আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১৮- তাহাজ্জুদ - নফল নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৫৬
আন্তর্জাতিক নং: ১২২৮
- তাহাজ্জুদ - নফল নামাযের অধ্যায়
৭৭৮. সিজদায়ে সাহুর পর তাশাহহুদ না পড়লে।
১১৫৬। সুলাইমান ইবনে হারব (রাহঃ) ......... সালামা ইবনে আলকামা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মুহাম্মাদ ইবনে সীরীন (রাহঃ) কে জিজ্ঞাসা করলাম, সিজদায়ে সাহুর পর তাশাহহুদ আছে কি? তিনি বললেন, আবু হুরায়রা (রাযিঃ)-এর হাদীসে তা নেই।
كتاب التهجّد
بَابُ مَنْ لَمْ يَتَشَهَّدْ فِي سَجْدَتَيِ السَّهْوِ
1228 - ...حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ سَلَمَةَ بْنِ عَلْقَمَةَ، قَالَ: قُلْتُ لِمُحَمَّدٍ فِي سَجْدَتَيِ السَّهْوِ تَشَهُّدٌ؟ قَالَ: لَيْسَ فِي حَدِيثِ أَبِي هُرَيْرَةَ