আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১৮- তাহাজ্জুদ - নফল নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৫৭
আন্তর্জাতিক নং: ১১২৪
- তাহাজ্জুদ - নফল নামাযের অধ্যায়
৭১৮. অসুস্থ ব্যক্তির তাহাজ্জুদ আদায় না করা।
১০৫৭। আবু নুআইম (রাহঃ) ......... জুনদাব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) (একবার) অসুস্থ হয়ে পড়েন। ফলে এক রাত বা দু’রাত তিনি (তাহাজ্জুদ নামাযের উদ্দেশ্যে) উঠেননি।
كتاب التهجّد
باب تَرْكِ الْقِيَامِ لِلْمَرِيضِ
1124 - حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَسْوَدِ، قَالَ: سَمِعْتُ جُنْدَبًا، يَقُولُ: «اشْتَكَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ يَقُمْ لَيْلَةً أَوْ لَيْلَتَيْنِ»