শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

شرح معاني الآثار المختلفة المروية عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام

২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ২০ টি

হাদীস নং: ৬৭৭১
মাকরুহ বিষয়াদির বর্ণনা
স্বর্ণের আংটি পরিধান করা প্রসঙ্গে
৬৭৭১। আলী ইবন মা'বাদ (রাহঃ) ..... মুহাম্মাদ ইবন মালিক (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বারা (রাযিঃ)-এর হাতে স্বর্ণের আংটি দেখেছি। তাঁকে (এ সম্পর্কে) জিজ্ঞেস করা হলে তিনি বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) গনীমতের সম্পদ বন্টন করলেন তখন তিনি এটা আমাকে পরিয়ে দিলেন এবং বললেন, তা পরিধান কর যা আল্লাহ্ ও তাঁর রাসূল তোমাকে পরিয়ে দিয়েছেন।
বিশ্লেষণ : ইমাম আবু জা'ফর তাহাবী (রাহঃ) বলেন, একদল বিশেষজ্ঞ আলিম এইদিকে গিয়েছেন যে, পুরুষদের জন্য স্বর্ণের আংটি পরা জায়েয। তারা সংশ্লিষ্ট বিষয়ে এই (উল্লেখিত) হাদীস দ্বারা প্রমাণ পেশ করেছেন এবং তাঁরা বলেছেন, সাহাবাদের একদল থেকে বর্ণিত আছ যে, তাঁরা স্বর্ণের আংটি পরতেন। এ বিষয়ে তাঁরা নিম্নোক্ত হাদীসসমূহ উল্লেখ করেছেন :
كتاب الكراهة
بَابُ التَّخَتُّمِ بِالذَّهَبِ
6771 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ قَالَ: ثنا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ , قَالَ: ثنا أَبُو رَجَاءٍ , عَنْ مُحَمَّدِ بْنِ مَالِكٍ , قَالَ: رَأَيْتُ عَلَى الْبَرَاءِ خَاتَمًا مِنْ ذَهَبٍ , فَقِيلَ لَهُ. قَالَ قَسَمَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَنِيمَةً فَأَلْبَسَنِيهِ وَقَالَ: «الْبَسْ مَا كَسَاكَ اللهُ وَرَسُولُهُ» قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى إِبَاحَةِ لُبْسِ خَوَاتِمِ الذَّهَبِ لِلرِّجَالِ , وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِهَذَا الْحَدِيثِ. وَقَالُوا: قَدْ رُوِيَ عَنْ جَمَاعَةٍ مِنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُمْ كَانُوا يَلْبَسُونَ خَوَاتِيمَ الذَّهَبِ. فَذَكَرُوا فِي ذَلِكَ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৭৭২
মাকরুহ বিষয়াদির বর্ণনা
স্বর্ণের আংটি পরিধান করা প্রসঙ্গে
৬৭৭২। ইবন আবু দাউদ (রাহঃ) ..... মুসআব ইবন সা'দ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি তালহা ইবন উবায়দুল্লাহ (রাযিঃ)-এর হাতে স্বর্ণের আংটি দেখেছি, সুহায়ব (রাযিঃ)-এর হাতে স্বর্ণের আংটি দেখেছি এবং সা'দ (রাযিঃ)-এর হাতে স্বর্ণের আংটি দেখেছি।
كتاب الكراهة
6772 - مَا حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا الْقَوَارِيرِيُّ , قَالَ: ثنا ابْنُ عُيَيْنَةَ , عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُحَمَّدٍ عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ , قَالَ: «رَأَيْتُ فِي يَدِ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللهِ خَاتَمًا مِنْ ذَهَبٍ , وَرَأَيْتُ فِي يَدِ صُهَيْبٍ , خَاتَمًا مِنْ ذَهَبٍ , وَرَأَيْتُ فِي يَدِ سَعْدٍ خَاتَمًا مِنْ ذَهَبٍ»
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৭৭৩
মাকরুহ বিষয়াদির বর্ণনা
স্বর্ণের আংটি পরিধান করা প্রসঙ্গে
৬৭৭৩। আলী ইবন মা'বাদ (রাহঃ) …… ঈসা ইবন তালহা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি খবর দিয়েছেন যে, তালহা ইবন উবায়দুল্লাহ (রাযিঃ) শহীদ হলেন, তখন তাঁর হাতে স্বর্ণের আংটি ছিল ।
كتاب الكراهة
6773 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا النَّضْرُ بْنُ عَبْدِ الْجَبَّارِ، قَالَ: ثنا ابْنُ لَهِيعَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ زَيْدٍ، عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ، أَنَّهُ أَخْبَرَهُ , «أَنَّ طَلْحَةَ بْنَ عُبَيْدِ اللهِ , قُتِلَ وَفِي يَدِهِ خَاتَمٌ مِنْ ذَهَبٍ»
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৭৭৪
মাকরুহ বিষয়াদির বর্ণনা
স্বর্ণের আংটি পরিধান করা প্রসঙ্গে
৬৭৭৪। ইবন আবী দাউদ (রাহঃ) ..... ইয়াহইয়া ইবন সাঈদ ইবনুল আস (রাযিঃ) থেকে বর্ণিত যে, সাঈদ ইবনুল আস (রাযিঃ) শহীদ হলেন, তখন তাঁর হাতে স্বর্ণের আংটি ছিল।
كتاب الكراهة
6774 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا عَمْرُو بْنُ خَالِدٍ، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدِ بْنِ الْعَاصِ، «أَنَّ سَعِيدَ بْنَ الْعَاصِ، قُتِلَ وَفِي يَدِهِ خَاتَمٌ مِنْ ذَهَبٍ»
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৭৭৫
আন্তর্জাতিক নং: ৬৭৭৬
মাকরুহ বিষয়াদির বর্ণনা
স্বর্ণের আংটি পরিধান করা প্রসঙ্গে
৬৭৭৫-৭৬। আলী ইবন মা'বাদ (রাহঃ) ...... আবুস্-সাফার (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বারা (রাযিঃ)-এর হাতে স্বর্ণের আংটি দেখেছি।
বস্তুত তাঁরা এই সমস্ত রিওয়ায়াত অনুসরণ করেছেন। অধিকন্তু তারা বারা (রাযিঃ)-এর রিওয়ায়াত, যা আমরা এই অনুচ্ছেদের শুরুতে বর্ণনা করেছি, সেটিরও অনুসরণ করেছেন। অতঃপর তাদের সপক্ষে সংশ্লিষ্ট বিষয়ে যুক্তিও সমর্থন করে। তা হলো : সোনা ও রূপার ব্যবহার থেকে অভিন্ন নিষেধাজ্ঞার সাথে নিষিদ্ধ করা হয়েছে। রূপার পাত্রে আহার করা থেকে নিষেধ করা হয়েছে যেমন সোনার পাত্রে আহার করা থেকে নিষেধ করা হয়েছে। সুতরাং যখন সংশ্লিষ্ট বিষয়ে সোনা ও রূপাকে অভিন্ন রাখা হয়েছে এবং এগুলোর জন্য অভিন্ন বিধান সাব্যস্ত করা হয়েছে, অতঃপর এ কথা প্রমাণিত যে, রূপার আংটি থেকে নিষেধ করা হয় নাই। তাই স্বর্ণের আংটির বিধানও অনুরূপ হবে (নিষিদ্ধ হবে না)। পক্ষান্তরে এ বিষয়ে অপরাপর আলিমগণ তাদের বিরোধিতা করেছেন। তারা পুরুষদের জন্য স্বর্ণের আংটি ব্যবহারকে মাকরূহ বা হারাম মনে করেন। তারা এ বিষয়ে এভাবে প্রমাণ পেশ করেছেন :
كتاب الكراهة
6775 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا إِسْمَاعِيلُ بْنُ عُمَرَ، قَالَ: ثنا مَالِكُ بْنُ مِغْوَلٍ، قَالَ: ثنا أَبُو السَّفَرِ ح [ص:260]

6776 - وَحَدَّثَنَا عَلِيٌّ، قَالَ: ثنا خَلَّادُ بْنُ يَحْيَى، قَالَ: ثنا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ، قَالَ: ثنا أَبُو السَّفَرِ، قَالَ: «رَأَيْتُ عَلَى الْبَرَاءِ خَاتَمًا مِنْ ذَهَبٍ» فَذَهَبُوا إِلَى تَقْلِيدِ هَذِهِ الْآثَارِ , مَعَ مَا تَعَلَّقُوا بِهِ فِي ذَلِكَ مِنْ حَدِيثِ الْبَرَاءِ , الَّذِي ذَكَرْنَاهُ فِي أَوَّلِ هَذَا الْبَابِ. وَلَهُمْ فِي ذَلِكَ مِنَ النَّظَرِ , أَنَّهُ قَدْ نَهَى عَنِ اسْتِعْمَالِ الذَّهَبِ وَالْفِضَّةِ , نَهْيًا وَاحِدًا , وَمَنَعَ مِنَ الْأَكْلِ فِي آنِيَةِ الْفِضَّةِ , كَمَا مَنَعَ مِنَ الْأَكْلِ فِي آنِيَةِ الذَّهَبِ. فَلَمَّا كَانَ قَدْ سَوَّى فِي ذَلِكَ , بَيْنَ الذَّهَبِ وَالْفِضَّةِ , وَجَعَلَ حُكْمَهُمَا وَاحِدًا , ثُمَّ ثَبَتَ أَنَّ خَاتَمَ الْفِضَّةِ , لَيْسَ مَا نَهَى عَنْهُ , كَانَ كَذَلِكَ خَاتَمُ الذَّهَبِ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ , فَكَرِهُوا خَوَاتِيمَ الذَّهَبِ لِلرِّجَالِ , وَاحْتَجُّوا فِي ذَلِكَ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৭৭৬
মাকরুহ বিষয়াদির বর্ণনা
empty
৬৭৭৬।
كتاب الكراهة
6776 -
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৭৭৭
আন্তর্জাতিক নং: ৬৭৮০
মাকরুহ বিষয়াদির বর্ণনা
স্বর্ণের আংটি পরিধান করা প্রসঙ্গে
৬৭৭৭-৮০। ইউনুস (রাহঃ) .... আলী ইবন আবী তালিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদেরকে স্বর্ণের আংটি পরতে নিষেধ করেছেন।

ইবন আবী দাউদ (রাহঃ) …… আলী (রাযিঃ) সূত্রে নবী থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।

ইউনুস (রাহঃ) …… আলী (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।

ইবন মারযূক (রাহঃ) …… আলী (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন ।
كتاب الكراهة
80 - 6777 - بِمَا حَدَّثَنَا يُونُسُ قَالَ: أَخْبَرَنِي عَبْدُ اللهِ بْنُ نَافِعٍ , عَنْ دَاوُدَ بْنِ قَيْسٍ , عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللهِ بْنِ حُنَيْنٍ , عَنْ أَبِيهِ , عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ: «نَهَانَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ التَّخَتُّمِ بِالذَّهَبِ»

حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا مُسَدَّدٌ، قَالَ: ثنا يَحْيَى، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ، قَالَ: حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ اللهِ بْنِ حُنَيْنٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ عَلِيٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ

حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا ابْنُ وَهْبٍ، أَنَّ مَالِكًا، حَدَّثَهُ , عَنْ نَافِعٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللهِ بْنِ حُنَيْنٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ

حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ. ثنا أَبُو عَامِرٍ، قَالَ: ثنا دَاوُدُ بْنُ قَيْسٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللهِ بْنِ حُنَيْنٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ عَلِيٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
হাদীস নং: ৬৭৭৮
মাকরুহ বিষয়াদির বর্ণনা
empty
৬৭৭৮।
كتاب الكراهة
6778 -
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৭৭৯
মাকরুহ বিষয়াদির বর্ণনা
empty
৬৭৭৯।
كتاب الكراهة
6779 -
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৭৮০
মাকরুহ বিষয়াদির বর্ণনা
empty
৬৭৮০।
كتاب الكراهة
6780 -
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৭৮১
আন্তর্জাতিক নং: ৬৭৮২
মাকরুহ বিষয়াদির বর্ণনা
স্বর্ণের আংটি পরিধান করা প্রসঙ্গে
৬৭৮১-৮২। ইউনুস ও রাবী আল-মুয়াযযিন (রাযিঃ) …… আলী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে স্বর্ণের আংটি পরতে নিষেধ করেছেন।
كتاب الكراهة
6781 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ ح

6782 - وَحَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا شُعَيْبُ بْنُ اللَّيْثِ، قَالَا: ثنا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، أَنَّ إِبْرَاهِيمَ بْنَ عَبْدِ اللهِ بْنِ حُنَيْنٍ، حَدَّثَهُ أَنَّ أَبَاهُ حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ عَلِيًّا، يَقُولُ «نَهَانِي رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ خَاتَمِ الذَّهَبِ»
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৭৮২
মাকরুহ বিষয়াদির বর্ণনা
empty
৬৭৮২।
كتاب الكراهة
6782 -
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৭৮৩
মাকরুহ বিষয়াদির বর্ণনা
স্বর্ণের আংটি পরিধান করা প্রসঙ্গে
৬৭৮৩। রাবী আল-মুয়াযযিন (রাহঃ) …… আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) স্বর্ণের আংটি পরতে নিষেধ করেছেন।
كتاب الكراهة
6783 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا أَسَدٌ، قَالَ: ثنا أَبُو الْأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ هُبَيْرَةَ بْنِ مَرْيَمَ، عَنْ عَلِيٍّ، قَالَ: «نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ خَاتَمِ الذَّهَبِ»
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৭৮৪
মাকরুহ বিষয়াদির বর্ণনা
স্বর্ণের আংটি পরিধান করা প্রসঙ্গে
৬৭৮৪। আলী ইবন মা'বাদ (রাহঃ) ….. আলী (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : আমরা স্বর্ণের আংটি পরিধান করি না।
كتاب الكراهة
6784 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالَ: ثنا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْحَارِثِ، عَنْ عَلِيٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَتَخَتَّمْ بِالذَّهَبِ»
হাদীস নং: ৬৭৮৫
আন্তর্জাতিক নং: ৬৭৮৬
মাকরুহ বিষয়াদির বর্ণনা
স্বর্ণের আংটি পরিধান করা প্রসঙ্গে
৬৭৮৫-৮৬। ফাহদ (রাহঃ) …… আবুল কুনূদ (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, আমি আব্দুল্লাহ্ ইবন মাসউদ (রাযিঃ) -এর নিকট এলাম । তিনি বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) স্বর্ণের হালকা তথা আংটি থেকে নিষেধ করেছেন ।

ইবন মারযূক (রাহঃ) ….. ইয়াযীদ (রাযিঃ) থেকে বর্ণিত, অতঃপর তিনি স্বীয় ইসনাদে অনুরূপ বর্ণনা
كتاب الكراهة
6785 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا النُّفَيْلِيُّ، قَالَ: ثنا زُهَيْرٌ، قَالَ: ثنا يَزِيدُ بْنُ أَبِي زِيَادٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْأَزْدِيِّ، عَنْ أَبِي الْكَنُودِ، قَالَ: أَتَيْتُ عَبْدَ اللهِ بْنَ مَسْعُودٍ فَقَالَ: «نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ حَلْقَةِ الذَّهَبِ» [ص:261]

6786 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ قَالَ: ثنا وَهْبٌ , قَالَ: ثنا شُعْبَةُ , عَنْ يَزِيدَ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৭৮৬
মাকরুহ বিষয়াদির বর্ণনা
empty
৬৭৮৬।
كتاب الكراهة
6786 -
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৭৮৭
মাকরুহ বিষয়াদির বর্ণনা
স্বর্ণের আংটি পরিধান করা প্রসঙ্গে
৬৭৮৭। ইবন আবী দাউদ (রাহঃ) …… আমর ইবন শুআয়ব (রাযিঃ) তার পিতা থেকে, তিনি তার পিতামহ (রাযিঃ) থেকে রিওয়ায়াত করেন যে, এক ব্যক্তি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর দরবারে বসা ছিল। সে স্বর্ণের আংটি পরিহিত ছিল। এতে রাসূলুল্লাহ্ (ﷺ) তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। তখন সে লোহার আংটি পরে নিল। তিনি বললেন, এটা জাহান্নামীদের পোশাক, সে ফিরে এসে রূপার আংটি পরিধান করল। এতে রাসূলুল্লাহ্ (ﷺ) তার সম্পর্কে চুপ রইলেন।
كتاب الكراهة
6787 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا ابْنُ أَبِي مَرْيَمَ، قَالَ: أَخْبَرَنَا أَبُو غَسَّانَ، قَالَ: ثنا ابْنُ عَجْلَانَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَجُلًا، جَلَسَ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ خَاتَمٌ مِنْ ذَهَبٍ , فَأَعْرَضَ عَنْهُ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَبِسَ خَاتَمَ حَدِيدٍ , فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذِهِ لِبْسَةُ أَهْلِ النَّارِ» . فَرَجَعَ فَلَبِسَ خَاتَمَ وَرِقٍ فَسَكَتَ عَنْهُ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৭৮৮
আন্তর্জাতিক নং: ৬৭৮৯
মাকরুহ বিষয়াদির বর্ণনা
স্বর্ণের আংটি পরিধান করা প্রসঙ্গে
৬৭৮৮-৮৯। আব্দুল গনী ইবন রিফায়া (রাহঃ) ও ইবন মারযূক (রাহঃ) ..... বারা ইবন আযিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ স্বর্ণের আংটি পরতে নিষেধ করেছেন।
বস্তুত ইনি হলেন বারা (রাযিঃ), যার সূত্রে আমরা এ বিষয়ে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে অনুচ্ছেদের শুরুতে এর পরিপন্থি রিওয়ায়াত করেছি।
كتاب الكراهة
6788 - حَدَّثَنَا عَبْدُ الْغَنِيِّ بْنُ رِفَاعَةَ، قَالَ: ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادٍ، قَالَ: ثنا شُعْبَةُ ح

6789 - وَحَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ أَشْعَثَ بْنِ أَبِي الشَّعْثَاءِ، عَنْ مُعَاوِيَةَ بْنِ سُوَيْدِ بْنِ مُقَرِّنٍ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ: «نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ خَاتَمِ الذَّهَبِ» فَهَذَا الْبَرَاءُ قَدْ رَوَيْنَا عَنْهُ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هَذَا خِلَافَ مَا رَوَيْنَا عَنْهُ فِي أَوَّلِ هَذَا الْبَابِ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৭৮৯
মাকরুহ বিষয়াদির বর্ণনা
empty
৬৭৮৯।
كتاب الكراهة
6789 -
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৭৯০
আন্তর্জাতিক নং: ৬৭৯১
মাকরুহ বিষয়াদির বর্ণনা
স্বর্ণের আংটি পরিধান করা প্রসঙ্গে
৬৭৯০-৯১। আলী ইবন মা'বাদ (রাহঃ) ...... আবুত তায়্যাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বনী লায়সের জনৈক ব্যক্তি থেকে শুনেছি সে বলছিল, আমি ইমরান ইবন হুসায়ন (রাযিঃ)-এর সাক্ষ্য দিচ্ছি, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে রিওয়ায়াত করেছেন যে, তিনি স্বর্ণের আংটি থেকে নিষেধ করেছেন।

মুহাম্মাদ ইবন খুযায়মা (রাহঃ) ....... ইমরান ইবন হুসায়ন (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
كتاب الكراهة
6790 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا رَوْحُ بْنُ عُبَادَةَ، قَالَ: ثنا شُعْبَةُ، قَالَ: ثنا أَبُو التَّيَّاحِ، قَالَ: سَمِعْتُ رَجُلًا، مِنْ بَنِي لَيْثٍ يَقُولُ: أَشْهَدُ عَلَى عِمْرَانَ بْنِ حُصَيْنٍ أَنَّهُ حَدَّثَ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَنَّهُ نَهَى عَنْ خَاتَمِ الذَّهَبِ»

6791 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا حَجَّاجٌ، قَالَ: ثنا حَمَّادٌ، عَنْ أَبِي التَّيَّاحِ، عَنْ حَفْصٍ اللَّيْثِيِّ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
tahqiq

তাহকীক: