আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
১৬- হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৩১৫০
আন্তর্জাতিক নং: ১৩৪৫-১
- হজ্ব - উমরার অধ্যায়
৭২. হজ্জের ইত্যাদি সফর থেকে প্রত্যাবর্তন করে যে দুআ পড়তে হয়
৩১৫০। যুহাইর ইবনে হারব (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ও আবু তালহা (রাযিঃ) নবী (ﷺ) এর সাথে প্রত্যাবর্তন করলাম এবং সাফিয়্যা (রাযিঃ) তাঁর উটের পিঠে পেছনে সওয়ার ছিলেন। আমরা যখন মদীনার শহরতলীতে পৌঁছলাম তখন নবী (ﷺ) এ দুআ পড়লেনঃ (অর্থ) ″আমরা প্রত্যাবর্তনকারী, তাওবাকারী, আমাদের প্রভূর ইবাদাতকারী, প্রশংসাকারী।″ আমরা মদীনায় প্রবেশ করা পর্যন্ত তিনি অবিরত এই দুআ পড়তে থাকতেন।
كتاب الحج
باب مَا يَقُولُ إِذَا قَفَلَ مِنْ سَفَرٍ الْحَجِّ وَغَيْرِهِ
وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ يَحْيَى بْنِ أَبِي إِسْحَاقَ، قَالَ قَالَ أَنَسُ بْنُ مَالِكٍ أَقْبَلْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَا وَأَبُو طَلْحَةَ . وَصَفِيَّةُ رَدِيفَتُهُ عَلَى نَاقَتِهِ حَتَّى إِذَا كُنَّا بِظَهْرِ الْمَدِينَةِ قَالَ " آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ " . فَلَمْ يَزَلْ يَقُولُ ذَلِكَ حَتَّى قَدِمْنَا الْمَدِينَةَ .