শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

شرح معاني الآثار المختلفة المروية عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام

৬. হজ্বের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ২০ টি

হাদীস নং: ৪০৪৭
আন্তর্জাতিক নং: ৪০৪৯
হজ্বের অধ্যায়
২৬. তাওয়াফে ‍যিয়ারতের পর তাওয়াফে সদর (বিদায়ী তাওয়াফের)-এর পূর্বে কোন মহিলার ঋতুস্রাব হলে
৪০৪৭-৪৯। ইবরাহীম ইব্ন মারযূক (রাহঃ) ….. হারিস ইব্ন আউস সাকাফী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি উমর ইব্ন খাত্তাব (রাযিঃ) কে ঐ নারী সম্পর্কে জিজ্ঞাসা করেছি, বার তাওয়াফের (বিদায়ী তাওয়াফ) পূর্বে ঋতুস্রাব শুরু হয়ে যায়। তিনি বললেন, সে যেন তাওয়াফকে তার শেষ আমল করে নেয়। হারিস (রাযিঃ) বললেন, আমি বললাম, যখন আমি রাসূলুল্লাহ (সা:) কে এ বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম তখন তিনিও আমাকে এরুপ জওয়াব দিয়েছেন। উমর (রাযিঃ) আমাকে বললেন, তোমার এ সম্পর্কে আমার কাছে পুনরায় জিজ্ঞাসা করা, যার সম্পর্কে তুমি রাসূলুল্লাহ (সা:) -এর নিকট জিজ্ঞাসা করে ফেলেছ কোন উদ্দেশ্যে ছিল? তা কি এজন্য যে, আমি তাঁর বিরোধিতা করি?

মুহাম্মাদ ইব্ন আলী দাউদ (রাহঃ) ….. আবু আওয়ানা (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে তিনি হারিস ইব্ন আব্দুল্লাহ ইব্ন আউস (রাযিঃ) থেকে রিওয়ায়াত করেছেন।

ইব্ন আবী দাউদ (রাহঃ) ….. আবু আওয়ানা (রাহঃ) থেকে সনদ ও মতনের দিক দিয়ে ইব্ন মারযূক (রাহঃ)-এর হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। তবে তিনি বলেছেন, আমি উমর (রাযিঃ) কে ঐ নারী সম্পর্কে জিজ্ঞাসা করেছি যে, বায়তুল্লাহ্ শরীফের তাওয়াফ করেছে তারপর তার ঋতুস্রাব শুরু হয়ে গিয়েছে।
আবু জা’ফর তাহবী (রাহঃ) বলেন, একদল আলিম এই হাদীসের মর্ম গ্রহণ করেছেন এবং তাঁরা বলেছেন, কারো জন্য তাওয়াফে সদর (বিদায়ী তাওয়াফ) সম্পন্ন করা ব্যতীত প্রত্যাবর্তন করা জায়েয নয়। তাঁরা এ বিষয়ে ঋতুগ্রস্ত নারীকে তার ঋতুস্রাবের কারণে ওযরগ্রস্ত সাব্যস্ত করেননি। পক্ষান্তরে অপরাপর আলিমগণ এ বিষয়ে তাদের বিরোধিতা করেছেন এবং তাঁরা বলেছেন, ঐ নারী ঐ তাওয়াফ ছাড়াও প্রত্যাবর্তন করতে পারে। তাঁরা তাকে ঋতুস্রাবের কারণ ওযরগ্রস্ত সাব্যস্ত করেছেন। কিন্তু এটা তখন প্রযোজ্য হবে যখন সে এর পূর্বে তাওয়াফে যিয়ারত সম্পন্ন করে ফেলেছে। তারা এ বিষয়ে নিম্নোক্ত হাদীসসমূহ দ্বারা প্রমাণ পেশ করেছেনঃ
كتاب مناسك الحج
بَابُ الْمَرْأَةِ تَحِيضُ بَعْدَمَا طَافَتْ لِلزِّيَارَةِ قَبْلَ أَنْ تَطُوفَ لِلصَّدْرِ
4047 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ قَالَ: ثنا أَبُو دَاوُدَ , عَنْ أَبِي عَوَانَةَ , عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ , عَنِ الْوَلِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْجُرَشِيِّ , عَنِ الْحَارِثِ بْنِ أَوْسٍ الثَّقَفِيِّ قَالَ: سَأَلْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ , عَنِ امْرَأَةٍ حَاضَتْ قَبْلَ أَنْ تَطُوفَ قَالَ: تَجْعَلُ آخِرَ عَهْدِهَا الطَّوَافَ , قَالَ: هَكَذَا حَدَّثَنِي رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ سَأَلْتُهُ. فَقَالَ لِي عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ: رَأَيْتُ تَكْرِيرَكَ لِحَدِيثِ سَأَلْتَنِي عَنْ شَيْءٍ سَأَلْتُ عَنْهُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , كَيْمَا أُخَالِفَهُ "

