আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
১৭- বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ৩৩২৩
আন্তর্জাতিক নং: ১৪১১
- বিবাহ-শাদীর অধ্যায়
৫. ইহরামধারী ব্যক্তির বিবাহ করা হারাম এবং তার বিবাহের প্রস্তাব দেওয়া দূষণীয়
৩৩২৩। আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ......... ইয়াযীদ ইবনুল আসাম্ম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, হারিসের কন্যা মায়মুনা (রাযিঃ) আমার কাছে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) ইহরাম মুক্ত অবস্থায় তাকে বিবাহ করেন। তিনি আরও বলেন, তিনি ছিলেন আমার খালা এবং ইবনে আব্বাস (রাযিঃ) এরও খালা।*
*ইমাম আযম আবু হানীফা (রাহঃ) ও হানাফী মাযহাবের মত অনুযায়ী ইহরাম অবস্থায় বিবাহ করায় কোন দোষ নেই। তাঁরা ইবনে আব্বাস (রাযিঃ) কর্তৃক বর্ণিত হাদীস দলীল হিসেবে গ্রহণ করেছেন – (অনুবাদক)।
*ইমাম আযম আবু হানীফা (রাহঃ) ও হানাফী মাযহাবের মত অনুযায়ী ইহরাম অবস্থায় বিবাহ করায় কোন দোষ নেই। তাঁরা ইবনে আব্বাস (রাযিঃ) কর্তৃক বর্ণিত হাদীস দলীল হিসেবে গ্রহণ করেছেন – (অনুবাদক)।
كتاب النكاح
باب تَحْرِيمِ نِكَاحِ الْمُحْرِمِ وَكَرَاهَةِ خِطْبَتِهِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، حَدَّثَنَا أَبُو فَزَارَةَ، عَنْ يَزِيدَ بْنِ الأَصَمِّ، حَدَّثَتْنِي مَيْمُونَةُ بِنْتُ الْحَارِثِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم تَزَوَّجَهَا وَهُوَ حَلاَلٌ قَالَ وَكَانَتْ خَالَتِي وَخَالَةَ ابْنِ عَبَّاسٍ .