শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

شرح معاني الآثار المختلفة المروية عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام

২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ২০ টি

হাদীস নং: ৬৯৩০
আন্তর্জাতিক নং: ৬৯৩১
মাকরুহ বিষয়াদির বর্ণনা
কাপড়ে ছবি প্রসঙ্গে
৬৯৩০-৩১। মুহাম্মাদ ই খুযায়মা (রাহঃ) ….আব্দুল্লাহ ইবন ইয়াহয়া (রাহঃ) তার পিতা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আলী (রাযিঃ)-কে বলতে বলতে শুনেছি, তিনি নবী (ﷺ) থেকে রিওয়ায়াত করেছেন। তিনি বলেছেন: এরূপ গৃহে (রহমতের) ফিরিশতা প্রবেশ করে না যাতে ছবি রয়েছে।

ইবনে মারযূক (রাহঃ) শুবা (রাহঃ) থেকে বর্ণিত। অতঃপর তিনি নিজস্ব সনদে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
كتاب الكراهة
بَابُ الصُّوَرِ تَكُونُ فِي الثِّيَابِ
6930 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ رَجَاءٍ , قَالَ: ثنا شُعْبَةُ , عَنْ عَلِيِّ بْنِ مُدْرِكٍ قَالَ: سَمِعْتُ أَبَا زُرْعَةَ بْنَ عَمْرِو بْنِ جَرِيرٍ , عَنْ عَبْدِ اللهِ بْنِ نُجَيٍّ، عَنْ أَبِيهِ قَالَ: سَمِعْتُ عَلِيًّا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَدْخُلُ الْمَلَائِكَةُ بَيْتًا فِيهِ صُورَةٌ»

6931 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا يَعْقُوبُ بْنُ إِسْحَاقَ، وَحِبَّانُ بْنُ هِلَالٍ , قَالَا: ثنا شُعْبَةُ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৯৩১
মাকরুহ বিষয়াদির বর্ণনা
empty
৬৯৩১।
كتاب الكراهة
6931 -
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৯৩২
মাকরুহ বিষয়াদির বর্ণনা
কাপড়ে ছবি প্রসঙ্গে
৬৯৩২। ফাহদ (রাহঃ)... আলী (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, জিবরাঈল (আঃ) আমাকে বলেছেন, আমরা ফিরিশতারা ঐরূপ গৃহে প্রবেশ করি না যাতে কুকুর, ছবি বা মূর্তি রয়েছে।
كتاب الكراهة
6932 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا أَبُو غَسَّانَ، قَالَ: ثنا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، قَالَ: ثنا مُغِيرَةُ بْنُ مِقْسَمٍ، قَالَ: حَدَّثَنِي الْحَارِثُ الْعُكْلِيُّ، عَنْ عَبْدِ اللهِ بْنِ نُجَيٍّ، عَنْ عَلِيٍّ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " قَالَ لِي جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ: إِنَّا لَا نَدْخُلُ بَيْتًا فِيهِ كَلْبٌ , وَلَا صُورَةٌ وَلَا تِمْثَالٌ "
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৯৩৩
মাকরুহ বিষয়াদির বর্ণনা
কাপড়ে ছবি প্রসঙ্গে
৬৯৩৩। ইউনুস (রাহঃ)...... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) যখন বায়তুল্লাহ শরীফে প্রবেশ করলেন, তখন তাতে ইবরাহীম (আ) ও মারয়াম (আ) এর ছবি পেলেন। তিনি বললেন, এরা শুনেছে যে, এরূপ গৃহে ফিরিশতা প্রবেশ করেন না যাতে ছবি রয়েছে। এটা ইবরাহীম (আ)-এর ছবি। তিনি কি জন্য জুয়ার তীর দ্বারা ভাগ্য নির্ণয় করবেন?
كتاب الكراهة
6933 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ بُكَيْرٍ، عَنْ كُرَيْبٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ دَخَلَ الْبَيْتَ وَجَدَ فِيهِ صُورَةَ إِبْرَاهِيمَ , وَصُورَةَ مَرْيَمَ فَقَالَ «أَمَّا هُمْ , فَقَدْ سَمِعُوا أَنَّ الْمَلَائِكَةَ لَا تَدْخُلُ بَيْتًا فِيهِ صُورَةُ، إِبْرَاهِيمَ فَمَا لَهُ يَسْتَقْسِمُ»
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৯৩৪
আন্তর্জাতিক নং: ৬৯৩৫
মাকরুহ বিষয়াদির বর্ণনা
কাপড়ে ছবি প্রসঙ্গে
৬৯৩৪-৩৫। ইউনুস (রাহঃ).... আবু তালহা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, এরূপ গৃহে (রহমতের) ফিরিশতা প্রবেশ করেন না যাতে কোন ছবি রয়েছে।

ইবন মারযূক (রাহঃ)... আবু তালহা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
كتاب الكراهة
6934 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ أَبِي طَلْحَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَدْخُلُ الْمَلَائِكَةُ بَيْتًا , فِيهِ صُورَةٌ»

6935 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا عَفَّانَ، قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، قَالَ: ثنا سُهَيْلُ بْنُ أَبِي صَالِحٍ، عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي طَلْحَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৯৩৫
মাকরুহ বিষয়াদির বর্ণনা
empty
৬৯৩৫।
كتاب الكراهة
6935 -
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৯৩৬
মাকরুহ বিষয়াদির বর্ণনা
কাপড়ে ছবি প্রসঙ্গে
৬৯৩৬। ইবন আবী দাউদ (রাহঃ)..... আবু আইয়ুব (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
كتاب الكراهة
6936 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا أُمَيَّةُ بْنُ بِسْطَامٍ، قَالَ: ثنا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: ثنا رَوْحُ بْنُ الْقَاسِمِ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ، عَنْ أَبِي أَيُّوبَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৯৩৭
মাকরুহ বিষয়াদির বর্ণনা
কাপড়ে ছবি প্রসঙ্গে
৬৯৩৭। রাওহ ইবনুল ফারাজ (রাহঃ) …. আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, জিবরাঈল (আ) রাসূলুল্লাহ (ﷺ)কে বলেছেন যে, আমরা (ফিরিশতাগণ) এরূপ গৃহে প্রবেশ করি না যাতে ছবি রয়েছে।
كتاب الكراهة
6937 - حَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ، قَالَ: ثنا يَحْيَى بْنُ عَبْدِ اللهِ بْنِ بُكَيْرٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللهُ عَنْهَا " أَنَّ جِبْرِيلَ، عَلَيْهِ السَّلَامُ قَالَ لِرَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّا لَا نَدْخُلُ بَيْتًا فِيهِ صُورَةٌ»
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৯৩৮
মাকরুহ বিষয়াদির বর্ণনা
কাপড়ে ছবি প্রসঙ্গে
৬৯৩৮। রাওহ ইবনুল ফারাজ (রাহঃ).... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একটি গদি বা তোষক খরিদ করেছিলাম যাতে ছবি ছিল। যখন রাসূলুল্লাহ্ (ﷺ) আমার নিকট এলেন তখন তা দেখেই তাঁর চেহারা পরিবর্তন হয়ে গেল। অতঃপর বললেন, হে আয়েশা। এটা কি ? বললাম গদি, এটা আপনার জন্য খরিদ করেছি যেন এর উপর আপনি বসতে পারেন। তিনি বললেন, আমরা এরূপ গৃহে প্রবেশ করি না যাতে ছবি রয়েছে।
كتاب الكراهة
6938 - حَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ، قَالَ: ثنا أَبُو زَيْدِ بْنُ أَبِي الْغَمْرِ قَالَ: ثنا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: اشْتَرَيْتُ نُمْرُقَةً فِيهَا تَصَاوِيرُ , فَلَمَّا دَخَلَ عَلَيَّ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَآهَا , تَغَيَّرَ ثُمَّ قَالَ: «يَا عَائِشَةُ , مَا هَذِهِ؟» . [ص:283] فَقُلْتُ: نُمْرُقَةٌ اشْتَرَيْتُهَا لَكَ , تَقْعُدُ عَلَيْهَا , قَالَ: «إِنَّا لَا نَدْخُلُ بَيْتًا فِيهِ تَصَاوِيرُ»
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৯৩৯
মাকরুহ বিষয়াদির বর্ণনা
কাপড়ে ছবি প্রসঙ্গে
৬৯৩৯। রাবী’ আল-মুয়াযযিন (রাহঃ).... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ (ﷺ) আমার নিকট এলেন। অথচ আমি একটি লাল পর্দায় ছিলাম এবং তাতে ছবি ছিল। অনন্তর তিনি তা ছিঁড়ে ফেলেন। অতঃপর বললেন, কিয়ামতের দিন সবচে কঠিন শাস্তি হবে ঐ সকল লোকের, যারা আল্লাহ্ তা'আলার সৃষ্টির সদৃশ্য বানায়।
كتاب الكراهة
6939 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا بِشْرُ بْنُ بَكْرٍ، قَالَ: حَدَّثَنِي الْأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي ابْنُ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي الْقَاسِمُ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: دَخَلَ عَلَيَّ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا مُسْتَتِرَةٌ بِقِرَامِ سِتْرٍ , فِيهِ صُورَةٌ , فَهَتَكَهُ , ثُمَّ قَالَ: «إِنَّ أَشَدَّ النَّاسِ عَذَابًا يَوْمَ الْقِيَامَةِ , الَّذِينَ يُشَبِّهُونَ بِخَلْقِ اللهِ عَزَّ وَجَلَّ»
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৯৪০
মাকরুহ বিষয়াদির বর্ণনা
কাপড়ে ছবি প্রসঙ্গে
৬৯৪০। ইউনুস (রাহঃ).... উসামা ইবনে যায়দ (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: (রহমতের) ফিরিশতা এরূপ গৃহে প্রবেশ করেন না যাতে ছবি রয়েছে।
كتاب الكراهة
6940 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الْحَارِثِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ كُرَيْبٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ , عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَدْخُلُ الْمَلَائِكَةُ بَيْتًا فِيهِ صُورَةٌ»
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৯৪১
মাকরুহ বিষয়াদির বর্ণনা
কাপড়ে ছবি প্রসঙ্গে
৬৯৪১। ইবন আবী দাউদ (রাহঃ)..... উসামা ইবন যায়দ (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত যে, তিনি কা'বাগৃহে প্রবেশ করলেন এবং সেখানে ছবি দেখতে পেলেন। আমাকে নির্দেশ দিলে আমি এক বালতি পানি নিয়ে তাঁর নিকট এলাম আর তিনি তা দিয়ে ছবি ধুয়ে ফেলতে এবং বলতে লাগলেন : আল্লাহ তা'আলা ঐ সম্প্রদায়কে ধ্বংস করুন যারা এরূপ বস্তুর ছবি বানায় যা তারা সৃষ্টি করতে পারে না।
كتاب الكراهة
6941 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا عَلِيُّ بْنُ الْجَعْدِ، قَالَ: ثنا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مِهْرَانَ، عَنْ عُمَيْرٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ , عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ دَخَلَ الْكَعْبَةَ , فَرَأَى فِيهَا صُورَةً , فَأَمَرَنِي فَأَتَيْتُهُ بِدَلْوٍ مِنْ مَاءٍ , فَجَعَلَ يَضْرِبُ بِهِ الصُّوَرَ , يَقُولُ: «قَاتَلَ اللهُ قَوْمًا يُصَوِّرُونَ مَا لَا يَخْلُقُونَ»
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৯৪২
মাকরুহ বিষয়াদির বর্ণনা
কাপড়ে ছবি প্রসঙ্গে
৬৯৪২। ইউনুস (রাহঃ).... সালেম ইবন আব্দুল্লাহ (রাহঃ) তৎপিতা আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, জিবরাঈল (আ) রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলেছেন: আমরা (ফিরিশতাগণ) এরূপ গৃহে প্রবেশ করি না যাতে ছবি রয়েছে।
كتاب الكراهة
6942 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أنا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنِي عُمَرُ بْنُ مُحَمَّدٍ، أَنَّ سَالِمَ بْنَ عَبْدِ اللهِ، حَدَّثَهُ عَنْ أَبِيهِ، أَنَّ جِبْرِيلَ، قَالَ لِرَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِنَّا لَا نَدْخُلُ بَيْتًا فِيهِ صُورَةٌ»
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৯৪৩
মাকরুহ বিষয়াদির বর্ণনা
কাপড়ে ছবি প্রসঙ্গে
৬৯৪৩। ইউনুস (র.) .... উম্মুল মু'মিনীন মায়মুনা (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
كتاب الكراهة
6943 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ لَنَا ابْنُ وَهْبٍ قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ ابْنِ السَّبَّاقِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৯৪৪
মাকরুহ বিষয়াদির বর্ণনা
কাপড়ে ছবি প্রসঙ্গে
৬৯৪৪। রাবী' আল-মুয়াযযিন (রাহঃ)..... আবুয যুবায়র (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি জাবির (রাযিঃ)-এর গৃহে ছবি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসা করেছি এবং যে ব্যক্তি এমনটি করে এর বিধান কি? তিনি বললেন, রাসুলুল্লাহ (ﷺ) এ থেকে কঠোরভাবে নিষেধ করেছেন।
كتاب الكراهة
6944 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا أَسَدٌ، قَالَ: ثنا ابْنُ لَهِيعَةَ، قَالَ: ثنا أَبُو الزُّبَيْرِ، قَالَ: سَأَلْتُ جَابِرًا عَنِ الصُّوَرِ فِي الْبَيْتِ , وَعَنِ الرَّجُلِ، يَفْعَلُ ذَلِكَ. فَقَالَ: «زَجَرَ رَسُولُ اللهِ عَنْ ذَلِكَ»
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৯৪৫
মাকরুহ বিষয়াদির বর্ণনা
কাপড়ে ছবি প্রসঙ্গে
৬৯৪৫। ফাহদ (রাহঃ) ....... আবু যুরআ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবু হুরায়রা (রাযিঃ)-এর সঙ্গে মারওয়ান ইনুল হাকামের গৃহে গেলাম, সেখানে কিছু মূর্তি ছিল। তিনি (আবু হুরায়রা (রাযিঃ) বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : আল্লাহ্ তা'আলা ইরশাদ করেন : তারচেয়ে বড় যালিম কে হতে পারে যে আমার সৃষ্টি করার ন্যায় সৃষ্টি করতে প্রয়াস পায়। দেখি তারা একটি পিপীলিকা সৃষ্টি করুক, অথবা একটি শস্য সৃষ্টি করুক কিংবা যবের একটি দানা সৃষ্টি করুক।

পর্যালোচনা: আবু জাফর তাহাবী (রাহঃ) বলেন, একদল আলিমের অভিমত হচ্ছে যে, যাতে ছবি রয়েছে এরূপ কাপড় গ্রহণ করা মাকরূহ। চাই তা পায়ের নীচে পদদলিত হোক বা পরিধান করা হোক। তারা এরূপ কাপড় গৃহে থাকাটা মাকরূহ বা অপসন্দ করেন। তারা উল্লেখিত রিওয়ায়াতসমূহ দ্বারা প্রমাণ পেশ করেছেন। পক্ষান্তরে অপরাপর আলিমগণ এ বিষয়ে তাদের বিরোধিতা করে বলেছেন, তা থেকে যা পদদলিত করা হয়, তাতে কোন অসুবিধা নেই। তাছাড়া তারা মাকরূহ বা অপসন্দ করেন। এ বিষয়ে তাদের সপক্ষে দলীল হচ্ছে নিম্নরূপ:
كتاب الكراهة
6945 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ سَعِيدِ بْنِ الْأَصْبَهَانِيِّ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ، قَالَ: دَخَلْتُ مَعَ أَبِي هُرَيْرَةَ دَارَ مَرْوَانَ بْنِ الْحَكَمِ , فَإِذَا بِتَمَاثِيلَ. فَقَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: قَالَ اللهُ عَزَّ وَجَلَّ: «وَمَنْ أَظْلَمُ مِمَّنْ ذَهَبَ يَخْلُقُ خَلْقًا كَخَلْقِي , فَلْيَخْلُقُوا ذَرَّةً , أَوْ لِيَخْلُقُوا حَبَّةً , أَوْ لِيَخْلُقُوا شَعِيرَةً» قَالَ: أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ ذَاهِبُونَ إِلَى كَرَاهِيَةِ اتِّخَاذِ مَا فِيهِ الصُّوَرُ مِنَ الثِّيَابِ , وَمَا كَانَ يُوطَأُ مِنْ ذَلِكَ وَيُمْتَهَنُ , وَمَا كَانَ مَلْبُوسًا , وَكَرِهُوا كَوْنَهُ فِي الْبُيُوتِ , وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِهَذِهِ الْآثَارِ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ , فَقَالُوا: مَا كَانَ مِنْ ذَلِكَ يُوطَأُ وَيُمْتَهَنُ , فَلَا بَأْسَ بِهِ , وَكَرِهُوا مَا سِوَى ذَلِكَ. وَكَانَ مِنَ الْحُجَّةِ لَهُمْ فِي ذَلِكَ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৯৪৬
আন্তর্জাতিক নং: ৬৯৪৭
মাকরুহ বিষয়াদির বর্ণনা
কাপড়ে ছবি প্রসঙ্গে
৬৯৪৬-৪৭। ইউনুস (রাহঃ) ….আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) এক সফর থেকে আগমন করেন। আমার নিকট একটি পশমী কাপড় ছিল, যাতে ছবি ছিল। আমি তা জানালার উপর রেখে দিলাম। তিনি তা টেনে নিয়ে বললেন, দেয়ালকে পর্দা দিয়ে ঢেকো না। তখন আমি তা দিয়ে দু'টি বালিশ বা গদি প্রস্তুত করলাম। অনন্তর রাসুলুল্লাহ (ﷺ) তা নিলেন এবং তাতে তাকিয়া লাগিয়ে তাশরীফ রাখলেন।

ইউনুস (রাহঃ).... উম্মুল মুমিনীন আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) তার উপর তাকিয়া লাগিয়ে বসতেন।
كتاب الكراهة
6946 - مَا حَدَّثَنَا يُونُسُ قَالَ: ثنا ابْنُ وَهْبٍ , قَالَ: أَخْبَرَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ اللَّيْثِيُّ , عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ , عَنْ أُمِّهِ أَسْمَاءَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ , وَكَانَتْ فِي حِجْرِ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: قَدِمَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ سَفَرٍ , وَعِنْدِي نَمَطٌ لِي فِيهِ صُورَةٌ , فَوَضَعْتُهُ عَلَى سَهْوَتِي فَاجْتَبَذَهُ وَقَالَ: «لَا تَسْتُرِي الْجِدَارَ» [ص:284] قَالَتْ: فَصَنَعْتُهُ وِسَادَتَيْنِ , فَأَخَذَهُ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْتَفِقُ عَلَيْهِمَا "

6947 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أنا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرٌو، عَنْ بُكَيْرٍ الْأَشَجِّ، عَنْ رَبِيعَةَ بْنِ عَطَاءٍ، مَوْلَى بَنِي الْأَزْهَرِ , أَنَّهُ سَمِعَ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ، يَذْكُرُ عَنْ عَائِشَةَ، رَضِيَ اللهُ عَنْهَا , زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَرْتَفِقُ عَلَيْهِمَا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৯৪৭
মাকরুহ বিষয়াদির বর্ণনা
empty
৬৯৪৭।
كتاب الكراهة
6947 -
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৯৪৮
মাকরুহ বিষয়াদির বর্ণনা
কাপড়ে ছবি প্রসঙ্গে
৬৯৪৮। আলী ইবন আব্দুর রহমান (রাহঃ).... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি একটি ছবি বিশিষ্ট পর্দা টানালেন। রাসূলুল্লাহ্ (ﷺ) এলেন এবং তা নামিয়ে দু'টি বালিশ বা তাকিয়াতে বন্টন করে দিলেন। (রিওয়ায়াতের) মজলিসে বনু আয্হারের আযাদকৃত ক্রীতদাস রবীআ ইবন আতা (রাহঃ) বললেন, আমি আবু মুহাম্মাদকে বলতে শুনেছি, তিনি আয়েশা (রাযিঃ) থেকে নকল করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সেগুলোর উপর বসতেন। তিনি বললেন, না। তবে আমি কাসিম ইবন মুহাম্মাদ (রাহঃ) থেকে শুনেছি, তিনি উম্মুল মু’মিনীন (রাযিঃ) থেকে এই বিষয়টি বর্ণনা করতেন।
كتاب الكراهة
6948 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الرَّحْمَنِ , قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ , قَالَ: حَدَّثَنِي بَكْرُ بْنُ مُضَرَ , عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ , عَنْ بُكَيْرٍ أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الْقَاسِمِ حَدَّثَهُ , أَنَّ أَبَاهُ حَدَّثَهُ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا " أَنَّهَا كَانَتْ نَصَبَتْ سِتْرًا , فِيهِ تَصَاوِيرُ , فَدَخَلَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَزَعَهُ , فَقَطَّعَتْهُ وِسَادَتَيْنِ فَقَالَ رَجُلٌ فِي الْمَجْلِسِ حِينَئِذٍ يُقَالُ لَهُ رَبِيعَةُ بْنُ عَطَاءٍ مَوْلَى بَنِي أَزْهَرَ: سَمِعْتَ أَبَا مُحَمَّدٍ , يَذْكُرُ أَنَّ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: فَكَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْتَفِقُ عَلَيْهِمَا؟ . فَقَالَ: لَا , وَلَكِنْ سَمِعْتُ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ يَذْكُرُ ذَلِكَ عَنْهَا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৯৪৯
মাকরুহ বিষয়াদির বর্ণনা
কাপড়ে ছবি প্রসঙ্গে
৬৯৪৯। ইবন মারযুক (রাহঃ)....আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি একটি পর্দা যাতে ছবি ছিল কিবলা রুখ করে লটকালেন। রাসূলুল্লাহ (ﷺ) তা সরাতে নির্দেশ দিলে আমি তা দিয়ে দুটি গদি বানালাম। নবী (ﷺ) তাতে উপবেশন করতেন।
كتاب الكراهة
6949 - حَدَّثَنِي ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ أَبِي الْوَزِيرِ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ مُسْلِمٍ , عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ عَنْ أَبِيهِ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا أَنَّهَا جَعَلَتْ سِتْرًا فِيهِ تَصَاوِيرُ إِلَى الْقِبْلَةِ. فَأَمَرَهَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَزَعَتْهُ , وَجَعَلَتْ مِنْهُ وِسَادَتَيْنِ , فَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَجْلِسُ عَلَيْهِمَا "
tahqiq

তাহকীক: