শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
شرح معاني الآثار المختلفة المروية عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام
১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২০ টি
হাদীস নং: ৫৫৭০
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
৬. অনুচ্ছেদঃ ফল পরিপক্ক হবার পূর্বে বিক্রয় করা প্রসঙ্গ
৫৫৭০। নসর ইবন মারযূক বলেন,....... হযরত আব্দুল্লাহ ইবন উমার (রাযিঃ) বরেন, রাসূলুল্লাহ (সা.) ফল ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন, যাবত না তার উপযোগিতা সাব্যস্ত হয়।
كتاب البيوع و الصرف
بَابٌ بَيْعُ الثِّمَارِ قَبْلَ أَنْ تَتَنَاهَى
5570 - حَدَّثَنَا نَصْرُ بْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو زُرْعَةَ وَهْبُ اللهِ بْنُ رَاشِدٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ بْنُ يَزِيدَ، قَالَ: حَدَّثَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُمَا , قَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَى عَنْ بَيْعِ الثَّمَرِ وَاشْتِرَائِهِ , حَتَّى يَبْدُوَ صَلَاحُهُ
তাহকীক:
হাদীস নং: ৫৫৭১
আন্তর্জাতিক নং: ৫৫৭৩
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
৬. অনুচ্ছেদঃ ফল পরিপক্ক হবার পূর্বে বিক্রয় করা প্রসঙ্গ
৫৫৭১-৭৩। ইয়াযীদ ইবন সিনান, ইয়াযীদ ও ইউনুস ও ইউনুস নিজ নিজ সূত্রে হযরত ইবন উমার (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, নবী (সা.) ইরশাদ করেন, তোমার উপযোগিতা সাব্যস্ত হওয়ার পূর্বে ফল বিক্রয় করনা।
كتاب البيوع و الصرف
5571 - حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ , قَالَ: ثنا أَبُو دَاوُدَ , قَالَ: ثنا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللهِ بْنِ أَبِي سَلَمَةَ ح
5572 - وَحَدَّثَنَا يَزِيدُ قَالَ: ثنا أَبُو صَالِحٍ , قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ , قَالَ: حَدَّثَنِي عُقَيْلٌ قَالَا جَمِيعًا , عَنِ ابْنِ شِهَابٍ. ح
5573 - وَحَدَّثَنَا يُونُسُ قَالَ: ثنا ابْنُ وَهْبٍ , قَالَ: أَخْبَرَنِي يُونُسُ , عَنِ ابْنِ شِهَابٍ , عَنْ سَالِمٍ , عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «لَا تَبِيعُوا الثَّمَرَ , حَتَّى يَبْدُوَ صَلَاحُهُ»
5572 - وَحَدَّثَنَا يَزِيدُ قَالَ: ثنا أَبُو صَالِحٍ , قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ , قَالَ: حَدَّثَنِي عُقَيْلٌ قَالَا جَمِيعًا , عَنِ ابْنِ شِهَابٍ. ح
5573 - وَحَدَّثَنَا يُونُسُ قَالَ: ثنا ابْنُ وَهْبٍ , قَالَ: أَخْبَرَنِي يُونُسُ , عَنِ ابْنِ شِهَابٍ , عَنْ سَالِمٍ , عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «لَا تَبِيعُوا الثَّمَرَ , حَتَّى يَبْدُوَ صَلَاحُهُ»
তাহকীক:
হাদীস নং: ৫৫৭২
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
empty
৫৫৭২।
كتاب البيوع و الصرف
5572 -
তাহকীক:
হাদীস নং: ৫৫৭৩
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
empty
৫৫৭৩।
كتاب البيوع و الصرف
5573 -
তাহকীক:
হাদীস নং: ৫৫৭৪
আন্তর্জাতিক নং: ৫৫৭৫
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
৬. অনুচ্ছেদঃ ফল পরিপক্ক হবার পূর্বে বিক্রয় করা প্রসঙ্গ
৫৫৭৪-৭৫। নসর ইবন মারযূক বলেন........ হযরত ইবন উমার নবী (সা.) হতে বর্ণনা করেন, তিনি বলেন, যাবত না পরিপক্কতা প্রকাশ পায়, তোমরা ফল বিক্রয় করনা ।
মুহাম্মাদ ইবন খুযায়মা বলেন, ....... হযরত উমার (রা.) হতে বর্ণিত, তিনি নবী (সা.) হতে অনুরূপ বর্ণনা করেন। তিনি আরো অতিরিক্ত বর্ণনা করেন, তাকে صلاح ফলের (পরিপক্কতা) সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, (ফল এমন এক স্তরে পৌছাবে, যখন) ফলের বিপদ দূর হয়ে যাবে।
মুহাম্মাদ ইবন খুযায়মা বলেন, ....... হযরত উমার (রা.) হতে বর্ণিত, তিনি নবী (সা.) হতে অনুরূপ বর্ণনা করেন। তিনি আরো অতিরিক্ত বর্ণনা করেন, তাকে صلاح ফলের (পরিপক্কতা) সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, (ফল এমন এক স্তরে পৌছাবে, যখন) ফলের বিপদ দূর হয়ে যাবে।
كتاب البيوع و الصرف
5574 - حَدَّثَنَا نَصْرُ بْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ «لَا تَبِيعُوا الثَّمَرَ حَتَّى يَبْدُوَ صَلَاحُهُ»
5575 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللهِ بْنُ رَجَاءٍ هُوَ الْغُدَانِيُّ، قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ , وَزَادَ , " فَكَانَ إِذَا سُئِلَ عَنْ صَلَاحِهَا , قَالَ: حَتَّى يَذْهَبَ عَاهَتُهَا "
5575 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللهِ بْنُ رَجَاءٍ هُوَ الْغُدَانِيُّ، قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ , وَزَادَ , " فَكَانَ إِذَا سُئِلَ عَنْ صَلَاحِهَا , قَالَ: حَتَّى يَذْهَبَ عَاهَتُهَا "
তাহকীক:
হাদীস নং: ৫৫৭৫
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
empty
৫৫৭৫।
كتاب البيوع و الصرف
5575 -
তাহকীক:
হাদীস নং: ৫৫৭৬
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
৬. অনুচ্ছেদঃ ফল পরিপক্ক হবার পূর্বে বিক্রয় করা প্রসঙ্গ
৫৫৭৬। রাবী আল-মুয়াযযিন বলেন,........ হযরত ইবন উমার (রাযিঃ) হতে বর্ণিত। তিনি নবী (ﷺ) হতে বর্ণনা করেন, তিনি ফল বিক্রয় করতে নিষেধ করেছেন, যাবত না তার বিপদ দূর হয়। রাবী বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ফলের বিপদ দুর হয় কখন? তিনি বললেন, যখন সুরাইয়া নক্ষত্র উদয় হয়।
كتاب البيوع و الصرف
5576 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا خَالِدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللهِ بْنِ سُرَاقَةَ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ نَهَى عَنْ بَيْعِ الثِّمَارِ حَتَّى تَذْهَبَ الْعَاهَةُ , قَالَ قُلْتُ: مَتَى ذَاكَ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ؟ قَالَ: طُلُوعُ الثُّرَيَّا
তাহকীক:
হাদীস নং: ৫৫৭৭
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
৬. অনুচ্ছেদঃ ফল পরিপক্ক হবার পূর্বে বিক্রয় করা প্রসঙ্গ
৫৫৭৭। আলী ইবন মাবাদ বলেন, ....... আমর ইবন দীনার হযরত জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ)-কে বরতে শুনেছেন, রাসূলুল্লাহ (সা.) ফল বিক্রয় করতে নিষেধ করেছেন, যাবত না তা পরিপক্ক হয়।
كتاب البيوع و الصرف
5577 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا رَوْحُ بْنُ عُبَادَةَ، قَالَ: ثنا زَكَرِيَّا بْنُ إِسْحَاقَ، قَالَ: ثنا عَمْرُو بْنُ دِينَارٍ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ، يَقُولُ: نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ الثَّمَرِ , حَتَّى يَبْدُوَ صَلَاحُهُ
তাহকীক:
হাদীস নং: ৫৫৭৮
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
৬. অনুচ্ছেদঃ ফল পরিপক্ক হবার পূর্বে বিক্রয় করা প্রসঙ্গ
৫৫৭৮। ইবরাহীম ইবন মারযূক বরেন, ....... হযরত বাবির ইবন আব্দিল্লাহ বলেন রাসূলূল্লাহ (সা.) ফলসমূহ বিক্রয় করতে নিষেধ করেছেন, যাবত না লাল হয় হলুদ হয়, ও যাবরত না খাবার উপযুক্ত হয়।
كتاب البيوع و الصرف
5578 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، عَنْ سُلَيْمِ بْنِ حَيَّانَ قَالَ: ثنا سَعِيدُ بْنُ مِينَاءَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ الثِّمَارِ , حَتَّى تُشْقِحَ. فَقِيلَ لِجَابِرٍ: وَمَا تُشْقِحُ؟ قَالَ: تَحْمَرُّ وَتَصْفَرُّ , وَيُؤْكَلُ مِنْهَا
তাহকীক:
হাদীস নং: ৫৫৭৯
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
৬. অনুচ্ছেদঃ ফল পরিপক্ক হবার পূর্বে বিক্রয় করা প্রসঙ্গ
৫৫৭৯। সালিহ ইবন আব্দির রহমান ও রাবী‘ আল-জীযী বলেন, ...... হযরত আয়িশা (রাযিঃ) হতে বর্নিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) ফল বিক্রয় করতে নিষেধ করেছেন, যাবত না তা হতে মুক্তি পায়।
كتاب البيوع و الصرف
5579 - حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، وَرَبِيعٌ الْجِيزِيُّ , قَالَا: ثنا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، قَالَ: ثنا خَارِجَةُ بْنُ عَبْدِ اللهِ بْنِ سُلَيْمَانَ بْنِ زَيْدِ بْنِ ثَابِتٍ، عَنْ أَبِي الرِّجَالِ، عَنْ أُمِّهِ عَمْرَةَ , عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ بَيْعِ الثِّمَارِ , حَتَّى تَنْجُوَ مِنَ الْعَاهَةِ
তাহকীক:
হাদীস নং: ৫৫৮০
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
৬. অনুচ্ছেদঃ ফল পরিপক্ক হবার পূর্বে বিক্রয় করা প্রসঙ্গ
৫৫৮০। মুহাম্মাদ ইবন সুলায়মান বাগান্দী বলেন, ..... হযরত যায়িদ ইবন সাবিত (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) ফল বিক্রয় করতে নিষেধ করেছেন, যাবত না তার পরিপক্কতা প্রকাশ পায়।
كتاب البيوع و الصرف
5580 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ الْبَاغَنْدِيُّ، قَالَ: ثنا إِبْرَاهِيمُ بْنُ حُمَيْدٍ الطَّوِيلُ، قَالَ: ثنا صَالِحُ بْنُ أَبِي الْأَخْضَرِ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ خَارِجَةَ بْنِ زَيْدٍ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ بَيْعِ الثَّمَرِ، حَتَّى يَبْدُوَ صَلَاحُهُ
তাহকীক:
হাদীস নং: ৫৫৮১
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
৬. অনুচ্ছেদঃ ফল পরিপক্ক হবার পূর্বে বিক্রয় করা প্রসঙ্গ
৫৫৮১। ইবন মারযূক বলেন, ..... হযরত আনাস ইবন মালেক (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (সা.) ক্ষেতের ফসলের বিনিময়ে ঘরের ফসল, গাছে ঝুলন্ত ফলের বিনিময়ে ঘরের ফল ও অপরিপক্ক গাছের ফল বিক্রয় করতে নিষেধ করেছেন । এবং ‘মুলামাসা’, (পরস্পরে একে অণ্যের মাল স্পর্শ করা) এবং মুনাবাযা (একে অন্যের প্রতি মাল নিক্ষেপ করা) এর মাধ্যমে ক্রয়-বিক্রয় করা হতে নিষেধ করেছেন। উমার বলেন, আমার পিতা بيع مخاضرة এর এই ব্যাখ্যা প্রদান করেছেন। তিনি বলেন, “বাগানের ফল ক্রয় করা উচিত নয়, যাবত না তা লাল হবে কিংবা হলুদ বর্ণ ধারন করবে।”
كتاب البيوع و الصرف
5581 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا عُمَرُ بْنُ يُونُسَ بْنِ الْقَاسِمِ الْيَمَامِيُّ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللهِ [ص:24] بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ الْمُحَاقَلَةِ وَالْمُزَابَنَةِ , وَالْمُخَاضَرَةِ , وَالْمُلَامَسَةِ , وَالْمُنَابَذَةِ , قَالَ عُمَرُ: فَسَّرَ لِي أَبِي فِي الْمُخَاضَرَةِ , قَالَ: لَا يَنْبَغِي أَنْ يُشْتَرَى شَيْءٌ مِنْ ثَمَرِ النَّخْلِ حَتَّى يُونِعَ يَحْمَرَّ أَوْ يَصْفَرَّ
তাহকীক:
হাদীস নং: ৫৫৮২
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
৬. অনুচ্ছেদঃ ফল পরিপক্ক হবার পূর্বে বিক্রয় করা প্রসঙ্গ
৫৫৮২। ইবরাহীম ইবন মুহাম্মাদ আবু বকর সায়রাফী বলেন, ......... হযরত আনাস (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) ফল বিক্রয় করতে নিষেধ করেছেন, যাবত না লাল/হলুদ বর্ণ ধারন করবে। আঙ্গুর বিক্রয় করতে নিশেধ করেছেন, যাবত না শক্ত হবে।
كتاب البيوع و الصرف
5582 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ أَبُو بَكْرٍ الصَّيْرَفِيُّ، قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ، قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ: نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ الثَّمَرَةِ , حَتَّى تَزْهُوَ , وَعَنِ الْعِنَبِ , حَتَّى يَسْوَدَّ , وَعَنِ الْحَبِّ , حَتَّى يَشْتَدَّ
তাহকীক:
হাদীস নং: ৫৫৮৩
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
৬. অনুচ্ছেদঃ ফল পরিপক্ক হবার পূর্বে বিক্রয় করা প্রসঙ্গ
৫৫৮৩। নসর ইবন মারযূক বলেন,..... হযরত আনাস (রাযিঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) খেজুর গাছের ফল বিক্রয় করতে নিষেধ করেছেন, যাবতনা তা লালবর্ণ কিংবা হলুদ বর্ণ ধারন করে। বলতো সেটি যদি আল্লাহ তাআলা ফল না দেন, তবে কেউ কিসের বিনিময়ে তার ভায়ের মাল হালাল মনে করবে?
كتاب البيوع و الصرف
5583 - حَدَّثَنَا نَصْرُ بْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ بَيْعِ النَّخْلِ حَتَّى تَزْهُوَ. فَقُلْتُ لِأَنَسٍ: وَمَا زَهْوُهَا؟ فَقَالَ: تَحْمَرُّ وَتَصْفَرُّ , أَرَأَيْتَ إِنْ مَنَعَ اللهُ الثَّمَرَةَ؟ بِمَ يَسْتَحِلُّ أَحَدُكُمْ مَالَ أَخِيهِ
তাহকীক:
হাদীস নং: ৫৫৮৪
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
৬. অনুচ্ছেদঃ ফল পরিপক্ক হবার পূর্বে বিক্রয় করা প্রসঙ্গ
৫৫৮৪। ইবরাহীম ইবন মারযূক কলেন, ..... হযরত আনাস (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) খেজুর গাছের ফল বিক্রয় করতে নিষেধ করেছেন, যাবত না তা লাল/হলুদ বর্ণ ধারন করে।
كتاب البيوع و الصرف
5584 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ قَالَ: أَخْبَرَنَا حُمَيْدٌ , عَنْ أَنَسٍ قَالَ: نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ ثَمَرَةِ النَّخْلِ حَتَّى تَزْهُوَ , قِيلَ لَهُ: وَمَا تَزْهُو؟ قَالَ: «تَحْمَرُّ , أَوْ تَصْفَرُّ»
তাহকীক:
হাদীস নং: ৫৫৮৫
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
৬. অনুচ্ছেদঃ ফল পরিপক্ক হবার পূর্বে বিক্রয় করা প্রসঙ্গ
৫৫৮৫। ফাহদ বলেন,..... ‘হুমাইদ তাবীল’ হযরত আনাস ইবন মালেক (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, তোমারা (গাছের ) ফল বিক্রয় করনা, যবত না লালা্/হলুদ বর্ণ ধারন করে।রাসূলুল্লাহ (সা.)-কে আমারা জিজ্ঞাসা করলাম অর্থ কি? তিনি বললেন, রাল/হলুদ বর্ণ না ধারন করা। বলতো দেখি, আল্লাহ যদি ফল না দেন তবে কিসের বেনিময়ে সে তার ভায়ের মাল হালাল মনে করবে?
كتاب البيوع و الصرف
5585 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ " لَا تَتَبَايَعُوا الثِّمَارَ حَتَّى تَزْهُوَ. قُلْنَا يَا رَسُولَ اللهِ: وَمَا تَزْهُو؟ قَالَ تَحْمَرُّ أَوْ تَصْفَرُّ , أَرَأَيْتَ إِنْ مَنَعَ اللهُ الثَّمَرَةَ؟ بِمَ يَسْتَحِلُّ أَحَدُكُمْ مَالَ أَخِيهِ "
তাহকীক:
হাদীস নং: ৫৫৮৬
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
৬. অনুচ্ছেদঃ ফল পরিপক্ক হবার পূর্বে বিক্রয় করা প্রসঙ্গ
৫৫৮৬। ইউনূস বলেন, ..... সাঈদ ও আবু সালামা বলেন, হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেছেন, রাসূলুল্লাহ (সা.) ইশহাদ করেন, তোমর ফল বিক্রয় করানা, যাবত না পরিপক্কতা প্রকাশ পায়। আবু জা‘ ফর তাহাবী (র.) বলেনঃ একদল উলামা-ই কিরাম এসব হাদীস অবলম্বন করে বলেন, খেজুর গাছে ঝুলন্ত ফল বিক্রয় করা জায়েয নয়, যাবত না তা লাল ও হলুদ বর্ণ ধারন করে । অপর পক্ষে অন্য এক দল উলামা-ই কিরাম হাদীস গ্রহন করি, ত্যাগ করি না । তবে এসব হাদীস আমাদের মতে বিশুদ্ধ ও প্রমানিত। আমারা এসব হাদীস গ্রহন করি, না।তবে এসব হাদীসের ঐ ব্যাখ্যা আমরা পেশ করিনা, যা প্রথম দর পেশ করেন । আমাদের ব্যাখ্যা তাদের ব্যাখ্যা হতে ভিন্নতর ।নবী (সা.) এর পূর্বে বিক্রয় করতে নিষেধ করেছেন। এর ঐ অর্থও হতে পারে, যা প্রথম দল পেশ করেছেন। আর এমনও হতে পারবে, রাসূলুল্লাহ (সা.) ফল অস্তিত্বে আসার পূর্বেই বিক্রয় কার উদ্দেশ্য করেছেন।আর সে ক্ষেত্রে যে বস্তু তার কাছে নেই, তা-ই সে বিক্রয় করছে। অথচ রাসূলুল্লাহ (সা.) কয়েক বছরের আগাম ফল ও ফসল বিক্রয় করতে নিষেধ করার মাধ্যমে এটা থেকে্ও নিষেধ করেছেন।
كتاب البيوع و الصرف
5586 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: حَدَّثَنِي سَعِيدٌ، وَأَبُو سَلَمَةَ , أَنَّ أَبَا هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «لَا تَبِيعُوا الثَّمَرَ حَتَّى يَبْدُوَ صَلَاحُهُ» قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى هَذِهِ الْآثَارِ , فَزَعَمُوا أَنَّ الثِّمَارَ لَا يَجُوزُ بَيْعُهَا فِي رُءُوسِ النَّخْلِ حَتَّى تَحْمَرَّ أَوْ تَصْفَرَّ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ فَقَالُوا: هَذِهِ الْآثَارُ كُلُّهَا عِنْدَنَا , ثَابِتَةٌ صَحِيحٌ مَجِيئُهَا , فَنَحْنُ آخِذُونَ بِهَا , غَيْرُ تَارِكِينَ لَهَا. وَلَكِنْ تَأْوِيلُهَا عِنْدَنَا , غَيْرُ مَا تَأَوَّلَهَا عَلَيْهِ أَهْلُ الْمَقَالَةِ الْأُولَى. وَذَلِكَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ بَيْعِ الثِّمَارِ , حَتَّى يَبْدُوَ صَلَاحُهَا , فَاحْتَمَلَ ذَلِكَ أَنْ يَكُونَ عَلَى مَا تَأَوَّلَهُ عَلَيْهِ أَهْلُ الْمَقَالَةِ الْأُولَى , وَاحْتَمَلَ أَنْ يَكُونَ أَرَادَ بِهِ بَيْعَ الثِّمَارِ , قَبْلَ أَنْ يَكُونَ , فَيَكُونَ الْبَائِعُ بَائِعًا لِمَا لَيْسَ عِنْدَهُ , فَقَدْ نَهَاهُ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ , فِي نَهْيِهِ عَنْ بَيْعِ السِّنِينَ
তাহকীক:
হাদীস নং: ৫৫৮৭
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
৬. অনুচ্ছেদঃ ফল পরিপক্ক হবার পূর্বে বিক্রয় করা প্রসঙ্গ
৫৫৮৭। ইউনূস বলেন,....... হযরত জাবির ইবন আব্দুল্লাহ হতে বর্ণিত, নবীরাসূলুল্লাহ (সা.) একাধিক বছরের জন্য বিক্রয় করা হতে নিষেধ করেছেন।ইউনূস বলেন, সুফিয়ান বলেছেন, এর অর্থ –ই হলো এর পূর্বে বিক্রয় করা।
كتاب البيوع و الصرف
5587 - حَدَّثَنَا يُونُسُ قَالَ: ثنا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ , عَنْ حُمَيْدٍ الْأَعْرَجِ , عَنْ سُلَيْمَانَ بْنِ عَتِيقٍ , عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ , أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ بَيْعِ السِّنِينَ. قَالَ يُونُسُ: قَالَ لَنَا سُفْيَانُ , هُوَ بَيْعُ الثِّمَارِ , قَبْلَ أَنْ يَبْدُوَ صَلَاحُهَا
তাহকীক:
হাদীস নং: ৫৫৮৮
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
৬. অনুচ্ছেদঃ ফল পরিপক্ক হবার পূর্বে বিক্রয় করা প্রসঙ্গ
৫৫৮৮। রাবী‘ আলজীযী,ও ইবরাহীম ইবন আবী দা্উদ বলেন .... হযরত সামুরা ইবন জুন্দুব বলেন, রাসূলুল্লাহ (সা.) একাধিক বছরের ক্রয় –বিক্রয় হতে নিষেধ করেছেন।
كتاب البيوع و الصرف
5588 - حَدَّثَنَا رَبِيعٌ الْجِيزِيُّ، وَإِبْرَاهِيمُ بْنُ أَبِي دَاوُدَ , قَالَا: ثنا سَعِيدُ بْنُ كَثِيرِ بْنِ عُفَيْرٍ قَالَ: ثنا كَهْمَسُ بْنُ الْمِنْهَالِ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ، قَالَ: نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ السِّنِينَ
তাহকীক:
হাদীস নং: ৫৫৮৯
আন্তর্জাতিক নং: ৫৫৯০
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
৬. অনুচ্ছেদঃ ফল পরিপক্ক হবার পূর্বে বিক্রয় করা প্রসঙ্গ
৫৫৮৯-৯০। রাবী আলজীযী বলেন,... আতা ও আবু যুবাইর হযরত জাবির (রা.) হতে বর্ণনা করেন, তিনি বলেন, নবী (সা.) ফল বিক্রয় করতে নিষেধ করেছেন, যাবত না তা খাবার উপযোগী হয়।
মুহাম্মাদ ইবন খুযায়মা বলেন, হযরত জাবির (রা.)রাসূলুল্লাহ (সা.)হতে অনুরূপ হাদীস বর্ণনা করেন।
মুহাম্মাদ ইবন খুযায়মা বলেন, হযরত জাবির (রা.)রাসূলুল্লাহ (সা.)হতে অনুরূপ হাদীস বর্ণনা করেন।
كتاب البيوع و الصرف
5589 - حَدَّثَنَا رَبِيعٌ الْجِيزِيُّ، قَالَ: ثنا ابْنُ عُفَيْرٍ، قَالَ: ثنا يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، وَأَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ بَيْعِ الثَّمَرِ حَتَّى يُطْعَمَ
5590 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: ثنا هِشَامُ بْنُ أَبِي عَبْدِ اللهِ، قَالَ: ثنا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
5590 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: ثنا هِشَامُ بْنُ أَبِي عَبْدِ اللهِ، قَالَ: ثنا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
তাহকীক: