্মাদ ইব্ন আব্দিল্লাহ ইব্ন হারিস ইব্ন নওফল ইব্ন আব্দিল মুত্তালিব (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি সা’দ ইব্ন আবী ওয়াক্কাস ও যাহ্হাক কায়স (রাহঃ) থেকে সেই বছর শুনেছেন, যে বছর মুআবিয়া ইব্ন আবী সুফইয়ান (রাযিঃ) হজ্জ পালন করেন, এবং তাঁরা উভয়ে উমরার সঙ্গে হজ্জের উপকার লাভের (তামাত্তু এর ) আলোচনা করছিলেন। যাহ্হাক (রাহঃ) বললেন, এটা সেই ব্যক্তিই করতে পারে যে কিনা আল্লাহ তাআলার বিধান সম্পর্কে অনবহিত। সা’দ (রাযিঃ) বললেন, হে ভাতিজা ! তুমি অত্যন্ত মন্দ কথা বলেছ। যাহ্হাক (রাহঃ) বললেন, উমর ইব্ন খাত্তাব (রাযিঃ) এর থেকে নিষেধ করেছেন। সা’দ (রাযিঃ) বললেন, রাসূলুল্লাহ (ﷺ) এই আমল করেছেন এবং আমরা তাঁর সঙ্গে তা (অনুরূপ) করছি।
ইব্ন মারযূক (রাহঃ) ......... মালিক (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
ইব্ন মারযূক (রাহঃ) ......... মালিক (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
كتاب مناسك الحج
3648 - حَدَّثَنَا يُونُسُ , قَالَ: أنا ابْنُ وَهْبٍ , أَنَّ مَالِكًا حَدَّثَهُ , عَنِ ابْنِ شِهَابٍ عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللهِ بْنِ الْحَارِثِ بْنِ نَوْفَلِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ أَنَّهُ حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ وَالضَّحَّاكَ بْنَ قَيْسٍ , عَامَ حَجَّ مُعَاوِيَةُ بْنُ أَبِي سُفْيَانَ , وَهُمَا يَذْكُرَانِ التَّمَتُّعَ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ، فَقَالَ الضَّحَّاكُ: لَا يَصْنَعُ ذَلِكَ إِلَّا مَنْ جَهِلَ أَمْرَ اللهِ , فَقَالَ سَعْدٌ: بِئْسَ مَا قُلْتُ يَا ابْنَ أَخِي , فَقَالَ الضَّحَّاكُ: فَإِنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ قَدْ نَهَى عَنْ ذَلِكَ , فَقَالَ سَعْدٌ: «قَدْ صَنَعَهَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَنَعْنَاهَا مَعَهُ»
3649 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا بِشْرُ بْنُ عُمَرَ , قَالَ: ثنا مَالِكٌ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
3649 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا بِشْرُ بْنُ عُمَرَ , قَالَ: ثنا مَالِكٌ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
তাহকীক:
হাদীস নং: ৩৬৪৯
হজ্বের অধ্যায়
empty
৩৬৪৯।
كتاب مناسك الحج
- 3649
তাহকীক:
হাদীস নং: ৩৬৫০
হজ্বের অধ্যায়
বিদায় হজ্জে নবী করীম (ﷺ) এর ইহরাম
৩৬৫০। ফাহাদ (রাহঃ).... গানীম ইব্ন কায়স (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি সা’দ ইব্ন মালিক (রাযিঃ) কে তামাত্তু সম্পর্কে জিজ্ঞাসা করেছি। তিনি বলেছেন, আমরা এরূপ করেছি এবং সেই সময় মুআবিয়া (রাযিঃ) মুশ্রিক অবস্থায় মক্কায় ঝুপড়িগুলোতে বসবাস করতেন।
كتاب مناسك الحج
3650 - حَدَّثَنَا فَهْدٌ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ سَعِيدٍ , قَالَ ثنا ابْنُ الْمُبَارَكِ , عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ , عَنْ غُنَيْمِ بْنِ قَيْسٍ , قَالَ: سَأَلْتُ سَعْدَ بْنَ مَالِكٍ عَنْ مُتْعَةِ الْحَجِّ فَقَالَ: فَعَلْنَاهَا وَهُوَ يَوْمَئِذٍ مُشْرِكٌ بِالْعَرْشِ يَعْنِي مُعَاوِيَةَ , يَعْنِي عُرُوشَ بُيُوتِ مَكَّةَ
তাহকীক:
হাদীস নং: ৩৬৫১
হজ্বের অধ্যায়
বিদায় হজ্জে নবী করীম (ﷺ) এর ইহরাম
৩৬৫১। আবু বাকরা (রাহঃ) ......... মুসলিম কুরী (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি ইব্ন আব্বাস (রাযিঃ) কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ (ﷺ) এর সাহাবীগণ হজ্জের ইহরাম বেঁধেছিলেন। আর তিনি (স্বয়ং) উমরার ইহরাম বেঁধেছিলেন। যাদের কাছে কুরবানীর পশু ছিলো তাঁরা ইহরাম খুলেননি, আর যাদের কাছে তা ছিল না তাঁরা ইহরাম খুলে ফেলেন। রাসূলুল্লাহ (ﷺ) এবং তালহা (রাযিঃ) সেই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত ছিলেন যাদের কাছে কুরবানীর পশু ছিলো। তাঁরা ইহরাম খুলেননি।
كتاب مناسك الحج
3651 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا أَبُو دَاوُدَ , قَالَ: ثنا شُعْبَةُ , عَنْ مُسْلِمٍ وَهُوَ الْقَرِّيُّ , قَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ يَقُولُ: أَهَلَّ أَصْحَابُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْحَجِّ , وَأَهَلَّ هُوَ بِالْعُمْرَةِ , فَمَنْ كَانَ مَعَهُ هَدْيٌ لَمْ يُحِلَّ , وَمَنْ لَمْ يَكُنْ مَعَهُ هَدْيٌ أَحَلَّ , وَكَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَطَلْحَةُ , مِمَّنْ مَعَهُمَا الْهَدْيُ , فَلَمْ يُحِلَّا "
তাহকীক:
হাদীস নং: ৩৬৫২
আন্তর্জাতিক নং: ৩৬৫৩
হজ্বের অধ্যায়
বিদায় হজ্জে নবী করীম (ﷺ) এর ইহরাম
৩৬৫২-৫৩। আহমদ ইব্ন আব্দুল মু’মিন আল মারওয়াযী (রাহঃ) ও সুলায়মান ইব্ন শু’আইব (রাহঃ) ......... ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) তামাত্তু (হজ্জ) করেন, পরে তাঁর ইনতিকাল হয়ে যায়। আবু বাকর (রাযিঃ), উমর (রাযিঃ) ও উসমান (রাযিঃ) আমৃত্যু এই আমলই করেছেন। সুলায়মান (রাহঃ) তাঁর হাদীসে বলেছেন যে, এর থেকে সর্বপ্রথম নিষেধকারী হলেন মুআবিয়া (রাযিঃ)।
كتاب مناسك الحج
3652 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ الْمُؤْمِنِ الْمَرْوَزِيِّ قَالَ: ثنا عَلِيُّ بْنُ الْحَسَنِ بْنِ شَقِيقٍ , قَالَ: ثنا أَبُو حَمْزَةَ , عَنْ لَيْثٍ هُوَ ابْنُ أَبِي سُلَيْمٍ. ح.
3653 - وَحَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ , قَالَ: ثنا خَالِدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ , قَالَ: ثنا سُفْيَانُ , عَنْ لَيْثٍ , عَنْ طَاوُسٍ , عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «تَمَتَّعَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى مَاتَ , وَأَبُو بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ حَتَّى مَاتَ , وَعُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ حَتَّى مَاتَ , وَعُثْمَانُ رَضِيَ اللهُ عَنْهُ حَتَّى مَاتَ» قَالَ سُلَيْمَانُ فِي حَدِيثِهِ وَأَوَّلُ مَنْ نَهَى عَنْهَا مُعَاوِيَةُ
3653 - وَحَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ , قَالَ: ثنا خَالِدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ , قَالَ: ثنا سُفْيَانُ , عَنْ لَيْثٍ , عَنْ طَاوُسٍ , عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «تَمَتَّعَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى مَاتَ , وَأَبُو بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ حَتَّى مَاتَ , وَعُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ حَتَّى مَاتَ , وَعُثْمَانُ رَضِيَ اللهُ عَنْهُ حَتَّى مَاتَ» قَالَ سُلَيْمَانُ فِي حَدِيثِهِ وَأَوَّلُ مَنْ نَهَى عَنْهَا مُعَاوِيَةُ
তাহকীক:
হাদীস নং: ৩৬৫৩
হজ্বের অধ্যায়
empty
৩৬৫৩।
كتاب مناسك الحج
- 3653
তাহকীক:
হাদীস নং: ৩৬৫৪
আন্তর্জাতিক নং: ৩৬৫৫
হজ্বের অধ্যায়
বিদায় হজ্জে নবী করীম (ﷺ) এর ইহরাম
৩৬৫৪-৫৫। ফাহাদ (রাহঃ) ......... আব্দুল্লাহ্ ইব্ন শরীক (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি তামাত্তু করেছি। আমি (এ বিষয়ে) ইব্ন উমর (রাযিঃ),ইব্ন আব্বাস (রাযিঃ) ও ইব্ন যুবাইর (রাযিঃ) কে জিজ্ঞাসা করেছি। তাঁরা সকলে বলেছেন, তোমাকে তোমার নবী’র সুন্নতের দিকে পথপ্রদর্শন করা হয়েছে। অগ্রসর হও তাওয়াফ কর, তারপর ইহরাম খুলে ফেল।
ফাহাদ (রাহঃ) ......... শরীক (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে তিনি বলেন যে, আবু গাস্সান (রাহঃ) বলেছেন, আমার ধারণা তিনি বলেছেন, তোমার নবী’র সুন্নতের দিকে (তোমাকে পথ প্রদর্শন) করা হয়েছে। এরূপ কর। তারপর আট-ই জিলহজ্জ ইহরাম বাঁধ এবং অমুক অমুক কার্যাদি সম্পাদন কর।
ফাহাদ (রাহঃ) ......... শরীক (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে তিনি বলেন যে, আবু গাস্সান (রাহঃ) বলেছেন, আমার ধারণা তিনি বলেছেন, তোমার নবী’র সুন্নতের দিকে (তোমাকে পথ প্রদর্শন) করা হয়েছে। এরূপ কর। তারপর আট-ই জিলহজ্জ ইহরাম বাঁধ এবং অমুক অমুক কার্যাদি সম্পাদন কর।
كتاب مناسك الحج
3654 - حَدَّثَنَا فَهْدٌ , قَالَ: ثنا الْحِمَّانِيُّ قَالَ: ثنا شَرِيكُ بْنُ عَبْدِ اللهِ , عَنْ عَبْدِ اللهِ بْنِ شَرِيكٍ , قَالَ: " تَمَتَّعْتُ فَسَأَلْتُ ابْنَ عُمَرَ وَابْنَ عَبَّاسٍ وَابْنَ الزُّبَيْرِ رَضِيَ اللهُ عَنْهُمْ , فَقَالُوا هُدِيتَ لِسُنَّةِ نَبِيِّكَ , تَقْدَمُ ثُمَّ تَطُوفُ ثُمَّ تُحِلُّ
3655 - حَدَّثَنَا فَهْدٌ , قَالَ: ثنا أَبُو غَسَّانَ , قَالَ: ثنا شَرِيكٌ , فَذَكَرَ بِإِسْنَادِهِ نَحْوَهُ , غَيْرَ أَنَّهُ قَالَ قَالَ أَبُو غَسَّانَ: أَظُنُّهُ قَالَ لِسُنَّةِ نَبِيِّكَ افْعَلْ كَذَا , ثُمَّ أَحْرَمَ يَوْمَ التَّرْوِيَةِ وَافْعَلْ كَذَا , وَافْعَلْ كَذَا
3655 - حَدَّثَنَا فَهْدٌ , قَالَ: ثنا أَبُو غَسَّانَ , قَالَ: ثنا شَرِيكٌ , فَذَكَرَ بِإِسْنَادِهِ نَحْوَهُ , غَيْرَ أَنَّهُ قَالَ قَالَ أَبُو غَسَّانَ: أَظُنُّهُ قَالَ لِسُنَّةِ نَبِيِّكَ افْعَلْ كَذَا , ثُمَّ أَحْرَمَ يَوْمَ التَّرْوِيَةِ وَافْعَلْ كَذَا , وَافْعَلْ كَذَا
তাহকীক:
হাদীস নং: ৩৬৫৫
হজ্বের অধ্যায়
empty
৩৬৫৫।
كتاب مناسك الحج
- 3655
তাহকীক:
হাদীস নং: ৩৬৫৬
হজ্বের অধ্যায়
বিদায় হজ্জে নবী করীম (ﷺ) এর ইহরাম
৩৬৫৬। ইব্ন মারযূক (রাহঃ) ......... আবু হামযা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি তামাত্তু করেছি, এতে কিছু লোক আমাকে এ থেকে নিষেধ করল। আমি ইব্ন আব্বাস (রাযিঃ) কে জিজ্ঞাসা করলাম। তিনি আমাকে এর নির্দেশ দিলেন। সুতরাং আমি তামাত্তু হজ্জ করলাম। এরপর ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে এক আগন্তক এসে বলল, (তোমার) উমরা এবং হজ্জ মকবুল হয়েছে। তারপর আমি ইব্ন আব্বাস (রাযিঃ) এর নিকট এলাম এবং তাঁকে তা অবহিত করলাম। তিনি বললেন, আল্লাহু আকবার ! এটা আবুল কাসেম অথবা (বলেছেন) রাসূলুল্লাহ (ﷺ)-এর সুন্নত।
كتاب مناسك الحج
3656 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا وَهْبٌ , قَالَ: ثنا شُعْبَةُ , عَنْ أَبِي حَمْزَةَ , قَالَ: " تَمَتَّعْتُ فَنَهَانِي نَاسٌ عَنْهَا فَسَأَلْتُ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا فَأَمَرَ لِي بِهَا فَتَمَتَّعْتُ فَنِمْتُ فَأَتَانِي آتٍ فِي الْمَنَامِ فَقَالَ عُمْرَةٌ مُتَقَبَّلَةٌ , وَحَجٌّ مَبْرُورٌ فَأَتَيْتُ ابْنَ عَبَّاسٍ فَأَخْبَرَتْهُ فَقَالَ اللهُ أَكْبَرُ سُنَّةُ أَبِي الْقَاسِمِ , أَوْ سُنَّةُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
তাহকীক:
হাদীস নং: ৩৬৫৭
হজ্বের অধ্যায়
বিদায় হজ্জে নবী করীম (ﷺ) এর ইহরাম
৩৬৫৭। ইব্ন আবী দাউদ (রাহঃ) ......... সালিম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার আমি ইব্ন উমর (রাযিঃ) এর সঙ্গে মসজিদে বসা ছিলাম। এ সময় তাঁর নিকট সিরিয়া অধিবাসীদের জনৈক ব্যক্তি এসে তাঁকে তামাত্তু হজ্জ সম্পর্কে জিজ্ঞাসা করল। ইব্ন উমর (রাযিঃ) বললেন, অত্যন্ত ভাল। সে বলল, আপনার পিতা তো এর থেকে নিষেধ করতেন। তিনি বললেন, তোমার ধ্বংস হোক। আমার পিতা এর থেকে যদি নিষেধ করেও থাকেন (তাতে কী) অথচ রাসূলুল্লাহ (ﷺ) এমনটি করেছেন এবং এর নির্দেশও দিয়েছেন। এখন আমার পিতার কথা মান্য করবে না রাসূলুল্লাহ (ﷺ) এর নির্দেশ ? সে বলল, রাসূলুল্লাহ (ﷺ) এর নির্দেশ (মান্য করব) । তারপর তিনি বললেন, আমার নিকট থেকে চলে যাও।
كتاب مناسك الحج
3657 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا الْوَهْبِيُّ هُوَ أَحْمَدُ بْنُ خَالِدٍ , قَالَ: ثنا ابْنُ إِسْحَاقَ , عَنِ الزُّهْرِيِّ , عَنْ سَالِمٍ قَالَ إِنِّي لَجَالِسٌ مَعَ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا فِي الْمَسْجِدِ إِذْ جَاءَهُ رَجُلٌ مِنْ أَهْلِ الشَّامِ , فَسَأَلَهُ عَنِ التَّمَتُّعِ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ فَقَالَ ابْنُ عُمَرَ: " حَسَنٌ جَمِيلٌ , فَقَالَ: فَإِنَّ أَبَاكَ كَانَ يَنْهَى عَنْ ذَلِكَ، فَقَالَ وَيْلَكَ , فَإِنْ كَانَ أَبِي قَدْ نَهَى عَنْ ذَلِكَ , وَقَدْ فَعَلَهُ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , وَأَمَرَ بِهِ , فَبِقَوْلِ أَبِي تَأْخُذُ , أَمْ بِأَمْرِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: بِأَمْرِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَقَالَ: «قُمْ عَنِّي»
তাহকীক:
হাদীস নং: ৩৬৫৮
হজ্বের অধ্যায়
বিদায় হজ্জে নবী করীম (ﷺ) এর ইহরাম
৩৬৫৮। ইয়াযীদ ইব্ন সিনান (রাহঃ) ইব্ন আবী দাউদ (রাহঃ) ......... সালিম ইব্ন আব্দুল্লাহ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আব্দুল্লাহ্ ইব্ন উমর (রাযিঃ) বলেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বিদায় হজ্জে তামাত্তু হজ্জ আদায় করেছেন এবং কুরবানী করেছেন। তিনি কুরবানীর পশু যুল হুলাইফা থেকে সাথে করে নিয়ে গিয়েছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) প্রথমে উমরা’র ইহরাম বেঁধেছিলেন, তারপর হজ্জের। সাহাবীগণ (রাযিঃ)ও রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে তামাত্তু হজ্জ করেছেন।
كتاب مناسك الحج
3658 - حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ وَابْنُ أَبِي دَاوُدَ , قَالَا: ثنا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ , قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ , قَالَ: حَدَّثَنِي عُقَيْلٌ , عَنِ ابْنِ شِهَابٍ , قَالَ: حَدَّثَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللهِ أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: «تَمَتَّعَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّةِ الْوَدَاعِ , بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ وَأَهْدَى وَسَاقَ مَعَهُ الْهَدْيَ مِنْ ذِي الْحُلَيْفَةِ , وَبَدَأَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَأَهَلَّ بِالْعُمْرَةِ , ثُمَّ أَهَلَّ بِالْحَجِّ , وَتَمَتَّعَ النَّاسُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ»
তাহকীক: