শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
شرح معاني الآثار المختلفة المروية عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২০ টি
হাদীস নং: ৬৫৬৯
আন্তর্জাতিক নং: ৬৫৭০
মাকরুহ বিষয়াদির বর্ণনা
অধ্যায় : কারাহাত
গোঁফ মুণ্ডানো প্রসঙ্গ
গোঁফ মুণ্ডানো প্রসঙ্গ
৬৫৬৯-৭০। মুহাম্মাদ ইবনুল হাজ্জাজ আল- হাযরামী ও ইবরাহীম ইবন মারযূক আম্মার ইবন ইয়াসির হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ইরশাদ করেছেন (আম্বিয়া-ই কিরামের) সুন্নত হলো দশটি। অতঃপর তিনি গোঁফ খাট করা তার মধ্যে উল্লেখ করলেন।
كتاب الكراهة
كِتَابُ الْكَرَاهَةِ بَابُ حَلْقِ الشَّارِبِ
6569 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحَجَّاجِ الْحَضْرَمِيُّ، قَالَ: ثنا خَالِدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ ح
6570 - وَحَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ، قَالَ ثنا عَفَّانَ، قَالَ ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، عَنْ سَلَمَةَ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْفِطْرَةُ عَشَرَةٌ، فَذَكَرَ قَصَّ الشَّارِبِ»
6570 - وَحَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ، قَالَ ثنا عَفَّانَ، قَالَ ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، عَنْ سَلَمَةَ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْفِطْرَةُ عَشَرَةٌ، فَذَكَرَ قَصَّ الشَّارِبِ»
তাহকীক:
হাদীস নং: ৬৫৬৯
আন্তর্জাতিক নং: ৬৫৭২
মাকরুহ বিষয়াদির বর্ণনা
গোঁফ ছাটার বিধান।
كتاب الكراهة
6569 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا حَامِدُ بْنُ يَحْيَى، قَالَ: ثنا سُفْيَانُ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ حَاطِبٍ، قَالَ: «رَأَيْتُ ابْنَ عُمَرَ يُحْفِي شَارِبَهُ»
6570 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ سَعِيدٍ الْأَصْبَهَانِيُّ، قَالَ: ثنا شَرِيكٌ، عَنْ عُثْمَانَ بْنِ إِبْرَاهِيمَ الْحَلَبِيِّ، قَالَ: رَأَيْتُ ابْنَ عُمَرَ يُحْفِي شَارِبَهُ , كَأَنَّهُ يَنْتِفُهُ "
6571 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا وَهْبٌ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، «أَنَّهُ كَانَ يُحْفِي شَارِبَهُ»
6572 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ، عَنِ ابْنِ لَهِيعَةَ، عَنْ عُقْبَةَ بْنِ سَالِمٍ، قَالَ: «مَا رَأَيْتُ أَحَدًا أَشَدَّ إِحْفَاءً لِشَارِبِهِ , مِنِ ابْنِ عُمَرَ , كَانَ يُحْفِيهِ , حَتَّى إِنَّ الْجِلْدَ لَيُرَى» فَهَؤُلَاءِ أَصْحَابُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ كَانُوا يُحْفُونَ شَوَارِبَهُمْ , وَفِيهِمْ أَبُو هُرَيْرَةَ , وَهُوَ مِمَّنْ رَوَيْنَا عَنْهُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ مِنَ الْفِطْرَةِ قَصُّ الشَّارِبِ. فَدَلَّ ذَلِكَ أَنَّ قَصَّ الشَّارِبِ مِنَ الْفِطْرَةِ , وَهُوَ مِمَّا لَا بُدَّ مِنْهُ , وَأَنَّ مَا بَعْدَ ذَلِكَ مِنَ الْإِحْفَاءِ , هُوَ أَفْضَلُ , وَفِيهِ مِنْ إِصَابَةِ الْخَيْرِ , مَا لَيْسَ فِي الْقَصِّ
6570 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ سَعِيدٍ الْأَصْبَهَانِيُّ، قَالَ: ثنا شَرِيكٌ، عَنْ عُثْمَانَ بْنِ إِبْرَاهِيمَ الْحَلَبِيِّ، قَالَ: رَأَيْتُ ابْنَ عُمَرَ يُحْفِي شَارِبَهُ , كَأَنَّهُ يَنْتِفُهُ "
6571 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا وَهْبٌ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، «أَنَّهُ كَانَ يُحْفِي شَارِبَهُ»
6572 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ، عَنِ ابْنِ لَهِيعَةَ، عَنْ عُقْبَةَ بْنِ سَالِمٍ، قَالَ: «مَا رَأَيْتُ أَحَدًا أَشَدَّ إِحْفَاءً لِشَارِبِهِ , مِنِ ابْنِ عُمَرَ , كَانَ يُحْفِيهِ , حَتَّى إِنَّ الْجِلْدَ لَيُرَى» فَهَؤُلَاءِ أَصْحَابُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ كَانُوا يُحْفُونَ شَوَارِبَهُمْ , وَفِيهِمْ أَبُو هُرَيْرَةَ , وَهُوَ مِمَّنْ رَوَيْنَا عَنْهُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ مِنَ الْفِطْرَةِ قَصُّ الشَّارِبِ. فَدَلَّ ذَلِكَ أَنَّ قَصَّ الشَّارِبِ مِنَ الْفِطْرَةِ , وَهُوَ مِمَّا لَا بُدَّ مِنْهُ , وَأَنَّ مَا بَعْدَ ذَلِكَ مِنَ الْإِحْفَاءِ , هُوَ أَفْضَلُ , وَفِيهِ مِنْ إِصَابَةِ الْخَيْرِ , مَا لَيْسَ فِي الْقَصِّ
তাহকীক:
হাদীস নং: ৬৫৭০
মাকরুহ বিষয়াদির বর্ণনা
empty
৬৫৭০।
كتاب الكراهة
6570 -
তাহকীক:
হাদীস নং: ৬৫৭১
মাকরুহ বিষয়াদির বর্ণনা
গোঁফ মুণ্ডানো প্রসঙ্গ
৬৫৭১। ফাহদ .... আব্দুল্লাহ্ ইব্ন যুবায়র হযরত আয়েশা (রাযিঃ) হুতে বর্ণনা করেন, তিনি রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণনা করেছেন। তিনি অনুরূপ বর্ণনা করেছেন।
كتاب الكراهة
6571 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا الْحِمَّانِيُّ، قَالَ: ثنا وَكِيعٌ، عَنْ زَكَرِيَّا، عَنْ مُصْعَبِ بْنِ شَيْبَةَ، عَنْ طَلْقِ بْنِ حَبِيبٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
তাহকীক:
হাদীস নং: ৬৫৭২
মাকরুহ বিষয়াদির বর্ণনা
গোঁফ মুণ্ডানো প্রসঙ্গ
৬৫৭২। আব্দুল গনী ইবন রিফাআ …… হযরত আবু হুরায়রা (রাযিঃ) রাসূলুল্লাহ্ (ﷺ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, সুন্নত হলো পাঁচটি অতঃপর তিনি অনুরূপ বর্ণনা করেন।
كتاب الكراهة
6572 - حَدَّثَنَا عَبْدُ الْغَنِيِّ بْنُ رِفَاعَةَ، عَنْ أَبِي عَقِيلٍ، وَيُونُسَ قَالَا: ثنا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «الْفِطْرَةُ خَمْسٌ» ثُمَّ ذَكَرَ مِثْلَهُ
তাহকীক:
হাদীস নং: ৬৫৭৩
মাকরুহ বিষয়াদির বর্ণনা
গোঁফ মুণ্ডানো প্রসঙ্গ
৬৫৭৩। সুলায়মান ইবন শুআয়ব ..... হযরত মুগীরা ইবন শুবা (রাযিঃ) হতে বর্ণনা করেন, একবার রাসূলুল্লাহ্ (ﷺ) দীর্ঘ গোঁফওয়ালা এক ব্যক্তিকে দেখতে পেয়ে একটা মিসওয়াক চাইলেন। তারপর একটা খুরও চেয়ে নিলেন, তারপর মিসওয়াক বরাবর লোকটির গোঁফ খাট করে দিলেন।
كتاب الكراهة
6573 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ، قَالَ: ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادٍ، قَالَ ثنا الْمَسْعُودِيُّ، عَنْ أَبِي عَوْنٍ الثَّقَفِيِّ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا طَوِيلَ الشَّارِبِ , فَدَعَا بِسِوَاكٍ وَشَفْرَةٍ , فَقَصَّ شَارِبَ الرَّجُلِ عَلَى عُودِ السِّوَاكِ»
তাহকীক:
হাদীস নং: ৬৫৭৪
মাকরুহ বিষয়াদির বর্ণনা
গোঁফ মুণ্ডানো প্রসঙ্গ
৬৫৭৪। ইবন খুযায়মা ..... হযরত মুগীরা ইবন শুবা (রাযিঃ) হতে বর্ণন করেন, তিনি বলেন, দীর্ঘ গোফওয়ালা এক ব্যক্তি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট উপস্থিত হলো। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) একটা মিসওয়াক চেয়ে নিলেন। তারপর একটা খুরও চাইলেন। অতঃপর তিনি লোকটির গোঁফ মিসওয়াক সমান সমান কেটে দিলেন।
كتاب الكراهة
6574 - حَدَّثَنَا ابْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ رَجَاءٍ، قَالَ ثنا الْمَسْعُودِيُّ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللهِ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ أَنَّ رَجُلًا، أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَوِيلَ الشَّارِبِ , فَدَعَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسِوَاكٍ , ثُمَّ دَعَا بِشَفْرَةٍ , فَقَصَّ شَارِبَ الرَّجُلِ عَلَى سِوَاكٍ "
তাহকীক:
হাদীস নং: ৬৫৭৫
আন্তর্জাতিক নং: ৬৫৭৬
মাকরুহ বিষয়াদির বর্ণনা
গোঁফ মুণ্ডানো প্রসঙ্গ
৬৫৭৫-৭৬। বাক্কার ও মুহাম্মাদ ইবন খুযায়মা তাদের সনদে হযরত মুগীরা ইবন শুবা (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) মিসওয়াক সমান আমার গোঁফ ছেঁটে দিলেন।
আলোচনা : আবু জাফর (তাহাবী-র) বলেন, মদীনার একদল উলামা-ই কিরাম এসব হাদীসের ভিত্তিতে গোঁফ ছোট করাকে তা পূর্ণ হলক করা অপেক্ষা উত্তম মনে করেন।
আল্লামা আইনী (রাযিঃ) বলেন, এ উলামা-ই কিরাম দ্বারা সালেম, সাঈদ ইবনুল মুসাইয়্যিব, উরওয়া, জা'ফর ইবন যুহায়র উবায়দুল্লাহ ইবন আব্দুল্লাহ্ ইবন উবাহ, হাসান বসরী, মুহাম্মাদ ইবন সীরীন, আতা ইবন আবী রাবাহ, নাফে ইবন যুবায়র, ইরাক ইবন মালিক (রাহঃ) উদ্দেশ্য। ইমাম মালিক (রাহঃ)-এর মাযহাবও এটাই ।
অপরপক্ষে অন্য একদল উলামা-ই কিরাম তাদের বিপরীত মত প্রকাশ বলেন, গোঁফ খাট করা বরং মূল হতে গোঁফ চেঁছে ফেলা মুস্তাহাব। এরা বলেন, আমরা গোঁফ খাট করা অপেক্ষা এটাকেই উত্তম মনে করি । আর তারা নিম্নের হাদীসসমূহ দলীল হিসেবে পেশ করেন :
আল্লামা আইনী (রাযিঃ) বলেন, এ উলামা-ই কিরাম দ্বারা জমহূরে সালফ তাঁদের মধ্যে কূফার অধিবাসী উলামা-ই কিরামও রয়েছেন । এছাড়া মাকহূল, মুহাম্মাদ ইবন আজলান, ইবন উমর (রাযিঃ)-এর আযাদ করা গোলাম নাফে, ইমাম আবু হানীফা, আবু ইউসুফ ও মুহাম্মাদ (রাহঃ)-এর মাযহাবও এটাই। অতঃপর তিনি বলেন, আব্দুল্লাহ ইবন উমর (রাযিঃ), আবু সাঈদ খুদরী (রাযিঃ), রাফে ইবন খাদীজ, সালামা ইবনুল আকওয়া, জাবির ইবন আব্দুল্লাহ্ ও আবৃ উসাইদ (রাযিঃ)-এর আমলও এরূপ বর্ণিত। ইবন আবু শায়বা তার সনদে এরূপ বর্ণনা করেছেন।
আলোচনা : আবু জাফর (তাহাবী-র) বলেন, মদীনার একদল উলামা-ই কিরাম এসব হাদীসের ভিত্তিতে গোঁফ ছোট করাকে তা পূর্ণ হলক করা অপেক্ষা উত্তম মনে করেন।
আল্লামা আইনী (রাযিঃ) বলেন, এ উলামা-ই কিরাম দ্বারা সালেম, সাঈদ ইবনুল মুসাইয়্যিব, উরওয়া, জা'ফর ইবন যুহায়র উবায়দুল্লাহ ইবন আব্দুল্লাহ্ ইবন উবাহ, হাসান বসরী, মুহাম্মাদ ইবন সীরীন, আতা ইবন আবী রাবাহ, নাফে ইবন যুবায়র, ইরাক ইবন মালিক (রাহঃ) উদ্দেশ্য। ইমাম মালিক (রাহঃ)-এর মাযহাবও এটাই ।
অপরপক্ষে অন্য একদল উলামা-ই কিরাম তাদের বিপরীত মত প্রকাশ বলেন, গোঁফ খাট করা বরং মূল হতে গোঁফ চেঁছে ফেলা মুস্তাহাব। এরা বলেন, আমরা গোঁফ খাট করা অপেক্ষা এটাকেই উত্তম মনে করি । আর তারা নিম্নের হাদীসসমূহ দলীল হিসেবে পেশ করেন :
আল্লামা আইনী (রাযিঃ) বলেন, এ উলামা-ই কিরাম দ্বারা জমহূরে সালফ তাঁদের মধ্যে কূফার অধিবাসী উলামা-ই কিরামও রয়েছেন । এছাড়া মাকহূল, মুহাম্মাদ ইবন আজলান, ইবন উমর (রাযিঃ)-এর আযাদ করা গোলাম নাফে, ইমাম আবু হানীফা, আবু ইউসুফ ও মুহাম্মাদ (রাহঃ)-এর মাযহাবও এটাই। অতঃপর তিনি বলেন, আব্দুল্লাহ ইবন উমর (রাযিঃ), আবু সাঈদ খুদরী (রাযিঃ), রাফে ইবন খাদীজ, সালামা ইবনুল আকওয়া, জাবির ইবন আব্দুল্লাহ্ ও আবৃ উসাইদ (রাযিঃ)-এর আমলও এরূপ বর্ণিত। ইবন আবু শায়বা তার সনদে এরূপ বর্ণনা করেছেন।
كتاب الكراهة
6575 - حَدَّثَنَا بَكَّارٌ قَالَ: ثنا إِبْرَاهِيمُ بْنُ أَبِي الْوَزِيرِ ح [ص:230]
6576 - وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ , قَالَ: ثنا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ , قَالَ: ثنا سُفْيَانُ , عَنْ مِسْعَرٍ , عَنْ أَبِي صَخْرَةَ جَامِعِ بْنِ شَدَّادٍ الْمُحَارِبِيِّ , عَنِ الْمُغِيرَةِ بْنِ عَبْدِ اللهِ عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ: «أَخَذَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ شَارِبِي عَلَى سِوَاكٍ» قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ مِنْ أَهْلِ الْمَدِينَةِ إِلَى هَذِهِ الْآثَارِ , وَاخْتَارُوا لَهَا قَصَّ الشَّارِبِ عَلَى إِحْفَائِهِ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ فَقَالُوا: بَلْ يُسْتَحَبُّ إِحْفَاءُ الشَّوَارِبِ , نَرَاهُ أَفْضَلَ مِنْ قَصِّهَا. وَاحْتَجُّوا فِي ذَلِكَ
6576 - وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ , قَالَ: ثنا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ , قَالَ: ثنا سُفْيَانُ , عَنْ مِسْعَرٍ , عَنْ أَبِي صَخْرَةَ جَامِعِ بْنِ شَدَّادٍ الْمُحَارِبِيِّ , عَنِ الْمُغِيرَةِ بْنِ عَبْدِ اللهِ عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ: «أَخَذَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ شَارِبِي عَلَى سِوَاكٍ» قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ مِنْ أَهْلِ الْمَدِينَةِ إِلَى هَذِهِ الْآثَارِ , وَاخْتَارُوا لَهَا قَصَّ الشَّارِبِ عَلَى إِحْفَائِهِ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ فَقَالُوا: بَلْ يُسْتَحَبُّ إِحْفَاءُ الشَّوَارِبِ , نَرَاهُ أَفْضَلَ مِنْ قَصِّهَا. وَاحْتَجُّوا فِي ذَلِكَ
তাহকীক:
হাদীস নং: ৬৫৭৬
মাকরুহ বিষয়াদির বর্ণনা
empty
৬৫৭৬।
كتاب الكراهة
6576 -
তাহকীক:
হাদীস নং: ৬৫৭৭
মাকরুহ বিষয়াদির বর্ণনা
গোঁফ মুণ্ডানো প্রসঙ্গ
৬৫৭৭। মুহাম্মাদ ইবন আলী ইবন মুহারিয ……. ইকরিমা হযরত ইবন আব্বাস (রাহঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর গোঁফ ছোট করে ছাঁটতেন এবং হযরত ইবরাহীম (আ)-ও গোঁফ ছাঁটতেন
كتاب الكراهة
6577 - بِمَا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ مُحْرِزٍ , قَالَ: ثنا يَحْيَى بْنُ أَبِي بَكْرٍ قَالَ: ثنا الْحَسَنُ بْنُ صَالِحٍ , عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ , عَنْ عِكْرِمَةَ , عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَجُزُّ شَارِبَهُ وَكَانَ إِبْرَاهِيمُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَجُزُّ شَارِبَهُ»
তাহকীক:
হাদীস নং: ৬৫৭৮
আন্তর্জাতিক নং: ৬৫৮০
মাকরুহ বিষয়াদির বর্ণনা
গোঁফ মুণ্ডানো প্রসঙ্গ
৬৫৭৮-৮০। ইউনুস ও মুহাম্মাদ ইবন আমর ইবন ইউনুস তাদের নিজ নিজ সূত্রে নাফে হতে, তিনি তার পিতা এবং ইবন উমর হতে, আর উভয়ে রাসূলুল্লাহ্ (ﷺ) এটি হতে বর্ণনা করেন, তিনি বলেন: তোমরা গোঁফ গোড়া হতে চেঁছে ফেল এবং দাঁড়ি বৃদ্ধি কর।
ইবন আবু আকীল …… হযরত ইবন উমর (রাযিঃ) রাসূলুল্লাহ্ (ﷺ) এটি হতে অনুরূপ বর্ণনা করেন।
ইবন আবু আকীল …… হযরত ইবন উমর (রাযিঃ) রাসূলুল্লাহ্ (ﷺ) এটি হতে অনুরূপ বর্ণনা করেন।
كتاب الكراهة
80 - 6578 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي بَكْرِ بْنِ نَافِعٍ، عَنْ أَبِيهِ ح
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ يُونُسَ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ نُمَيْرٍ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، كِلَاهُمَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَحْفُوا الشَّوَارِبَ , وَأَعْفُوا اللِّحَى»
حَدَّثَنَا ابْنُ أَبِي عَقِيلٍ، قَالَ: ثنا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ يُونُسَ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ نُمَيْرٍ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، كِلَاهُمَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَحْفُوا الشَّوَارِبَ , وَأَعْفُوا اللِّحَى»
حَدَّثَنَا ابْنُ أَبِي عَقِيلٍ، قَالَ: ثنا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
তাহকীক:
হাদীস নং: ৬৫৭৯
মাকরুহ বিষয়াদির বর্ণনা
empty
৬৫৭৯।
كتاب الكراهة
6579 -
তাহকীক:
হাদীস নং: ৬৫৮০
মাকরুহ বিষয়াদির বর্ণনা
empty
৬৫৮০।
كتاب الكراهة
6580 -
তাহকীক:
হাদীস নং: ৬৫৮১
মাকরুহ বিষয়াদির বর্ণনা
গোঁফ মুণ্ডানো প্রসঙ্গ
৬৫৮১। ইয়াযীদ ইবন সিনান ...... হযরত আনাস (রাযিঃ) রাসূলুল্লাহ্ (ﷺ) হতে বর্ণনা করেন এবং তিনি অতিরিক্ত এ কথাও বর্ণনা করেন যে, তোমরা ইয়াহুদীদের সদৃশ্য অবলম্বন করো না।
كتاب الكراهة
6581 - حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ، قَالَ: ثنا حَبَّانُ بْنُ هِلَالٍ، قَالَ: ثنا أَبُو جَعْفَرٍ الْمَدِينِيُّ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ عُبَيْدِ اللهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَزَادَ وَلَا تَشَبَّهُوا بِالْيَهُودِ
তাহকীক:
হাদীস নং: ৬৫৮২
মাকরুহ বিষয়াদির বর্ণনা
গোঁফ মুণ্ডানো প্রসঙ্গ
৬৫৮২। ইয়াযীদ ..... হযরত আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন তোমরা দাঁড়ি ছেড়ে দাও । অথবা তিনি বলেন, তোমরা দাঁড়ি লম্বা কর।
كتاب الكراهة
6582 - حَدَّثَنَا يَزِيدُ، قَالَ ثنا ابْنُ أَبِي مَرْيَمَ، قَالَ ثنا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «جُزُّوا الشَّوَارِبَ , وَأَرْخُوا , أَوْ أَعْفُوا اللِّحَى»
তাহকীক:
হাদীস নং: ৬৫৮৩
মাকরুহ বিষয়াদির বর্ণনা
গোঁফ মুণ্ডানো প্রসঙ্গ
৬৫৮৩। সালিহ ইবন আব্দুর রহমান ..... আবু সালামা হযরত আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, তোমরা গোঁফ গোড়া হতে চেঁছে ফেল এবং দাঁড়ি লম্বা কর। এই তো রাসূলুল্লাহ্ (ﷺ) গোঁফ গোড়া হতে চেঁছে ফেলার নির্দেশ দিয়েছেন। অতএব হযরত ইবন উমর (রাযিঃ) কর্তৃক বর্ণিত হাদীসে যা আমরা উল্লেখ করেছি, তা দ্বারা গোড়া হতে গোঁফ কেটে ফেলাই প্রমাণিত হলো। আর হযরত ইবন আব্বাস ও আবু হুরায়রা (রাযিঃ) কর্তৃক বর্ণিত হাদীসে রয়েছে جزوا الشوارب "তোমরা গোঁফ কর্তন কর।" এ হাদীসের যেমন এই অর্থ হতে পারে “তোমরা গোড়া হতে গোঁফ কর্তন কর", তেমনি এ অর্থও হতে পারে, তোমরা গোঁফ ছোট করে কর্তন কর। অতএব হযরত ইবন উমর (রাযিঃ) কর্তৃক বর্ণিত হাদীস, হযরত আবু হুরায়রা, হযরত আম্মার ও হযরত আয়েশা (রাযিঃ) কর্তৃক বর্ণিত হাদীস যা আমরা এ পরিচ্ছেদের শুরুতে বর্ণনা করেছি, তার সাথে সাংঘর্ষিক প্রমাণিত হলো।
আর হযরত মুগীরা ইবন শুবা (রাযিঃ) কর্তৃক বর্ণিত হাদীসে কোন পক্ষের কোন দলীল নেই। কারণ এ হাদীসে এ সম্ভাবনা রয়েছে যে, তার এমন করার কারণ হয়ত এই যে, তখন তার কাছে কোন কাঁচি ছিল না, অপরপক্ষে হযরত আম্মার, হযরত আয়েশা ও হযরত আবু হুরায়রা (রাযিঃ) কর্তৃক বর্ণিত হাদীসেরও ভিন্ন অর্থ হতে পারে। এখানে এ সম্ভাবনা আছে, সুন্নত আদায় হবার জন্য যতটুকু কর্তন করা অবশ্যই জরুরী, তা হলো গোঁফ খাট করে কর্তন করা। আর গোড়া হতে অতিরিক্ত কর্তন করা হলো উত্তম। এ অর্থের ভিত্তিতে আমরা এ পরিচ্ছেদে যে সব হাদীস বর্ণনা করেছি, তার সবটাই প্রমাণিত ও কার্যকর হবে এবং এসব হাদীসে পরস্পর দ্বন্দ্ব থাকবে না এবং এ কথা প্রমাণিত হবার পর, এ কথাও প্রমাণিত হবে যে মূল হতে কর্তন করা খাট করে কর্তন করা অপেক্ষা উত্তম। হাদীসের ভিত্তিতে এ পরিচ্ছেদের অর্থ এটাই ।
নযর ও যুক্তি : আর নযর ও যুক্তির নিরীখে আমরা দেখতে পাই যে, ইহরাম শেষ করার সময় হলক ও মূল হতে চুল কেটে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে এবং ছোট করারও অনুমতি দেয়া হয়েছে। এক্ষেত্রে হলক করা ছোট করা অপেক্ষা উত্তম। যার ইচ্ছা সে ছোট করবে, আর যার ইচ্ছা আরো অতিরিক্ত কাটবে। তবে মূল হতে যে অতিরিক্ত কাটবে, তার সাওয়াব ঐ ব্যক্তির চেয়ে বেশী হবে, যে ছোট করে কাটবে। আর এ কথার ওপর ভিত্তি করে এটাই যুক্তিসংগত যে, গোঁফের হুকুম হলো তা ছোট করা তো ভাল, তবে মূল হতে কেটে ফেলা বেশী ভাল। আর এটাই ইমাম আবু হানীফা, আবু ইউসুফ ও মুহাম্মাদ (রাহঃ)-এর মত ও মাযহাব। পূর্ববর্তী উলামা-ই কিরামের একটি জামাত হতে বর্ণিত, যা হলো
আর হযরত মুগীরা ইবন শুবা (রাযিঃ) কর্তৃক বর্ণিত হাদীসে কোন পক্ষের কোন দলীল নেই। কারণ এ হাদীসে এ সম্ভাবনা রয়েছে যে, তার এমন করার কারণ হয়ত এই যে, তখন তার কাছে কোন কাঁচি ছিল না, অপরপক্ষে হযরত আম্মার, হযরত আয়েশা ও হযরত আবু হুরায়রা (রাযিঃ) কর্তৃক বর্ণিত হাদীসেরও ভিন্ন অর্থ হতে পারে। এখানে এ সম্ভাবনা আছে, সুন্নত আদায় হবার জন্য যতটুকু কর্তন করা অবশ্যই জরুরী, তা হলো গোঁফ খাট করে কর্তন করা। আর গোড়া হতে অতিরিক্ত কর্তন করা হলো উত্তম। এ অর্থের ভিত্তিতে আমরা এ পরিচ্ছেদে যে সব হাদীস বর্ণনা করেছি, তার সবটাই প্রমাণিত ও কার্যকর হবে এবং এসব হাদীসে পরস্পর দ্বন্দ্ব থাকবে না এবং এ কথা প্রমাণিত হবার পর, এ কথাও প্রমাণিত হবে যে মূল হতে কর্তন করা খাট করে কর্তন করা অপেক্ষা উত্তম। হাদীসের ভিত্তিতে এ পরিচ্ছেদের অর্থ এটাই ।
নযর ও যুক্তি : আর নযর ও যুক্তির নিরীখে আমরা দেখতে পাই যে, ইহরাম শেষ করার সময় হলক ও মূল হতে চুল কেটে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে এবং ছোট করারও অনুমতি দেয়া হয়েছে। এক্ষেত্রে হলক করা ছোট করা অপেক্ষা উত্তম। যার ইচ্ছা সে ছোট করবে, আর যার ইচ্ছা আরো অতিরিক্ত কাটবে। তবে মূল হতে যে অতিরিক্ত কাটবে, তার সাওয়াব ঐ ব্যক্তির চেয়ে বেশী হবে, যে ছোট করে কাটবে। আর এ কথার ওপর ভিত্তি করে এটাই যুক্তিসংগত যে, গোঁফের হুকুম হলো তা ছোট করা তো ভাল, তবে মূল হতে কেটে ফেলা বেশী ভাল। আর এটাই ইমাম আবু হানীফা, আবু ইউসুফ ও মুহাম্মাদ (রাহঃ)-এর মত ও মাযহাব। পূর্ববর্তী উলামা-ই কিরামের একটি জামাত হতে বর্ণিত, যা হলো
كتاب الكراهة
6583 - حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ ثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: ثنا هُشَيْمٌ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «أَحْفُوا الشَّوَارِبَ , وَأَعْفُوا اللِّحَى» فَهَذَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ أَمَرَ بِإِحْفَاءِ الشَّوَارِبِ , فَثَبَتَ بِذَلِكَ الْإِحْفَاءُ عَلَى مَا ذَكَرْنَا , فِي حَدِيثِ ابْنِ عُمَرَ. وَفِي حَدِيثِ ابْنِ عَبَّاسٍ وَأَبِي هُرَيْرَةَ , جُزُّوا الشَّوَارِبَ فَذَاكَ يَحْتَمِلُ أَنْ يَكُونَ جَزًّا , مَعَهُ الْإِحْفَاءُ , وَيَحْتَمِلُ أَنْ يَكُونَ عَلَى مَا دُونَ ذَلِكَ. فَقَدْ ثَبَتَ مُعَارَضَةُ حَدِيثِ ابْنِ عُمَرَ , بِحَدِيثِ أَبِي هُرَيْرَةَ , وَعَمَّارٍ , وَعَائِشَةَ , الَّذِي ذَكَرْنَا فِي أَوَّلِ هَذَا الْبَابِ. وَأَمَّا حَدِيثُ الْمُغِيرَةِ , فَلَيْسَ فِيهِ دَلِيلٌ عَلَى شَيْءٍ , لِأَنَّهُ يَجُوزُ أَنْ يَكُونَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَ ذَلِكَ , وَلَمْ يَكُنْ بِحَضْرَتِهِ مِقْرَاضٌ , يَقْدِرُ عَلَى إِحْفَاءِ الشَّارِبِ. وَيَحْتَمِلُ أَيْضًا حَدِيثُ عَمَّارٍ وَعَائِشَةَ , وَأَبِي هُرَيْرَةَ , فِي ذَلِكَ مَعْنًى آخَرَ , يَحْتَمِلُ أَنْ تَكُونَ الْفِطْرَةُ , هِيَ الَّتِي لَا بُدَّ مِنْهَا , وَهِيَ قَصُّ الشَّارِبِ , وَمَا سِوَى ذَلِكَ فَضْلٌ حَسَنٌ. فَثَبَتَتِ الْآثَارُ كُلُّهَا الَّتِي رَوَيْنَاهَا فِي هَذَا الْبَابِ , وَلَا تَضَادُّ , وَيَجِبُ بِثُبُوتِهَا أَنَّ الْإِحْفَاءَ أَفْضَلُ مِنَ الْقَصِّ. [ص:231] وَهَذَا مَعْنَى هَذَا الْبَابِ , مِنْ طَرِيقِ الْآثَارِ. وَأَمَّا مِنْ طَرِيقِ النَّظَرِ , فَإِنَّا رَأَيْنَا الْحَلْقَ قَدْ أُمِرَ بِهِ فِي الْإِحْرَامِ , وَرُخِّصَ فِي التَّقْصِيرِ. فَكَانَ الْحَلْقُ أَفْضَلَ مِنَ التَّقْصِيرِ , وَكَانَ التَّقْصِيرُ , مَنْ شَاءَ فَعَلَهُ , وَمَنْ شَاءَ زَادَ عَلَيْهِ , إِلَّا أَنَّهُ يَكُونُ بِزِيَادَتِهِ عَلَيْهِ أَعْظَمَ أَجْرًا مِمَّنْ قَصَّ. فَالنَّظَرُ عَلَى ذَلِكَ أَنْ يَكُونَ كَذَلِكَ حُكْمُ الشَّارِبِ قَصُّهُ حَسَنٌ , وَإِحْفَاؤُهُ أَحْسَنُ وَأَفْضَلُ. وَهَذَا مَذْهَبُ أَبِي حَنِيفَةَ , وَأَبِي يُوسُفَ , وَمُحَمَّدٍ رَحِمَهُمُ اللهُ. وَقَدْ رُوِيَ عَنْ جَمَاعَةٍ مِنَ الْمُتَقَدِّمِينَ
তাহকীক:
হাদীস নং: ৬৫৮৪
আন্তর্জাতিক নং: ৬৫৮৬
মাকরুহ বিষয়াদির বর্ণনা
গোঁফ মুণ্ডানো প্রসঙ্গ
৬৫৮৪-৮৬। ইবন আকীল ……. ইসমাঈল ইবন আবু খালিদ বলেন, আমি হযরত আনাস ইবন মালিক ও ওয়াসিলা ইবন আসকা (রাযিঃ)-কে দেখেছি, তাঁরা তাঁদের গোঁফ মূল হতে কেটে ফেলতেন এবং দাঁড়ি বৃদ্ধি করতেন এবং হলুদ বর্ণ করতেন । ইসমাঈল (ইবন আবু খালিদ), উসমান ইবন উবায়দুল্লাহ ইবন আবু রাফে আল-মাদানী হতে বর্ণনা করেন, তিনি বলেন, আমি দেখেছি, হযরত আব্দুল্লাহ ইবন উমর, হযরত আবু হুরায়রা, হযরত আবু সাঈদ খুদরী, হযরত আবু উসায়দ সায়িদী, হযরত রাফে ইবন খাদীজ, হযরত জাবির ইবন আব্দুল্লাহ, হযরত আনাস ইবন মালিক ও হযরত সালমা ইবনুল আকওয়া (রাযিঃ) অনুরূপ করতেন।
মুহাম্মাদ ইবন নু'মান ..... উবায়দুল্লাহ ইবন আবী রাফে হতে বর্ণিত, তিনি বলেন, আমি আবু সাঈদ খুদরী, আবু উবায়দ, রাফে ইবন খাদীজ, সাহল ইবন সা'দ, আব্দুল্লাহ ইবন উমর, জাবির ইবন আব্দুল্লাহ ও আবু হুরায়রা (রাযিঃ) এঁদেরকে দেখেছি, তাঁরা তাঁদের গোঁফ ছোট করে কাটতেন।
মুহাম্মাদ ইবন নু'মান ..... উবায়দুল্লাহ ইবন আবী রাফে হতে বর্ণিত, তিনি বলেন, আমি আবু সাঈদ খুদরী, আবু উবায়দ, রাফে ইবন খাদীজ, সাহল ইবন সা'দ, আব্দুল্লাহ ইবন উমর, জাবির ইবন আব্দুল্লাহ ও আবু হুরায়রা (রাযিঃ) এঁদেরকে দেখেছি, তাঁরা তাঁদের গোঁফ ছোট করে কাটতেন।
كتاب الكراهة
86 - 6584 - مَا قَدْ حَدَّثَنَا ابْنُ أَبِي عَقِيلٍ , قَالَ: ثنا ابْنُ وَهْبٍ , قَالَ: أَخْبَرَنِي إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ , قَالَ: حَدَّثَنِي إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ , قَالَ: رَأَيْتُ أَنَسَ بْنَ مَالِكٍ وَوَاثِلَةَ بْنَ الْأَسْقَعِ , يُحْفِيَانِ شَوَارِبَهُمَا وَيُعْفِيَانِ لِحَاهُمَا , وَيُصَفِّرَانِهَا " قَالَ إِسْمَاعِيلُ:
وَحَدَّثَنِي عُثْمَانُ بْنُ عُبَيْدِ اللهِ بْنِ رَافِعٍ الْمَدَنِيُّ , قَالَ: «رَأَيْتُ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ , وَأَبَا هُرَيْرَةَ , وَأَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ , وَأَبَا أُسَيْدٍ السَّاعِدِيَّ , وَرَافِعَ بْنَ خَدِيجٍ , وَجَابِرَ بْنَ عَبْدِ اللهِ , وَأَنَسَ بْنَ مَالِكٍ , وَسَلَمَةَ بْنَ الْأَكْوَعِ , يَفْعَلُونَ ذَلِكَ»
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ النُّعْمَانِ، قَالَ: ثنا أَبُو ثَابِتٍ، قَالَ: ثنا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ عُثْمَانَ بْنِ عُبَيْدِ اللهِ بْنِ أَبِي رَافِعٍ، قَالَ: رَأَيْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ , وَأَبَا أُسَيْدٍ , وَرَافِعَ بْنَ خَدِيجٍ , وَسَهْلَ بْنَ سَعْدٍ وَعَبْدَ اللهِ بْنَ عُمَرَ , وَجَابِرَ بْنَ عَبْدِ اللهِ وَأَبَا هُرَيْرَةَ يُحْفُونَ شَوَارِبَهُمْ "
وَحَدَّثَنِي عُثْمَانُ بْنُ عُبَيْدِ اللهِ بْنِ رَافِعٍ الْمَدَنِيُّ , قَالَ: «رَأَيْتُ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ , وَأَبَا هُرَيْرَةَ , وَأَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ , وَأَبَا أُسَيْدٍ السَّاعِدِيَّ , وَرَافِعَ بْنَ خَدِيجٍ , وَجَابِرَ بْنَ عَبْدِ اللهِ , وَأَنَسَ بْنَ مَالِكٍ , وَسَلَمَةَ بْنَ الْأَكْوَعِ , يَفْعَلُونَ ذَلِكَ»
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ النُّعْمَانِ، قَالَ: ثنا أَبُو ثَابِتٍ، قَالَ: ثنا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ عُثْمَانَ بْنِ عُبَيْدِ اللهِ بْنِ أَبِي رَافِعٍ، قَالَ: رَأَيْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ , وَأَبَا أُسَيْدٍ , وَرَافِعَ بْنَ خَدِيجٍ , وَسَهْلَ بْنَ سَعْدٍ وَعَبْدَ اللهِ بْنَ عُمَرَ , وَجَابِرَ بْنَ عَبْدِ اللهِ وَأَبَا هُرَيْرَةَ يُحْفُونَ شَوَارِبَهُمْ "
তাহকীক:
হাদীস নং: ৬৫৮৫
মাকরুহ বিষয়াদির বর্ণনা
empty
৬৫৮৫।
كتاب الكراهة
6585 -
তাহকীক:
হাদীস নং: ৬৫৮৬
মাকরুহ বিষয়াদির বর্ণনা
empty
৬৫৮৬।
كتاب الكراهة
6586 -
তাহকীক:
হাদীস নং: ৬৫৮৭
মাকরুহ বিষয়াদির বর্ণনা
গোঁফ মুণ্ডানো প্রসঙ্গ
৬৫৮৭। ইবন আবু দাউদ ..... হযরত ইবন উমর (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি তাঁর গোঁফ মূল হতে কাটতেন, এমনকি তাঁর চামড়ার শুভ্রতা দেখা যেত।
كتاب الكراهة
6587 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا أَحْمَدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ يُونُسَ، قَالَ: ثنا عَاصِمُ بْنُ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ «أَنَّهُ كَانَ يُحْفِي شَارِبَهُ , حَتَّى يُرَى بَيَاضُ الْجِلْدِ»
তাহকীক: