আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
১৬- হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ২৯৫৮
আন্তর্জাতিক নং: ১২৮১
- হজ্ব - উমরার অধ্যায়
৪১. কুরবানীর দিন জামরাতুল আকাবায় পাথর নিক্ষেপ শুরু করার পূর্ব পর্যন্ত হজ্জ পালনকারীর তালবিয়া পাঠ করা মুস্তাহাব
২৯৫৮। কুরায়ব বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) ফযলের সূত্রে আমাকে অবহিত করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) জামরায় না পৌঁছা পর্যন্ত অনবরত তালবিয়া পাঠ করছিলেন।*
ইসহাক ইবনে ইবরাহীম ও আলী ইবনে খাশরম (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) মুযদালিফায় ফযলকে বাহনে তার পিছনে বসালেন। রাবী বলেন, এরপর ইবনে আব্বাস (রাযিঃ) আমাকে অবহিত করলেন যে, নবী (ﷺ) জামরাতুল আকাবায় পাথর নিক্ষেপের পূর্ব পর্যন্ত অনবরত তালবিযা পাঠ করতে থাকেন।
*মিনার উল্লেখযোগ্য দূরত্বে পরপর তিনটি স্তম্ভ আছে। এগুলোকে জামরা বলে। আকাবার নিকটবর্তী জামরাকে জামরাতুল আকা বা জামরাতুল কুবরা বলা হয়। ১০ই যিলহজ্জ এখানে পৌঁছে তালবিয়া পাঠ বন্ধ করে পাথর নিক্ষেপ করতে হয়। ১১. ১২ এবং ১৩ই যিলহজ্জ প্রত্যেক জামরায় সাতটি করে পাথর নিক্ষেপ করতে হয়।
ইসহাক ইবনে ইবরাহীম ও আলী ইবনে খাশরম (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) মুযদালিফায় ফযলকে বাহনে তার পিছনে বসালেন। রাবী বলেন, এরপর ইবনে আব্বাস (রাযিঃ) আমাকে অবহিত করলেন যে, নবী (ﷺ) জামরাতুল আকাবায় পাথর নিক্ষেপের পূর্ব পর্যন্ত অনবরত তালবিযা পাঠ করতে থাকেন।
*মিনার উল্লেখযোগ্য দূরত্বে পরপর তিনটি স্তম্ভ আছে। এগুলোকে জামরা বলে। আকাবার নিকটবর্তী জামরাকে জামরাতুল আকা বা জামরাতুল কুবরা বলা হয়। ১০ই যিলহজ্জ এখানে পৌঁছে তালবিয়া পাঠ বন্ধ করে পাথর নিক্ষেপ করতে হয়। ১১. ১২ এবং ১৩ই যিলহজ্জ প্রত্যেক জামরায় সাতটি করে পাথর নিক্ষেপ করতে হয়।
كتاب الحج
باب اسْتِحْبَابِ إِدَامَةِ الْحَاجِّ التَّلْبِيَةَ حَتَّى يَشْرَعَ فِي رَمْىِ جَمْرَةِ الْعَقَبَةِ يَوْمَ النَّحْرِ
قَالَ كُرَيْبٌ: فَأَخْبَرَنِي عَبْدُ اللهِ بْنُ عَبَّاسٍ، عَنِ الْفَضْلِ، «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَزَلْ يُلَبِّي حَتَّى بَلَغَ الْجَمْرَةَ»
وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ، كِلاَهُمَا عَنْ عِيسَى بْنِ يُونُسَ، - قَالَ ابْنُ خَشْرَمٍ أَخْبَرَنَا عِيسَى، - عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَطَاءٌ، أَخْبَرَنِي ابْنُ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَرْدَفَ الْفَضْلَ مِنْ جَمْعٍ قَالَ فَأَخْبَرَنِي ابْنُ عَبَّاسٍ أَنَّ الْفَضْلَ أَخْبَرَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمْ يَزَلْ يُلَبِّي حَتَّى رَمَى جَمْرَةَ الْعَقَبَةِ.
وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ، كِلاَهُمَا عَنْ عِيسَى بْنِ يُونُسَ، - قَالَ ابْنُ خَشْرَمٍ أَخْبَرَنَا عِيسَى، - عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَطَاءٌ، أَخْبَرَنِي ابْنُ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَرْدَفَ الْفَضْلَ مِنْ جَمْعٍ قَالَ فَأَخْبَرَنِي ابْنُ عَبَّاسٍ أَنَّ الْفَضْلَ أَخْبَرَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمْ يَزَلْ يُلَبِّي حَتَّى رَمَى جَمْرَةَ الْعَقَبَةِ.