4048 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ دَاوُدَ , قَالَ ثنا عَفَّانَ , قَالَ: ثنا أَبُو عَوَانَةَ , فَذَكَرَ بِإِسْنَادِهِ نَحْوَهُ غَيْرَ أَنَّهُ قَالَ: عَنِ الْحَارِثِ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَوْسٍ

4049 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ , قَالَ: ثنا أَبُو عَوَانَةَ , فَذَكَرَ بِإِسْنَادِهِ نَحْوَ حَدِيثِ ابْنِ مَرْزُوقٍ فِي إِسْنَادِهِ وَمَتْنِهِ , غَيْرَ أَنَّهُ قَالَ: سَأَلْتُ عُمَرَ , عَنِ الْمَرْأَةِ تَطُوفُ بِالْبَيْتِ ثُمَّ تَحِيضُ قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى هَذَا الْحَدِيثِ , فَقَالُوا: لَا يَحِلُّ لِأَحَدٍ أَنْ يَنْفِرَ حَتَّى يَطُوفَ طَوَافَ الصَّدْرِ , وَلَمْ يَعْذِرُوا فِي ذَلِكَ , حَائِضًا بِحَيْضِهَا. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ فَقَالُوا: لَهَا أَنْ تَنْفِرَ , وَإِنْ لَمْ تَطُفْ بِالْبَيْتِ وَعَذَرُوهَا بِالْحَيْضِ. هَذَا إِذَا كَانَتْ قَدْ طَافَتْ طَوَافَ الزِّيَارَةِ , قَبْلَ ذَلِكَ
وَاحْتَجُّوا فِي ذَلِكَ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪০৪৮
হজ্বের অধ্যায়
empty
৪০৪৮।
كتاب مناسك الحج
4048 -
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪০৪৯
হজ্বের অধ্যায়
empty
৪০৪৯।
كتاب مناسك الحج
4049 -
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪০৫০
হজ্বের অধ্যায়
তাওয়াফে ‍যিয়ারতের পর তাওয়াফে সদর (বিদায়ী তাওয়াফের)-এর পূর্বে কোন মহিলার ঋতুস্রাব হলে
৪০৫০। ইউনুস (রাহঃ) ….. ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, লোকেরা সব রকমে (তাওয়াফে সদর করে এবং না করে) ফিরে যেত্ তারপর রাসূলুল্লাহ (সা:) বললেন, তোমাদের কেউ যেন প্রত্যাবর্তন না করে যতক্ষণ না তার শেষ আমল হয় বায়তুল্লাহ্ শরীফ তাওয়াফ।
كتاب مناسك الحج
4050 - بِمَا حَدَّثَنَا يُونُسُ قَالَ: ثنا سُفْيَانُ , عَنْ سُلَيْمَانَ وَهُوَ ابْنُ أَبِي مُسْلِمٍ الْأَحْوَلِ , عَنْ طَاوُسٍ , عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: " كَانَ النَّاسُ يَنْفِرُونَ مِنْ كُلِّ وَجْهٍ. فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَنْفِرَنَّ أَحَدٌ حَتَّى يَكُونَ آخِرُ عَهْدِهِ الطَّوَافَ بِالْبَيْتِ»
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪০৫১
হজ্বের অধ্যায়
তাওয়াফে ‍যিয়ারতের পর তাওয়াফে সদর (বিদায়ী তাওয়াফের)-এর পূর্বে কোন মহিলার ঋতুস্রাব হলে
৪০৫১। ইউনুস (রাহঃ) ….. ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি লোকদেরকে এই মম্যে নির্দেশ দিতেন যে, তাদের শেষ আমল যেন হয় বায়তুল্লাহ্ শরীফের তাওয়াফ। তবে তিনি হায়িযগ্রস্ত নারীর জন্য তা শিথিল করে দেন।
كتاب مناسك الحج
4051 - حَدَّثَنَا يُونُسُ قَالَ: ثنا سُفْيَانُ , عَنِ ابْنِ طَاوُسٍ , عَنْ أَبِيهِ , عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ أُمِرَ النَّاسُ أَنْ يَكُونَ آخِرَ عَهْدِهِمْ بِالْبَيْتِ إِلَّا أَنَّهُ قَدْ خُفِّفَ عَنِ الْمَرْأَةِ الْحَائِضِ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪০৫২
হজ্বের অধ্যায়
তাওয়াফে ‍যিয়ারতের পর তাওয়াফে সদর (বিদায়ী তাওয়াফের)-এর পূর্বে কোন মহিলার ঋতুস্রাব হলে
৪০৫২। ইব্ন মারযূক (রাহঃ) ….. তাউস (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, যায়দ ইব্ন সাবিত (রাযিঃ) ইব্ন আব্বাস (রাযিঃ) কে জিজ্ঞাসা করলেন যে, আপনি নাকি ঋতুগ্রস্ত নারী সম্পর্কে ফতোয়া দিচ্ছেন যে, সে শেষ আমল বায়তুল্লাহ্ শরীফের তাওয়াফ সম্পন্ন করা ব্যতীতও প্রত্যাবর্তন করতে পারে? তিনি বললেন, হ্যাঁ। যায়দ (রাযিঃ) বললেন, এমনটি করবেন না। ইব্ন আব্বাস (রাযিঃ) বললেন, অমুক আনসারী নারীকে জিজ্ঞাসা কর তাকে রাসূলুল্লাহ (সা:) প্রত্যাবর্তনের অনুমতি দিয়েছিলেন কি-না? তখন তিনি উক্ত নারীকে জিজ্ঞাসা করলেন, এরপর তাঁর নিকট ফিরে এসে বললেন, আমি জানতে পেরেছি, আপনি সত্য বলেছেন।
كتاب مناسك الحج
4052 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا أَبُو عَاصِمٍ , عَنِ ابْنِ جُرَيْجٍ , عَنِ الْحَسَنِ بْنِ مُسْلِمٍ , عَنْ طَاوُسٍ , قَالَ: قَالَ زَيْدُ بْنُ ثَابِتٍ لِابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ: أَنْتَ الَّذِي تُفْتِي الْحَائِضَ أَنْ تَصْدُرَ قَبْلَ أَنْ يَكُونَ آخِرُ عَهْدِهَا الطَّوَافَ بِالْبَيْتِ قَالَ «نَعَمْ» . قَالَ: فَلَا تَفْعَلْ فَقَالَ: سَلْ فُلَانَةَ الْأَنْصَارِيَّةَ هَلْ أَمَرَهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تَصْدُرَ؟ فَسَأَلَ الْمَرْأَةَ , ثُمَّ رَجَعَ إِلَيْهِ فَقَالَ «مَا أَرَاكَ إِلَّا قَدْ صَدَقْتَ»
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪০৫৩
হজ্বের অধ্যায়
তাওয়াফে ‍যিয়ারতের পর তাওয়াফে সদর (বিদায়ী তাওয়াফের)-এর পূর্বে কোন মহিলার ঋতুস্রাব হলে
৪০৫৩। ইব্ন মারযূক (রাহঃ)..... ইকরামা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, যায়দ ইব্ন সাবিত (রাযিঃ) ও ইব্ন আব্বাস (রাযিঃ) ঐ নারীর ব্যাপারে মতবিরোধ করেন, কুরবানীর দিন বায়তুল্লাহ্ শরীফের তাওয়াফ করার পর যার ঋতুস্রাব শুরু হয়ে গিয়েছে। যায়দ (রাযিঃ) বলেন, তার শেষ আমল হবে বায়তুল্লাহ্ শরীফের তাওয়াফ। ইব্ন আব্বাস (রাযিঃ) বললেন, সে যখন ইচ্ছা প্রত্যাবর্তন করতে পারবে। আনসারগণ বললেন, হে ইব্ন আব্বাস (রাযিঃ) ! আমরা এ বিষয়ে আপনার অনুসরণ করতে পারব না। কেননা আপনি যায়দ ইব্ন সাবিত (রাযিঃ)-এর বিরোধিতা করছেন। তিনি বললেন, তোমরা তোমদের (গোত্রীয়) বোন উম্মু সুলাইম (রাযিঃ)-কে জিজ্ঞাসা কর। তখন তাঁরা তাঁকে জিজ্ঞাসা করলে তিনি বললেন, কুরবানীর দিন তাওয়াফ করার পরে আমার ঋতুস্রাব শুরু হয়ে যায়। রাসূলুল্লাহ (সা:) আমাকে প্রত্যাবর্তনের নির্দেশ দিলেন। সাফিয়্যা (রাযিঃ) ঋতুগ্রস্ত হয়ে পড়েন, আয়িশা (রাযিঃ) তাঁকে বললেন, হায় কপাল ! তুমি আমাদের পরিজনদেরকে আটকে ফেলেছ ! রাসূলুল্লাহ্ (সা:)-এর নিকট এ বিষয়টি উল্লেখ করা হলে তিনি তাঁকে রওয়ানা হওয়ার নির্দেশ দিলেন।
كتاب مناسك الحج
4053 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا عَمْرُو بْنُ أَبِي رَزِينٍ , قَالَ: ثنا هِشَامٌ , عَنْ قَتَادَةَ , عَنْ عِكْرِمَةَ , أَنَّ " زَيْدَ بْنَ ثَابِتٍ , وَابْنَ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا اخْتَلَفَا فِي الْمَرْأَةِ تَحِيضُ بَعْدَمَا تَطُوفُ بِالْبَيْتِ يَوْمَ النَّحْرِ. فَقَالَ زَيْدٌ: يَكُونُ آخِرُ عَهْدِهَا الطَّوَافَ بِالْبَيْتِ , وَقَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ: تَنْفِرُ إِذَا شَاءَتْ. فَقَالَتِ الْأَنْصَارُ: لَا نُتَابِعُكَ يَا ابْنَ عَبَّاسٍ , وَأَنْتَ تُخَالِفُ زَيْدًا. فَقَالَ: سَلُوا صَاحِبَتَكُمْ أُمَّ سُلَيْمٍ فَسَأَلُوهَا فَقَالَتْ: حِضْتُ بَعْدَمَا طُفْتُ يَوْمَ النَّحْرِ , فَأَمَرَنِي رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ أَنْفِرَ , وَحَاضَتْ صَفِيَّةُ فَقَالَتْ لَهَا عَائِشَةُ رَضِيَ اللهُ عَنْهَا الْخَيْبَةُ لَكَ , حَبَسْتِ أَهْلَنَا. فَذُكِرَ ذَلِكَ لِرَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَهَا أَنْ تَنْفِرَ "
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪০৫৪
হজ্বের অধ্যায়
তাওয়াফে ‍যিয়ারতের পর তাওয়াফে সদর (বিদায়ী তাওয়াফের)-এর পূর্বে কোন মহিলার ঋতুস্রাব হলে
৪০৫৪। ইব্ন আবী দাউদ (রাহঃ)..... আনাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি উম্মু সুলাইমা (রাযিঃ) থেকে রিওয়ায়াত করেছেন যে, তাঁর কুরবানীর দিন তাওয়াফে যিয়ারত সম্পন্ন করার পর ঋতুস্রাব আরম্ভ হয়ে যায়। নবী (সা:) তাঁকে রওয়ানা হওয়ার অনুমতি দিয়ে দিলেন।
كتاب مناسك الحج
4054 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ الْوَاسِطِيُّ , قَالَ: ثنا عَبَّادُ بْنُ الْعَوَّامِ , عَنْ سَعِيدٍ , عَنْ قَتَادَةَ , عَنْ أَنَسٍ , عَنْ أُمِّ سُلَيْمٍ , أَنَّهَا حَاضَتْ بَعْدَمَا أَفَاضَتْ يَوْمَ النَّحْرِ , فَأَمَرَهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تَنْفِرَ "
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪০৫৫
আন্তর্জাতিক নং: ৪০৬১
হজ্বের অধ্যায়
তাওয়াফে ‍যিয়ারতের পর তাওয়াফে সদর (বিদায়ী তাওয়াফের)-এর পূর্বে কোন মহিলার ঋতুস্রাব হলে
৪০৫৫-৬১। ইব্ন মারযূক (রাহঃ) ….. আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (সা:) যখন রওয়ানা করার সংকল্প করেছেন তখন দেখলেন সাফিয়্যা (রাযিঃ) তাঁর তাঁবুর দরোজায় অত্যন্ত বিষণ্ণভাবে (দাঁড়িয়ে) আছেন। তখন তাঁর ঋতুস্রাব শুরু হয়ে গিয়েছিল। রাসূলুল্লাহ (সা:) বললেন, তুমি আমাদেরকে আটকে ফেলবে। তুমি কি কুরবানীর দিন তাওয়াফে যিয়ারত করেছিলে ? তিনি বললেন, জ্বী, হ্যাঁ ! তিনি বললেন, তাহলে এখন রওয়ানা হতে পার।

মুহাম্মাদ ইব্ন খুযায়মা (রাহঃ) ….. শু’বা (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।

মুহাম্মাদ ইব্ন আমর ইব্ন ইউনুস তাগলাবী আল-কুফী (রাহঃ) ….. যথাক্রমে আসওয়াদ (রাহঃ), তিনি আয়িশা (রাযিঃ) রাসূলুল্লাহ (সা:) থেকে অনুরূপ বিষয়বস্তু রিওয়ায়াত করেছেন।

ইউনুস (রাহঃ) ….. আবু সালমা ইব্ন আব্দুর রহমান (রাহঃ) ও উরওয়া ইব্ন যুবাইর (রাহঃ) ….. আয়িশা (রাযিঃ) এর বরাতে তিনি রাসূলুল্লাহ (সা:) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।

রবীউল মুয়াযযিন (রাহঃ) ….. ইব্ন শিহাব (রাহঃ) ও হিশাম ইব্ন উরওয়া (রাহঃ) এর বরাতে রাসূলুল্লাহ (সা:) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।

ইউনুস (রাহঃ) ….. হিশাম ইব্ন উরওয়া (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।

রবীউল মুয়াযযিন (রাহঃ) ….. আবু সালমা (রাহঃ) থেকে আয়িশা (রাযিঃ) এর বরাতে রাসূলুল্লাহ (সা:) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
كتاب مناسك الحج
4055 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا بِشْرُ بْنُ عُمَرَ الزَّهْرَانِيُّ , قَالَ ثنا شُعْبَةُ , عَنِ الْحَكَمِ , عَنْ إِبْرَاهِيمَ , عَنِ الْأَسْوَدِ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: لَمَّا أَرَادَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَنْفِرَ , رَأَى صَفِيَّةَ عَلَى بَابِ خِبَائِهَا , كَئِيبَةً حَزِينَةً وَقَدْ حَاضَتْ. [ص:234] فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنَّكِ لَحَابِسَتُنَا , أَكُنْتِ أَفَضْتِ يَوْمَ النَّحْرِ؟ قَالَتْ: نَعَمْ , قَالَ: «فَانْفِرِي إِذًا»

4056 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ , قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ رَجَاءٍ , قَالَ: ثنا شُعْبَةُ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ

4057 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرُو بْنُ يُونُسَ التَّغْلِبِيُّ الْكُوفِيُّ , قَالَ: ثنا يَحْيَى بْنُ عِيسَى , عَنِ الْأَعْمَشِ , عَنْ إِبْرَاهِيمَ , عَنِ الْأَسْوَدِ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِ مَعْنَاهُ

4058 - حَدَّثَنَا يُونُسُ , قَالَ: أنا ابْنُ وَهْبٍ , قَالَ: أَخْبَرَنِي يُونُسُ , عَنِ ابْنِ شِهَابٍ , عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ , وَعُرْوَةَ بْنِ الزُّبَيْرِ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , نَحْوَهُ

4059 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ , قَالَ: ثنا شُعَيْبُ بْنُ اللَّيْثِ , قَالَ: ثنا اللَّيْثُ , قَالَ: حَدَّثَنِي ابْنُ شِهَابٍ , وَهِشَامُ بْنُ عُرْوَةَ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ

4060 - حَدَّثَنَا يُونُسُ , قَالَ: أنا ابْنُ وَهْبٍ , أَنَّ مَالِكًا , حَدَّثَهُ , عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ

4061 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ , قَالَ: ثنا أَسَدٌ , قَالَ: ثنا ابْنُ لَهِيعَةَ , قَالَ: ثنا عَبْدُ الرَّحْمَنِ الْأَعْرَجُ , عَنْ أَبِي سَلَمَةَ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , نَحْوَهُ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪০৫৬
হজ্বের অধ্যায়
empty
৪০৫৬।
كتاب مناسك الحج
4056 -
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪০৫৭
হজ্বের অধ্যায়
empty
৪০৫৭।
كتاب مناسك الحج
4057 -
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪০৫৮
হজ্বের অধ্যায়
empty
৪০৫৮।
كتاب مناسك الحج
4058 -
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪০৫৯
হজ্বের অধ্যায়
empty
৪০৫৯।
كتاب مناسك الحج
4059 -
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪০৬০
হজ্বের অধ্যায়
empty
৪০৬০।
كتاب مناسك الحج
4060 -
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪০৬১
হজ্বের অধ্যায়
empty
৪০৬১।
كتاب مناسك الحج
4061 -
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪০৬২
আন্তর্জাতিক নং: ৪০৬৪
হজ্বের অধ্যায়
তাওয়াফে ‍যিয়ারতের পর তাওয়াফে সদর (বিদায়ী তাওয়াফের)-এর পূর্বে কোন মহিলার ঋতুস্রাব হলে
৪০৬২-৬৪। ইউনুস (রাহঃ) ….. আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, নবী (সা:)- এর স্ত্রী (উম্মুল মু’মিনীন) সাফিয়্যা বিনত হুওয়াই ঋতুগ্রস্ত হয়ে পড়েন্ নবী (সা:)-এর নিকট আমি এটা উল্লেখ করলাম। তিনি বললেন, এ আমাদের আটকে ফেলবে নাকি ? আমি বললাম, তিনি তাওয়াফে যিয়ারত করে ফেলেছেন। তিনি বললেন, তাহলে আর কোন অসুবিধা নেই।

ইব্ন মারযূক (রাহঃ) ….. আয়িশা (রাযিঃ) এর বরাতে রাসূলুল্লাহ্ (সা:) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।

ইউনুস (রাহঃ) ….. যথাক্রমে আমর (রাহঃ), আয়িশা (রাযিঃ), রাসূলুল্লাহ (সা:) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
كتاب مناسك الحج
4062 - 4062 - حَدَّثَنَا يُونُسُ , قَالَ: أنا ابْنُ وَهْبٍ , أَنَّ مَالِكًا , حَدَّثَهُ , عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ , عَنْ أَبِيهِ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا , أَنَّ صَفِيَّةَ بِنْتَ حُيَيٍّ , زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَاضَتْ , فَذَكَرَتْ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: " أَحَابِسَتُنَا هِيَ فَقُلْتُ: إِنَّهَا قَدْ أَفَاضَتْ. فَقَالَ: «فَلَا إِذًا»

4063 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا أَبُو عَامِرٍ , قَالَ: ثنا أَفْلَحُ , عَنِ الْقَاسِمِ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , نَحْوَهُ

4064 - حَدَّثَنَا يُونُسُ , قَالَ: ثنا ابْنُ وَهْبٍ , أَنَّ مَالِكًا , حَدَّثَهُ , عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي بَكْرٍ , عَنْ عَمْرَةَ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , نَحْوَهُ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪০৬৩
হজ্বের অধ্যায়
empty
৪০৬৩।
كتاب مناسك الحج
4063 -
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪০৬৪
হজ্বের অধ্যায়
empty
৪০৬৪।
كتاب مناسك الحج
4064 -
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪০৬৫
হজ্বের অধ্যায়
তাওয়াফে ‍যিয়ারতের পর তাওয়াফে সদর (বিদায়ী তাওয়াফের)-এর পূর্বে কোন মহিলার ঋতুস্রাব হলে
৪০৬৫। ইব্ন মারযূক (রাহঃ) ….. তাউস (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, ইব্ন উমর (রাযিঃ) প্রায় দু’বছর পর্যন্ত ঋতুগ্রস্ত নারীকে তার শেষ আমল বায়তুল্লাহ্ শরীফের তাওয়াফ সম্পন্ন করা ব্যতীত প্রত্যাবর্তনে নিষেধ করতেন। তারপর তিনি বলেছেন, আমি জ্ঞাত হয়েছি যে, নারীদেরকে এর অবকাশ দেয়া হয়েছে।
كتاب مناسك الحج
4065 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا وَهْبٌ , قَالَ: ثنا شُعْبَةُ , عَنْ إِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ , وَسُلَيْمَانَ خَالِ ابْنِ أَبِي نَجِيحٍ عَنْ طَاوُسٍ , قَالَ: كَانَ ابْنُ عُمَرَ قَرِيبًا مِنْ سَنَتَيْنِ , يَنْهَى أَنْ تَنْفِرَ الْحَائِضُ , حَتَّى يَكُونَ آخِرَ عَهْدِهَا بِالْبَيْتِ. ثُمَّ قَالَ: نُبِّئْتُ أَنَّهُ قَدْ رَخَّصَ لِلنِّسَاءِ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪০৬৬
হজ্বের অধ্যায়
তাওয়াফে ‍যিয়ারতের পর তাওয়াফে সদর (বিদায়ী তাওয়াফের)-এর পূর্বে কোন মহিলার ঋতুস্রাব হলে
৪০৬৬। ইব্ন আবী দাউদ (রাহঃ) ….. তাউস ইয়ামানী (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি আব্দুল্লাহ ইব্ন উমর (রাযিঃ) কে বলতে শুনেছেন, তাঁকে সেই সমস্ত নারীদের আটক থাকা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, যারা কুরবানীর দিন তাওয়াফে যিয়ারতের পরে প্রত্যাবর্তনের পূর্বে ঋতুগ্রস্ত হয়ে পড়ে। তিনি বলেন, আয়িশা (রাযিঃ) রাসূলুল্লাহ্ (সা:) থেকে নারীদের অনুমতি সংক্রান্ত বিষয় উল্লোখ করতেন্ আর এটা আব্দুল্লাহ ইব্ন উমর (রাযিঃ)-এর মৃত্যুর এক বছর পূর্বের কথা।
كتاب مناسك الحج
4066 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ قَالَ: ثنا أَبُو صَالِحٍ , قَالَ: ثنا اللَّيْثُ , قَالَ حَدَّثَنِي عُقَيْلٌ , عَنِ ابْنِ شِهَابٍ قَالَ: أَخْبَرَنِي طَاوُسٌ الْيَمَانِيُّ , أَنَّهُ سَمِعَ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ , يَسْأَلُ عَنْ حَبْسِ النِّسَاءِ , عَنِ الطَّوَافِ بِالْبَيْتِ إِذَا حِضْنَ قَبْلَ النَّفْرِ وَقَدْ أَفَضْنَ يَوْمَ النَّحْرِ. فَقَالَ: إِنَّ عَائِشَةَ كَانَتْ تَذْكُرُ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رُخْصَةً لِلنِّسَاءِ , وَذَلِكَ قَبْلَ مَوْتِ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا بِعَامٍ "
tahqiq

তাহকীক: