আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

১৬- হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ৩২৬৭
আন্তর্জাতিক নং: ১৩৯৯-৯
- হজ্ব - উমরার অধ্যায়
৯৪. কুবা মসজিদের ফযীলত এবং তাতে নামায আদায় ও তা যিয়ারাতের ফযীলত
৩২৬৭। আব্দুল্লাহ ইবনে হাশিম (রাহঃ) ......... ইবনে দীনার (রাহঃ) থেকে এই সনদে অনুরূপ বর্ণিত হয়েছে, কিন্তু এই সূত্রে ’প্রতি শনিবার’ কথাটুকু উল্লেখ নাই।
كتاب الحج
باب فَضْلِ مَسْجِدِ قُبَاءٍ وَفَضْلِ الصَّلاَةِ فِيهِ وَزِيَارَتِهِ
وَحَدَّثَنِيهِ عَبْدُ اللَّهِ بْنُ هَاشِمٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنِ ابْنِ دِينَارٍ، بِهَذَا الإِسْنَادِ . وَلَمْ يَذْكُرْ كُلَّ سَبْتٍ .

হাদীসের ব্যাখ্যা:

এ হাদিসের ব্যাখ্যার জন্য - ৩২৬৬ নং হাদীসের ব্যাখ্যা দেখুন।