শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
شرح معاني الآثار المختلفة المروية عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২০ টি
হাদীস নং: ৬৬৬৪
মাকরুহ বিষয়াদির বর্ণনা
রেশমী পোশাক পরিধান প্রসঙ্গে
৬৬৬৪। ফাহদ (রাহঃ) ...... মিসওয়ার ইবন মাখরামা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট কিছু জুব্বা এসেছে এ সংবাদ আমার পিতা মাখরামা (রাযিঃ)-এর কাছে পৌঁছল। তিনি বললেন, হে বৎস! আমার নিকট সংবাদ পৌঁছেছে যে, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট কিছু জুব্বা এসেছে এবং তিনি তা বণ্টন করছেন। তুমি আমাকে তাঁর কাছে নিয়ে যাও। রাবী বলেন, আমরা গেলাম এবং রাসূলুল্লাহ্ (ﷺ)-কে তাঁর গৃহে পেলাম। আমার পিতা আমাকে বললেন, হে বৎস! আমার জন্য রাসূলুল্লাহ্ (ﷺ)-কে ডাক। মিসওয়ার (রাযিঃ) বললেন, আমার জন্য এই কাজটি অত্যন্ত ভারী মনে হল এবং আমি বললাম, আমি আপনার জন্য রাসূলুল্লাহ্ (ﷺ)-কে কিভাবে ডাকব? তিনি বললেন, বৎস! রাসূলুল্লাহ্ (ﷺ) কঠোর স্বভাবের নন। অনন্তর আমি তাঁকে ডাকলাম। তিনি বেরিয়ে এলেন এবং তাঁর পরণে ছিল একটি স্বর্ণ খচিত রেশমী জুব্বা। তিনি বললেন, হে মাখরামা! আমি এটি তোমার জন্য লুকিয়ে রেখেছি। অনন্তর তিনি সেটি (জুব্বাটি) তাঁকে দিয়ে দিলেন।
বিশ্লেষণ : আবু জাফর তাহাবী (রাহঃ) বলেন, একদল বিশেষজ্ঞ আলিম এই মত গ্রহণ করেছেন যে, নারী এবং পুরুষের জন্য রেশমী কাপড় ব্যবহারে কোন অসুবিধা নেই। তাঁরা এ ব্যাপারে এই (উল্লেখিত) হাদীস দ্বারা প্রমাণ পেশ করেছেন। পক্ষান্তরে অন্যান্য আলিমগণ পুরুষদের জন্য রেশমী কাপড় পরিধান করাকে মাকরূহ বা অপসন্দনীয় সাব্যস্ত করেছেন। তাঁরা এ বিষয়ে নবী (ﷺ) থেকে বর্ণিত মুতাওয়াতির হাদীসসমূহ দ্বারা প্রমাণ পেশ করেছেন, যাতে তিনি এর থেকে নিষেধ করেছেন। সেই হাদীসসমূহ থেকে কিছু নিম্নরূপ :
বিশ্লেষণ : আবু জাফর তাহাবী (রাহঃ) বলেন, একদল বিশেষজ্ঞ আলিম এই মত গ্রহণ করেছেন যে, নারী এবং পুরুষের জন্য রেশমী কাপড় ব্যবহারে কোন অসুবিধা নেই। তাঁরা এ ব্যাপারে এই (উল্লেখিত) হাদীস দ্বারা প্রমাণ পেশ করেছেন। পক্ষান্তরে অন্যান্য আলিমগণ পুরুষদের জন্য রেশমী কাপড় পরিধান করাকে মাকরূহ বা অপসন্দনীয় সাব্যস্ত করেছেন। তাঁরা এ বিষয়ে নবী (ﷺ) থেকে বর্ণিত মুতাওয়াতির হাদীসসমূহ দ্বারা প্রমাণ পেশ করেছেন, যাতে তিনি এর থেকে নিষেধ করেছেন। সেই হাদীসসমূহ থেকে কিছু নিম্নরূপ :
كتاب الكراهة
بَابُ لُبْسِ الْحَرِيرِ
6664 - حَدَّثَنَا فَهْدٌ قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ , قَالَ حَدَّثَنِي اللَّيْثُ بْنُ سَعْدٍ , عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ , عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدِمَتْ عَلَيْهِ أَقْبِيَةٌ , فَبَلَغَ ذَلِكَ أَبِي مَخْرَمَةَ , فَقَالَ: يَا بُنَيَّ , إِنَّهُ قَدْ بَلَغَنِي أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدِمَتْ عَلَيْهِ أَقْبِيَةٌ فَهُوَ يَقْسِمُهَا , فَاذْهَبْ بِنَا إِلَيْهِ. قَالَ: فَذَهَبْنَا , فَوَجَدْنَا رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَنْزِلِهِ فَقَالَ لِي أَبِي: يَا بُنَيَّ , ادْعُ لِي رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَقَالَ الْمِسْوَرُ: فَأَعْظَمْتُ ذَلِكَ , وَقُلْتُ أَدْعُو لَكَ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ . فَقَالَ: يَا بُنَيَّ , إِنَّهُ لَيْسَ بِجَبَّارٍ. [ص:244] فَدَعَوْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَخَرَجَ وَعَلَيْهِ قَبَاءٌ مِنْ دِيبَاجٍ مُزَرٌّ بِذَهَبٍ، فَقَالَ: «يَا مَخْرَمَةُ , هَذَا خَبَّأْتُهُ لَكَ» ، فَأَعْطَاهُ إِيَّاهُ " قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى هَذَا , فَقَالُوا لَا بَأْسَ بِلُبْسِ الْحَرِيرِ , لِلرِّجَالِ وَالنِّسَاءِ , وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِهَذَا الْحَدِيثِ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ , فَكَرِهُوا لُبْسَ الْحَرِيرِ لِلرِّجَالِ , وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِالْآثَارِ الْمُتَوَاتِرَةِ الْمَرْوِيَّةِ , فِي النَّهْيِ عَنْهُ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَمِنْهَا
তাহকীক:
হাদীস নং: ৬৬৬৫
মাকরুহ বিষয়াদির বর্ণনা
রেশমী পোশাক পরিধান প্রসঙ্গে
৬৬৬৫। ইয়াযীদ ইবন সিনান (রাহঃ) ……. সুওয়ায়দ ইবন গাফালা (রাহঃ) থেকে বর্ণিত যে, উমর ইবন খাত্তাব (রাযিঃ) জাবিয়া নামক স্থানে খুতবা দিয়েছেন এবং বলেছেন, আল্লাহর নবী (ﷺ) দুই বা তিন বা চার আঙ্গুল পরিমাণের অধিক রেশম পরিধান (ব্যবহার) করতে নিষেধ করেছেন।
كتاب الكراهة
6665 - مَا حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ , قَالَ: ثنا مُعَاذُ بْنُ هِشَامٍ , قَالَ: ثنا أَبِي , عَنْ قَتَادَةَ، عَنْ عَامِرٍ الشَّعْبِيِّ، عَنْ سُوَيْدِ بْنِ غَفَلَةَ , أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ خَطَبَ بِالْجَابِيَةِ , فَقَالَ: «نَهَى نَبِيُّ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ لُبْسِ الْحَرِيرِ إِلَّا مَوْضِعَ أُصْبُعَيْنِ أَوْ ثَلَاثٍ أَوْ أَرْبَعٍ»
তাহকীক:
হাদীস নং: ৬৬৬৬
মাকরুহ বিষয়াদির বর্ণনা
রেশমী পোশাক পরিধান প্রসঙ্গে
৬৬৬৬। ইয়াযীদ …… উমর ইবন খাত্তাব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদেরকে দুই বা তিন বা চার আঙ্গুল পরিমাণের অধিক রেশম পরিধান (ব্যবহার) করতে নিষেধ করেছেন।
كتاب الكراهة
6666 - حَدَّثَنَا يَزِيدُ، قَالَ: ثنا مُعَاذٌ، قَالَ: ثنا أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، قَالَ: «نَهَانَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ لُبْسِ الْحَرِيرِ , إِلَّا مَوْضِعَ أُصْبُعَيْنِ , أَوْ ثَلَاثٍ , أَوْ أَرْبَعٍ»
তাহকীক:
হাদীস নং: ৬৬৬৭
আন্তর্জাতিক নং: ৬৬৬৮
মাকরুহ বিষয়াদির বর্ণনা
রেশমী পোশাক পরিধান প্রসঙ্গে
৬৬৬৭-৬৮। ইয়াযীদ ইবন সিনান (রাহঃ) …… আবু উসমান নাহদী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উমর ইবন খাত্তাব (রাযিঃ) বলেছেন : তোমরা রেশম ব্যবহার থেকে বিরত থাক। কেননা রাসূলুল্লাহ্ (ﷺ) এর থেকে নিষেধ করেছেন এবং বলেছেন, এ থেকে পরিধান করবে না, তবে এই পরিমাণ, বলে তিনি দুই অঙ্গুলী দিয়ে ইশারা করেছেন।
হুসায়ন ইবন নসর (রাহঃ) …… ইয়াযীদ ইবন হারূন (রাহঃ) থেকে বর্ণিত। অতঃপর তিনি নিজস্ব সনদে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
হুসায়ন ইবন নসর (রাহঃ) …… ইয়াযীদ ইবন হারূন (রাহঃ) থেকে বর্ণিত। অতঃপর তিনি নিজস্ব সনদে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
كتاب الكراهة
6667 - حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ، قَالَ: ثنا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: ثنا عَاصِمٌ الْأَحْوَلُ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، قَالَ: قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ: إِيَّاكُمْ وَالْحَرِيرَ , فَإِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ نَهَى عَنْهُ وَقَالَ: «لَا تَلْبَسُوا مِنْهُ إِلَّا مَا كَانَ هَكَذَا» ، وَأَشَارَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأُصْبُعَيْهِ
6668 - حَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ، قَالَ: سَمِعْتُ يَزِيدَ بْنَ هَارُونَ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
6668 - حَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ، قَالَ: سَمِعْتُ يَزِيدَ بْنَ هَارُونَ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
তাহকীক:
হাদীস নং: ৬৬৬৮
মাকরুহ বিষয়াদির বর্ণনা
empty
৬৬৬৮।
كتاب الكراهة
6668 -
তাহকীক:
হাদীস নং: ৬৬৬৯
মাকরুহ বিষয়াদির বর্ণনা
রেশমী পোশাক পরিধান প্রসঙ্গে
৬৬৬৯। ইয়াযীদ (রাহঃ) ..... আবু উসমান নাহদী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাদের নিকট উমর (রাযিঃ)-এর পত্র (ফরমান) এসেছে তখন আমি উতবা ইবন ফারকাদ (রাহঃ)-এর সঙ্গে আযারবায়যানে অবস্থান করছিলাম। (এতে লিখা ছিল যে,) রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদেরকে রেশম পরিধান (ব্যবহার) করতে নিষেধ করেছেন; তবে এ পরিমাণ। রাবী বলেন, তিনি আমাদেরকে অবহিত যা করেছেন, তা হল কারুকার্য করা।
كتاب الكراهة
6669 - حَدَّثَنَا يَزِيدُ، قَالَ: ثنا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، قَالَ: أَتَانَا كِتَابُ عُمَرَ , وَأَنَا بِأَذْرَبِيجَانَ، مَعَ عُتْبَةَ بْنِ فَرْقَدٍ " أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَانَا عَنْ لُبْسِ الْحَرِيرِ إِلَّا هَكَذَا , قَالَ: فَأَعْلَمَنَا أَنَّهَا الْأَعْلَامُ "
তাহকীক:
হাদীস নং: ৬৬৭০
মাকরুহ বিষয়াদির বর্ণনা
রেশমী পোশাক পরিধান প্রসঙ্গে
৬৬৭০। ইবন মারযূক (রাহঃ) ….. আবুল ওয়াদী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আলী (রাযিঃ)-কে দেখেছি যে, তিনি এক ব্যক্তির গায়ে এরূপ একটি চাদর দেখলেন যা চমকাচ্ছিল। বললেন, এতে কি রেশম আছে? সে বলল, হ্যাঁ! তখন তিনি তার কাছ থেকে তা নিয়ে এর দুইপ্রান্তকে স্বীয় দুই আঙ্গুলের মাঝে রেখে ছিড়ে ফেললেন এবং বললেন, আমার এর কারণে তোমার উপর কোন বিদ্বেষ নেই। কিন্তু আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি, তিনি রেশম ব্যবহার থেকে নিষেধ করেছেন।
كتاب الكراهة
6670 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا وَهْبُ بْنُ جَرِيرٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَمِيلِ بْنِ مُرَّةَ، عَنْ أَبِي الْوَضِيءِ، قَالَ: رَأَيْتُ عَلِيًّا , وَرَأَى عَلَى رَجُلٍ بُرْدًا يَتَلَأْلَأُ فَقَالَ: فِيهِ حَرِيرٌ؟ , فَقَالَ: نَعَمْ ; فَأَخَذَهُ , فَجَمَعَ صِنْفَتَيْهِ بَيْنَ أُصْبُعَيْهِ فَشَقَّهُ فَقَالَ: «أَمَا إِنِّي لَمْ أَحْسُدْكَ عَلَيْهِ , وَلَكِنْ سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الْحَرِيرِ»
তাহকীক:
হাদীস নং: ৬৬৭১
আন্তর্জাতিক নং: ৬৬৭৩
মাকরুহ বিষয়াদির বর্ণনা
রেশমী পোশাক পরিধান প্রসঙ্গে
৬৬৭১-৭৩। ইবন মারযুক (রাহঃ) ..... ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, উমর (রাযিঃ) বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমি উতারিদ কিংবা লাবীদ এর কাছ দিয়ে অতিক্রম করেছি। তার কাছে রেশমী জোড়া পেশ করা হচ্ছিল। আপনি যদি জুমুআ এবং প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের জন্য তা খরিদ করতেন কতই না চমৎকার হতো। এতে রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, দুনিয়াতে (পার্থিব জগতে) রেশমী কাপড় সেই ব্যক্তি পরিধান করে যার আখিরাতে কোন অংশ নেই।
ইউনুস (রাহঃ) …… ইবন উমর (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে তিনি উতারিদ এবং লাবীদ-এর উল্লেখ করেন নাই ।
ইউনুস (রাহঃ) …… সালেম (রাহঃ) তার পিতার সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন এবং তিনি উল্লেখ করেছেন যে, সেই ব্যক্তি উতারিদ কিংবা লাবীদ ছিল।
ইউনুস (রাহঃ) …… ইবন উমর (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে তিনি উতারিদ এবং লাবীদ-এর উল্লেখ করেন নাই ।
ইউনুস (রাহঃ) …… সালেম (রাহঃ) তার পিতার সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন এবং তিনি উল্লেখ করেছেন যে, সেই ব্যক্তি উতারিদ কিংবা লাবীদ ছিল।
كتاب الكراهة
73 - 6671 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا عَارِمٌ، قَالَ: ثنا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ عُمَرَ، قَالَ: يَا رَسُولَ اللهِ إِنِّي مَرَرْتُ بِعُطَارِدٍ , أَوْ بِلَبِيدٍ , وَهُوَ يَعْرِضُ عَلَيْهِ حُلَّةَ حَرِيرٍ , فَلَوِ اشْتَرَيْتَهَا لِلْجُمُعَةِ وَلِلْوُفُودِ. فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا يَلْبَسُ الْحَرِيرَ فِي الدُّنْيَا , مَنْ لَا خَلَاقَ لَهُ فِي الْآخِرَةِ»
حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا ابْنُ وَهْبٍ، أَنَّ مَالِكًا، حَدَّثَهُ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ غَيْرَ أَنَّهُ لَمْ يَذْكُرْ , عُطَارِدًا , وَلَا لَبِيدًا [ص:245]
حَدَّثَنَا يُونُسُ قَالَ: ثنا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي يُونُسُ , وَعَمْرٌو , عَنِ ابْنِ شِهَابٍ , عَنْ سَالِمٍ , عَنْ أَبِيهِ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ , وَذَكَرَ أَنَّ الرَّجُلَ عُطَارِدٌ , أَوْ لَبِيدٌ
حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا ابْنُ وَهْبٍ، أَنَّ مَالِكًا، حَدَّثَهُ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ غَيْرَ أَنَّهُ لَمْ يَذْكُرْ , عُطَارِدًا , وَلَا لَبِيدًا [ص:245]
حَدَّثَنَا يُونُسُ قَالَ: ثنا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي يُونُسُ , وَعَمْرٌو , عَنِ ابْنِ شِهَابٍ , عَنْ سَالِمٍ , عَنْ أَبِيهِ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ , وَذَكَرَ أَنَّ الرَّجُلَ عُطَارِدٌ , أَوْ لَبِيدٌ
তাহকীক:
হাদীস নং: ৬৬৭২
মাকরুহ বিষয়াদির বর্ণনা
empty
৬৬৭২।
كتاب الكراهة
6672 -
তাহকীক:
হাদীস নং: ৬৬৭৩
মাকরুহ বিষয়াদির বর্ণনা
empty
৬৬৭৩।
كتاب الكراهة
6673 -
তাহকীক:
হাদীস নং: ৬৬৭৪
মাকরুহ বিষয়াদির বর্ণনা
রেশমী পোশাক পরিধান প্রসঙ্গে
৬৬৭৪। ইবন আবু দাউদ (রাহঃ) ...... ইয়াহ্ইয়া ইবন আবু ইসহাক (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাকে সালিম ইবন আব্দুল্লাহ (রাহঃ) জিজ্ঞেস করেছেন যে, 'ইসতাবরাক' কি বস্তু? আমি বললাম, যে রেশমের কাপড় শক্ত এবং মোটা হয় । তিনি বললেন, আমি আব্দুল্লাহ্ ইবন উমর (রাযিঃ)-কে বলতে শুনেছি, তিনি বলেছেন যে, উমর ইবন খাত্তাব (রাযিঃ) এক ব্যক্তির পরিধানে রেশমের একটি জোড়া দেখলেন এবং সেটি নিয়ে আসা হল । অনন্তর তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ্! এটি খরিদ করে নিন এবং তা আপনার নিকট লোকদের প্রতিনিধি দল আগমনে পরিধান করুন। তিনি বললেন, রেশমী কাপড় সে-ই পরে যার আখিরাতে কোন অংশ নেই। তিনি বলেন, ঘটনা বিগত হয়ে গেল। অতঃপর রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর কাছে একটি রেশমী কাপড়ের জোড়া পাঠালেন। তিনি তা নিয়ে তাঁর নিকট উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমার কাছে এটি (জোড়াটি) প্রেরণ করেছেন অথচ আপনি এ ব্যাপারে যা বলার বলেছেন। তিনি বললেন, আমি এটি তোমার কাছে এ জন্য পাঠিয়েছি যেন এর দ্বারা তুমি সম্পদ অর্জন করতে পার। বস্তুত আব্দুল্লাহ্ ইবন উমর (রাযিঃ) এই হাদীসের কারণে কাপড়ে রেশমী কারুকার্যকে অপছন্দ করতেন।
كتاب الكراهة
6674 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا أَبُو مَعْمَرٍ، قَالَ: ثنا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ، قَالَ: ثنا يَحْيَى بْنُ أَبِي إِسْحَاقَ، قَالَ: قَالَ لِي سَالِمُ بْنُ عَبْدِ اللهِ: مَا الْإِسْتَبْرَقُ؟ . قُلْتُ: مَا غَلُظَ مِنَ الدِّيبَاجِ , وَخَشُنَ مِنْهُ. فَقَالَ سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ يَقُولُ: رَأَى عُمَرُ بْنُ الْخَطَّابِ عَلَى رَجُلٍ حُلَّةً مِنْ إِسْتَبْرَقٍ , فَأَتَى بِهَا فَقَالَ: يَا رَسُولَ اللهِ , اشْتَرِ هَذِهِ , فَالْبَسْهَا لِوَفْدِ النَّاسِ , إِذَا قَدِمَ عَلَيْكَ. فَقَالَ: «إِنَّمَا يَلْبَسُ الْحَرِيرَ , مَنْ لَا خَلَاقَ لَهُ» ، قَالَ: فَمَضَى لِذَلِكَ مَا مَضَى. ثُمَّ إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ إِلَيْهِ بِحُلَّةٍ فَأَتَاهُ بِهَا فَقَالَ: يَا رَسُولَ اللهِ , بَعَثْتَ إِلَيَّ بِهَذِهِ , وَقَدْ قُلْتَ فِي مِثْلِ هَذَا مَا قُلْتَ؟ . فَقَالَ: «إِنَّمَا بَعَثْتُ إِلَيْكَ بِهَا لِتُصِيبَ بِهَا مَالًا» وَكَانَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ يَكْرَهُ الْعَلَمَ فِي الثَّوْبِ مِنْ أَجْلِ هَذَا الْحَدِيثِ
তাহকীক:
হাদীস নং: ৬৬৭৫
মাকরুহ বিষয়াদির বর্ণনা
রেশমী পোশাক পরিধান প্রসঙ্গে
৬৬৭৫। ইবন মারযূক (রাহঃ) ...... আব্দুল্লাহ্ ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্ (ﷺ)-এর দরবারে এক বেদুঈন আসে। তার উপর (পরণে) একটি জুব্বা ছিল। যার আস্তিন অথবা বলেছেন এর ঘুণ্ডি (জামায় লাগান গোলাকার সুতির কারুকার্য) রেশমের ছিল। রাসূলুল্লাহ্ (ﷺ) রাগান্বিত অবস্থায় তার দিকে উঠে গেলেন এবং তার জুব্বার প্রান্তগুলো ধরে টান দিলেন। অতঃপর বললেন, আমি কি তোমার পরণে নির্বোধ লোকদের পোশাক দেখতে পাচ্ছি না? এটি একটি সুদীর্ঘ হাদীস। আমরা তা থেকে সংক্ষিপ্তভাবে এই বিষয়বস্তুটি উল্লেখ করেছি।
كتاب الكراهة
6675 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا وَهْبٌ، قَالَ: ثنا أَبِي قَالَ: سَمِعْتُ الصَّقْعَبَ بْنَ زُهَيْرٍ، يُحَدِّثُ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، قَالَ: أَتَى رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْرَابِيٌّ , عَلَيْهِ جُبَّةٌ مَكْفُوفَةٌ بِحَرِيرٍ , أَوْ قَالَ: مُزَرَّرَةٌ بِدِيبَاجٍ , فَقَامَ إِلَيْهِ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُغْضَبًا وَأَخَذَ بِمَجَامِعِ جُبَّتِهِ فَجَذَبَهَا بِهِ ثُمَّ قَالَ: «لَا أَرَى عَلَيْكَ ثِيَابَ مَنْ لَا يَعْقِلُ» وَهُوَ حَدِيثٌ طَوِيلٌ , فَاخْتَصَرْنَا مِنْهُ هَذَا الْمَعْنَى
তাহকীক:
হাদীস নং: ৬৬৭৬
আন্তর্জাতিক নং: ৬৬৭৭
মাকরুহ বিষয়াদির বর্ণনা
রেশমী পোশাক পরিধান প্রসঙ্গে
৬৬৭৬-৭৭। সুলায়মান ইবন শুআয়ব (রাহঃ) ..... আবু শায়খ হানাঈ (রাহঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাহাবাদের এক জামাআতের সঙ্গে মুআবিয়া (রাযিঃ) এর কাছে ছিলাম। তিনি বললেন, আমি তোমাদেরকে আল্লাহর কসম দিচ্ছি! তোমরা কি জানো যে, রাসূলুল্লাহ্ (ﷺ) রেশম পরিধান করতে নিষেধ করেছেন? (রাবী) বলেন, তাঁরা সকলে বললেন, হ্যাঁ, তিনি (মুআবিয়া-রা) বললেন এবং আমিও সাক্ষ্য দিচ্ছি।
মুহাম্মাদ ইবন খুযায়মা (রাহঃ) …… হাম্মাম (রাহঃ) থেকে বর্ণিত। অতঃপর তিনি নিজস্ব সনদে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
মুহাম্মাদ ইবন খুযায়মা (রাহঃ) …… হাম্মাম (রাহঃ) থেকে বর্ণিত। অতঃপর তিনি নিজস্ব সনদে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
كتاب الكراهة
6676 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ قَالَ: ثنا الْخَصِيبُ , قَالَ: ثنا هَمَّامٌ , عَنْ قَتَادَةَ , عَنْ أَبِي شَيْخٍ الْهُنَائِيِّ قَالَ: كُنْتُ فِي مَلَإٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ مُعَاوِيَةَ فَقَالَ: «أَنْشُدُكُمُ اللهَ , هَلْ تَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ لُبْسِ الْحَرِيرِ؟» قَالَ: قَالُوا اللهُمَّ نَعَمْ قَالَ: «وَأَنَا أَشْهَدُ»
6677 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا حَجَّاجٌ، قَالَ: ثنا هَمَّامٌ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
6677 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا حَجَّاجٌ، قَالَ: ثنا هَمَّامٌ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
তাহকীক:
হাদীস নং: ৬৬৭৭
মাকরুহ বিষয়াদির বর্ণনা
empty
৬৬৭৭।
كتاب الكراهة
6677 -
তাহকীক:
হাদীস নং: ৬৬৭৮
মাকরুহ বিষয়াদির বর্ণনা
রেশমী পোশাক পরিধান প্রসঙ্গে
৬৬৭৮। মুহাম্মাদ (রাহঃ) …… ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন : রেশম সে-ই পরে যার জন্য (আখিরাতে) কোন অংশ নেই।
كتاب الكراهة
6678 - حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ: ثنا حَجَّاجٌ، قَالَ: ثنا حَمَّادٌ، قَالَ: أَخْبَرَنِي حُمَيْدٌ، عَنْ بَكْرِ بْنِ عَبْدِ اللهِ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّمَا يَلْبَسُ الْحَرِيرَ , مَنْ لَا خَلَاقَ لَهُ»
তাহকীক:
হাদীস নং: ৬৬৭৯
মাকরুহ বিষয়াদির বর্ণনা
রেশমী পোশাক পরিধান প্রসঙ্গে
৬৬৭৯। মুহাম্মাদ ইবন হুমায়দ (রাহঃ) …… হুমায়ন (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মুআবিয়া (রাযিঃ) হজ্জ করলেন। তারপর কা'বা শরীফে কতিপয় আনসারী (সাহাবা)-কে ডেকে বললেন, আমি তোমাদেরকে আল্লাহর কসম দিচ্ছি, তোমরা কি শোন নাই যে, রাসূলুল্লাহ্ (ﷺ) রেশমী কাপড় থেকে নিষেধ করেছেন। তাঁরা বললেন, হ্যাঁ? (শুনেছি)। বললেন এবং আমিও সাক্ষ্য দিচ্ছি।
كتاب الكراهة
6679 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ، قَالَ ثنا يَحْيَى بْنُ حَمْزَةَ، قَالَ: ثنا الْأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ: ثنا حُمْرَانُ، قَالَ: حَجَّ مُعَاوِيَةُ , فَدَعَا نَفَرًا مِنَ الْأَنْصَارِ فِي الْكَعْبَةِ فَقَالَ: «أَنْشُدُكُمُ اللهَ , أَلَمْ تَسْمَعُوا أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ ثِيَابِ الْحَرِيرِ؟» ، فَقَالُوا: اللهُمَّ نَعَمْ , قَالَ: «وَأَنَا أَشْهَدُ»
তাহকীক:
হাদীস নং: ৬৬৮০
আন্তর্জাতিক নং: ৬৬৮৩
মাকরুহ বিষয়াদির বর্ণনা
রেশমী পোশাক পরিধান প্রসঙ্গে
৬৬৮০-৮৩। ইবন মারযুূক (রাহঃ) ..... ইবন আবু লায়লা (রাহঃ) থেকে বাণিত। তিনি বলেন, হুযায়ফা (রাযিঃ) মাদাইনে পানি চাইলেন, তখন এক বেদুঈন তাঁর কাছে একটি রৌপ্য পাত্র নিয়ে এল। তিনি তা ফেলে দিলেন। অতঃপর বললেন, আমি তাকে এ থেকে (রৌপ্য পাত্র) নিষেধ করেছিলাম। সে বিরত রয়নি। অবশ্যই রাসূলুল্লাহ্ (ﷺ) এমন স্বর্ণ ও রূপার পাত্রে পান করতে এবং রেশমী (কাপড়) পরিধান করতে নিষেধ করেছেন। আর বলেছেন, তা ইহকালে তাদের (কাফির) জন্য ছেড়ে দাও এবং আখিরাতে এটা তোমাদের জন্য ।
আবু বাকরা (রাহঃ) …… ইবন আবু লায়লা (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
আলী ইবন শায়বা (রাহঃ) ….. ইয়াযীদ ইবন আবু যিয়াদ (রাহঃ) আব্দুর রহমান ইবন আবু লায়লা (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
ইবন মারযূক ...... ইবন আবু লায়লা থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
আবু বাকরা (রাহঃ) …… ইবন আবু লায়লা (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
আলী ইবন শায়বা (রাহঃ) ….. ইয়াযীদ ইবন আবু যিয়াদ (রাহঃ) আব্দুর রহমান ইবন আবু লায়লা (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
ইবন মারযূক ...... ইবন আবু লায়লা থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
كتاب الكراهة
83 - 6680 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، قَالَ: اسْتَسْقَى حُذَيْفَةُ بِالْمَدَائِنِ فَأَتَاهُ دِهْقَانٌ بِإِنَاءٍ مِنْ فِضَّةٍ , فَرَمَى بِهِ ثُمَّ قَالَ إِنِّي كُنْتُ نَهَيْتُهُ عَنْهُ فَأَبَى أَنْ يَنْتَهِيَ , [ص:246] إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الشُّرْبِ فِي آنِيَةِ الذَّهَبِ وَالْفِضَّةِ , وَعَنْ لُبْسِ الْحَرِيرِ وَالدِّيبَاجِ وَقَالَ: «دَعُوهُ لَهُمْ فِي الدُّنْيَا , وَهِيَ لَكُمْ فِي الْآخِرَةِ»
حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا وَهْبٌ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، مِثْلَهُ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ، قَالَ: ثنا أَبُو غَسَّانَ، قَالَ: ثنا مَسْعُودُ بْنُ سَعْدٍ الْجُعْفِيُّ، عَنْ يَزِيدُ بْنُ أَبِي زِيَادٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، مِثْلَهُ
حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو إِسْحَاقَ الضَّرِيرُ، قَالَ: ثنا ابْنُ عَوْنٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، مِثْلَهُ
حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا وَهْبٌ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، مِثْلَهُ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ، قَالَ: ثنا أَبُو غَسَّانَ، قَالَ: ثنا مَسْعُودُ بْنُ سَعْدٍ الْجُعْفِيُّ، عَنْ يَزِيدُ بْنُ أَبِي زِيَادٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، مِثْلَهُ
حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو إِسْحَاقَ الضَّرِيرُ، قَالَ: ثنا ابْنُ عَوْنٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، مِثْلَهُ
তাহকীক:
হাদীস নং: ৬৬৮১
মাকরুহ বিষয়াদির বর্ণনা
empty
৬৬৮১।
كتاب الكراهة
6681 -
তাহকীক:
হাদীস নং: ৬৬৮২
মাকরুহ বিষয়াদির বর্ণনা
empty
৬৬৮২।
كتاب الكراهة
6682 -
তাহকীক:
হাদীস নং: ৬৬৮৩
মাকরুহ বিষয়াদির বর্ণনা
empty
৬৬৮৩।
كتاب الكراهة
6683 -
তাহকীক: