শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
شرح معاني الآثار المختلفة المروية عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام
৮. তালাক - ডিভোর্স অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৬ টি
হাদীস নং: ৪৪৫৮
আন্তর্জাতিক নং: ৪৪৫৯
তালাক - ডিভোর্স অধ্যায়
১. কোন ব্যক্তি তার ঋতুবতী স্ত্রীকে তালাক দেয়ার পর যদি সুন্নত পদ্ধতিতে তালাক দিতে চায় তাহলে কখন এটা তার জন্য সম্ভব?
৪৪৫৮-৫৯। আবু বাকরা (রাহঃ) ও ইবরাহীম ইব্ন মারযূক (রাহঃ) ….. আবুয যুবাইর (রাহঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, আমি আব্দুর রহমান ইব্ন আইমান (রাহঃ) কে আব্দুল্লাহ্ ইব্ন উমার (রাযিঃ)-এর কাছে এমন এক ব্যক্তি সম্বন্ধে জিজ্ঞেস করতে শুনেছি, যে ব্যক্তি তার ঋতুবতী স্ত্রীকে তালাক দিয়েছে। আব্দুর (রাহঃ) বলেন, আব্দুল্লাহ্ ইব্ন উমার (রাযিঃ) একাজ করেছিলেন। তখন হযরত উমার (রাযিঃ) রাসূলুল্লাহ্(ﷺ) -কে এ সম্পর্কে জিজ্ঞেস করেন। রাসূলুল্লাহ্(ﷺ) বলেন, তাকে তার স্ত্রী ফেরত নিতে বল। এর পর মহিলাটি পবিত্রতা অর্জন করবে। অতঃপর সে যদি চায় তাহলে তাকে তালাক দিবে। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ্(ﷺ) সূরা তালাকের ১নং আয়াতটি তিলাওয়াত করেনঃ يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَطَلِّقُوهُنَّ لِعِدَّتِهِنَّ অর্থাৎ হে নবী! তােমরা যখন তােমাদের স্ত্রীগণকে তালাক দিতে ইচ্ছে করবে তাদেরকে তালাক দিতে হবে তাদের ইদ্দতের দিকে লক্ষ্য রেখে।
ফাহাদ (রাহঃ) ….. ইব্ন উমার (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি তার ঋতুবতী, স্ত্রীকে তালাক দিয়েছিলেন। অতঃপর হযরত উমর (রাযিঃ) রাসূলুল্লাহ্(ﷺ)-কে এ সম্পর্কে জিজ্ঞেস করেন। রাসূলুল্লাহ্(ﷺ) বলেন, তাকে তার স্ত্রী ফেরত আনতে বল। অতঃপর যদি সে চায় তাকে পবিত্র অবস্থায় কিংবা গর্ভ অবস্থায় যেন তালাক প্রদান করে।
ফাহাদ (রাহঃ) ….. ইব্ন উমার (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি তার ঋতুবতী, স্ত্রীকে তালাক দিয়েছিলেন। অতঃপর হযরত উমর (রাযিঃ) রাসূলুল্লাহ্(ﷺ)-কে এ সম্পর্কে জিজ্ঞেস করেন। রাসূলুল্লাহ্(ﷺ) বলেন, তাকে তার স্ত্রী ফেরত আনতে বল। অতঃপর যদি সে চায় তাকে পবিত্র অবস্থায় কিংবা গর্ভ অবস্থায় যেন তালাক প্রদান করে।
كتاب الطلاق
بَابُ الرَّجُلِ يُطَلِّقُ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ ثُمَّ يُرِيدُ أَنْ يُطَلِّقَهَا لِلسُّنَّةِ , مَتَى يَكُونُ لَهُ ذَلِكَ؟
4458 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ وَإِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ , قَالَا: ثنا أَبُو عَاصِمٍ , عَنِ ابْنِ جُرَيْجٍ , عَنْ أَبِي الزُّبَيْرِ قَالَ: سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَيْمَنَ يَسْأَلُ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ , عَنِ الرَّجُلِ يُطَلِّقُ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ قَالَ: فَعَلَ ذَلِكَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ. فَسَأَلَ عُمَرُ عَنْ ذَلِكَ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ «مُرْهُ فَلْيُرَاجِعْهَا حَتَّى تَطْهُرَ , ثُمَّ يُطَلِّقْهَا» قَالَ: ثُمَّ تَلَا {إِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَطَلِّقُوهُنَّ لِعِدَّتِهِنَّ} [الطلاق: 1] أَيْ فِي قُبُلِ عِدَّتِهِنَّ "
4459 - حَدَّثَنَا فَهْدٌ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ عَبْدِ الْحَمِيدِ قَالَ: ثنا وَكِيعٌ , عَنْ سُفْيَانَ , عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ , مَوْلَى آلِ طَلْحَةَ , عَنْ سَالِمٍ , عَنِ ابْنِ عُمَرَ , أَنَّهُ طَلَّقَ امْرَأَتَهُ , وَهِيَ حَائِضٌ فَسَأَلَ عُمَرُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «مُرْهُ فَلْيُرَاجِعْهَا ثُمَّ لِيُطَلِّقْهَا وَهِيَ طَاهِرٌ , أَوْ حَامِلٌ»
4459 - حَدَّثَنَا فَهْدٌ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ عَبْدِ الْحَمِيدِ قَالَ: ثنا وَكِيعٌ , عَنْ سُفْيَانَ , عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ , مَوْلَى آلِ طَلْحَةَ , عَنْ سَالِمٍ , عَنِ ابْنِ عُمَرَ , أَنَّهُ طَلَّقَ امْرَأَتَهُ , وَهِيَ حَائِضٌ فَسَأَلَ عُمَرُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «مُرْهُ فَلْيُرَاجِعْهَا ثُمَّ لِيُطَلِّقْهَا وَهِيَ طَاهِرٌ , أَوْ حَامِلٌ»
তাহকীক:
হাদীস নং: ৪৪৫৯
তালাক - ডিভোর্স অধ্যায়
empty
৪৪৫৯।
كتاب الطلاق
4459 -
তাহকীক:
হাদীস নং: ৪৪৬১
তালাক - ডিভোর্স অধ্যায়
empty
৪৪৬১।
كتاب الطلاق
4461 -
তাহকীক:
হাদীস নং: ৪৪৬২
তালাক - ডিভোর্স অধ্যায়
১. কোন ব্যক্তি তার ঋতুবতী স্ত্রীকে তালাক দেয়ার পর যদি সুন্নত পদ্ধতিতে তালাক দিতে চায় তাহলে কখন এটা তার জন্য সম্ভব?
৪৪৬২। আবু বাকরা (রাহঃ) ….. ইউনুস ইব্ন জুবাইর (রাহঃ) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি আব্দুল্লাহ্ ইব্ন উমার (রাযিঃ)-কে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করলাম, যে তার স্ত্রীকে ঋতুবতী অবস্থায় তালাক দিয়েছে। ইউনুস ইব্ন জুবাইর (রাহঃ) মুহাম্মাদ ইব্ন সীরীন-কে জিজ্ঞেস করেন, তুমি কি আব্দুল্লাহ্ ইব্ন উমার (রাযিঃ)-কে চিন? আমি বললাম, 'হ্যা', তিনি বললেন, আব্দুল্লাহ ইব্ন উমার (রাযিঃ) তার নিজ স্ত্রীকে ঋতুবতী অবস্থায় তালাক দিয়েছিলেন। তখন উমার (রাযিঃ) রাসূলুল্লাহ্(ﷺ) -এর দরবারে আগমন করেন এবং তার কাছে ঘটনাটি উল্লেখ করেন। রাসূলুল্লাহ্(ﷺ) বলেন, তাকে হুকুম কর সে যেন তার স্ত্রীকে ফেরত নিয়ে আসে। অতঃপর যখন তার স্ত্রী পবিত্রতা অর্জন করবে তখন যেন প্রয়ােজনে তাকে তালাক দেয়। আমি বললাম, ঐ তালাকের জন্য কি ইদ্দত পালন করতে হবে? রাসূলুল্লাহ্(ﷺ) বললেন, তাহলে আর কী? তুমি কি ধারণা কর, যদি সে অপারগ হয়ে থাকে বা বােকামী করে থাকে? তবে আবু বাকরা তার হাদীস বর্ণনায় এ অংশটুকু উল্লেখ করেননি।
كتاب الطلاق
4462 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ قَالَ: ثنا وَهْبُ بْنُ جَرِيرٍ قَالَ: ثنا هِشَامُ بْنُ حَسَّانَ , عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ , عَنْ يُونُسَ بْنِ جُبَيْرٍ قَالَ: سَأَلْتُ ابْنَ عُمَرَ عَنْ رَجُلٍ طَلَّقَ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ , فَقَالَ: هَلْ تَعْرِفُ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ؟ قُلْتُ. نَعَمْ قَالَ: فَإِنَّهُ طَلَّقَ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ , فَأَتَى عُمَرُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ ذَلِكَ لَهُ , فَقَالَ «مُرْهُ فَلْيُرَاجِعْهَا , فَإِذَا طَهُرَتْ فَلْيُطَلِّقْهَا» . قُلْتُ: وَيُعْتَدُّ بِتِلْكَ التَّطْلِيقَةِ قَالَ: فَمَهْ أَرَأَيْتُ إِنْ عَجَزَ وَاسْتَحْمَقَ؟ وَلَمْ يَذْكُرْ أَبُو بَكْرَةَ فِي حَدِيثِهِ هَذَا , غَيْرَ مَا ذَكَرْنَاهُ فِيهِ
তাহকীক:
হাদীস নং: ৪৪৬৩
আন্তর্জাতিক নং: ৪৪৬৪
তালাক - ডিভোর্স অধ্যায়
১. কোন ব্যক্তি তার ঋতুবতী স্ত্রীকে তালাক দেয়ার পর যদি সুন্নত পদ্ধতিতে তালাক দিতে চায় তাহলে কখন এটা তার জন্য সম্ভব?
৪৪৬৩-৬৪। মুহাম্মাদ ইব্ন খুযাইমা (রাহঃ) ….. আনাস ইব্ন সীরীন (রাহঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, আমি আব্দুল্লাহ্ ইব্ন উমার (রাযিঃ)-কে বলতে শুনেছি। তিনি তার নিজ স্ত্রীকে ঋতুবতী অবস্থায় তালাক দেন। উমর (রাযিঃ) রাসূলুল্লাহ্(ﷺ) -এর কাছে ঘটনাটি উল্লেখ করেন। রাসূলুল্লাহ্(ﷺ) বলেন, তাকে হুকুম কর সে যেন তার স্ত্রীকে ফেরত নিয়ে আসে। অতঃপর যখন সে পবিত্রতা অর্জন করবে তখন যেন প্রয়ােজনে তালাক দেয়। রাসূলুল্লাহ(ﷺ) -কে জিজ্ঞেস করা হল, তার কি ইদ্দত পালন করতে হবে? রাসূলুল্লাহ্(ﷺ) বলেন, তাহলে আর কী?
ফাহাদ (রাযিঃ) ….. আনাস ইব্ন সীরীন (রাহঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, আমি ইব্ন উমার (রাযিঃ)-কে জিজ্ঞেস করলাম, আপনি আপনার স্ত্রী সম্বন্ধে কি করেছেন, যখন তাকে আপনি তালাক দিয়েছিলেন? তিনি বলেন, আমি তাকে ঋতুবতী অবস্থায় তালাক দিয়েছিলাম। আমি এটা আমার পিতা হযরত উমর (রাযিঃ)-এর কাছে উল্লেখ করলাম। তিনি রাসূলুল্লাহ্(ﷺ) -এর কাছে আগমন করলেন এবং তাকে এ সম্পর্কে জিজ্ঞেস করলেন। রাসূলুল্লাহ্(ﷺ) বললেন, “তাকে হুকুম কর সে যেন তার স্ত্রীকে রাজায়াত করে বা ফেরত আনে। অতঃপর তাকে পবিত্র অবস্থায় যেন প্রয়ােজনে তালাক দেয়।” তিনি বলেন, অতঃপর আমি বললাম, আপনার জন্যে আমি কুরবান, আর প্রথম তালাকের কি ইদ্দত পালন করতে হবে? রাসূলুল্লাহ্(ﷺ) বললেন, তুমি অন্যায় করে থাকলে বা বােকামি করে থাকলে আমি কী করতে পারি।
ফাহাদ (রাযিঃ) ….. আনাস ইব্ন সীরীন (রাহঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, আমি ইব্ন উমার (রাযিঃ)-কে জিজ্ঞেস করলাম, আপনি আপনার স্ত্রী সম্বন্ধে কি করেছেন, যখন তাকে আপনি তালাক দিয়েছিলেন? তিনি বলেন, আমি তাকে ঋতুবতী অবস্থায় তালাক দিয়েছিলাম। আমি এটা আমার পিতা হযরত উমর (রাযিঃ)-এর কাছে উল্লেখ করলাম। তিনি রাসূলুল্লাহ্(ﷺ) -এর কাছে আগমন করলেন এবং তাকে এ সম্পর্কে জিজ্ঞেস করলেন। রাসূলুল্লাহ্(ﷺ) বললেন, “তাকে হুকুম কর সে যেন তার স্ত্রীকে রাজায়াত করে বা ফেরত আনে। অতঃপর তাকে পবিত্র অবস্থায় যেন প্রয়ােজনে তালাক দেয়।” তিনি বলেন, অতঃপর আমি বললাম, আপনার জন্যে আমি কুরবান, আর প্রথম তালাকের কি ইদ্দত পালন করতে হবে? রাসূলুল্লাহ্(ﷺ) বললেন, তুমি অন্যায় করে থাকলে বা বােকামি করে থাকলে আমি কী করতে পারি।
كتاب الطلاق
4463 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ قَالَ: ثنا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ قَالَ: أَخْبَرَنِي أَنَسُ بْنُ سِيرِينَ قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَرَ يَقُولُ: طَلَّقَ ابْنُ عُمَرَ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ , فَذَكَرَ ذَلِكَ عُمَرُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «مُرْهُ فَلْيُرَاجِعْهَا , فَإِذَا طَهُرَتْ فَلْيُطَلِّقْهَا» فَقِيلَ: أَيَحْتَسِبُ بِهَا؟ قَالَ: فَمَهْ
4464 - حَدَّثَنَا فَهْدٌ قَالَ: ثنا الْفَضْلُ قَالَ: ثنا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ قَالَ: ثنا عَبْدُ الْمَلِكِ بْنُ سُلَيْمَانَ , عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ قَالَ: سَأَلْتُ ابْنَ عُمَرَ كَيْفَ صَنَعْتَ فِي امْرَأَتِكَ الَّتِي طَلَّقْتَ؟ قَالَ: طَلَّقْتُهَا وَهِيَ حَائِضٌ , فَذُكِرَ ذَلِكَ لِعُمَرَ , فَأَتَى عُمَرُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ , فَقَالَ «مُرْهُ فَلْيُرَاجِعْهَا , ثُمَّ لِيُطَلِّقْهَا عِنْدَ طُهْرٍ» . [ص:53] قَالَ: فَقُلْتُ , جُعِلْتُ فِدَاكَ , فَيُعْتَدُّ بِالطَّلَاقِ الْأَوَّلِ؟ قَالَ: وَمَا يَمْنَعُنِي إِنْ كُنْتُ أَسَأْتُ وَاسْتَحْمَقْتُ
4464 - حَدَّثَنَا فَهْدٌ قَالَ: ثنا الْفَضْلُ قَالَ: ثنا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ قَالَ: ثنا عَبْدُ الْمَلِكِ بْنُ سُلَيْمَانَ , عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ قَالَ: سَأَلْتُ ابْنَ عُمَرَ كَيْفَ صَنَعْتَ فِي امْرَأَتِكَ الَّتِي طَلَّقْتَ؟ قَالَ: طَلَّقْتُهَا وَهِيَ حَائِضٌ , فَذُكِرَ ذَلِكَ لِعُمَرَ , فَأَتَى عُمَرُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ , فَقَالَ «مُرْهُ فَلْيُرَاجِعْهَا , ثُمَّ لِيُطَلِّقْهَا عِنْدَ طُهْرٍ» . [ص:53] قَالَ: فَقُلْتُ , جُعِلْتُ فِدَاكَ , فَيُعْتَدُّ بِالطَّلَاقِ الْأَوَّلِ؟ قَالَ: وَمَا يَمْنَعُنِي إِنْ كُنْتُ أَسَأْتُ وَاسْتَحْمَقْتُ
তাহকীক:
হাদীস নং: ৪৪৬৪
তালাক - ডিভোর্স অধ্যায়
empty
৪৪৬৪।
كتاب الطلاق
4464 -
তাহকীক: