শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
شرح معاني الآثار المختلفة المروية عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام
১৯. শিকার,জবাই ও কুরবানীর বিধান - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২০ টি
হাদীস নং: ৬২৭১
 শিকার,জবাই ও কুরবানীর বিধান
তিন দিন পর কুরবানীর গােশত খাওয়া জায়েয কি জায়েয নয়
৬২৭১।  আহমদ ইবন দাউদ …..আব্দুর রহমানের আযাদ করা গােলাম আবু উবায়দ বলেন, তিনি কুরবানার দিনে হযরত আলী ইব্ন আবু তালিব (রাযিঃ)-কে বলতে শুনেছেন, হে লােক সকল! নবী (ﷺ) তিন দিনের পর তােমাদের কুরবানীর গােশত খেতে তােমাদেরকে নিযেধ করেছেন। সুতরাং তারপর আর খাবে না।
كتاب الصيد والذبائح والأضاحي
بَابُ أَكْلِ لُحُومِ الْأَضَاحِيِّ بَعْدَ ثَلَاثَةِ أَيَّامٍ
6271 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ، قَالَ , ثنا يَعْقُوبُ بْنُ حُمَيْدٍ، قَالَ: ثنا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي عُبَيْدٍ، مَوْلَى عَبْدِ الرَّحْمَنِ , أَنَّهُ سَمِعَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ، رَضِيَ اللهُ عَنْهُ يَقُولُ يَوْمَ الْأَضْحَى: «أَيُّهَا النَّاسُ , إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ نَهَى أَنْ تَأْكُلُوا نُسُكَكُمْ بَعْدَ ثَلَاثٍ , فَلَا تَأْكُلُوهَا بَعْدَهَا»

তাহকীক:
হাদীস নং: ৬২৭২
 শিকার,জবাই ও কুরবানীর বিধান
তিন দিন পর কুরবানীর গােশত খাওয়া জায়েয কি জায়েয নয়
৬২৭২।  ইবন আবু দাউদ ..... ইব্ন আযহার-এর আযাদ করা গােলাম আবু উবায়দ বলেন, একবার আমি হযরত আলী ইব্ন আবু তালিব (রাযিঃ)-এর সাথে ঈদের নামায আদায় করলাম। হযরত উসমান ইব্ন আফফান (রাযিঃ) তখন অবরুদ্ধ ছিলেন । তিনি নামায পড়ালেন তারপর খুতবা প্রদান করলেন। তখন তিনি বললেন, তােমরা তিন দিন পর তােমাদের কুরবানীর গােশত খাবে না। কারণ রাসূলুল্লাহ (ﷺ) এ নির্দেশ দিয়েছেন।
كتاب الصيد والذبائح والأضاحي
6272 -  حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا أَبُو صَالِحٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو عُبَيْدٍ، مَوْلَى أَزْهَرَ , قَالَ: صَلَّيْتُ مَعَ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُ الْعِيدَ وَعُثْمَانُ بْنُ عَفَّانَ رَضِيَ اللهُ عَنْهُ مَحْصُورٌ , فَصَلَّى ثُمَّ خَطَبَ فَقَالَ: لَا تَأْكُلُوا مِنْ لُحُومِ أَضَاحِيكُمْ بَعْدَ ثَلَاثَةِ أَيَّامٍ , فَإِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِذَلِكَ

তাহকীক:
হাদীস নং: ৬২৭৩
 শিকার,জবাই ও কুরবানীর বিধান
তিন দিন পর কুরবানীর গােশত খাওয়া জায়েয কি জায়েয নয়
৬২৭৩। ইবন আবু দাউদ ...... সালেম তাঁর পিতা হতে বর্ণনা করেন তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) বলতে শুনেছি, তোমরা তিন পর্যন্ত এর থেকে খাও অর্থাৎ কুরবানীর গোশত।
كتاب الصيد والذبائح والأضاحي
6273 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا يَحْيَى بْنُ صَالِحٍ الْوُحَاظِيُّ، قَالَ: ثنا إِسْحَاقُ بْنُ يَحْيَى الْكَلْبِيُّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «كُلُوا مِنْهَا ثَلَاثًا» يَعْنِي لُحُومَ الْأَضَاحِيِّ

তাহকীক:
হাদীস নং: ৬২৭৪
 শিকার,জবাই ও কুরবানীর বিধান
তিন দিন পর কুরবানীর গােশত খাওয়া জায়েয কি জায়েয নয়
৬২৭৪। রাবী আল-মুয়াযযিন ..... হযরত ইবন উমর (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ) হতে বর্ণনা করেন, তিনি বলতেন, তোমাদের কেউ যেন তিন দিনের বেশী তার কুরবানীর গোশত না খায়।  
একদল উলামা-ই কিরাম এই হাদীসের নিঅষেধাজ্ঞা গ্রহণ করে তারা তিন দিনের পর কুরবানীর গোশত খাওয়া হারাম ঘোষণা দিয়েছেন এবং তারা উল্লেখিত রিওয়ায়াতসমূহ দ্বারা দলীল পেশ করেছেন।
আল্লামা আইনী (রাহঃ) বলেন, এ উলামা-ই কিরাম হলেন, আব্দুল্লাহ্ ইবন ওয়াকিদ, ইব্ন আব্দুল্লাহ্ উমর ইবনুল খাত্তাব (রাযিঃ) এবং জাহিরিয়াদের একটি দল। হাযেমী (রাহঃ) বলেন, হযরত আলী ইবন আবু তালিব ও যুবায়র ইবনুল আওয়ামও এ মত পোষণ করেন।
অপরপক্ষে উলামা-ই কিরামের অন্য একটি জামাত এর বিপরীত মত অবলম্বন করেন। তারা তিন দিন পরও কুরবানীর গোশত খাওয়া এবং তা জমা করে রাখায় কোন অসুবিধা আছে বলে মনে করেন না। আর এ ব্যাপারে তারা যে দলীল পেশ করেন, তা হলো :
আল্লামা আইনী (রাহঃ) বলেন, এ উলামা দ্বারা আইম্মা-ই আরবাআ সহ সমস্ত আলিম ও ফুক্বাহা-ই কিরাম উদ্দেশ্য।
একদল উলামা-ই কিরাম এই হাদীসের নিঅষেধাজ্ঞা গ্রহণ করে তারা তিন দিনের পর কুরবানীর গোশত খাওয়া হারাম ঘোষণা দিয়েছেন এবং তারা উল্লেখিত রিওয়ায়াতসমূহ দ্বারা দলীল পেশ করেছেন।
আল্লামা আইনী (রাহঃ) বলেন, এ উলামা-ই কিরাম হলেন, আব্দুল্লাহ্ ইবন ওয়াকিদ, ইব্ন আব্দুল্লাহ্ উমর ইবনুল খাত্তাব (রাযিঃ) এবং জাহিরিয়াদের একটি দল। হাযেমী (রাহঃ) বলেন, হযরত আলী ইবন আবু তালিব ও যুবায়র ইবনুল আওয়ামও এ মত পোষণ করেন।
অপরপক্ষে উলামা-ই কিরামের অন্য একটি জামাত এর বিপরীত মত অবলম্বন করেন। তারা তিন দিন পরও কুরবানীর গোশত খাওয়া এবং তা জমা করে রাখায় কোন অসুবিধা আছে বলে মনে করেন না। আর এ ব্যাপারে তারা যে দলীল পেশ করেন, তা হলো :
আল্লামা আইনী (রাহঃ) বলেন, এ উলামা দ্বারা আইম্মা-ই আরবাআ সহ সমস্ত আলিম ও ফুক্বাহা-ই কিরাম উদ্দেশ্য।
كتاب الصيد والذبائح والأضاحي
6274 -  حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا شُعَيْبُ بْنُ اللَّيْثِ، قَالَ: أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُمَا , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ يَقُولُ: «لَا يَأْكُلْ أَحَدُكُمْ مِنْ لَحْمِ أُضْحِيَّتِهِ فَوْقَ ثَلَاثَةِ أَيَّامٍ» [ص:185] فَذَهَبَ قَوْمٌ إِلَى هَذَا , فَحَرَّمُوا لُحُومَ الْأَضَاحِيِّ بَعْدَ ثَلَاثَةِ أَيَّامٍ , وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِهَذِهِ الْآثَارِ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ , فَلَمْ يَرَوْا بِأَكْلِهَا وَادِّخَارِهَا بَأْسًا. وَاحْتَجُّوا فِي ذَلِكَ

তাহকীক:
হাদীস নং: ৬২৭৫
 শিকার,জবাই ও কুরবানীর বিধান
তিন দিন পর কুরবানীর গােশত খাওয়া জায়েয কি জায়েয নয়
৬২৭৫।  ইউনুস.....জুবায়র ইব্ন নুফায়র হযরত সাওবান (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, একবার রাসুলুল্লাহ্ (ﷺ) একটি কুরবানীর পশু যবেহ করলেন। তারপর তিনি বললেন, সাওবান! এই কুরবানীর গোশত ঠিক করে রাখ। অতঃপর আমি তা হতে তাঁকে খাওয়াতে থাকলাম। এমনকি তিনি মদীনায় আগমন করলেন।
كتاب الصيد والذبائح والأضاحي
6275 -  بِمَا حَدَّثَنَا يُونُسُ قَالَ: ثنا مَعْنُ بْنُ عِيسَى: عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ , عَنْ أَبِي الزَّاهِرِيَّةِ , عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ , عَنْ ثَوْبَانَ قَالَ: ذَبَحَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُضْحِيَّتَهُ ثُمَّ قَالَ: " يَا ثَوْبَانُ أَصْلِحْ لَحْمَ هَذِهِ الْأُضْحِيَّةِ فَمَا زِلْتُ أُطْعِمُهُ مِنْهَا , حَتَّى قَدِمَ الْمَدِينَةَ

তাহকীক:
হাদীস নং: ৬২৭৬
 শিকার,জবাই ও কুরবানীর বিধান
তিন দিন পর কুরবানীর গােশত খাওয়া জায়েয কি জায়েয নয়
৬২৭৬।  ইবরাহীম ইবন মারযূক..... মাসরূক হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, আমরা বিশ দিন পরও কুরবানীর গোশত আহার করতাম।
كتاب الصيد والذبائح والأضاحي
6276 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ جَابِرِ بْنِ يَزِيدَ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: «إِنَّ كُنَّا لَنَأْكُلُهُ بَعْدَ عِشْرِينَ , نَعْنِي لُحُومَ الْأَضَاحِيِّ»

তাহকীক:
হাদীস নং: ৬২৭৭
 শিকার,জবাই ও কুরবানীর বিধান
তিন দিন পর কুরবানীর গােশত খাওয়া জায়েয কি জায়েয নয়
৬২৭৭। ইবরাহীম ইবন মারযূক......আব্দুর রহমান ইব্ন আবু সাঈদ খুদরী তার পিতা ও তার চাচা হযরত কাতাদাহ (রাযিঃ) হতে বর্ণনা করেন, নবী (ﷺ) ইরশাদ করেছেন, তোমরা কুরবানীর গোশত খাও ও জমা করে রাখ। এ দুটি হাদীসের একটি, দুটি বক্তব্যের একটির জন্য দলীল হবে এবং অন্যটির জন্য হবে নাসিখ। অতঃপর আমরা নযর ও যুক্তির নিরীখে দেখেছি যে,
كتاب الصيد والذبائح والأضاحي
6277 -  حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، قَالَ: ثنا زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ شَرِيكِ بْنِ أَبِي نَمِرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنْ أَبِيهِ، وَعَمِّهِ قَتَادَةَ رَضِيَ اللهُ عَنْهُمْ , أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «كُلُوا لُحُومَ الْأَضَاحِيِّ وَادَّخِرُوا» فَاحْتَمَلَ أَنْ يَكُونَ أَحَدُ هَذَيْنِ الْمَعْنَيَيْنِ اللَّذَيْنِ ذَكَرْنَاهُمَا , حُجَّةً لِأَحَدِ هَذَيْنِ الْقَوْلَيْنِ , نَاسِخًا الْمَعْنَى الْآخَرَ , فَنَظَرْنَا فِي ذَلِكَ

তাহকীক:
হাদীস নং: ৬২৭৮
আন্তর্জাতিক নং: ৬২৮০
 শিকার,জবাই ও কুরবানীর বিধান
তিন দিন পর কুরবানীর গােশত খাওয়া জায়েয কি জায়েয নয়
৬২৭৮-৮০।   ইব্ন আবু দাউদ..... হযরত আলী ইবন আবু তালিব (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ইরশাদ করেন, আমি তোমাদেরকে তিন দিনের ওপর কুরবানীর গোশত জমা করতে নিষেধ করেছিলাম। এখন তোমরা যত পার জমা করে রাখ।
রাবী আল-মুয়াযযিন ও মুহাম্মাদ ইবন খুযায়মা নিজ নিজ সনদে ...... হযরত আলী (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি নবী (ﷺ) হতে অনুরূপ বর্ণনা করেন।
রাবী আল-মুয়াযযিন ও মুহাম্মাদ ইবন খুযায়মা নিজ নিজ সনদে ...... হযরত আলী (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি নবী (ﷺ) হতে অনুরূপ বর্ণনা করেন।
كتاب الصيد والذبائح والأضاحي
80 - 6278 -  فَإِذَا ابْنُ أَبِي دَاوُدَ قَدْ حَدَّثَنَا , قَالَ: ثنا أَبُو مَعْمَرٍ , قَالَ: ثنا عَبْدُ الْوَارِثِ , قَالَ: حَدَّثَنِي عَلِيُّ بْنُ زَيْدٍ , قَالَ: حَدَّثَنِي النَّابِغَةُ بْنُ مُخَارِقِ بْنِ سُلَيْمٍ , قَالَ: حَدَّثَنِي أَبِي أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ لُحُومِ الْأَضَاحِيِّ أَنْ تَدَّخِرُوهَا فَوْقَ ثَلَاثَةِ أَيَّامٍ , فَادَّخِرُوهَا مَا بَدَا لَكُمْ»
حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا أَسَدٌ ح
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا حَجَّاجٌ، قَالَا: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، عَنْ رَبِيعَةَ بْنِ النَّابِغَةِ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيٍّ، رَضِيَ اللهُ عَنْهُ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا أَسَدٌ ح
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا حَجَّاجٌ، قَالَا: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، عَنْ رَبِيعَةَ بْنِ النَّابِغَةِ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيٍّ، رَضِيَ اللهُ عَنْهُ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ

তাহকীক:
হাদীস নং: ৬২৭৯
 শিকার,জবাই ও কুরবানীর বিধান
empty
৬২৭৯।
كتاب الصيد والذبائح والأضاحي
6279 - 

তাহকীক:
হাদীস নং: ৬২৮০
 শিকার,জবাই ও কুরবানীর বিধান
empty
৬২৮০।
كتاب الصيد والذبائح والأضاحي
6280 - 

তাহকীক:
হাদীস নং: ৬২৮১
 শিকার,জবাই ও কুরবানীর বিধান
তিন দিন পর কুরবানীর গােশত খাওয়া জায়েয কি জায়েয নয়
৬২৮১।  ইউনুস ইবন আব্দুল আ'লা....হযরত আব্দুল্লাহ্ ইবন মাসউদ (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি নবী (ﷺ) হতে অনুরূপ বর্ণনা করেন।
كتاب الصيد والذبائح والأضاحي
6281 - حَدَّثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: ثنا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ، عَنْ أَيُّوبَ بْنِ هَانِئٍ، عَنْ مَسْرُوقِ بْنِ الْأَجْدَعِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ، رَضِيَ اللهُ عَنْهُ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ

তাহকীক:
হাদীস নং: ৬২৮২
আন্তর্জাতিক নং: ৬২৮৫
 শিকার,জবাই ও কুরবানীর বিধান
তিন দিন পর কুরবানীর গােশত খাওয়া জায়েয কি জায়েয নয়
৬২৮২-৮৫। ইব্ন আবু দাউদ ..... ইবন বুরায়দা তাঁর পিতা হতে, তিনি নবী (ﷺ) হতে অনুরূপ বর্ণনা করেন।
ফাহদ ও ইবন আবু দাউদ তাদের নিজ নিজ সনদে ....... মুহারিব ইবন দিসার নিজ সনদে অনুরূপ বর্ণনা করেছেন।
ইবরাহীম ইব্ন মারযূক.....ইবন বুরায়দা তার পিতা হতে , তিনি নবী (ﷺ) হতে অনুরূপ বর্ণনা করেন
ফাহদ ও ইবন আবু দাউদ তাদের নিজ নিজ সনদে ....... মুহারিব ইবন দিসার নিজ সনদে অনুরূপ বর্ণনা করেছেন।
ইবরাহীম ইব্ন মারযূক.....ইবন বুরায়দা তার পিতা হতে , তিনি নবী (ﷺ) হতে অনুরূপ বর্ণনা করেন
كتاب الصيد والذبائح والأضاحي
85 - 6282 -  حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا عَمْرُو بْنُ خَالِدٍ، قَالَ: ثنا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ زَيْدٍ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا أَبُو نُعَيْمٍ، ح. وَحَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا أَحْمَدُ بْنُ يُونُسَ، قَالَا: ثنا مَعْرُوفُ بْنُ وَاصِلٍ، قَالَ: حَدَّثَنِي مُحَارِبُ بْنُ دِثَارٍ، ثُمَّ ذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ. [ص:186]
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو عَاصِمٍ، قَالَ: ثنا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا أَبُو نُعَيْمٍ، ح. وَحَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا أَحْمَدُ بْنُ يُونُسَ، قَالَا: ثنا مَعْرُوفُ بْنُ وَاصِلٍ، قَالَ: حَدَّثَنِي مُحَارِبُ بْنُ دِثَارٍ، ثُمَّ ذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ. [ص:186]
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو عَاصِمٍ، قَالَ: ثنا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ

তাহকীক:
হাদীস নং: ৬২৮৩
 শিকার,জবাই ও কুরবানীর বিধান
empty
৬২৮৩।
كتاب الصيد والذبائح والأضاحي
6283 - 

তাহকীক:
হাদীস নং: ৬২৮৪
 শিকার,জবাই ও কুরবানীর বিধান
empty
৬২৮৪।
كتاب الصيد والذبائح والأضاحي
6284 - 

তাহকীক:
হাদীস নং: ৬২৮৫
 শিকার,জবাই ও কুরবানীর বিধান
empty
৬২৮৫।
كتاب الصيد والذبائح والأضاحي
6285 - 

তাহকীক:
হাদীস নং: ৬২৮৬
 শিকার,জবাই ও কুরবানীর বিধান
তিন দিন পর কুরবানীর গােশত খাওয়া জায়েয কি জায়েয নয়
৬২৮৬। ইউনুস .... হযরত আবু সাঈদ খুদরী (রাযিঃ) রাসূলুল্লাহ্ (ﷺ) তে অনুরূপ বর্ণনা করেন।
كتاب الصيد والذبائح والأضاحي
6286 -  حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ اللَّيْثِيُّ، أَنَّ مُحَمَّدَ بْنَ يَحْيَى بْنِ حِبَّانَ، أَخْبَرَهُ , أَنَّ وَاسِعَ بْنَ حِبَّانَ أَخْبَرَهُ , أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ رَضِيَ اللهُ عَنْهُ , حَدَّثَهُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ

তাহকীক:
হাদীস নং: ৬২৮৭
আন্তর্জাতিক নং: ৬২৮৮
 শিকার,জবাই ও কুরবানীর বিধান
তিন দিন পর কুরবানীর গােশত খাওয়া জায়েয কি জায়েয নয়
৬২৮৭-৮৮। ইবন আবু দাউদ ..... হযরত জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, তাঁরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর যামানায় তিন দিন পর্যন্ত কুরবানীর গোশত খেতেন। তিন দিনের বেশী খেতেন না। তারপর রাসূলুল্লাহ্ (ﷺ) তাদেরকে তার পরও খেতে ও জমা করতে অনুমতি প্রদান করেছেন।
ফাহদ ...... আতা হযরত জাবির (রাযিঃ) হতে অনুরূপ বর্ণনা করেছেন।
ফাহদ ...... আতা হযরত জাবির (রাযিঃ) হতে অনুরূপ বর্ণনা করেছেন।
كتاب الصيد والذبائح والأضاحي
6287 -  حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا أَيُّوبُ بْنُ سُلَيْمَانَ بْنِ بِلَالٍ، قَالَ: ثنا أَبُو بَكْرِ بْنُ أَبِي أُوَيْسٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بِلَالٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللهِ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، سَمِعَهُ يُحَدِّثُ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، رَضِيَ اللهُ عَنْهُ , «أَنَّهُمْ كَانُوا يَأْكُلُونَ الضَّحَايَا فِي عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثًا , لَا يَزِيدُونَ عَلَيْهَا , ثُمَّ إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَذِنَ لَهُمْ بَعْدُ , أَنْ يَأْكُلُوا وَيَتَزَوَّدُوا»
6288 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ عَمْرٍو، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ، رَضِيَ اللهُ عَنْهُ , نَحْوَهُ
6288 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ عَمْرٍو، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ، رَضِيَ اللهُ عَنْهُ , نَحْوَهُ

তাহকীক:
হাদীস নং: ৬২৮৮
 শিকার,জবাই ও কুরবানীর বিধান
empty
৬২৮৮।
كتاب الصيد والذبائح والأضاحي
6288 - 

তাহকীক:
হাদীস নং: ৬২৮৯
 শিকার,জবাই ও কুরবানীর বিধান
তিন দিন পর কুরবানীর গােশত খাওয়া জায়েয কি জায়েয নয়
৬২৮৯।  ইব্ন আবু দাউদ..... যুবায়দ হতে বর্ণিত, হযরত আবু সাঈদ খুদরী (রাযিঃ) তাঁকে জানিয়েছেন, একবার তিনি পরিবারের নিকট এলে তিনি তাদের নিকট সারীদের একটা পেয়ালা ও কুরবানীর গোশত দেখতে পেলেন। কিন্তু তিনি তা খেতে অস্বীকার করলেন। অতঃপর তিনি তাঁর ভাই কাতাদাহ ইবন নু'মানের নিকট এলে তিনি তাকে এ হাদীস শুনালেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বিদায় হজ্জের বছর বলেছেন, আমি তোমাদেরকে তিন দিনের বেশী কুরবানীর গোশত খেতে নিষেধ করেছিলাম। এখন আমি তোমাদের জন্য তা হালাল করছি। অতএব তোমরা যা ইচ্ছা তা হতে খাও।
كتاب الصيد والذبائح والأضاحي
6289 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا عَمْرُو بْنُ خَالِدٍ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ زُبَيْدٍ، أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، رَضِيَ اللهُ عَنْهُ أَخْبَرَهُ أَنَّهُ، أَتَى أَهْلَهُ , فَوَجَدَ عِنْدَهُمْ قَصْعَةَ ثَرِيدٍ , وَلَحْمٍ مِنْ لَحْمِ الْأَضَاحِيِّ , فَأَبَى أَنْ يَأْكُلَهُ. فَأَتَى قَتَادَةُ بْنُ النُّعْمَانِ , أَخُوهُ , فَحَدَّثَهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الْحَجِّ , قَالَ: «إِنِّي كُنْتُ نَهَيْتُكُمْ أَنْ لَا تَأْكُلُوا لُحُومَ الْأَضَاحِيِّ فَوْقَ ثَلَاثَةِ أَيَّامٍ , وَإِنِّي أُحِلُّهُ لَكُمْ , فَكُلُوا مِنْهُ مَا شِئْتُمْ»

তাহকীক:
হাদীস নং: ৬২৯০
 শিকার,জবাই ও কুরবানীর বিধান
তিন দিন পর কুরবানীর গােশত খাওয়া জায়েয কি জায়েয নয়
৬২৯০।  ইব্ন আবু দাউদ ..... নুবায়শা আল-খায়র হতে বর্ণনা করেন, নবী (ﷺ) ইরশাদ করেন, আমি তোমাদেরকে তিন দিনের বেশী কুরবানীর গোশত হতে নিষেধ করেছিলাম, যাবত না তোমরা প্রাচুর্যের অধিকারী হও। এখন আল্লাহ্ পাক তোমাদেরকে প্রাচুর্য দান করেছেন। অতএব তোমরা খাও ও জমা কর। বস্তুত এ দিনগুলো পানাহার ও আল্লাহর যিকিরের দিন।
كتاب الصيد والذبائح والأضاحي
6290 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا الْحِمَّانِيُّ، قَالَ: ثنا خَالِدُ بْنُ عَبْدِ اللهِ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي الْمَلِيحِ، عَنْ نُبَيْشَةَ الْخَيْرِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَنَا نَهَيْتُكُمْ عَنْ لُحُومِ الْأَضَاحِيِّ فَوْقَ ثَلَاثَةِ أَيَّامٍ حَتَّى تَسَعَكُمْ فَقَدْ جَاءَ اللهُ بِالسَّعَةِ , فَكُلُوا , وَادَّخِرُوا , فَإِنَّ هَذِهِ الْأَيَّامَ أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ , وَذِكْرِ اللهِ تَعَالَى»

তাহকীক: