আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৩০- শরীআতের দন্ড বিধি অধ্যায়

হাদীস নং: ৪৩০২
আন্তর্জাতিক নং: ১৭০৫-২
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
৬. প্রসূতিদের ’হদ্দ’ বিলম্বিত করা
৪৩০২। ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... সুদ্দী (রাযিঃ) থেকে একই সূত্রে হাদীস বর্ণনা করেছেন। কিন্তু তিনি ″তাদের মধ্যকার বিবাহিত এবং অবিবাহিত″ একথার উল্লেখ করেননি। তাঁর বর্ণিত হাদীসে অতিরিক্ত বর্ণনা করেছেন যে, ″সুস্থ না হওয়া পর্যন্ত তাকে (বিলম্বিত করে) রেখে দাও।″
كتاب الحدود
باب تَأْخِيرِ الْحَدِّ عَنِ النُّفَسَاءِ،
وَحَدَّثَنَاهُ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنِ السُّدِّيِّ، بِهَذَا الإِسْنَادِ وَلَمْ يَذْكُرْ مَنْ أَحْصَنَ مِنْهُمْ وَمَنْ لَمْ يُحْصِنْ . وَزَادَ فِي الْحَدِيثِ " اتْرُكْهَا حَتَّى تَمَاثَلَ " .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
rabi
বর্ণনাকারী: